Tag Archives: Obesity

Obesity: ‘কোন’ জিনিস খেলে ‘স্থূলতা’ দ্রুত বাড়ে বলুন তো…? কী বলছে গবেষণা? চমকে দেবে বিজ্ঞান!

স্থূলতা আজ প্রায় কম বেশি সব বয়সের মানুষেরই অন্যতম সমস্যা। কারণ এই স্থূলতা বা ওবেসিটি থেকেই বাড়ে একাধিক রোগ। শরীরে বাসা বাঁধে একের পর এক অসুখ। তাই মেদ ও স্থূলতা নিয়ে বারবারই সতর্ক করেন চিকিৎসকেরা।
স্থূলতা আজ প্রায় কম বেশি সব বয়সের মানুষেরই অন্যতম সমস্যা। কারণ এই স্থূলতা বা ওবেসিটি থেকেই বাড়ে একাধিক রোগ। শরীরে বাসা বাঁধে একের পর এক অসুখ। তাই মেদ ও স্থূলতা নিয়ে বারবারই সতর্ক করেন চিকিৎসকেরা।
অল্প বয়সি শিশু থেকে বেশি বয়সি বৃদ্ধ, মহিলা হোন বা পুরুষ স্থূলতা যে কোনও মানুষেরই মাথাব্যথার কারণ হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে এই শারীরিক সমস্যা নিয়ে ওয়াকিবহাল না থাকার দরুন এই সমস্যা আরও বাড়তে থাকে।
অল্প বয়সি শিশু থেকে বেশি বয়সি বৃদ্ধ, মহিলা হোন বা পুরুষ স্থূলতা যে কোনও মানুষেরই মাথাব্যথার কারণ হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে এই শারীরিক সমস্যা নিয়ে ওয়াকিবহাল না থাকার দরুন এই সমস্যা আরও বাড়তে থাকে।
শরীরে মেদ বাড়লে বেশিরভাগ সময়ই মানুষ জিমে ছোটেন বা দৌড়াদৌড়ি বাড়িয়ে দ্রুত রোগা হওয়ার চেষ্টা করেন। কিন্তু অনেকেরই খেয়াল থাকে না এর পিছনের আসল কারণ ঠিক কী।
শরীরে মেদ বাড়লে বেশিরভাগ সময়ই মানুষ জিমে ছোটেন বা দৌড়াদৌড়ি বাড়িয়ে দ্রুত রোগা হওয়ার চেষ্টা করেন। কিন্তু অনেকেরই খেয়াল থাকে না এর পিছনের আসল কারণ ঠিক কী।
আসলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ ও সিদ্ধান্তের সঙ্গেই জড়িয়ে থাকে আমাদের স্বাস্থ্যের ভাল ও মন্দ। এক্ষেত্রেও আমাদের অজান্তেই আমাদের ওজন বাড়িয়ে ক্রমশ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয় আমাদের ভুল অভ্যাস।
আসলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজ ও সিদ্ধান্তের সঙ্গেই জড়িয়ে থাকে আমাদের স্বাস্থ্যের ভাল ও মন্দ। এক্ষেত্রেও আমাদের অজান্তেই আমাদের ওজন বাড়িয়ে ক্রমশ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয় আমাদের ভুল অভ্যাস।
সম্প্রতি এই নিয়ে গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হার্ভার্ড কলেজ প্রেসিডেন্সিয়াল এন্ট ফেলো (hsph.harvard.edu) প্রকাশ্যে এনেছে সেই তালিকা যা 'বিচক্ষণ' বা প্রুডেন্ট খাদ্যতালিকাগত খাবারের নিদর্শন হিসেবে দেখা হয়।
সম্প্রতি এই নিয়ে গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হার্ভার্ড কলেজ প্রেসিডেন্সিয়াল এন্ট ফেলো (hsph.harvard.edu) প্রকাশ্যে এনেছে সেই তালিকা যা ‘বিচক্ষণ’ বা প্রুডেন্ট খাদ্যতালিকাগত খাবারের নিদর্শন হিসেবে দেখা হয়।
এই তালিকা অনুযায়ী যে খাদ্যগুলি ওজন বৃদ্ধি থেকে ব্যক্তিকে রক্ষা করে সেগুলি হল, গোটা শস্য, শাকসবজি এবং নানা ধরণের ফল। তাই ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে এই খাবারগুলি ডায়েটে থাকা জরুরি।
এই তালিকা অনুযায়ী যে খাদ্যগুলি ওজন বৃদ্ধি থেকে ব্যক্তিকে রক্ষা করে সেগুলি হল, গোটা শস্য, শাকসবজি এবং নানা ধরণের ফল। তাই ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে এই খাবারগুলি ডায়েটে থাকা জরুরি।
অন্যদিকে 'পাশ্চাত্য-শৈলী' অর্থাৎ 'ওয়েস্টার্ন স্টাইল' ডায়েট-এর নিদর্শনগুলি স্থূলতা দ্রুত বৃদ্ধির কারণ হয়।
অন্যদিকে ‘পাশ্চাত্য-শৈলী’ অর্থাৎ ‘ওয়েস্টার্ন স্টাইল’ ডায়েট-এর নিদর্শনগুলি স্থূলতা দ্রুত বৃদ্ধির কারণ হয়।
এই খাদ্য তালিকায় রয়েছে বেশি বেশি রেড মিট, প্রক্রিয়াজাত মাংস, চিনিযুক্ত পানীয়, মিষ্টি, কার্বোহাইড্রেট বা আলু। অর্থাৎ এই খাদ্যগুলি স্থূলতা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত।
এই খাদ্য তালিকায় রয়েছে বেশি বেশি রেড মিট, প্রক্রিয়াজাত মাংস, চিনিযুক্ত পানীয়, মিষ্টি, কার্বোহাইড্রেট বা আলু। অর্থাৎ এই খাদ্যগুলি স্থূলতা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত।
গবেষণা বলছে, প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত বা ফাস্ট ফুড খাওয়া -এক্ষেত্রে স্থূলতা বৃদ্ধির বড় কারণ। এগুলি সেই খাবার যেগুলিতে চর্বি এবং চিনি বেশি থাকে।
গবেষণা বলছে, প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত বা ফাস্ট ফুড খাওয়া -এক্ষেত্রে স্থূলতা বৃদ্ধির বড় কারণ। এগুলি সেই খাবার যেগুলিতে চর্বি এবং চিনি বেশি থাকে।
খুব বেশি অ্যালকোহল পানও বর্জন করা উচিত কারণ অ্যালকোহলে প্রচুর ক্যালোরি থাকে। এবার নিশ্চই বুঝতে পারছেন কোন কোন খাবার দ্রুত ওজন ও মেদ বৃদ্ধি করে! অবশ্যই সতর্ক হোন।
খুব বেশি অ্যালকোহল পানও বর্জন করা উচিত কারণ অ্যালকোহলে প্রচুর ক্যালোরি থাকে। এবার নিশ্চই বুঝতে পারছেন কোন কোন খাবার দ্রুত ওজন ও মেদ বৃদ্ধি করে! অবশ্যই সতর্ক হোন।
এই প্রসঙ্গে চিকিৎসক অনন্যা মণ্ডল (এমডি) তাঁর পরামর্শে বলেন, "এই কারণেই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো উন্নত দেশগুলিতে স্থূল ব্যক্তিদের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন বেশিরভাগ দেশে স্থূলতা একটি জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।"
এই প্রসঙ্গে চিকিৎসক অনন্যা মণ্ডল (এমডি) তাঁর পরামর্শে বলেন, “এই কারণেই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো উন্নত দেশগুলিতে স্থূল ব্যক্তিদের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন বেশিরভাগ দেশে স্থূলতা একটি জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
চিকিৎসক অনন্যা মণ্ডল তাঁর পরামর্শে আরও বলেন, "স্থূলতা বিভিন্ন দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের সঙ্কট, অকাল মৃত্যু এবং ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, গল ব্লাডার সমস্যা, ফ্যাটি লিভার, আর্থ্রাইটিস এবং জয়েন্ট ডিজঅর্ডার এবং কিছু বিশেষ ক্যানসার-সহ একাধিক অসুস্থতার সঙ্গে যুক্ত। তাই সতর্ক হওয়া জরুরি।
চিকিৎসক অনন্যা মণ্ডল তাঁর পরামর্শে আরও বলেন, “স্থূলতা বিভিন্ন দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের সঙ্কট, অকাল মৃত্যু এবং ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, গল ব্লাডার সমস্যা, ফ্যাটি লিভার, আর্থ্রাইটিস এবং জয়েন্ট ডিজঅর্ডার এবং কিছু বিশেষ ক্যানসার-সহ একাধিক অসুস্থতার সঙ্গে যুক্ত। তাই সতর্ক হওয়া জরুরি।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Weight Loss: হু হু করে কমবে ওজন, খেয়ে দেখুন এই ৬ উদ্ভিজ্জ প্রোটিন

উদ্ভিদ প্রোটিনে যেহেতু লো স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং তা অন্যান্য প্রাণীজ প্রোটিনের তুলনায়  তা কম ঝুঁকিপূর্ণ তাই মেদ ঝরানোর ক্ষেত্রে খুবই উপযোগী এই উদ্ভিজ প্রোটিন।
উদ্ভিদ প্রোটিনে যেহেতু লো স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং তা অন্যান্য প্রাণীজ প্রোটিনের তুলনায় তা কম ঝুঁকিপূর্ণ তাই মেদ ঝরানোর ক্ষেত্রে খুবই উপযোগী এই  উদ্ভিজ্জ প্রোটিন ।
সবার প্রথমে আসে ডালের কথা। ডাল আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এই ডাল শুধু কার্বোহাইড্রেটের পরিমাণই কমায় না। এতে থাকে জিঙ্ক, আয়রন-সহ নানান উপযোগী উপাদান
সবার প্রথমে আসে ডালের কথা। ডাল আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এই ডাল শুধু কার্বোহাইড্রেটের পরিমাণই কমায় না। এতে থাকে জিঙ্ক, আয়রন-সহ নানান উপযোগী উপাদান
এরপরেই আসে ছোলার নাম। এতে থাকে ফাইবার এবং আয়রন। যা শরীরের জন্য উপযোগী।
এরপরেই আসে ছোলার নাম। এতে থাকে ফাইবার এবং আয়রন। যা শরীরের জন্য উপযোগী।
এরপর আসে কুইনোয়ার নাম। এতে থাকে মোট ৯টি অ্যামিনো অ্যাসিড থাকে এই খাবারে।
এরপর আসে কুইনোয়ার নাম। এতে থাকে মোট ৯টি অ্যামিনো অ্যাসিড থাকে এই খাবারে।
এরপরেই নাম আসে টফুর। সয়াবিন থেকে প্রাপ্ত এই খাদ্যের গুণ অনেক।
এরপরেই নাম আসে টফুর। সয়াবিন থেকে প্রাপ্ত এই খাদ্যের গুণ অনেক।
টেম্প, কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে এই খাদ্যের জুড়ি মেলা ভার।
টেম্প, কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে এই খাদ্যের জুড়ি মেলা ভার।

Child Obesity: সন্তানের শরীরে জমছে বাড়তি মেদ! এই কয়েকটা উপায়ে হু হু করে কমবে ক্ষতিকারক ফ্যাট

২০২৪ সালের বিশ্ব সংস্থার রিপোর্ট বলছে, সারা পৃথিবীর প্রায় ১৬০ মিলিয়ন শিশু ওবিসিটির সমস্যায় ভুগছে৷ এদের প্রত্যেকের বয়সসীমা পাঁচ থেকে উনিশ বছরের মধ্যে৷ মূলত আমাদের ফাস্ট লাইফস্টাইলই এই সমস্যার প্রধানতম কারণ৷ ফাস্টফুড জাতীয় খাদ্যের প্রতি ভালবাসা, অতিরিক্ত শর্করার ব্যবহারে এই সমস্যা আরও জেঁকে বসছে৷
২০২৪ সালের বিশ্ব সংস্থার রিপোর্ট বলছে, সারা পৃথিবীর প্রায় ১৬০ মিলিয়ন শিশু ওবিসিটির সমস্যায় ভুগছে৷ এদের প্রত্যেকের বয়সসীমা পাঁচ থেকে উনিশ বছরের মধ্যে৷ মূলত আমাদের ফাস্ট লাইফস্টাইলই এই সমস্যার প্রধানতম কারণ৷ ফাস্টফুড জাতীয় খাদ্যের প্রতি ভালবাসা, অতিরিক্ত শর্করার ব্যবহারে এই সমস্যা আরও জেঁকে বসছে৷
আমাদের প্রতিদিনের ঘুমেও হানা দিচ্ছে স্ট্রেস৷ বাড়ছে স্ক্রিনটাইম৷ খেলাধুলার সময়ও কমে যাচ্ছে৷ যার ফল এই ওবিসিটি৷ সমস্যা থেকে মুক্তি পেতে জীবনযাপনে একটু-আধটু পরিবর্তন তো দরকারই৷ সেই নিয়েই কথা বললেন বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শ্রীরাম বনু৷
আমাদের প্রতিদিনের ঘুমেও হানা দিচ্ছে স্ট্রেস৷ বাড়ছে স্ক্রিনটাইম৷ খেলাধুলার সময়ও কমে যাচ্ছে৷ যার ফল এই ওবিসিটি৷ সমস্যা থেকে মুক্তি পেতে জীবনযাপনে একটু-আধটু পরিবর্তন তো দরকার! সেই নিয়েই কথা বললেন বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শ্রীরাম বনু৷
প্রথমেই ফাস্টফুড খাবারে বিরতি দিন৷ দেখুন আপনার সন্তানটি যে খাবার খাচ্ছে, তাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ আছে কি না৷ সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি, প্রোটিন যেন প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই থাকে৷
প্রথমেই ফাস্টফুড খাবারে বিরতি দিন৷ দেখুন আপনার সন্তানটি যে খাবার খাচ্ছে, তাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ আছে কি না৷ সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি, প্রোটিন যেন প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই থাকে৷
এখন পড়াশোনা চাপে হোক বা গেম খেলার অমোঘ আকর্ষণ, আপনার সন্তানটি বাইরে গিয়ে খেলাধুলা করছে তো? নজর দিন সেই দিকে৷ এই বয়স থেকেই ওবিসিটি কমাতে পর্যাপ্ত-পরিমাণে শরীরচর্চা করা দরকার৷ আপনার সন্তানকে বইয়ের পাহাড় ও ইন্টারনেটের দুনিয়া থেকে বাইরে নিয়ে যান৷ অন্তত আধঘণ্টা থেকে এক ঘণ্টা শরীর চর্চা করা দরকার৷ সেক্ষেত্রে সাইকেলিং, সাঁতার, খেলাধূলা-সহ যে কোনও ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেই হবে৷
এখন পড়াশোনা চাপে হোক বা গেম খেলার অমোঘ আকর্ষণ, আপনার সন্তানটি বাইরে গিয়ে খেলাধুলা করছে তো? নজর দিন সেই দিকে৷ এই বয়স থেকেই ওবিসিটি কমাতে পর্যাপ্ত-পরিমাণে শরীরচর্চা করা দরকার৷ আপনার সন্তানকে বইয়ের পাহাড় ও ইন্টারনেটের দুনিয়া থেকে বাইরে নিয়ে যান৷ অন্তত আধঘণ্টা থেকে এক ঘণ্টা শরীর চর্চা করা দরকার৷ সেক্ষেত্রে সাইকেলিং, সাঁতার, খেলাধূলা-সহ যে কোনও ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেই হবে৷
লক্ষ্য ছাড়া তো কোনও কাজ হয় না৷ আজকে, যেখানে চাইল্ড ওবিসিটি প্রায় এক মহামারিতে পরিণত সেখানেও দরকার সঠিক লক্ষ্য৷ প্রতিদিন একটু একটু করে পুরো পরিবারের জীবন-যাপনের বদল আনতে হবে৷ সঠিক পরিকল্পনা ছাড়া আজকের ফাস্ট লাইফস্টাইলের যুগে সুস্থ জীবনযাপন করা প্রায় অসম্ভব৷
লক্ষ্য ছাড়া তো কোনও কাজ হয় না৷ আজকে, যেখানে চাইল্ড ওবিসিটি প্রায় এক মহামারিতে পরিণত সেখানেও দরকার সঠিক লক্ষ্য৷ প্রতিদিন একটু একটু করে পুরো পরিবারের জীবন-যাপনের বদল আনতে হবে৷ সঠিক পরিকল্পনা ছাড়া আজকের ফাস্ট লাইফস্টাইলের যুগে সুস্থ জীবনযাপন করা প্রায় অসম্ভব৷
ধরুন আপনার সন্তানকে বাইরের খাবার কেলেই আপনি রে রে করে উঠছেন৷ কিন্তু পিৎজা, বার্গার ছাড়া আপনার উইকএন্ড কাটে না৷ এই রকম হলে তো চলবে না৷ ফ্রিজে আইসক্রিম রেখে সন্তানকে আইসক্রিম খেতে বারণ করা যাবে কি? তাই চেষ্টা করুন কেবল সন্তানটিকে শাসনের গন্ডিতে আটকালে চলবে না৷ নিজেদের জীবনেও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার অভ্যাস করে নিন৷
ধরুন আপনার সন্তানকে বাইরের খাবার কেলেই আপনি রে রে করে উঠছেন৷ কিন্তু পিৎজা, বার্গার ছাড়া আপনার উইকএন্ড কাটে না৷ এই রকম হলে তো চলবে না৷ ফ্রিজে আইসক্রিম রেখে সন্তানকে আইসক্রিম খেতে বারণ করা যাবে কি? তাই চেষ্টা করুন কেবল সন্তানটিকে শাসনের গন্ডিতে আটকালে চলবে না৷ নিজেদের জীবনেও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার অভ্যাস করে নিন৷
আমাদের সমস্যা, আমরা অনেকেই ওবিসিটি সম্বন্ধে সচেতনই নই৷ ‘‘বাচ্চারা খেতে চায় না’’ শুধু মাত্র এই কথা বললেই তো চলবে না৷ বাচ্চাকে সুস্থ জীবনযাপনের মাহাত্ম বোঝান৷ ওদের মতো করে শেখান খাদ্যে পুষ্টির গুণাগুণের উপকারিতা৷ ফাস্টফুড খাওয়া কতটা ক্ষতিকর৷ শিশুদের বোঝান৷ ঠিক মতো বোঝালে ওরা নিশ্চয়ই বুঝবেন৷ তবে সবার আগে দরকার বাবা-মাদের এই নিয়ে সচেতন হওয়া৷
আমাদের সমস্যা, আমরা অনেকেই ওবিসিটি সম্বন্ধে সচেতনই নই৷ ‘‘বাচ্চারা খেতে চায় না’’ শুধু মাত্র এই কথা বললেই তো চলবে না৷ বাচ্চাকে সুস্থ জীবনযাপনের মাহাত্ম বোঝান৷ ওদের মতো করে শেখান খাদ্যে পুষ্টির গুণাগুণের উপকারিতা৷ ফাস্টফুড খাওয়া কতটা ক্ষতিকর৷ শিশুদের বোঝান৷ ঠিক মতো বোঝালে ওরা নিশ্চয়ই বুঝবেন৷ তবে সবার আগে দরকার বাবা-মাদের এই নিয়ে সচেতন হওয়া৷

Relief from Obesity: এই ৩ টি যোগার মাধ্যমে সহজেই ওবেসিটি থেকে মুক্তি পান

নিজস্ব প্রতিবেদন: ওবেসিটি বা স্থূলতা আজকের ভারতে মহামারীর আকার ধারণ করেছে। কিন্তু যোগা’র মাধ্যমে কীভাবে ওবেসিটি থেকে সেরে উঠবেন জানেন কি? যোগাভ্যাসের মাধ্যমে কীভাবে ওবেসিটি থেকে মুক্ত হবেন সেটাই এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরা হল। বিখ্যাত যোগা প্রশিক্ষক অনিল হাজারিকা এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন ওবেসিটি বাস স্থূলতা অন্য বহু অসুখকে ডেকে আনে। আপনি ওবেসিটিতে ভুগলে ডায়াবেটিস বা রক্তের শর্করার সমস্যা, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ইত্যাদি অসুখগুলো সহজেই আপনার দেহে দেখা দিতে পারে। বাড়িতে তিনটি যোগাভ্যাসের মাধ্যমে ওবেসিটির সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

অনিল হাজারিকা জানিয়েছেন, স্থূলতা জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম আসন হল সূর্য নমস্কার। এটায় ১২ টি মুদ্রা আছে। সূর্য নমস্কারের এই ১২ টি মুদ্রা প্রতিদিন ১০ থেকে ১২ বার অভ্যাস করতে হবে।
এরমধ্যে অন্যতম আসন গুলি হল- ১) প্রণাম আসন, ২) হস্ত উত্থানাসন, ৩) পদ-হস্তাসন, ৪) অশ্ব চঞ্চলাসন, ৫) চতুরঙ্গ দণ্ডাসন, ৬) অষ্টাঙ্গ নমস্কারাসন, ৭) ভুজঙ্গাসন, ৮) নিম্নমুখী শবাসন ইত্যাদি। সূর্য নমস্কারে মোট ১২ টি আসন আছে। এরমধ্যে ৪ টি আসন শরীরকে আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য উল্টোদিকে রিপিট করা বা পুনরাবৃত্তি করা হয়।

আর‌ও পড়ুন: হাসপাতলে ভর্তি হয়ে গরমে আরও কাহিল হয়ে পড়ছিলেন রোগীরা! তাঁদের জন্য যা করা হল

তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা, ব্যাক পেইন, ঘাড়ে ব্যথা আছে বা যাদের সদ্য কোন‌ও অস্ত্রোপচার হয়েছে তাঁরা সূর্য নমস্কার করবেন না। এমনকি ঋতুস্রাবের সময় মহিলারাও সূর্য নমস্কার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

ওবেসিটি মুক্ত হওয়ার জন্য সূর্য নমস্কারের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যোগা বা আসন হল ধনুরাসন। এই আসনের ফলে পেটের উপর চাপ পড়ে। ফলে নিয়মিত ধনুরাসন অভ্যাস করলে ওবিসিডিতে আক্রান্ত ব্যক্তি অনেক দ্রুত পেটে জমা হওয়া মেদ ঝরিয়ে ফেলতে সফল হন। তবে ধনুরাসনের মাধ্যমে ফলাফল পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে সঠিকভাবে করতে হবে। ধনুরাসন করার সময় শরীরটা অনেকটা ধনুকের মতো বেঁকে থাকে। ওই অবস্থান ১০ সেকেন্ড ধরে রাখতে হবে। তারপর আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। যদি ওবেসিটিতে আক্রান্ত কেউ প্রতিদিন ৫ বার ধনুরাসন অভ্যাস করেন তবে ওবেসিটি মুক্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিস‌ও নিয়ন্ত্রণেও থাকবে।

আর‌ও পড়ুন: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি

উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা ব্যাক পেইন থাকলে, অথবা সদ্য অস্ত্রোপচার হয়ে থাকলে কোন‌ওভাবেই ধনুরাসন করা যাবে না।

তৃতীয় গুরুত্বপূর্ণ আসনটি হল উত্থিতপদাসন বা উত্থানপদাসন। এটাও ধনুরাসনের মতই নির্দিষ্ট অবস্থানে ১০ সেকেন্ড ধরে রাখতে হবে। তারপর আবার স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়া যাবে। উত্থিতপদাসন যদি দিনে ১০ বার অভ্যাস করা যায় তবে ওবেসিটির বিরুদ্ধে ভালভাবে লড়াই করা সম্ভব।

হার্নিয়ার সমস্যা থাকলে, ব্যাক পেইন, ঋতুস্রাব হলে অথবা সম্প্রতি কোনও অস্ত্রোপচার হয়ে থাকলে উত্থিতপদাসন করবেন না।

এর বাইরে অন্য যে কোন‌ও মানুষ এই তিনটি গুরুত্বপূর্ণ আসন নিয়ম মেনে অভ্যাস করার মাধ্যমে সহজেই স্থূলতা জনিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। তবে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বা যোগা প্রশিক্ষকের সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত।