Tag Archives: Shop

Fire Incident: বিধ্বংসী আগুন! লেলিহান শিখায় পুড়ে ছাই সবকিছু

পশ্চিম মেদিনীপুর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। সোমবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে ওই দুটি দোকানে থাকা লক্ষাধিক টাকার শাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুন লাগল তা অজানা।

স্থানীয়দের পাশাপাশি দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। তাঁদের থেকে খবর পেয়ে দমকলের ইঞ্জিনও আসে। দমকল কর্মীদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: মরশুমের প্রথম বৃষ্টির স্বস্তি পেরিয়ে দুঃসংবাদ, ঝড়ে আম কুড়োতে গিয়ে…

প্রবল গরমের পর সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ। সন্ধে ঘনাতেই ব‌ইতে শুরু করে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টিও নামে। এর সঙ্গে পড়তে থাকে বাজও। এর‌ইমধ্যে রাত ১১ টা নাগাদ ডেবরার মলিহাটি চৌরাস্তা এলাকায় একটি অভিজাত কাপড় দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। জেনারেটর চালিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন সকলে। তবে প্রবল বাতাস ব‌ইতে থাকায় দ্রুত সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটি ইলেকট্রনিক্স দোকানেও আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আশেপাশে কয়েকটি দোকানও এই অগ্নিকাণ্ডের ফলে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: নির্বাচনের আঁচে খুচরো ব্যবসায় মন্দা!

হাওড়া: ভোট উৎসবের আঁচ পড়েছে ছোট ও খুচরো ব্যবসায়। গোটা দেশ গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে। ভোট ভোট রব সর্বত্র। ইতিমধ্যেই দুই দফার ভোট সম্পন্ন হয়েছে বাংলায়। আর‌ও ৫ দফার ভোট বাকি। দেশ জুড়ে লোকসভা ভোটকে কেন্দ্র করে উৎসবের মেজাজ। একাংশের মানুষের কাছে এটা ভোট উৎসব হলেও কিছু মানুষের অস্বস্তিও বটে। যেমন নির্বাচন আসতেই দারুণ অস্বস্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের খুচরো ব্যবসায়ীরা।

বাজার হাট থেকে মুদির দোকান সর্বত্রই যেন খরিদ্দারের হাহাকার লেগেছে। এই মন্দার মূল কারণ হিসেবে ব্যবসায়ীদের অনেকেই অবশ্য দ্রব্যমূল্যের চড়া দাম এবং অত্যধিক গরম কে দায়ী করছেন। পাশাপাশি গ্রামাঞ্চলের মুদি থেকে স্টেশনারি দোকানের অধিকাংশ ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে মন্দার অন্যতম কারণ হল ভোট উৎসব। একদিকে ভোট নিয়ে উন্মাদনা অন্যদিকে রাজনৈতিক অশান্তির কারণে আতঙ্কের জেরেই দোকান বাজারে কেনাকাটি কমে গিয়েছে বলে তাঁদের ধারণা।

আর‌ও পড়ুন: ভোটের আগে কী চাইছে কলেশ্বরের মানুষ?

এই ভোটের বাজারে অতিরিক্ত প্রয়োজন ছাড়া মানুষ বাজার দোকান মুখী হচ্ছে না। এমনটাই মত ছোট ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের। তার জেরেই এই ভোট উৎসবে খুচরো বিক্রেতা ও ব্যবসায়ীদের কথায় একপ্রকার হাহাকার পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে মেঘনাথ জাশু নামে এক ছোট ব্যবসায়ী জানান, ভোটের কয়েক মাস আগে থেকেই স্থানীয় স্তরের ব্যবসায় প্রভাব পড়তে শুরু করেছে। নির্বাচন যত দ্রুত শেষ হবে ততই পুরনো অবস্থা ফিরে আসবে বলে তাঁর ধারণা।

রাকেশ মাইতি

Fire Broke Out: থানার পাশেই বিধ্বংসী আগুন, যশোর রোডে ভয়ঙ্কর কাণ্ড

উত্তর ২৪ পরগনা: ভোররাতে হঠাৎই বিধ্বংসী আগুন লাগল হাবড়া থানার কাছে। থানার পাশের একটি দোকানে আগুন লাগে। যশোর রোডের পাশে যে দোকানে আগুন লাগে সেটি একটি জেরক্স বা প্রতিলিপি করার দোকান। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, ভোররাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। হাবড়া থানার পুলিশ কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানের মধ্যে থাকা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন সবকিছুই পুড়ে যায়।

আর‌ও পড়ুন: ভোট দিতে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! জখম বহু

এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বড় বিপদ ঘটতে পারত। দোকানের সামনেই রাখা ছিল একটি বাজেয়াপ্ত করা লরি। সেটিতে আগুন ধরে গেলে চরম বিপত্তি ঘটত বলে অনুমান দমকল কর্মীদের। পাশে থাকা বেশ কয়েকটি দোকান সহ ক্ষতিগ্রস্ত হয় হাবড়া প্রেসক্লাবের একাংশও। দমকল অধিকারীকরা জানিয়েছেন, যেহেতু জেরক্সের এই দোকানের সঙ্গে একটি চায়ের দোকানও ছিল তাই চায়ের উনুন কিংবা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন‌ও হতাহতের খবর নেই। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখার চেষ্টা করছেন দমকল আধিকারিক থেকে হাবরা থানার পুলিশ আধিকারিকরা।

রুদ্রনারায়ণ রায়

Fire Break Out: নতুন বছরের শুরুতেই একের পর এক দোকানে আগুন, পুড়ে ছাই সবকিছু…

কোচবিহার: আচমাই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। নতুন বছরের শুরুতেই ভয়াবহ বিপর্যয় মেখলিগঞ্জে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সোমবার মেখলিগঞ্জ ব্লকেরের রানিরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে বাজারের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এরমধ্যে একটি অলঙ্কারের দোকান, একটি মুদির দোকান ও একটি মালপত্র রাখার গোডাউন বলে জানা গিয়েছে। ওই তিন দোকানের মালিকরা সর্বস্ব হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে খবরে।

আর‌ও পড়ুন: গাছ নাকি শুকনো দড়ি! বাঁকুড়ার মেলায় যেন ম্যাজিক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই আগুন লেগে যায় ওই দোকানগুলিতে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারা। তাঁরাই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান। কিন্তু বাজার এলাকায় কোনও জলাধার না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। এদিকে খবর পেয়ে দমকলে গাড়ি যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অনিন দমকল কর্মীরা।

অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী অনন্ত রায়, লক্ষ্মণ রায়, বিমল অধিকারীরা জানান, আগুনে প্রায় লক্ষাধিক টাকার জিনিস সম্পূর্ণ পুড়ে গিয়েছে। নববর্ষ উপলক্ষে দোকানে প্রচুর মালপত্র এনেছিলেন মহাজনের থেকে ঋণ করে। সব হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা। এদিকে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছিল।

সার্থক পণ্ডিত

New Business Idea: ছিল গাড়ি, করে দিলেন দোকান! নিজের বুদ্ধিতে শুরু করলেন এই ব্যবসা

ছিল গাড়ি, করে দিলেন দোকান! নিজের বুদ্ধিতে শুরু করলেন এই ব্যবসা | পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই ব্যক্তির কর্মকাণ্ড দেখলে রীতিমত অবাক হতে হবে। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তিনি যা কাজ করেছেন তা সচরাচর সেভাবে চোখে পড়বে না। নিজের আস্ত চারচাকা গাড়িকে তিনি রূপান্তরিত করেছেন একটি খাবারের দোকানে। পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট-মালডাঙ্গা রাস্তার উপর দিয়ে গেলেই, কামাল এবং জামড়ার মধ্যবর্তী স্থানে চোখে পড়বে এই দোকান। রাস্তার ধারে একটি বট গাছের নিচে রয়েছে দোকানটি। তবে দুর থেকে দেখলে মনে হবে যেন কোনও চারচাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দোকানের যিনি কর্ণধার তাঁর নাম নব দাস, বাড়ি জামড়া গ্রামে। যে চারচাকা গাড়িটিকে তিনি দোকানে রূপান্তর করেছেন সেই গাড়িটি তাঁর একদম নিজের। এই গাড়িতে চেপেই বহু জায়গায় গিয়েছেন তিনি। গাড়িতে বসিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন বহু জনকে।

Bengali News: বাড়িতে পোষ্য আছে? তবে এই সুখবর আপনার জন্য

পূর্ব বর্ধমান: পোষ্য প্রেমীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে খুলেছে একটি পেট শপ। যেখান থেকে পোষ্যদের বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাবে। এই পেট শপের কর্ণধার বর্ধমান শহরের বাসিন্দা মনিদীপা গড়াই। তাঁর নিজের বেশ কিছু পোষ্য প্রাণী রয়েছে। তবে নিজের পোষ্যদের প্রয়োজনে কোনও জিনিস কিনতে হলে শহরের বাইরে বিভিন্ন জায়গায় যেতে হত অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হত। আবার শহরের মধ্যে কোনও জিনিস পাওয়া গেলে তার দামও পড়ে যেত অনেকটা।

আরও পড়ুন: বেদখল হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ সেবক সংঘের মাঠ, হুঁশ নেই কারোর

অনেকেই আছেন যাঁদের বেশি টাকা খরচ করে পোষ্যদের জন্য জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত বিষয় মাথায় রেখে মনিদীপা নিজেই বর্ধমান শহরে একটি পেট শপ খুলে ফেলেন। এই প্রসঙ্গে বলেন, মধ্যবিত্ত পরিবারের অনেকেই আছেন যাঁরা তাঁদের বাড়িতে পোষ্য রেখেছেন। কিন্তু তাঁরা তাঁদের পোষ্যদের জন্য সঠিক দামে কোনও জিনিস পান না। তবে এই পেট শপ থেকে কোনও মানুষই ফিরে যাবেন না। তাঁদের প্রয়োজনীয় সব জিনিসই এখান থেকেই পাবেন। সেটাও আবার অনেকটা কম টাকার মধ্যেই।

এখানে পোষ্য প্রাণীদের খাবার থেকে শুরু করে খেলনা, জামাকাপড়, চিরুনি, বেল্ট আরও অনেক কিছু পাওয়া যায়। বর্তমানে অনেকেই আছেন যারা পোষ্য প্রাণীদের পছন্দ করেন। তবে তাঁদের জন্য জেলা ছেড়ে বাইরে থেকে জিনিস কিনে আনা একটু হলেও কষ্টকর।

এই প্রসঙ্গে বর্ধমান শহরের কুকুর প্রশিক্ষক অর্ণব দাস বলেন, সাধারণ জিনিসগুলো শহরের মধ্যে পাওয়া গেলেও দাম অনেকটা বেশি পড়ত। আবার অনলাইনে কোনও জিনিস অর্ডার করলে সেটা আসতে সময় লাগত এবং আসার পরবর্তীতে অনেক সমস্যা দেখা যেত। তবে বর্ধমান শহরের এই পেট শপ থেকে অনেক নতুন জিনিস পাওয়া যাবে। এবং প্রত্যেকে নিজের চোখে, হাতে নিয়ে দেখে সেই জিনিস কিনতে পারবেন। আশা করা যায় এতে বর্ধমান শহর এবং জেলার প্রত্যেক পোষ্য প্রেমীর অনেক সুবিধা হবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বর্ধমান শহরের উল্লাস মোড়, ঘোরদৌড়চটির কাছে এই পেট শপ রয়েছে। পেট শপটির নাম রাখা হয়েছে পাও ক্রাশ। সপ্তাহের প্রত্যেকদিনই দু’বেলায় এই দোকান খোলা থাকবে বলেও জানা গিয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী

Viral Video: দাদা বৌদি এখন অতীত, বাজার কাঁপাচ্ছে ননদ-বৌদির ফাস্ট ফুডের দোকান! দেখুন ভিডিও

কোচবিহার: কলকাতার জনপ্রিয় দাদা-বৌদির দোকানের নাম তো অনেকেই শুনেছেন। এবার কোচবিহারে অনেকটা সেই রকমের দোকান শুরু হয়েছে। এটা হল ননদ বৌদির খাবারের দোকান।