Tag Archives: mango saplings

Mangoes Extinction: আম প্রেমীদের জন্য দুঃসংবাদ! ৭০ প্রজাতির জনপ্রিয় আম বিলুপ্তির পথে

মালদহ: একসময় হয়ত আর পাওয়া যাবে না ফলের রাজা আম। তাও আবার মালদহ থেকে! বিলুপ্তির পথে জগৎ বিখ্যাত সব নানান প্রজাতির আম। সম্প্রতি উদ্যান পালন দফতরের এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। যা নিয়ে রীতিমত চিন্তিত সকলেই। একের পর এক বিখ্যাত প্রজাতির আম হারিয়ে যাচ্ছে এই জেলা থেকে।

বিখ্যাত নানান প্রজাতির আম গাছ একে একে নেই হয়ে যাচ্ছে মালদহে। আমের সেই বিখ্যাত প্রজাতির মধ্যে রয়েছে আশুয়া, বোম্কাগুটি, বথুয়া, বসন্তখাস সহ প্রায় ৭০ টি প্রজাতি। অথচ এই আমগুলির জন্যই একসময় বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল মালদহের নাম। বর্তমানে সেই আমগুলিই এখন আর মিলছে না। বিষয়টি নিয়ে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, মালদহে প্রায় ২৫০ প্রজাতির আম চাষ হয়। সম্প্রতি দেখা যাচ্ছে প্রায় ৭০ প্রজাতির আম বিলুপ্তির পথে। সেই সমস্ত আমগুলির গাছ সংরক্ষণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিলুপ্তপ্রায় গাছের বাগান বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আর‌ও পড়ুন: প্রতিভা থাকলেই সব দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার!

মালদহ জেলায় প্রায় ২৫০ প্রজাতির আম চাষ হয়। বহু প্রাচীনকাল থেকেই মালদহের কৃষকেরা আম চাষ করে আসছেন। হিমসাগর, ল্যাঙড়া, লক্ষণভোগ, ফজলি সহ কিছু প্রজাতির আমের চাহিদা সব থেকে বেশি তাদের স্বাদ ও গন্ধের জন্য। পাশাপাশি ইদানিং জেলায় শুরু হয়েছে আম্রপলি ও মল্লিকার মত কিছু প্রজাতির আমের চাষ। এই সমস্ত আমগুলির চাহিদা বাজারে বেশি। বর্তমানের কৃষকেরা সেই আম চাষেই জোর দিচ্ছে। ফলে জেলায় কিছু প্রজাতির আমের বাগান বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে চাষ না করায় বহু প্রজাতির আমের বাগান কমে আসছে। এই সমস্ত প্রজাতির আম গুলির মধ্যে অধিকাংশের স্বাদ ও গন্ধ ভাল নয়। মিষ্টতা কম। তাই কৃষকেরা এই আম চাষে আগ্রহ দেখাচ্ছেন না। তাই এই আমগুলি বর্তমানে বিলুপ্তপ্রায়।

মালদহে বর্তমানে এমন কিছু প্রজাতির আম রয়েছে যেগুলির গাছ হাতে গোনা একটি থেকে দুইটি। তাই জেলা উদ্যানপালন দফতরের পক্ষ থেকে বিলুপ্তি প্রায় প্রজাতির আমগাছগুলি সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিলুপ্তিপ্রায় ৭০ প্রজাতির আমের মধ্যে বেশ কিছু আমের কলম করে সেগুলির সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। কৃষকদের বাগানে সেই আমের গাছগুলি রোপণ করে বিলুপ্তপ্রায় প্রজাতির আম গাছগুলি সংরক্ষণ করা হবে।

হরষিত সিংহ

Mango Saplings: আম চাষেই লাখপতি! নার্সারিতে হাজির অমূল্য মিয়াজাকি-সহ একাধিক বিদেশি আমগাছের চারা

বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী : হিমসাগর বা ল্যাংড়া আম নয়, এবার পূর্ব বর্ধমানের এই জায়গায় পাওয়া যাচ্ছে একাধিক বিদেশি আমগাছের চারা। পূর্বস্থলীর একটি অন্যতম নার্সারি হল শঙ্কর মহাদেব নার্সারি। আর পূর্বস্থলীর এই নার্সারিতেই পাওয়া যাচ্ছে ৩০ রকমেরও বেশি বিদেশি প্রজাতির আমের চারা।

সাধারণত বিদেশি আমের নাম শুনলেই সর্বপ্রথম চর্চায় উঠে আসে মিয়াজাকি আমের নাম। তবে শুধু মিয়াজাকি নয় , এবার পূর্ব বর্ধমানের শঙ্কর মহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি আমের চারা। নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত বলেন, “আমদের নার্সারিতে প্রায় ৫০ /৬০ রকমের বেশি বিদেশি চারা রয়েছে। তার মধ্যে আমরা ৩০/৩৫ রকমের চারা বাজারে ছেড়েছি। বিদেশি বিভিন্ন আম রয়েছে যেমন , মিয়াজাকি, চিয়াং মাই, রেড আইভরি, ন্যাম ডক মাই, টমি আটকিনস, পালমার, ব্যানানা কিং, থ্রি টেস্ট-সহ আরও বিভিন্ন আম রয়েছে।”

আরও পড়ুন : ব্লাড সুগার, হৃদরোগে ধন্বন্তরি! ওজন কমাতে অব্যর্থ! সুস্থ থাকতে মোচা খান এভাবে

নার্সারির কর্ণধার শঙ্কর দত্তের কথায়, কেউ চাইলে এই বিদেশি আমের ব্যবসাও করতে পারেন। সেক্ষেত্রে দেশি আমের থেকে বিদেশি আমের ব্যবসায় লাভও বেশি হবে। তিনি বলেন দেশি আম গাছ থেকে বছরে মাত্র একবার ফলন পাওয়া যায়। কিন্তু এমন কিছু বিদেশি আম রয়েছে যা খেতেও মিষ্টি এবং বছরে একাধিকবার ফলনও পাওয়া যাবে। স্বভাবতই ব্যবসার ক্ষেত্রেও বেশ লাভজনক হবে বিদেশি আমের চারা।

চাইলে এই নার্সারি থেকে বিদেশি আম গাছের চারা কেনা যেতে পারে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশনের একদম কাছেই রয়েছে এই শঙ্কর মহাদেব নার্সারি।