Tag Archives: NTPC

Malda News: ফরাক্কা এনটিপিসি দত্তক নিল আদিনা পার্কের ৯৩ টি চিতল হরিণ! বছরে খরচ কত জানেন?

মালদহ: বন্য প্রাণীরও অবিভাবক হতে পারবেন আপনি। তার জন্য খুব একটা বেশি খরচ করতে হবে না। বনের রাজা সিংহ থেকে বাঘ এমনকি অনান্য পশুর দত্তক নেওয়া যায়। বন্য প্রাণী সংরক্ষণ আইনে এমনটাই উল্লেখ রয়েছে। আর এই আইনের মাধ্যমেই ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ দত্তক নিল হরিণের। মালদহের আদিনা ডিয়ার পার্কের সমস্ত হরিণ এক বছরের জন্য দত্তক নিল ফরাক্কা এনটিপিসি।

ইতিমধ্যে মালদহ জেলা বন দফতরের সঙ্গে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের এক বছরের চুক্তি হয়েছে। দুই একটি দু’টি নয়, একসঙ্গে ৯৩ টি চিতল হরিণ দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)। মালদহ বন দফতরের ডিএফও জিজু জেসফার জি বলেন, এক বছরের জন্য ফারাক্কা এনটিপিসি আদিনা ডিয়ার পার্কের ৯৩ হরিণ দত্তক নিয়েছে। এর জন্য বছরে তাদেরকে ৯ লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে।

আরও পড়ুন:ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য মনসুর যা করলেন! এমনটা স্বপ্নেই হয়

মালদহের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আকর্ষণ আদিনা ফরেস্টের ডিয়ার পার্ক। মালদহের এই ডিয়ার পার্কের সমস্ত হরিণের ভরণপোষণের দায়িত্ব এবার ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের হাতে। আদিনা ফরেস্টের ভিতরে থাকা পরিত্যক্ত বিশাল জলাশয়টি সংস্কারের পর সৌন্দর্যায়নের পরিকাঠামো তৈরি করে দেবে এনটিপিসি। এছাড়াও একটি ব্যানিজিক সংস্থা আদিনা ডিয়ার পার্কের ৫ টি হরিণ ও কিছু বিদেশি পাখির দত্তক নিয়েছে। ওই সংস্থার বছরে ১ লক্ষ ৮ হাজার টাকা খরচ হবে এর জন্য।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ

Farakka Thermal Power Station: সম্পূর্ণ দূষণমুক্ত হওয়ার পথে ফরাক্কা, আধুনিক চিমনি বসাচ্ছে এনটিপিসি

মুর্শিদাবাদ: এনটিপিসি’র ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ড ও বিহারের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ, ২১০০ মেগাওয়াট এই বিদ্যুৎ প্রকল্প থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে। অবশেষে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, এবার সম্পূর্ণ দূষণমুক্ত হতে চলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র।

আগামী দিনে দূষণের পরিমাণ শূন্য শতাংশে নামিয়ে আনতে এনটিপিসি ফরাক্কায় প্রায় ১৩০০ কোটি টাকা ব্যয় করে তিনটে অত্যাধুনিক চিমনি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ফরাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হল মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে অবস্থিত। এটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি ১৯৮৬ সালে চালু হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,১০০ মেগাওয়াট। এনটিপিসি দ্বারা এটি বিদ্যুৎকেন্দ্রটি পরিচালিত হয়। এখানে মোট ৬ টি ইউনিট রয়েছে।

আর‌ও পড়ুন: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!

জানা গিয়েছে, ২০২০ সাল থেকে তিনটে চিমনি শুরু হয়েছিল এবং ২০২৬ সালে জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে এনটিপিসি’র দাবি। বর্তমানে স্টেজে ১, ২ ও ৩ তিনটে চিমনির মাধ্যমে যে ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সেই সমস্ত দূষণ এই নতুন চিমনির মাধ্যম দিয়ে ফিল্টার করে ছাড়া হবে। এর ফলে আগামী দিনে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ দূষণমুক্ত হয়ে উঠবে বলে দাবি।

এনটিপিসির সিজিএম রমাকান্ত পান্ডা সাংবাদিক বৈঠকে জানান, ২০২৬ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। এর ফলে আশেপাশের এলাকার বায়ুর মান অনেকটাই উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কৌশিক অধিকারী