Tag Archives: Mahashivratri 2024

Shiv Temple: মনস্কামনা পূরণে মানত করা হয় ঘণ্টা, এই শিবমন্দির ঘিরে বছরভর সেনাবাহিনীর নিরাপত্তা থাকে

নয়ন ঘোষ, পানাগড়, পশ্চিম বর্ধমান : আমাদের দেশে রয়েছে একাধিক নামী শিব মন্দির।  সামনেই রয়েছে শিবরাত্রি। তার জন্য সমস্ত শিব মন্দিরগুলিতেই মহা ধুমধামে এই পুণ্যতিথি পালনের প্রস্তুতি চলছে। আর এমন সময় দর্শন করুন পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিব মন্দির। যে মন্দিরে মহাদেব সারা বছর থাকেন সেনাবাহিনীর নিরাপত্তায়। পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রপাল মন্দির। যা আদতে মহাদেবের মন্দির। যদিও মন্দির চত্বরে দেবী কালী, গণেশ, বৈষ্ণোদেবী, বজরঙ্গবলীর মন্দিরও রয়েছে। মন্দিরের চতুর্দিকে বাঁধা আছে একাধিক ছোট বড় নানা মাপের ঘন্টা। যে কারণে এই মন্দিরের অপর নাম ঘণ্টা বাবার মন্দির।

ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে ঘণ্টা মানত করলে তা পূরণ হয়। তার পর তারা মন্দিরে এসে ঘণ্টা বেঁধে যান। আর এমন একটি মন্দির সারা বছর থাকে সেনাবাহিনী নিরাপত্তায়। এই মন্দিরটি পানাগড়ের সেনাঘাঁটিতে অবস্থিত। যদিও মন্দিরটি যে জায়গায় বর্তমানে অবস্থান করছে, সেই জায়গায় আগে হাসোয়া নামের একটি গ্রাম ছিল। পরবর্তী ক্ষেত্রে এই জায়গায় সেনাবাহিনীর ঘাঁটি গড়ে তোলা হয়। কিন্তু কোনও অজ্ঞাত কারণে মন্দিরটি সরানো যায়নি। প্রথমে এই মন্দির ছিল একটি তেঁতুল গাছের নীচে। পরে সেনাবাহিনীর উদ্যোগে সেখানে মন্দির তৈরি হয়েছে।

আরও পড়ুন : খননকাজে বেরিয়ে পড়ে এই প্রাচীন মন্দির, ঘুরে আসুন শিবরাত্রির পুণ্যতিথিতে

এই মন্দিরে ভক্তদের যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে গেলে মানতে হয় একাধিক নিয়ম। সেনাঘাঁটির তিন নম্বর গেট অর্থাৎ চাণক্য দ্বার দিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায়। তবে মন্দিরের প্রবেশের পথেই রয়েছে সিকিওরিটি চেকিং। সেখানে পরিচয়পত্র জমা দিয়ে মন্দিরে যেতে হয়। ফেরার সময় সংগ্রহ করতে হয় সেই পরিচয়পত্র। এই মন্দির যেহেতু সেনা ঘাঁটির মধ্যে অবস্থিত, তাই কোনওভাবেই এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুমতি সেনার তরফ থেকে দেওয়া হয় না।

প্রত্যেক সোমবার এই মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় হয়। তাছাড়া শ্রাবণ সোমবার এবং শিবরাত্রিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। মন্দির চত্বরে রয়েছে পুজোর সামগ্রীর দোকান। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে যোগাযোগ করলে এখানে বিভিন্ন শুভ অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়। তবে তার জন্য অবশ্যই নিতে হয় অনুমতি। সারাদিন এখানে পুজো পাঠ চলতে থাকে। থাকেন পুরোহিতরা। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় মহাদেবের বিশেষ আরতি, যজ্ঞ চলে এই মন্দিরে। আপনিও চাইলে যে কোনওদিন ঘুরে আসতে পারেন এই মন্দির থেকে। তবে সেনাঘাঁটিতে প্রবেশ করার জন্য যা যা নিয়ম মানা প্রয়োজন, তা আবশ্যিকভাবে মানতে হবে।

Mahashivratri 2024: মহাশিবরাত্রির দিন ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে

এ বছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে ৮ মার্চ। এই দিনে, প্রদোষ ব্রতের সঙ্গে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে, যা কয়েকটি রাশির উপর খুব শুভ প্রভাব ফেলবে।
এ বছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে ৮ মার্চ। এই দিনে, প্রদোষ ব্রতের সঙ্গে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে, যা কয়েকটি রাশির উপর খুব শুভ প্রভাব ফেলবে।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী জানান, ৮ই মার্চ মহাশিবরাত্রির উপবাস রয়েছে। ২৫০ বছর পর এই দিনে প্রদোষ ব্রতের পাশাপাশি সর্বার্থ সিদ্ধি ও অমৃত যোগ তৈরি হচ্ছে।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী জানান, ৮ই মার্চ মহাশিবরাত্রির উপবাস রয়েছে। ২৫০ বছর পর এই দিনে প্রদোষ ব্রতের পাশাপাশি সর্বার্থ সিদ্ধি ও অমৃত যোগ তৈরি হচ্ছে।
তিনি জানিয়েছেন যে এই যোগগুলির পাশাপাশি শিবযোগ এবং শ্রাবণ নক্ষত্র হতে চলেছে। এর ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। তাঁরা ইতিবাচক ফলাফল পাবেন। তাঁদের করতে হবে কয়েকটি প্রতিকার।
তিনি জানিয়েছেন যে এই যোগগুলির পাশাপাশি শিবযোগ এবং শ্রাবণ নক্ষত্র হতে চলেছে। এর ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। তাঁরা ইতিবাচক ফলাফল পাবেন। তাঁদের করতে হবে কয়েকটি প্রতিকার।
মেষ রাশি: মহাশিবরাত্রির দিন এই রাশির জাতক-জাতিকাদের জলাভিষেক করতে হবে এবং বেলপাত্র নিবেদন করতে হবে। এতে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল থাকবে দিনটি।
মেষ রাশি: মহাশিবরাত্রির দিন এই রাশির জাতক-জাতিকাদের জলাভিষেক করতে হবে এবং বেলপাত্র নিবেদন করতে হবে। এতে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল থাকবে দিনটি।
মিথুনরাশি: এই রাশির জাতক-জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করা। তারপর দই দিয়ে অভিষেক করা। এরপর ১১ টি বেল পাতা নিবেদন করতে হবে। এতে করে সকল প্রকার কষ্টের অবসান হবে।
মিথুনরাশি: এই রাশির জাতক-জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করা। তারপর দই দিয়ে অভিষেক করা। এরপর ১১ টি বেল পাতা নিবেদন করতে হবে। এতে করে সকল প্রকার কষ্টের অবসান হবে।
কর্কট: এই রাশির জাতক জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন দুগ্ধ দিয়ে অভিষেক করা। এতে করে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
কর্কট: এই রাশির জাতক জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন দুগ্ধ দিয়ে অভিষেক করা। এতে করে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করা। তারপর দই দিয়ে অভিষেক করা। সঙ্গে ১১ টি বেল পাতা নিবেদন করা। এতে করে সকল প্রকার আর্থিক সমস্যা মিটতে পারে।(দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)
সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকাদের উচিত মহাশিবরাত্রির দিন গঙ্গাজল দিয়ে অভিষেক করা। তারপর দই দিয়ে অভিষেক করা। সঙ্গে ১১ টি বেল পাতা নিবেদন করা। এতে করে সকল প্রকার আর্থিক সমস্যা মিটতে পারে।(দাবিত্যাগ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন৷)

Mahashivratri 2024: শিবরাত্রি থেকে ভাগ্য খুলবে এই রাশির, ৭ দিনেই কাটবে সব অভাব, শুধু পালন করুন এই নিয়ম

আর কয়েক দিন পরেই মহাশিবরাত্রি। এই দিন সকলের উপর আশীর্বাদ বর্ষণ করেন ভগবান শিব। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটা বিশেষ। কারণ ওই রাশির জাতক-জাতিকারা মহাশিবরাত্রির দিনে ব্যাপক উপকারিতা লাভ করতে চলেছেন।
আর কয়েক দিন পরেই মহাশিবরাত্রি। এই দিন সকলের উপর আশীর্বাদ বর্ষণ করেন ভগবান শিব। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটা বিশেষ। কারণ ওই রাশির জাতক-জাতিকারা মহাশিবরাত্রির দিনে ব্যাপক উপকারিতা লাভ করতে চলেছেন।
পণ্ডিত শিবনারায়ণ চতুর্বেদী জানিয়েছেন যে, চলতি বছরে আগামী ৮ মার্চ পড়েছে মহাশিবরাত্রি। এই দিন দলে দলে শিবভক্তরা মন্দিরে গিয়ে ভগবান শিবের আরাধনা করবেন। কিন্তু এই দিনটা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে। কারণ কুম্ভ রাশিতে অবস্থান করছেন চন্দ্র। ফলে তা কুম্ভ রাশির মানুষদের জন্য ফলদায়ক হবে।
পণ্ডিত শিবনারায়ণ চতুর্বেদী জানিয়েছেন যে, চলতি বছরে আগামী ৮ মার্চ পড়েছে মহাশিবরাত্রি। এই দিন দলে দলে শিবভক্তরা মন্দিরে গিয়ে ভগবান শিবের আরাধনা করবেন। কিন্তু এই দিনটা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে। কারণ কুম্ভ রাশিতে অবস্থান করছেন চন্দ্র। ফলে তা কুম্ভ রাশির মানুষদের জন্য ফলদায়ক হবে।
পণ্ডিত শিবনারায়ণ চতুর্বেদী আরও বলেন, যাঁরা কুম্ভ রাশির জাতক-জাতিকা, ওই বিশেষ দিনে তাঁদের একটি নিয়ম পালন করা উচিত। পণ্ডিতজির মতে, মহাশিবরাত্রির দিন প্রদোষ কাল অর্থাৎ সূর্যাস্তের ঠিক ৪৫ মিনিট আগে ভগবান শিবের উদ্দেশ্যে সাদা ফুল, সাদা সর্ষে, মধুমিশ্রিত দুধ এবং আবির নিবেদন করতে হবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এরপরেই ভগবান শিবের আরাধনা করতে হবে। ভগবান শিবের অভিষেক করলে সাত দিনের মধ্যে যে কোনও রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
পণ্ডিত শিবনারায়ণ চতুর্বেদী আরও বলেন, যাঁরা কুম্ভ রাশির জাতক-জাতিকা, ওই বিশেষ দিনে তাঁদের একটি নিয়ম পালন করা উচিত। পণ্ডিতজির মতে, মহাশিবরাত্রির দিন প্রদোষ কাল অর্থাৎ সূর্যাস্তের ঠিক ৪৫ মিনিট আগে ভগবান শিবের উদ্দেশ্যে সাদা ফুল, সাদা সর্ষে, মধুমিশ্রিত দুধ এবং আবির নিবেদন করতে হবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এরপরেই ভগবান শিবের আরাধনা করতে হবে। ভগবান শিবের অভিষেক করলে সাত দিনের মধ্যে যে কোনও রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অন্যান্য রাশির জাতক-জাতিকাদের জন্যও প্রতিকার জানালেন পণ্ডিতজি। তিনি জানান যে, মহাশিবরাত্রির দিনে ভোরবেলায় উঠে স্নান সেরে ভগবান শিবের মন্দিরে গিয়ে ১০৮ বার ‘ওম’ জপ করতে হবে। এরপর দুধ, দই, মধু, ঘি এবং চিনি মিশিয়ে যদি ভগবান শিবের অভিষেক করা হয়, তাহলে মনের সমস্ত ইচ্ছাপূরণ হবে। এই অভিষেকের সময় ‘ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ওম হৌং জুং সঃ’ মন্ত্র জপ করা উচিত।
অন্যান্য রাশির জাতক-জাতিকাদের জন্যও প্রতিকার জানালেন পণ্ডিতজি। তিনি জানান যে, মহাশিবরাত্রির দিনে ভোরবেলায় উঠে স্নান সেরে ভগবান শিবের মন্দিরে গিয়ে ১০৮ বার ‘ওম’ জপ করতে হবে। এরপর দুধ, দই, মধু, ঘি এবং চিনি মিশিয়ে যদি ভগবান শিবের অভিষেক করা হয়, তাহলে মনের সমস্ত ইচ্ছাপূরণ হবে। এই অভিষেকের সময় ‘ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ওম হৌং জুং সঃ’ মন্ত্র জপ করা উচিত।
পণ্ডিত শিবনারায়ণ চতুর্বেদী আরও বলেন যে, মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিব এবং মা পার্বতীর আরাধনা করলে আরও নানা ফল পাওয়া যায়। যেমন - বুদ্ধিহীনরা বুদ্ধির দিক থেকে শক্তিশালী হতে পারেন, অবিবাহিতদের বিবাহ-যোগ তৈরি হতে পারে। এমনকী পরীক্ষায় কঠোর পরিশ্রম অনুযায়ী ফলও পেতে পারে ছাত্রছাত্রীরা।
পণ্ডিত শিবনারায়ণ চতুর্বেদী আরও বলেন যে, মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিব এবং মা পার্বতীর আরাধনা করলে আরও নানা ফল পাওয়া যায়। যেমন – বুদ্ধিহীনরা বুদ্ধির দিক থেকে শক্তিশালী হতে পারেন, অবিবাহিতদের বিবাহ-যোগ তৈরি হতে পারে। এমনকী পরীক্ষায় কঠোর পরিশ্রম অনুযায়ী ফলও পেতে পারে ছাত্রছাত্রীরা।

Mahashivratri 2024: শিবরাত্রিতে আকন্দ ফুল দিয়ে এই কাজ করুন, বহুদিনের রোগ-ভোগ দূর হবে, কাটবে সব বাধা

সামনেই মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের কাছে এই তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মহাদেবের বিশেষ উপায়ে পুজো করলে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সামনেই মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের কাছে এই তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মহাদেবের বিশেষ উপায়ে পুজো করলে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
মানা হয়, আকুন্দ ফুল দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয়। শিবরাত্রিতে মহাদেবের চরণে আকন্দ ফুল অর্পণ করলে নানা সমস্যা সমাধান হয়। তেমনি কিছু উপায় জানিয়েছেন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী।
মানা হয়, আকুন্দ ফুল দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয়। শিবরাত্রিতে মহাদেবের চরণে আকন্দ ফুল অর্পণ করলে নানা সমস্যা সমাধান হয়। তেমনি কিছু উপায় জানিয়েছেন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী।
তিনি বলছেন, দীর্ঘদিন- ধরে কোনও রোগ কাইল করলে, বা পরিবারের কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে, শিবরাত্রিতে মহাদেবকে ১১-টি আকন্দ ফুল নিবেদন করা উচিত। এতে রোগের উপশম হয়।
তিনি বলছেন, দীর্ঘদিন- ধরে কোনও রোগ কাইল করলে, বা পরিবারের কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে, শিবরাত্রিতে মহাদেবকে ১১-টি আকন্দ ফুল নিবেদন করা উচিত। এতে রোগের উপশম হয়।
ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানিয়েছেন, শিবরাত্রির দিন ঘরে একটি সাদা আকন্দ গাছ লাগাতে পারলে খুব ভাল। ঘরে সাদা আকন্দ গাছ থাকলে পজিটিভ শক্তি বাড়ে। একই সঙ্গে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়।
ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলেন, শিবরাত্রির দিন ঘরে একটি সাদা আকন্দ গাছ লাগাতে পারলে খুব ভাল। ঘরে সাদা আকন্দ গাছ থাকলে পজিটিভ শক্তি বাড়ে। একই সঙ্গে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়।
ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শুধু শিবরাত্রি নয়। প্রত্যেক সোমবার শিবকে যদি সাদা আকন্দ নিবেদন করার পর পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা যায়, তাহলে ধীরে ধীরে মন শান্ত হয়। কেটে যেতে থাকে একের পর এক বাধা।
ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শুধু শিবরাত্রি নয়। প্রত্যেক সোমবার শিবকে যদি সাদা আকন্দ নিবেদন করার পর পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা যায়, তাহলে ধীরে ধীরে মন শান্ত হয়। কেটে যেতে থাকে একের পর এক বাধা।

Mahashivratri Rudraksha Horoscope: আসছে মহাশিবরাত্রি! রাশি অনুযায়ী জানুন কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে জীবন

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়৷ এই দিনে বিপদমুক্তির জন্য, সংসারের কল্যাণ সাধনের জন্য, মনোমতো পতি প্রাপ্তির জন্য এবং মনোস্কামনা পূরণের শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তেরা৷
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়৷ এই দিনে বিপদমুক্তির জন্য, সংসারের কল্যাণ সাধনের জন্য, মনোমতো পতি প্রাপ্তির জন্য এবং মনোস্কামনা পূরণের শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তেরা৷
তিথি অনুসারে ২০২৪ সালে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি পড়ছে ৮ মার্ট রাত ৯টা ৫৭ মিনিট থেকে৷ শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে৷
তিথি অনুসারে ২০২৪ সালে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি পড়ছে ৮ মার্ট রাত ৯টা ৫৭ মিনিট থেকে৷ শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে৷
রাশিচক্র অনুসারে, রুদ্রাক্ষ পরা অত্যন্ত শুভ কারণ এটি ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মের সময় রাশিচক্র এবং গ্রহের সংমিশ্রণ অনুসারে রুদ্রাক্ষ পরলে বিশেষ উপকার পাওয়া যায়। রুদ্রাক্ষের প্রভাব বলে বিশ্বাস করা হয় যে এটি পরলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে স্থিতিশীলতা পাওয়া যায়।
রাশিচক্র অনুসারে, রুদ্রাক্ষ পরা অত্যন্ত শুভ কারণ এটি ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মের সময় রাশিচক্র এবং গ্রহের সংমিশ্রণ অনুসারে রুদ্রাক্ষ পরলে বিশেষ উপকার পাওয়া যায়। রুদ্রাক্ষের প্রভাব বলে বিশ্বাস করা হয় যে এটি পরলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তরে স্থিতিশীলতা পাওয়া যায়।
রুদ্রাক্ষ ধৈর্য, ​​সাহস দেয় এবং মানুষের নিজস্ব প্রতিভা বিকাশ করে। এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং প্রাকৃতিক শক্তির ভারসাম্য বজায় রাখে। রোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। এটি শান্তি, সুখ এবং সমৃদ্ধির জন্যও ব্যবহৃত হয়। পুজো, মন্ত্র জপ এবং ধ্যানের সময় রুদ্রাক্ষ সঠিকভাবে পরলে আধ্যাত্মিক বিকাশ হয়।
রুদ্রাক্ষ ধৈর্য, ​​সাহস দেয় এবং মানুষের নিজস্ব প্রতিভা বিকাশ করে। এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং প্রাকৃতিক শক্তির ভারসাম্য বজায় রাখে। রোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। এটি শান্তি, সুখ এবং সমৃদ্ধির জন্যও ব্যবহৃত হয়। পুজো, মন্ত্র জপ এবং ধ্যানের সময় রুদ্রাক্ষ সঠিকভাবে পরলে আধ্যাত্মিক বিকাশ হয়।
মেষ: ৬ মুখী, ৮ মুখী, ১৪ মুখীবৃষ রাশি: ৬ মুখী, ১১ মুখী, ১২ মুখী মিথুন: ৪ মুখী, ৮ মুখী, ১২ মুখী কর্কট: ২ মুখী, ৫ মুখী, ১০ মুখী সিংহ রাশি: ১ মুখী, ৯ মুখী, ১৪ মুখী কন্যা: ৪ মুখী, ৮ মুখী, ১৩ মুখী তুলা: ৬ মুখী, ১১ মুখী, ১২ মুখী বৃশ্চিক: ৩ মুখী, ৭ মুখী, ১০ মুখী ধনু: ৫ মুখী, ৯ মুখী, ১৪ মুখী মকর: ১ মুখী, ৮ মুখী, ১১ মুখী কুম্ভ: ৪ মুখী, ১০ মুখী, ১৩ মুখী মীন রাশি: ৫ মুখী, ৯ মুখী, ১২ মুখী
মেষ: ৬ মুখী, ৮ মুখী, ১৪ মুখী
বৃষ রাশি: ৬ মুখী, ১১ মুখী, ১২ মুখী
মিথুন: ৪ মুখী, ৮ মুখী, ১২ মুখী
কর্কট: ২ মুখী, ৫ মুখী, ১০ মুখী
সিংহ রাশি: ১ মুখী, ৯ মুখী, ১৪ মুখী
কন্যা: ৪ মুখী, ৮ মুখী, ১৩ মুখী
তুলা: ৬ মুখী, ১১ মুখী, ১২ মুখী
বৃশ্চিক: ৩ মুখী, ৭ মুখী, ১০ মুখী
ধনু: ৫ মুখী, ৯ মুখী, ১৪ মুখী
মকর: ১ মুখী, ৮ মুখী, ১১ মুখী
কুম্ভ: ৪ মুখী, ১০ মুখী, ১৩ মুখী
মীন রাশি: ৫ মুখী, ৯ মুখী, ১২ মুখী
রুদ্রাক্ষ সঙ্গে থাকলে শিব ঠাকুরের আর্শীবাদ পাওয়া যায়! সংসারের এবং জীবনের সব বাধা কেটে যায় শিবের দয়ায়
রুদ্রাক্ষ সঙ্গে থাকলে শিব ঠাকুরের আর্শীবাদ পাওয়া যায়! সংসারের এবং জীবনের সব বাধা কেটে যায় শিবের দয়ায়
পরার আগে রুদ্রাক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল। তাঁরা আপনাকে আপনার রাশিচক্র, জন্ম তারিখ এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে উপযুক্ত রুদ্রাক্ষের কথা বলতে পারবেন।
পরার আগে রুদ্রাক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল। তাঁরা আপনাকে আপনার রাশিচক্র, জন্ম তারিখ এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে উপযুক্ত রুদ্রাক্ষের কথা বলতে পারবেন।
(অস্বীকৃতি: এখানে প্রদত্ত তথ্য লোক বিশ্বাসের উপর ভিত্তি করে। নিউজ ১৮ বাংলা এ বিষয়ে কোনও প্রকার নিশ্চিতকরণ করে না। সাধারণ জনস্বার্থের কথা মাথায় রেখে এটি এখানে উপস্থাপন করা হয়েছে।)
(অস্বীকৃতি: এখানে প্রদত্ত তথ্য লোক বিশ্বাসের উপর ভিত্তি করে। নিউজ ১৮ বাংলা এ বিষয়ে কোনও প্রকার নিশ্চিতকরণ করে না। সাধারণ জনস্বার্থের কথা মাথায় রেখে এটি এখানে উপস্থাপন করা হয়েছে।)

Mahashivratri 2024: শিবরাত্রিতে কোন নিয়মে পুজো করলে জীবনের সব দুর্ভোগ দূর হবে? নিদান দিলেন পুরোহিত

আর তিন দিন পর মহা শিবরাত্রি।এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী ৮ মার্চ ২০২৪ শুক্রবার। মহা শিবরাত্রিতে শিবকে সন্তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করুন। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে  বেশ কিছু জিনিস নিবেদন করলে পাবেন শিবের আশীর্বাদ।লেখা- পিয়া গুপ্তা
আর তিন দিন পর মহা শিবরাত্রি।এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী ৮ মার্চ ২০২৪ শুক্রবার। মহা শিবরাত্রিতে শিবকে সন্তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করুন। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে  বেশ কিছু জিনিস নিবেদন করলে পাবেন শিবের আশীর্বাদ।
লেখা- পিয়া গুপ্তা
বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, শিবের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর-মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল-দুধ ঢালা উচিত। শিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হল গাঁজা- ভাঙ। তবে শুধু গাঁজা-ভাঙ নয়, মহাদেবের পছন্দের খাবারের তালিকায় রয়েছে মতিচুরের লাড্ডু, চিনি দেওয়া দুধ ও দই। এছাড়া পিঠে ও পুলিও। লেখা- পিয়া গুপ্তা

বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, শিবের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর-মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল-দুধ ঢালা উচিত। শিবরাত্রির দিন মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হল গাঁজা- ভাঙ। তবে শুধু গাঁজা-ভাঙ নয়, মহাদেবের পছন্দের খাবারের তালিকায় রয়েছে মতিচুরের লাড্ডু, চিনি দেওয়া দুধ ও দই। এছাড়া পিঠে ও পুলিও।
লেখা- পিয়া গুপ্তা
বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, ভোগ নিবেদন করার পাশাপাশি  এদিন অর্পণ করুন মহাদেবের  পছন্দের কিছু ফুল যেমন ধুতরো, আকন্দ ও বেলফুল। এই ফুলের পাশাপাশি সাদা ফুলও ভগবান শিবকে নিবেদন করতে পারেন। লেখা- পিয়া গুপ্তা
বিশিষ্ট পুরোহিত তথা জ্যোতিষী শঙ্কর মোহন্ত জানান, ভোগ নিবেদন করার পাশাপাশি  এদিন অর্পণ করুন মহাদেবের  পছন্দের কিছু ফুল যেমন ধুতরো, আকন্দ ও বেলফুল। এই ফুলের পাশাপাশি সাদা ফুলও ভগবান শিবকে নিবেদন করতে পারেন। 
লেখা- পিয়া গুপ্তা
জ্যোতিষী শঙ্কর মোহন্ত আরও জানান, রঙ্গিন কোন ফুল শিবের পছন্দ নয়। তাই এদিন রঙ্গিন কোন-ও ফুল মহাদেবকে অর্পণ করবেন না। শিবলিঙ্গে পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল, শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন, সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। শিব পুজোর আগের দিন থেকেই আপনাকে নিয়ম নিষ্ঠা সহকারে শিবের ব্রত পালন করতে হবে। লেখা- পিয়া গুপ্তা

জ্যোতিষী শঙ্কর মোহন্ত আরও জানান, রঙ্গিন কোন ফুল শিবের পছন্দ নয়। তাই এদিন রঙ্গিন কোন-ও ফুল মহাদেবকে অর্পণ করবেন না। শিবলিঙ্গে পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হল, শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন, সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। শিব পুজোর আগের দিন থেকেই আপনাকে নিয়ম নিষ্ঠা সহকারে শিবের ব্রত পালন করতে হবে।
লেখা- পিয়া গুপ্তা

Mahashivratri 2024: সামনেই মহাশিবরাত্রি, কী খাওয়া উচিত, কী খাবেন না? অফুরাণ আশীর্বাদে ভরবে সংসার

চলতি বছর মহাশিবরাত্রি পড়েছে ৮ মার্চ, শুক্রবার। শিবরাত্রি উপবাস করলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং সেই ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
চলতি বছর মহাশিবরাত্রি পড়েছে ৮ মার্চ, শুক্রবার। শিবরাত্রি উপবাস করলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং সেই ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
মহাশিবরাত্রির দিনে উপবাসের সময় অনেক কিছু খাওয়া নিষেধ থাকে। চলুন দিল্লির বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যের কাছ থেকে জেনে নেওয়া যাক এই উপবাসে কোন জিনিসগুলি খাওয়া উচিত এবং কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত।
মহাশিবরাত্রির দিনে উপবাসের সময় অনেক কিছু খাওয়া নিষেধ থাকে। চলুন দিল্লির বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্যের কাছ থেকে জেনে নেওয়া যাক এই উপবাসে কোন জিনিসগুলি খাওয়া উচিত এবং কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত।
মহাশিবরাত্রির দিনে কী কী জিনিস খাওয়া উচিত?মহাশিবরাত্রির দিন শিব ভক্তদের সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। এবং এই দিনে ফল খেতে পারেন। মহাশিবরাত্রির দিন সব ধরনের ফল খাওয়া যেতে পারে। মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়।
মহাশিবরাত্রির দিনে কী কী জিনিস খাওয়া উচিত?
মহাশিবরাত্রির দিন শিব ভক্তদের সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। এবং এই দিনে ফল খেতে পারেন। মহাশিবরাত্রির দিন সব ধরনের ফল খাওয়া যেতে পারে। মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়।
এই দিনে চা, দুধ ও দই খেতে পারেন। চেস্টনাট বা বিশেষ ধরনের বাদামের হালুয়া, লুচি বা নোনতা প্রস্তুত করে খেতে পারেন।
এই দিনে চা, দুধ ও দই খেতে পারেন। চেস্টনাট বা বিশেষ ধরনের বাদামের হালুয়া, লুচি বা নোনতা প্রস্তুত করে খেতে পারেন।
এই জিনিসগুলি খাওয়া এড়িয়ে চলুন- মহাশিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও গম, চাল এবং ডাল থেকে তৈরি খাবার খাওয়া উচিত নয়। এই দিনে রসুন, পেঁয়াজ, মাংস খাওয়া যাবে না।
এই জিনিসগুলি খাওয়া এড়িয়ে চলুন
– মহাশিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও গম, চাল এবং ডাল থেকে তৈরি খাবার খাওয়া উচিত নয়। এই দিনে রসুন, পেঁয়াজ, মাংস খাওয়া যাবে না।
এই দিনে অ্যালকোহল পান করা উচিত নয়। মহাশিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও কাউকে কটূ কথা বলতে পারবে না।
এই দিনে অ্যালকোহল পান করা উচিত নয়। মহাশিবরাত্রির দিনে উপবাস পালনকারীরা ভুল করেও কাউকে কটূ কথা বলতে পারবে না।

Mahashivratri 2024: মহাশিবরাত্রির দিন রাত ১২ টায় করুন এই কাজ! চাই শুধু একটি বিশেষ ফুল, ব্যবসা হোক বা চাকরি, কেটে যাবে সব বাধা

শিবরাত্রির দিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এইবছর ৮ মার্চ মহাশিবরাত্রি। জ‍্যোতিষশাস্ত্র মতে ওইদিন কিছু নিয়ম পালন করলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যেতে পারে। কিন্তু সঠিকভাবে নিয়ম পালন করা জরুরি। জ‍্যোতিষাচার্য জানালেন ওইদিন মধ‍্যরাতে একটি নিয়ম পালন করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়।
শিবরাত্রির দিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এইবছর ৮ মার্চ মহাশিবরাত্রি। জ‍্যোতিষশাস্ত্র মতে ওইদিন কিছু নিয়ম পালন করলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যেতে পারে। কিন্তু সঠিকভাবে নিয়ম পালন করা জরুরি। জ‍্যোতিষাচার্য জানালেন ওইদিন মধ‍্যরাতে একটি নিয়ম পালন করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়।
মহা শিবরাত্রির দিনে রাত ১২.০০ টার সময় একটি বিশেষ নিয়ম পালনের কথা জানালেন জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তিনি জানালেন ওই দিন এই নিয়ম পালন করা অত‍্যন্ত শুভ। কী সেই প্রতিকার? কীভাবে করতে হবে? সমস্ত বিশদে জানালেন জ‍্যোতিষী।

মহা শিবরাত্রির দিনে রাত ১২.০০ টার সময় একটি বিশেষ নিয়ম পালনের কথা জানালেন জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তিনি জানালেন ওই দিন এই নিয়ম পালন করা অত‍্যন্ত শুভ। কী সেই প্রতিকার? কীভাবে করতে হবে? সমস্ত বিশদে জানালেন জ‍্যোতিষী।
জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানালেন শিবরাত্রির দিন ধুতরা ফুল তুলতে হবে৷ শিবের পূজায় ধুতরা ফুলের আলাদা মাহাত্ম্য রয়েছে৷
তিনি জানালেন, রাত ১২.০০ টায় বাড়ির কাছের কোনও শিব মন্দিরে যান৷ এবং রাত ১২.০০ টায় শিবকে ধুতরা ফুল অর্পণ করুন।
তিনি জানালেন, রাত ১২.০০ টায় বাড়ির কাছের কোনও শিব মন্দিরে যান৷ এবং রাত ১২.০০ টায় শিবকে ধুতরা ফুল অর্পণ করুন।
শিবলিঙ্গে ধুতরা ফুল আধ ঘন্টা ধরে রেখে দিন৷ সেই সঙ্গে মন্ত্র জপ করারও নিদান দিলেন তিনি৷

শিবলিঙ্গে ধুতরা ফুল আধ ঘন্টা ধরে রেখে দিন৷ সেই সঙ্গে মন্ত্র জপ করারও নিদান দিলেন তিনি৷
আধঘণ্টা এই পুজো করার পর, ধুতরা ফুল তুলে রাত ১২.৩০ টায় বাড়িতে নিয়ে আসুন।
আধঘণ্টা এই পুজো করার পর, ধুতরা ফুল তুলে রাত ১২.৩০ টায় বাড়িতে নিয়ে আসুন।
এবার এই ধুতরা ফুল লাল কাপড়ে বেঁধে টাকাপয়সা যেখানে রাখা থাকে সেখানে রাখুন৷ পাশাপাশি আরও ব্যবসার জিনিসপত্র রাখার স্থান, খেতেও রেখে দিতে পারেন৷

এবার এই ধুতরা ফুল লাল কাপড়ে বেঁধে টাকাপয়সা যেখানে রাখা থাকে সেখানে রাখুন৷ পাশাপাশি আরও ব্যবসার জিনিসপত্র রাখার স্থান, খেতেও রেখে দিতে পারেন৷
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, যে কোনও মাসিক শিবরাত্রিতে এই প্রতিকার করা যেতে পারে৷ তবে মহাশিবরাত্রিতে এটি করলে দ্রুত ফল পাওয়া যাবে। এই নিয়ম রাত ১২ টা থেকে এই প্রতিকার শুরু করে ভোর ৪ টার আগে ধুতরাকে ধন-সম্পদ, চাকরি বা ব্যবসার জায়গায় বা মাঠে রাখতে পারেন৷
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, যে কোনও মাসিক শিবরাত্রিতে এই প্রতিকার করা যেতে পারে৷ তবে মহাশিবরাত্রিতে এটি করলে দ্রুত ফল পাওয়া যাবে। এই নিয়ম রাত ১২ টা থেকে এই প্রতিকার শুরু করে ভোর ৪ টার আগে ধুতরাকে ধন-সম্পদ, চাকরি বা ব্যবসার জায়গায় বা মাঠে রাখতে পারেন৷
যদি কোনও ব্যক্তি ব্যবসা বা চাকরি নিয়ে খুব সমস্যায় পড়েন এবং কোনও উপায় খুঁজে না পান তবে তিনি এই সমাধানটি ব্যবহার করতে পারেন।

যদি কোনও ব্যক্তি ব্যবসা বা চাকরি নিয়ে খুব সমস্যায় পড়েন এবং কোনও উপায় খুঁজে না পান তবে তিনি এই সমাধানটি ব্যবহার করতে পারেন।
কৃষকরাও এই কাজ করতে পারেন৷ যদি কোনও ব্যক্তির ক্ষেতে আশানুরূপ ফসল না হয়, তাহলে তারাও এই ব্যবস্থা নিতে পারেন।

কৃষকরাও এই কাজ করতে পারেন৷ যদি কোনও ব্যক্তির ক্ষেতে আশানুরূপ ফসল না হয়, তাহলে তারাও এই ব্যবস্থা নিতে পারেন। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

Mahashivratri-Venus Transit 2024: মহাশিবরাত্রিতে শুক্রের রাশি পরিবর্তন, লাগামছাড়া টাকা ৩ রাশির জন্য, আচ্ছে দিন জাতক-জাতিকাদের

মহাশিবরাত্রি থেকেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে জীবনে ৩ রাশির জন্য অত্যন্ত বড়সড় সময় আসতে চলেছে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রি থেকেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে জীবনে ৩ রাশির জন্য অত্যন্ত বড়সড় সময় আসতে চলেছে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
এইবার মহাশিবরাত্রি হতে চলেছে ৮ মার্চ ২০২৪-এ ৷ তার আগের দিনই অর্থাৎ ৭ মার্চ শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে এরফলে জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এইবার মহাশিবরাত্রি হতে চলেছে ৮ মার্চ ২০২৪-এ ৷ তার আগের দিনই অর্থাৎ ৭ মার্চ শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে এরফলে জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ শাস্ত্রমতে মহাশিবরাত্রির আগের দিন শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ হতে চলেছে ৷ যা বেশ কিছু রাশির জাতচক-জাতিকাদের জন্য উন্নতির রাস্তা চওড়া করবে ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ শাস্ত্রমতে মহাশিবরাত্রির আগের দিন শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ হতে চলেছে ৷ যা বেশ কিছু রাশির জাতচক-জাতিকাদের জন্য উন্নতির রাস্তা চওড়া করবে ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি থেকেই বিরাট ঘটনা ঘটতে চলেছে ৷ এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি থেকেই বিরাট ঘটনা ঘটতে চলেছে ৷ এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রি থেকেই ভাগ্যের বিশাল পরিবর্তন হতে চলেছে ৩ রাশির, জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ শারীরিক ও মানসিক ভাবে উন্নতি হতে চলেছে জাতক-জাতিকাদের ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রি থেকেই ভাগ্যের বিশাল পরিবর্তন হতে চলেছে ৩ রাশির, জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ৷ শারীরিক ও মানসিক ভাবে উন্নতি হতে চলেছে জাতক-জাতিকাদের ৷ প্রতীকী ছবি ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত বড়সড় সমস্যা হতে চলেছে ৷ মানসিক অশান্তি থেকেই এবার মুক্তি রাস্তা আসতে চলেছে ৷ জীবনের নানান সমস্যার এক সমাধান পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
জীবনের প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত বড়সড় সমস্যা হতে চলেছে ৷ মানসিক অশান্তি থেকেই এবার মুক্তি রাস্তা আসতে চলেছে ৷ জীবনের নানান সমস্যার এক সমাধান পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারে উন্নতি বাঁধা ধরা ৷ পুরনো সমস্যার হাত থেকে এবার মুক্তি পাবেন জাতক-জাতিকারা ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন এবার ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারে উন্নতি বাঁধা ধরা ৷ পুরনো সমস্যার হাত থেকে এবার মুক্তি পাবেন জাতক-জাতিকারা ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন এবার ৷ প্রতীকী ছবি ৷
আগের থেকে আর্থিক পরিস্থিতি ভাল হতে চলেছে ৷ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবার ৷ আগের থেকে আরও ভাল সময় আসতে চলেছে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
আগের থেকে আর্থিক পরিস্থিতি ভাল হতে চলেছে ৷ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবার ৷ আগের থেকে আরও ভাল সময় আসতে চলেছে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
মিথুন রাশির জন্য শিবরাত্রির আগের দিনই শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ বন্ধু বান্ধবের সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে এবার ৷ প্রতীকী ছবি ৷
মিথুন রাশির জন্য শিবরাত্রির আগের দিনই শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ বন্ধু বান্ধবের সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে এবার ৷ প্রতীকী ছবি ৷
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মহাশিবরাত্রির আগে শুক্রের রাশি পরিবর্তন তুলা রাশির জন্য বিরাট ভূমিকা গ্রহণ করেত পারে ৷ প্রতীকী ছবি ৷
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মহাশিবরাত্রির আগে শুক্রের রাশি পরিবর্তন তুলা রাশির জন্য বিরাট ভূমিকা গ্রহণ করেত পারে ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হতে পারে ৷ ইতিবাচক প্রভাব ঘরে বাইরে এবার আসতে চলেছে ৷ সব মিলিয়ে এবার অত্যন্ত ভাল সময় ৷ প্রতীকী ছবি ৷
কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হতে পারে ৷ ইতিবাচক প্রভাব ঘরে বাইরে এবার আসতে চলেছে ৷ সব মিলিয়ে এবার অত্যন্ত ভাল সময় ৷ প্রতীকী ছবি ৷
আয় বাড়বে, টাকা পয়সার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে চলেছে ৷ মানসিক চিন্তা দূর হবে এবার ৷ সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে জাতক-জাতিকাদের ৷ প্রতীকী ছবি ৷
আয় বাড়বে, টাকা পয়সার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে চলেছে ৷ মানসিক চিন্তা দূর হবে এবার ৷ সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে জাতক-জাতিকাদের ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷

Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে নিবেদন করুন এই ভোগ… খুলে যাবে কপাল… কাটবে বাধা-বিঘ্ন

আসছে মহাশিবরাত্রি। আগামী সপ্তাহে ৮ মার্চ উদযাপিত হবে এ বছর ফাল্গুন মাসের এই মহাপার্বণ। শিবভক্তদের কাছে এই পার্বণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসছে মহাশিবরাত্রি। আগামী সপ্তাহে ৮ মার্চ উদযাপিত হবে এ বছর ফাল্গুন মাসের এই মহাপার্বণ। শিবভক্তদের কাছে এই পার্বণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, একটি আসন, প্রদীপ, সলতে, ঘণ্টা, কলস ও তামার পাত্র, পুজোর থালি, শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়,দেশলাই বাক্স, ধূপকাঠি, চন্দনবাটা, ঘি, কর্পূর, সিঁদুর, বিল্বপত্র, বিভূতি, আকন্দফুল৷
মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, একটি আসন, প্রদীপ, সলতে, ঘণ্টা, কলস ও তামার পাত্র, পুজোর থালি, শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়,দেশলাই বাক্স, ধূপকাঠি, চন্দনবাটা, ঘি, কর্পূর, সিঁদুর, বিল্বপত্র, বিভূতি, আকন্দফুল৷
শাস্ত্রমতে অনুসারে ১১ মাসে শিবরাত্রি হয়ে থাকে ৷ কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাশিবরাত্রি নামেই পরিচিত ৷ এর হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
শাস্ত্রমতে অনুসারে ১১ মাসে শিবরাত্রি হয়ে থাকে ৷ কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাশিবরাত্রি নামেই পরিচিত ৷ এর হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ। সিদ্ধি শিবের বিশেষ প্রিয়। ঠান্ডাই ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায়।
মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ। সিদ্ধি শিবের বিশেষ প্রিয়। ঠান্ডাই ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায়।
শাস্ত্রমতে মালপোয়াও শিবের বিশেষ প্রিয়। মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়ার ভোগ ও হালুয়া নিবেদন করতে পারেন।
শাস্ত্রমতে মালপোয়াও শিবের বিশেষ প্রিয়। মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়ার ভোগ ও হালুয়া নিবেদন করতে পারেন।
শাস্ত্রমতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ ও পবিত্র হয়। ভোগ তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন। স্নানের পরই ভোগ রান্না করবেন।
শাস্ত্রমতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ ও পবিত্র হয়। ভোগ তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন। স্নানের পরই ভোগ রান্না করবেন।
Disclaimer: নিউজ ১৮ বাংলা পাঠকদের কোনও রীতি বা নিয়ম মানতে বাধ্য করে না
Disclaimer: নিউজ ১৮ বাংলা পাঠকদের কোনও রীতি বা নিয়ম মানতে বাধ্য করে না