Tag Archives: Metro Railways

Kolkata Metro: কলকাতা মেট্রোর দুই প্রকল্প নিয়ে ঘোর দুশ্চিন্তা! একধাক্কায় কমল বরাদ্দ

কলকাতা: নেই জমি। কাজে অসুবিধা। মেট্রো প্রকল্পে কমল বরাদ্দ। জমি পেলেই এগোবে কাজ। প্রকল্প শেষে আরও তৎপরতা দেখাবে রেল।
কলকাতায় চলতে থাকা মেট্রো প্রকল্পের জন্য দুটো প্রকল্পের বরাদ্দ কমল। অন্য একটি প্রকল্পের বরাদ্দ অবশ্য বেড়েছে।

পশ্চিমবঙ্গে চালু রেল প্রকল্পগুলির মধ্যে প্রায় ৫৭ শতাংশের কাজ বাকি। বেশির ভাগ প্রকল্পের কাজ আটকে থাকার কারণ হিসেবে সময় মতো জমি না-পাওয়ার কথা তুলে রেল বার বার রাজ্য সরকারকেই দায়ী করেছে। রেল মন্ত্রক সূত্রের খবর, পশ্চিমবঙ্গে নতুন লাইন তৈরি, ডাবল লাইন নির্মাণ, গেজ বদল মিলিয়ে প্রায় ৪৪২১ কিলোমিটার দীর্ঘ পথে রেল প্রকল্প চালু রয়েছে। কিন্তু জমির জটে আড়াই হাজার কিলোমিটারের বেশি অংশের কাজ বাকি। বেশ কিছু প্রকল্পে নতুন লাইন নির্মাণের কাজ শুরু করেও থামিয়ে দিতে হয়েছে। শহরের মেট্রো প্রকল্পগুলির কাজও জমিজটে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠছে বারংবার। পর্যবেক্ষকদের বক্তব্য, এই পরিস্থিতিতে খোদ রেলমন্ত্রীও বার্তা দিলেন, বঙ্গে প্রকল্প রূপায়ণে তাঁদের তরফে টাকার অভাব নেই। সমস্যা যা কিছু, তা জমি নিয়েই।

আরও পড়ুন: মেট্রোয় স্বল্পবসনা নারীর ভিডিও করছিলেন যুবক! নজরে পড়তেই শাস্তি দিলেন মহিলা, দেখুন ভিডিও

মেট্রো প্রকল্পগুলির মধ্যে বরাদ্দ কমেছে জোকা-এসপ্ল্যানেড এবং দমদম বিমানবন্দর- কবি সুভাষ মেট্রোয়। জোকা-এসপ্ল্যানেড মেট্রোয় ২০২৪-২৫ মরসুমে বরাদ্দ ১২০৮.৬১ কোটি টাকা, গত মরশুমে যা ছিল ১৩৫০ কোটি।
নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পে গত অর্থবর্ষে ৬২০ কোটি টাকা বরাদ্দ ছিল, এবার ২০০ কোটি। দমদম এয়ারপোর্ট থেকে কবি সুভাষ মেট্রো প্রকল্পে অবশ্য বরাদ্দ বেড়েছে, ২০২৪-২৫ সালে বরাদ্দ ১৭৯১.৩৯ কোটি, গত অর্থবর্ষে এই পরিমাণ ছিল ১২০০ কোটি টাকা।

আরও পড়ুন: তিনতলা থেকে মাথায় ভেঙে পড়ল এসির ইউনিট! মৃত্যু কিশোরের, দেখুন ভয়ঙ্কর ভিডিও

রেলের উন্নতির জন্য বাজেটে পশ্চিমবঙ্গকে রেকর্ড পরিমাণ টাকা দেওয়া হয়েছে, দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ৬০,১৬৮ কোটি টাকার লগ্নি করা হয়েছে। এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, পশ্চিমবঙ্গের রেলের জন্য ১৩,৯৪১ কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, যা রেকর্ড। ২০০৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য গড়ে ৪,৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হত, এখন সেটা তিনগুণ বেড়ে গিয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গে আপাতত রেলের যে সব কাজ চলছে, সেগুলিতে বিনিয়োগের অঙ্কটা প্রায় ৬০,০০০ কোটি টাকা। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র আওতায় পশ্চিমবঙ্গে ১০০টি রেল স্টেশনের মানোন্নয়নের কাজ চলছে। যদি ঠিকমতো জমি দেওয়া হয়, তাহলে লাইন ডাবলিং, নয়া লাইন তৈরি, মেট্রোর প্রকল্পের মতো কাজের জন্য টাকা অন্তরায় হয়ে দাঁড়াবে না।

পর্যাপ্ত টাকা চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন কাজের ক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হল জমিজট এবং আইন-শৃঙ্খলা। জমিজটের কারণে একাধিক প্রকল্পের কাজ থমকে থাকে। দীর্ঘ দিন ধরে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় না। নির্দিষ্টভাবে তিনি কোনও প্রকল্পের নাম না নিলেও জমিজটে ফেঁসে থেকেছে কলকাতার একাধিক মেট্রো প্রকল্প, বিষ্ণপুর-তারকেশ্বরের মতো একাধিক প্রকল্প।

Viral Video: মেট্রোয় স্বল্পবসনা নারীর ভিডিও করছিলেন যুবক! নজরে পড়তেই শাস্তি দিলেন মহিলা, দেখুন ভিডিও

নয়াদিল্লি: আরজি কর কাণ্ড নিয়ে এখনও দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এর মধ্যে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রতিদিন বাস, মেট্রোয় নানা ভাবে হেনস্থার শিকার হতে হয় মহিলাদের। ভিডিওটি তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে।

 

View this post on Instagram

 

A post shared by Ketlin Groisman (@ketlingro_)

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন স্বল্পবসনা মহিলা পার্টির পোশাকে মেট্রোয় দাঁড়িয়েছিলেন। তাঁর উত্তেজক পোশাক দেখে সিটে বসে থাকা একজন সেই ছল করে সেই মহিলার ভিডিও করা শুরু করেন। এবার ফোন কানে ধরতে গেলেই ফোনের ফ্ল্যাশ জ্বলতে শুরু করে। সেটা দেখে মহিলার মনে হয় সেই যুবক তাঁর ভিডিও করছেন। তখনই সেই মহিলা যুবককে শিক্ষা দেন। গালে কষিয়ে চড় মারেন যুবক। এই ঘটনার সঙ্গে অনেকেরই মনে হয়েছে নিজেদের জীবনেও অনেক সময় এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।

সমাজমাধ্যমে অবশ্য অনেকে কমেন্ট করে ভিডিওর সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। তবে অনেকে আবার এই ঘটনার ভিডিও নিয়ে বলেছেন, যদি সত্যিই এই ঘটনা অভিনয়ও হয়, তা-ও এই ঘটনা ভাল বার্তা দেবে। কারণ নিত্যদিন বাসে-মেট্রোয় অনেকেই মহিলাদের পোশাক নিয়ে কটূ দৃষ্টিতে তাকান বা কুমন্তব্য করেন।

Kolkata Metro Railways Service on Independence Day: বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রো পরিষেবা কেমন থাকবে? প্রথম ও শেষ মেট্রোর সময় জানুন

রাত পোহালে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সব ক্ষেত্রেই ছুটি থাকবে৷ এই বিশেষ দিনে অন্যান্য কাজের দিনের তুলনায় কম থাকবে মেট্রো পরিষেবা৷
রাত পোহালে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস৷ জরুরি পরিষেবা ছাড়া প্রায় সব ক্ষেত্রেই ছুটি থাকবে৷ এই বিশেষ দিনে অন্যান্য কাজের দিনের তুলনায় কম থাকবে মেট্রো পরিষেবা৷

 

সপ্তাহের অন্য দিনে উত্তর-দক্ষিণ মেট্রোয় ২৮৮ টি ট্রেন চলে৷ বৃহস্পতিবার চলবে ১৮৮ টি ট্রেন৷
সপ্তাহের অন্য দিনে উত্তর-দক্ষিণ মেট্রোয় ২৮৮ টি ট্রেন চলে৷ বৃহস্পতিবার চলবে ১৮৮ টি ট্রেন৷

 

ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে দিনভর আপ এবং ডাউন মিলিয়ে ৯০ টি ট্রেন চলাচল করবে৷
ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে দিনভর আপ এবং ডাউন মিলিয়ে ৯০ টি ট্রেন চলাচল করবে৷

 

ইস্ট ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে এসস্প্ল্যানেডের মধ্যেও সারা দিনে ৯০ টি ট্রেন চলবে৷
ইস্ট ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে এসস্প্ল্যানেডের মধ্যেও সারা দিনে ৯০ টি ট্রেন চলবে৷

 

কলকাতা মেট্রো পরিষেবার সব শাখায় দুই প্রান্তিক স্টেশনে প্রথম ও শেষ মেট্রোর সময় একই থাকছে৷
কলকাতা মেট্রো পরিষেবার সব শাখায় দুই প্রান্তিক স্টেশনে প্রথম ও শেষ মেট্রোর সময় একই থাকছে৷

 

উত্তর দক্ষিণ মেট্রোয় বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসে রাত ১০.৪০-এর মেট্রোও নির্দিষ্ট সময়সূচি মেনেই চলবে৷
উত্তর দক্ষিণ মেট্রোয় বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসে রাত ১০.৪০-এর মেট্রোও নির্দিষ্ট সময়সূচি মেনেই চলবে৷

Kolkata Metro: অবশেষে বিরাট স্বস্তি! শেষ হল বড় কাজ, কবে থেকে ছুটবে বউবাজার মেট্রো? জানুন আপডেট

কলকাতা: বউবাজারে মেট্রোর কাজে বড় স্বস্তি। সম্পন্ন হল পাঁচ ক্রস প্যাসেজ তৈরির কাজ।মেট্রোর জোড়া সুড়ঙ্গের কোনও একটায় কোনও রকম বিপত্তি ঘটলে যাত্রীদের দ্রুত বার করতে এই ক্রস প্যাসেজ করা হয়।২০২২ সালে এমনই কাজ করতে গিয়ে বিপত্তি বাধে। অবশেষে সেই কাজ সম্পন্ন করা হল।

৪,৫বি,৫এ,৬,৭ নম্বর ক্রস প্যাসেজ হয়েছে।এছাড়া বউবাজারে এখন যেখানে রিট্রিভ্যাল শ্যাফট আছে সেখানে হচ্ছে এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট।প্রতি ক্রস প্যাসেজের মধ্যে দূরত্ব ২৭৫ মিটার। বিশেষ অনুমতি নিয়েই এই কাজ করা হল।আপাতত চলছে এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট শেষ করার চূড়ান্ত পর্যায়।অত্যন্ত সাবধানে কাজ করতে চলেছে KMRCL.ফলে দূর্গাপুজোয় নয়, নতুন বছরে মেট্রো ছুটবে শিয়ালদহ-এসপ্ল্যানেডের মধ্যে।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

শৈলেশ পাঠক, জেনারেল ম্যানেজার, সিভিল, KMRCL জানিয়েছেন, ২০২২ সালে ক্রস প্যাসেজ তৈরির সময় বিপত্তি দেখা দিলে পরিকল্পনায় নানা বদল আনা হয়৷ দুই নম্বর ক্রস প্যাসেজের কাজ বন্ধ করা হয়৷ সেই ক্রস প্যাসেজ আপাতত ব্লক করা হচ্ছে। এক ও তিন নম্বর ক্রস প্যাসেজের পরিকল্পনা বাদ দেওয়া হয়৷ বাকি ক্রস প্যাসেজ করা হয়েছে। এছাড়া বউবাজার এলাকায় একটা এভাকুয়েশন শ্যাফট বানিয়ে ফেলা হয়েছে৷

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

সেখান থেকে যাত্রীদের মাটির ওপরে নিয়ে আসা হবে।বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়েই বিপত্তি হয়। বহু বাড়িতে ফাটল দেখা যায়। হিন্দ সিনেমার সামনে তাই এই ইন্টারভেন্টিলেশন শ্যাফট তৈরি ঘিরে রীতিমতো আশঙ্কা ছিল।মাটির নিচে মেট্রোর দুটি টানেলকে আড়াআড়িভাবে সংযোগ করে যে টানেল তৈরি হয় তাকে ক্রস প্যাসেজ বলে। মূলত একটি টানেলে কোনও বিপদ হলে যাতে এই প্যাসেজ দিয়ে যাত্রীরা অন্য টানেলে চলে যেতে পারেন তার জন্যই এগুলো বানানো হয়। যেহেতু এই জায়গা বউবাজারের কয়েকশো মিটারের মধ্যে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার বাড়ির বাসিন্দা, দোকান এবং অফিসকে ধাপে ধাপে বন্ধ করতে বলে মেট্রো। লোক সরানো হয় দুর্গা পিতুরি লেনের। সেখানেও মাটির নিচে কাজ করা হয়। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা ফিরছেন বাড়িতে। অফিস এবং দোকানও আস্তে আস্তে খুলছে। দোকানে কোনও ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন দোকান মালিকরা।

প্রাথমিক পরিকল্পনা ছিল এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে আটটি ক্রস-প্যাসেজ তৈরি করা, প্রতিটি ২৫০মিটার দূরে। এর মধ্যে একটি নির্মাণের ফলে ২০২২ সালে একটি দুর্ঘটনা ঘটে।এখন, পাঁচটি ক্রস-প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দুজনের মধ্যে দূরত্ব হবে ২৫০ মিটারের পরিবর্তে ২৭৫ মিটার। সেই কাজ সম্পন্ন হয়েছে।নিরাপত্তার ক্রস প্যাসেজেই মরণফাঁদ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গের কোনও একটায় কোনও রকম বিপত্তি ঘটলে যাত্রীদের যাতে দ্রুত বার করে আনা সম্ভব হয়, তার জন্য দুই সুড়ঙ্গের মধ্যে এমন ক্রস প্যাসেজের পরিকল্পনা করা হয়েছিল। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মোট আটটি এমন প্যাসেজের মধ্যে তিনটি প্যাসেজ তৈরিতেই সবচেয়ে বেশি ঝুঁকি ছিল। তা নিয়ে সবচেয়ে চিন্তায় ছিলেন কেএমআরসিএল-এর প্রযুক্তিবিদরা। নির্মাণকারী সংস্থার প্রকল্প অধিকর্তা রুপক সরকার জানিয়েছেন, যেখানে জিওলজিকাল কারণে বিপদ লুকিয়ে ছিল আর অধিকাংশ আমরা পেরিয়ে এসেছি। আপাতত বাকি এভাকুয়েশন শ্যাফট বানানো। সেই কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে ধাপে ধাপে সেই কাজ সম্পন্ন হবে।

Kolkata Underwater Metro: নদীর নীচের মেট্রো এবার থেকে…! কলকাতার জন্য বিরাট গর্বের কথা ঘোষণা করল রেল

কলকাতা: কলকাতার জীবনরেখা মেট্রো রেলওয়ে ভারতের প্রাচীনতম মেট্রো ব্যবস্থা। সময়ের সঙ্গে পা মিলিয়ে ধীরে ধীরে যা নিজেকে বিস্তৃত করেছে এবং বর্তমানে হুগলির মতো এক বড় নদীর নীচে দিয়ে চলাচল করছে। সারা ভারতে এমন উদাহরণ আর নেই। কলকাতার মতো বড় শহরে এমন সুবিধাজনক ও সস্তা পরিবহণ মাধ্যম আর নেই।

বর্তমানে হাওড়া ময়দান পর্যন্ত চালু এই মেট্রো কলকাতা, হাওড়া এবং সন্নিহিত জেলাগুলির মানুষের কাছে পরম আদরের ও ভরসার আর তার সঙ্গে হয়ে উঠেছে সকলের নয়নের মণি। কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে দেশের প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বি.আই.টি.এম) কলকাতা মেট্রোর ক্রমবিবর্তনকে তাঁদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত করতে চলেছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন? পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির তালিকা রইল এখানে

বিশ্বে পরিবহণ ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। গ্যালারিটি সর্বসাধারণের জন্য খুলে যাবে আগামী ১৮ মে। চাকার আবিষ্কার থেকে শুরু করে আজকের বিদ্যুৎচালিত গাড়ি অবধি এসে পৌঁছনোর এই সফর গল্প বলার ঢঙে বিভিন্ন ছবি, মডেল ও সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এখানে, যেখানে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে কলকাতা মেট্রোর প্রায় ৪০ বছরের পথ চলার গল্প।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বটগাছ রয়েছে এরাজ্যে, নাম কী? বয়স কত? কোথায় সেই গাছ জানলে চমকে যাবেন

একদা বিখ্যাত ঠাকুর পরিবারের সম্পত্তি ছিলো  বি.আই.টি.এম- এর এই জাদুঘর ভবনটি। এই ভবনেরই একদম নিচের তলায় গড়ে তোলা হয়েছে এই গ্যালারিটি। এখানে আগত দর্শকেরা নদীর নীচে দিয়ে কি ভাবে মেট্রো চলাচল করে তা দেখতে পাবেন এক ত্রিমাত্রিক মডেলের সাহায্যে। আর একটি ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াত ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দুষ্প্রাপ্য ও পুরনো আলোকচিত্রও স্থান পেয়েছে এই গ্যালারিতে।

বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে চালু হয়েছিল সেই ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে এলে । বিভিন্ন দুষ্প্রাপ্য ও চিত্তাকর্ষক সামগ্রী দিয়ে সাজানো এই গালারিটি দেখে বেরোনোর মুখে দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরোনো টিকিট ও স্মার্ট কার্ড। ১৯৫৯ সালে স্থাপিত এই সংগ্রহশালা ফেলে আসা সময়কে ফিরে দেখা ও স্মৃতিমেদুর হওয়ার সুযোগ করে দেবে। যা এই জাদুঘরের বাড়তি আকর্ষণ।
বি.আই.টি.এম-এর ডিরেক্টর শ্রী এস চৌধুরি এমন একটি গ্যালারির স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডিকে ধন্যবাদ জানিয়েছেন।

মেট্রো রেলের পক্ষ থেকে বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি, নকশা এবং অন্যান্য প্রদর্শন সামগ্রী দিয়ে এই গ্যালারিকে সমৃদ্ধ করা হয়েছে। আগামীদিনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিজ্ঞানপিপাসু ব্যক্তি, বৈজ্ঞানিক, গবেষক এমনকি মেট্রো যাত্রীদের কাছেও এক আকর্ষক গন্তব্য হতে চলেছে এই গ্যালারি। এই সুন্দর এবং সমৃদ্ধ গ্যালারিতে পা রাখলে অনেক অজানা তথ্য ও ইতিহাস উন্মোচিত হবে তাঁদের সামনে। ভবিষ্যতের পৃথিবী কেমন হতে চলেছে সে ব্যাপারেও ধারণা পাওয়া যাবে এই গ্যালারিতে এলে। আগামীদিনে কলকাতার অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র হতে চলে চলেছে বি.আই.টি.এম-এর এই গ্যালারি।

আবীর ঘোষাল 

QR Code: কলকাতায় মেট্রো স্টেশনের টয়লেট-দোকানগুলিতে এবার বিরাট সুবিধা! লাখ-লাখ যাত্রীর চিন্তা শেষ

কলকাতা: QR কোড পেমেন্ট সুবিধা এখন মেট্রো স্টেশনের টয়লেট এবং দোকানে। নিত্যযাত্রীদের বড় অংশ এখন ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট৷ তাতে অনেক সুবিধা হয়৷ নগদে লেনদেন স্টেশনে অনেক কম এখন৷ এই অবস্থায় কলকাতার বিভিন্ন প্রান্তের মেট্রো স্টেশন জুড়ে ডিজিটাল পেমেন্টের সুবিধা বাড়ায় অনেকের স্বস্তি বাড়ছে৷

মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো চত্বরে যাত্রীস্বাচ্ছন্দ আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি যাত্রী সুবিধায় যুক্ত হয়েছে একটি নতুন অনন্য বৈশিষ্ট্য। মেট্রো যাত্রীরা এখন তাদের স্মার্ট ফোনের সাহায্যে QR-কোড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অর্থপ্রদান করে দক্ষিণেশ্বর স্টেশনে পে-এন্ড-ইউজ টয়লেট ব্যবহার এবং মেট্রো প্রাঙ্গণের দোকান থেকে কেনাকাটা করতে পারবেন।

আরও পড়ুন: ইরানের একের পর এক আঘাত, ইজরায়েলের বাজি আয়রন ডোম! কী এই তুরুপের তাস? কী হয় এতে?

এই উদ্যোগ যাত্রীসেবায় বিরাট পরিবর্তন আনবে, তাঁদের সময় বাঁচাবে। যাত্রীদের সুবিধার্থে ডিজিটালাইজড পেমেন্ট চালুর মাধ্যমে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পে-এন্ড-ইউজ টয়লেটের জন্য QR-কোডেড পেমেন্ট সিস্টেম আজ থেকে চালু করেছে।

পে-এন্ড-ইউজ টয়লেটে  প্রবেশ করার সময় বা মেট্রো চত্ত্বরের দোকানে কিছু ক্রয়ের সময় যাত্রীরা প্রদর্শিত QR কোডটি স্ক্যান করতে পারেন এবং তাদের পছন্দের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে বা পদ্ধতির (UPI বা ডেবিট/ক্রেডিট কার্ড) মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করতে পারেন। এই QR-কোড-ভিত্তিক অর্থপ্রদান ব্যবস্থার বাস্তবায়ন আর্থিক নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধি করবে , যা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হবে । এছাড়া খুচরো অর্থের সমস্যাও মেটাবে এই নতুন ব্যবস্থা।কোভিড পরবর্তী সময় থেকেই ভারতীয় রেল ডিজিটাল পেমেন্ট বাড়িয়ে ছিল৷ হোয়াটসঅ্যাপে টিকিট পর্যন্ত চালু আছে।

এই অবস্থায় মেট্রো স্টেশনের মধ্যে থাকা দোকানে এই ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় অনেকে সুবিধা পাবেন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেছেন, “এই উদ্যোগ যাত্রীদের অনলাইনে অর্থপ্রদানে সাহায্য করবে এবং এটি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সময় বাঁচাবে৷ এমন উদ্যোগে যাত্রীরা খুশি।” আগামিদিনে বাকি ক্ষেত্রেও যাতে এই ব্যবস্থা চালু করা যায় সেদিকে নজর দিচ্ছে রেল।