Tag Archives: Meat

Mutton Chusta: ‘এইটা’ দেখলেই নাক সিঁটকান? খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় বলুন তো দেখি!

সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই পদটি এখন অনেকেই চেনেন। নাম হল মাটন চুস্তা। কী চিনতে পারছেন? দেখতে কিন্তু ভারী অদ্ভূত। তবে বিহার, ঝাড়খণ্ডে অত্যন্ত জনপ্রিয় এই পদ। এখন কলকাতাতেও বেশ চল হয়েছে এই পদের।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই পদটি এখন অনেকেই চেনেন। নাম হল মাটন চুস্তা। কী চিনতে পারছেন? দেখতে কিন্তু ভারী অদ্ভূত। তবে বিহার, ঝাড়খণ্ডে অত্যন্ত জনপ্রিয় এই পদ। এখন কলকাতাতেও বেশ চল হয়েছে এই পদের।
রাস্তার ধারে কিংবা পাকা দোকানে বিক্রেতারা বড় ডেকচি বা হাঁড়িতে করে মাটন চুস্তা বিক্রি করছেন। দাম অনেক কম। কেউ নিচ্ছেন ৪০ টাকা, কেউ ৫০ টাকা, আবার কেউ বা ৬০ টাকা। অনেকেই এই মাটন চুস্তা খেয়ে বাহবা দিচ্ছেন। আবার বহু নেটিজেন চুস্তার ভিডিও দেখে একটু ঘেন্নায় মুখ ফিরিয়ে নিচ্ছেন।
রাস্তার ধারে কিংবা পাকা দোকানে বিক্রেতারা বড় ডেকচি বা হাঁড়িতে করে মাটন চুস্তা বিক্রি করছেন। দাম অনেক কম। কেউ নিচ্ছেন ৪০ টাকা, কেউ ৫০ টাকা, আবার কেউ বা ৬০ টাকা। অনেকেই এই মাটন চুস্তা খেয়ে বাহবা দিচ্ছেন। আবার বহু নেটিজেন চুস্তার ভিডিও দেখে একটু ঘেন্নায় মুখ ফিরিয়ে নিচ্ছেন।
মাটন চুস্তার সঙ্গে থাকে ছাগলের (Goat) শরীরের বিভিন্ন অংশ। মাত্র ২০ টাকাতেই অনেকে দিচ্ছেন মাটন কষা। মাংস নিলে সেই অনুযায়ী আপনাকে দাম দিতে হবে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, আসলে এই মাটন চুস্তাটা কি?
মাটন চুস্তার সঙ্গে থাকে ছাগলের (Goat) শরীরের বিভিন্ন অংশ। মাত্র ২০ টাকাতেই অনেকে দিচ্ছেন মাটন কষা। মাংস নিলে সেই অনুযায়ী আপনাকে দাম দিতে হবে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, আসলে এই মাটন চুস্তাটা কি?
এই খাবারটি কলকাতায় কয়েক মাস আগে পর্যন্ত খুব একটা জনপ্রিয় ছিল না। ভারতে আমিষ ভোজীর সংখ্যা নেহাত কম নয়। যারা আমিষ খেতে পছন্দ করেন, তাদের পছন্দের তালিকায় থাকে মাংসের বিভিন্ন পদ। সম্প্রতি তুমুল আলোচনা শুরু হয়েছে মাটন চুস্তাকে কেন্দ্র করে।
এই খাবারটি কলকাতায় কয়েক মাস আগে পর্যন্ত খুব একটা জনপ্রিয় ছিল না। ভারতে আমিষ ভোজীর সংখ্যা নেহাত কম নয়। যারা আমিষ খেতে পছন্দ করেন, তাদের পছন্দের তালিকায় থাকে মাংসের বিভিন্ন পদ। সম্প্রতি তুমুল আলোচনা শুরু হয়েছে মাটন চুস্তাকে কেন্দ্র করে।
ছাগলের পাকস্থলীকে বলা হয় চুস্তা, যা পরিষ্কার করে তাতে মাংসের কিছুটা অংশ ভরে ভালোভাবে বেঁধে রান্না করা হয়। এই পাকস্থলীর অংশে ভিতরে কেউ চর্বি ভরেন, আবার কেউ বা মাংসের কিমা রাখেন। প্রচুর মশলা দিয়ে সুস্বাদু করে এটি রান্না করা হয়।
ছাগলের পাকস্থলীকে বলা হয় চুস্তা, যা পরিষ্কার করে তাতে মাংসের কিছুটা অংশ ভরে ভালোভাবে বেঁধে রান্না করা হয়। এই পাকস্থলীর অংশে ভিতরে কেউ চর্বি ভরেন, আবার কেউ বা মাংসের কিমা রাখেন। প্রচুর মশলা দিয়ে সুস্বাদু করে এটি রান্না করা হয়।
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) আর বিহারে (Bihar) এই চুস্তা বেশ জনপ্রিয়। বিভিন্ন মশলা দিয়ে এটি তৈরি করা যায়। এটি খেতে বহু ভোজন রসিকের কাছে বেশ সুস্বাদু একটি খাবার। বলা হয়, এই মাটন চুস্তায় নাকি রয়েছে প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক প্রভৃতি।
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) আর বিহারে (Bihar) এই চুস্তা বেশ জনপ্রিয়। বিভিন্ন মশলা দিয়ে এটি তৈরি করা যায়। এটি খেতে বহু ভোজন রসিকের কাছে বেশ সুস্বাদু একটি খাবার। বলা হয়, এই মাটন চুস্তায় নাকি রয়েছে প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক প্রভৃতি।
তবে মাটনের এই অংশ অতিরিক্ত খাওয়া ভালো নয় বলে মনে করছেন অনেকেই। এটি অত্যন্ত চড়া মশলা দিয়ে তৈরি করা হয়। এবার আপনি চুস্তা খাবেন কি খাবেন না সেটা আপনার সম্পূর্ণ রুচির উপর নির্ভর করছে।
তবে মাটনের এই অংশ অতিরিক্ত খাওয়া ভালো নয় বলে মনে করছেন অনেকেই। এটি অত্যন্ত চড়া মশলা দিয়ে তৈরি করা হয়। এবার আপনি চুস্তা খাবেন কি খাবেন না সেটা আপনার সম্পূর্ণ রুচির উপর নির্ভর করছে।

Best Meat shop in Kolkata: খাসির মাংস ছিবড়ে, স্বাদ নেই? কিনে দেখুন এই দোকানগুলি থেকে, মুখে লেগে থাকবে

 দেশি খাসি পাওয়া মুশকিল হওয়ায় আজকাল রেওয়াজি খাসির চাহিদা বেড়েছে। কচি পাঁঠা মেলে না সব সময়, তাও বাঙালির খাসি প্রেম চিরন্তন।
দেশি খাসি পাওয়া মুশকিল হওয়ায় আজকাল রেওয়াজি খাসির চাহিদা বেড়েছে। কচি পাঁঠা মেলে না সব সময়, তাও বাঙালির খাসি প্রেম চিরন্তন।
কথায় বলে, কলকাতায় খুঁজলে বাঘের দুধও পাওয়া যায়। কিন্তু ভাল খাসির মাংসের দোকানের সন্ধান পাওয়া ভার। তবে কয়েকটি দোকানের কথা বলা যায়, যেখান থেকে চোখ বন্ধ করে খাসির মাংস কিনতে পারেন।
কথায় বলে, কলকাতায় খুঁজলে দুধও পাওয়া যায়। কিন্তু ভাল খাসির মাংসের দোকানের সন্ধান পাওয়া ভার। তবে কয়েকটি দোকানের কথা বলা যায়, যেখান থেকে চোখ বন্ধ করে খাসির মাংস কিনতে পারেন।
কলেজ স্ট্রিটে গোপাল পাঁঠার দোকান। দোকানের নাম অবশ্য 'বাঙালির পাঁঠার মাংসের দোকান'। গোপাল মুখোপাধ্যায় এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন।
কলেজ স্ট্রিটে গোপাল পাঁঠার দোকান। দোকানের নাম অবশ্য ‘বাঙালির পাঁঠার মাংসের দোকান’। গোপাল মুখোপাধ্যায় এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন।
কোহিনুর মিট শপ: বেকবাগানে পার্ক সার্কাস মার্কেটের পাশেই রয়েছে এই দোকান। অনেকেই মনে করেন, এই দোকানে পাওয়া মাংস অসম্ভব সুস্বাদু।
কোহিনুর মিট শপ: বেকবাগানে পার্ক সার্কাস মার্কেটের পাশেই রয়েছে এই দোকান। অনেকেই মনে করেন, এই দোকানে পাওয়া মাংস অসম্ভব সুস্বাদু।
রহমনিয়া মিট শপ: খিদিরপুরের শাহি আস্তাবল এলাকার দোকানটি কয়েক বছরে বিশাল জনপ্রিয় হয়েছে। এই দোকান থেকে পাইকারি মাংসও সরবরাহ করা হয়।
রহমনিয়া মিট শপ: খিদিরপুরের শাহি আস্তাবল এলাকার দোকানটি কয়েক বছরে বিশাল জনপ্রিয় হয়েছে। এই দোকান থেকে পাইকারি মাংসও সরবরাহ করা হয়।
হাজি সাহেবের মিট শপ: গড়িয়া এলাকার এই খাসির মাংসের দোকানও নামকরা। পরিষ্কার পরিচ্ছন্ন মাংস কেনার জন্য এই দোকানে রবিবার সকালে ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়।
হাজি সাহেবের মিট শপ: গড়িয়া এলাকার এই খাসির মাংসের দোকানও নামকরা। পরিষ্কার পরিচ্ছন্ন মাংস কেনার জন্য এই দোকানে রবিবার সকালে ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়।
আমিন মিট শপ: এই দোকান পিকনিক গার্ডেনে। দেশি ও রেওয়াজি খাসির জন্য অত্যন্ত জনপ্রিয় এই দোকান। রবিবার  ছাড়াও সপ্তাহের অন্য দিনেও ভিড় উপচে পড়ে এই দোকানে।
আমিন মিট শপ: এই দোকান পিকনিক গার্ডেনে। দেশি ও রেওয়াজি খাসির জন্য অত্যন্ত জনপ্রিয় এই দোকান। রবিবার ছাড়াও সপ্তাহের অন্য দিনেও ভিড় উপচে পড়ে এই দোকানে।
বেলগাছিয়া মিট শপ: বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে ক্ষুদিরাম বসু সরণিতে এই দোকান। উৎসবের মরশুমে বিশেষ ছাড় পাওয়া যায় খাসির মাংসে। তাই ভিড় ভালই হয়।
বেলগাছিয়া মিট শপ: বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে ক্ষুদিরাম বসু সরণিতে এই দোকান। উৎসবের মরশুমে বিশেষ ছাড় পাওয়া যায় খাসির মাংসে। তাই ভিড় ভালই হয়।
নূর মিট শপ: গড়িয়ার আরও এক জনপ্রিয় খাসির মাংসের দোকান এটি। গড়িয়া মেট্রোর কাছে নূর রেওয়াজি মাটনের দোকান। গড়িয়া থেকে বাঁশদ্রোনি এলাকার প্রচুর ক্রেতা ভিড় করেন এই দোকানে।
নূর মিট শপ: গড়িয়ার আরও এক জনপ্রিয় খাসির মাংসের দোকান এটি। গড়িয়া মেট্রোর কাছে নূর রেওয়াজি মাটনের দোকান। গড়িয়া থেকে বাঁশদ্রোনি এলাকার প্রচুর ক্রেতা ভিড় করেন এই দোকানে।

Free Free Free: মাংস কিনবেন এই দোকান থেকে? তাহলে দারুণ মওকা, রান্না করার হাঁড়ি-কড়া সবই ফ্রি, কোথায়, রইল হদিশ

জলপাইগুড়ি: এই জঙ্গলের চারপাশ জুড়ে রয়েছে গ্রামীণ হাট! সপ্তাহান্তে নিরিবিলিতে খানিক সময় কাটাতে উত্তরবঙ্গের এই জায়গার জুড়ি মেলা ভার। ভাবছেন কোথায়? জলপাইগুড়ির গাজলডোবা থেকে খানিক দূরে রয়েছে সরস্বতীপুর। আরও একটি বৈশিষ্ট্য মন কাড়ে পর্যটকদের। এই হাট থেকে মাংস কিনে ক্রেতারা জঙ্গলের ভেতরেই রান্না করে নিতে পারেন বনভোজনের স্বাদ। এর জন্য বাড়তি করে বয়ে নিয়ে আসতে হবে না সরঞ্জাম! কীভাবে সম্ভব? মাংস কিনলেই সেই মাংস রান্না করার হাঁড়ি, কড়াই যাবতীয় বাসনপত্র বিনামূল্যে দেয় দোকানদাররা তাদের থেকে কিছু মশলা কিনতে হবে ।

জঙ্গলের মাঝে রান্না করে পুনরায় সেই হাঁড়ি, কড়াই দোকানে ফেরত দিতে হয়। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দারুণজায়গা সরস্বতীপুর। দীর্ঘদিন ধরে চলছে এই ব্যবস্থা। এতে ক্রেতারাও যেমন খুশি তেমনি দোকানদারদেরও বেড়েছে মাংস বিক্রি। জঙ্গলের মাঝে মাংস রান্না করে খেতে প্রতি রবিবার হাটের দিন ভিড় জমায় প্রচুর মানুষ।

আরও পড়ুন – Landslide: টানা বৃষ্টিতে লিকুভিরের কাছে ভূমিধস! ফের বন্ধ জাতীয় সড়ক, সিকিম, দার্জিলিং, কালিংম্পংয়ে ফের ট্যুরিস্টদের অসুবিধা

উত্তরের আবহাওয়া একটু উন্নত হতেই ফের জমে উঠল জঙ্গলের মাঝে সাপ্তাহিক এই হাট। দীর্ঘ কয়েকদিন পর হাট-মুখী হতে দেখা গেল চা বাগান শ্রমিক থেকে শুরু করে বন বস্তি-বাসীদের। চারদিক ঘন জঙ্গলে ঘেরা। জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা,আর সেই রাস্তা দিয়েই পৌঁছতে হয় সরস্বতীপুর সাপ্তাহিক হাটে।

প্রতি রবিবার হাট বসলেও বৃষ্টির কারণে কয়েকদিন ঠিক মতো হাট বসেনি। তাই বৃষ্টি কমতেই ফের জমে উঠেছে সরস্বতীপুর হাট। অন্যান্য জিনিসের থেকেও এই হাটে বিখ্যাত মাংস। এখানে মুরগির মাংস থেকে শুরু করে খাসির মাংস , এমনকি শুয়োরের মাংসও মেলে। নিজেদের পছন্দমতো মাংস কিনতে প্রতি রবিবার এখানে ভিড় জমায় ক্রেতারা। চাইলে আপনিও কিন্তু সবুজের মাঝে খানিক সময় কাটাতেই পারেন।

Surajit Dey