Tag Archives: Nostalgia

Ratha Yatra: কাঠের রথে জিয়া নস্টাল! আষাড় মাস এলেই হাতছানি দেয় ছোটবেলা

বাঁকুড়া: তাল পাতার ভেঁপু, গ্রীষ্মের দুপুরে আমের আচার কিংবা ২ টাকার পেপসি। এই তিন জিনিসের নাম শুনে বা পড়ে আজ‌ও হয়ত অনেকে ‘নস্টালজিয়া’য় আক্রান্ত হন। নস্টালজিয়ার সঞ্চারের আরও একটি জায়গা তৈরি হচ্ছে বাঁকুড়াতে। ছোট ছোট কাঠের রথ। ৯০-এর দশকের বাচ্চাদের স্বপ্ন ছিল রথযাত্রা দিনে তাদের একটি করে ছোট কাঠের রথ থাকবে। যাতে ঘণ্টা লাগিয়ে মালা পরিয়ে টানতে টানতে ঘোরা হবে গোটা পাড়া।

ধীরে ধীরে যুগ বদলেছে, সময় পাল্টেছে। বাচ্চাদের হাতে এখন অতি বুদ্ধিমান মুঠোফোন। বিভিন্ন সামাজিক মাধ্যমের বেড়াজালে অনলাইন ক্লাসের চাপে এবং জীবনের রেসে অংশগ্রহণ করতে গিয়ে সেসব ছেলেবেলা এখন প্রায় হারিয়ে গেছে বললে ভুল হবে না। তবুও রথ যাত্রার আগে যেন আবারও নব্বইয়ের দশকে ফিরে যান বাঁকুড়ার কিছু রথ প্রস্তুতকারকরা। কীসের একটা আশায় তাঁরা কাঠ দিয়ে তৈরি করেন ছোট ছোট রথ। সেরকমই ছবি ধরা পড়ল বাঁকুড়ার মাচানতলায়। কাঠ কেটে রথ তৈরি করতে দেখা গেল এক রথ প্রস্তুতকারককে।

আর‌ও পড়ুন: সেতু নির্মাণে গতি মন্থরতা, যানজটে নাকাল বারুইপুর

বিভিন্ন আকারের রথ রয়েছে। একেবারে ছোট থেকে শুরু করে তিন ফুট উচ্চতা পর্যন্ত। দামও ভিন্ন ভিন্ন। আড়াইশো টাকা থেকে শুরু করে চার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত দামের রথ পাওয়া যাচ্ছে। অর্ডার দিয়েও তৈরি হচ্ছে রথ। প্রখর রোদের মাঝে রথের কাজ করতে দেখে মুখ তুলে তাকাচ্ছেন পথ চলতি মানুষজন। পাশে এসে উজ্জ্বল চোখে কাঠের রথ দেখছে ছোট ছোট বাচ্চারা। ইতিমধ্যেই শেষ হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এখন শুধুই অপেক্ষা রথ যাত্রার। রথ প্রস্তুতকারক রথীন শীল বলেন, প্রতিবছর এই সময়টাতে বিভিন্ন আকারের রথ বিক্রি হয়। বাচ্চা থেকে বয়স্ক সকলেই রথ কিনে নিয়ে যান। এছাড়াও প্রত্যেকের বাড়িতে রয়েছেন গোপাল। সেই কারণেই রথের জনপ্রিয়তা পৌঁছেছে অন্য মাত্রায়।

নীলাঞ্জন ব্যানার্জী

ডালডা ঘিয়ের পুরনো টিন-কোলগেট টুথপাওডার! ৯০-এর দশকের নস্টালজিয়ায় ভাসছে ট্যুইটার

পুরনো সেই দিনের কথা! কত স্মৃতি৷ ৯০-এর দশকে যাঁরা বড় হয়েছেন, তাঁরা একটা ব্যাপক পরিবর্তন দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে৷ বিজ্ঞাপন থেকে শুরু করে মার্কেটিং৷ ডালডা ঘি-এর সেই টিনের ক্যান হোক বা কোলগেট টুথ পাওডারের কৌটো৷ ট্যুইটারে কয়েকজন শেয়ার করলেন সেই পুরনো স্মৃতি৷ মুহূর্তে ভাইরাল৷ নস্টালজিয়ায় গা ভাসালেন অনেকেই৷

সম্প্রতি এক ট্যুইটার ব্যবহারকারী একটি পোস্ট করেন৷ সেই টিনের ডালডা বনস্পতি ঘি আর কোলগেট টুথ পাওডার৷ ৯০-এর দশকে যাঁরা বড় হয়েছেন, এই জিনিসগুলির সঙ্গে নিশ্চিত পরিচিত৷ পরবর্তীকালে নানা পরিবর্তন হয়েছে প্যাকেজিংয়ে৷

পোস্টটি ২৪ হাজার লাইক পড়ে কিছু ক্ষণের মধ্যেই৷ শেয়ারও হতে শুরু করে দেদার৷ অনেকে আরও পুরনো ছবি পোস্ট করে সকলের সঙ্গে নস্টালজিয়া ভাগ করতে শুরু করেছেন৷

কেউ পোস্ট করছেন সিবাকা টুথপেস্টের পুরনো ছবি, ট্রাম্প কার্ড, স্টিকার লাগানো নোটবুক ইত্যাদি৷