Tag Archives: Online Shopping

Online Shopping Fraud: অনলাইন শপিং এ প্রতারিত হয়েছেন? কীভাবে কোথায় দ্রুত সমাধান মিলবে জেনে নিন

হরষিত সিংহ, মালদহ: অনলাইন শপিং করছেন! আবার অনেক সময় অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণারও শিকার হচ্ছেন অনেকেই। কখনও সঠিক জিনিস মিলছে না, আবার কখনও নিম্নমানের সামগ্রী অনলাইন শপিংয়ে মিলছে। এতে অনেকেই প্রতারিত হচ্ছেন। বর্তমান আধুনিক যুগে অনলাইন কেনাকাটার হিড়িক ক্রমশ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। কিন্তু অনলাইন কেনাকাটায় প্রতারিত হলে কীভাবে এর সুরাহা মিলবে? কোথায় গেলে ন্যায্য বিচার বা অধিকার আপনি পাবেন, সেই বিষয়ে অনেকেই এখনও জানেন না। আপনিও হয়তো জানেন না অনলাইন কেনাকাটায় প্রতারিত হলে ক্রেতা সুরক্ষা দফতরেই মিলবে এর প্রতিকার।

অনেকের কাছেই এই বিষয়টি অজানা। তাই উপভোক্তা বিষয়ক ও ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে এই বিষয়ের ওপর সচেতনতা প্রচার চালানো হচ্ছে।মালদহ উপভোক্তা বিষয়ক দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জয় প্রামাণিক বলেন, ‘‘ অনলাইন শপিং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আধুনিক যুগে। মানুষ অনেক সময় প্রতারিত হচ্ছেন বিভিন্ন কারণে। এ সমস্ত সমস্যা সমাধানের জন্য ক্রেতা সুরক্ষা আইন রয়েছে। সে আইনের গুরুত্ব এখন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে মানুষকে সচেতন করতে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’’

২৪ ডিসেম্বর জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয়। এই বছর জাতীয় ক্রেতা সুরক্ষা দিবসের থিম করা হয়েছে ই-কমার্স এবং ডিজিটাল ব্যবসার যুগে উপভোক্তা সুরক্ষা। সমাজের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে এই বিষয়ে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে।উপভোক্তা বিষয়ক মালদহ জেলা দফতরের পক্ষ থেকে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

আরও পড়ুন : রহস্য না ভৌতিক! দেশের এখানে গেলেই ২ বছর সামনে এগিয়ে যাবেন আপনি! আপনাআপনি পাল্টে যাবে ফোনের ঘড়ির সময়! জানুন কোথায়

অনলাইন কেনাকাটার যুগে কেউ প্রতারিত হলে সবার প্রথমে যে কোম্পানি বা সংস্থার কাছ থেকে সামগ্রী কিনছেন সেখানে অভিযোগ জানাতে হবে। যদি তারপরে সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন উপভোক্তা বিষয়ক দফতরে। সেখানে প্রথমে সেটলমেন্টের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালান দফতরের কর্তারা। যদি তার পরও সমস্যার সমাধান না হয় তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। আদালতে অভিযোগ দায়ের করলেই সমস্যার সমাধান প্রায় নিশ্চিত। এই ধরনের বহু সমস্যার সমাধান ইতিমধ্যে উপভোক্তা বিষয়ক ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে হয়েছে। তাই সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতন বাড়াতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Online Shopping: অনলাইনে কেনাকাটা করেন? Gmail আনছে নতুন ফিচার! না জানলে আপনাকেই ঠকতে হবে

এখন বছরের সেই সময়, যখন লোকেরা কেনাকাটা করতে পছন্দ করে। বিভিন্ন উৎসব উদযাপনের জন্য বিভিন্ন ধরনের কেনাকাটা করা হয়। ব্যস্ত ছুটির মাসগুলিতে অনলাইন কেনাকাটার বৃদ্ধির সঙ্গে সেই সমস্ত অর্ডারগুলি ট্র্যাক করা একটি ঝামেলা হতে পারে। তাই এই বোঝা কমাতে এবং শেষ মুহূর্তের উপহারের সন্ধানকে আরও মসৃণ করতে, Google বিশেষ করে Gmail ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের একটি সেট চালু করেছে, যা তাঁদের অনলাইনে ছুটির কেনাকাটার অভিজ্ঞতা আনন্দময় করতে পারে।

ডেলিভারি ফিল্টার বিকল্প –

শেষ মুহূর্তের উপহার দেওয়ার জরুরি অবস্থা বোঝার জন্য, Google মার্কিন ক্রেতাদের জন্য “Get it by Dec 24” অর্থাৎ “২৪ ডিসেম্বরের মধ্যে এটি পান” ফিল্টার তৈরি করেছে৷ ক্রেতাদের তাঁদের অনুসন্ধানগুলি ফিল্টার করতে এবং দ্রুত বিতরণ করা যেতে পারে এমন পণ্যগুলি সনাক্ত করতে সহায়তা করার জন্য ফিচারটি তৈরি করা হয়েছে। এই ফিচারটি Gmail-এর মোবাইল এবং ডেস্কটপ উভয় সংস্করণের জন্যই উপলব্ধ।

আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 12 স্মার্টফোন! দাম থেকে ফিচার, দেখে নিন এক ঝলকে

এই ফিচারটি ব্যবহার করার জন্য, Gmail ব্যবহারকারীরা কেবলমাত্র কাছাকাছি দোকানে পিকআপের জন্য উপলব্ধ আইটেমগুলি দেখতে বা দ্রুত শিপিংয়ের জন্য যোগ্য, দ্রুততম এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বিতরণ বিকল্পের বিবরণ সহ ফিল্টারটি সিলেক্ট করতে পারবেন৷

জিমেলে প্যাকেজ ট্র্যাকিং –

ডেলিভারি ফিল্টার ছাড়াও, Gmail এখন ব্যবহারকারীদের আরও ব্যাপক প্যাকেজ ট্র্যাকিং অভিজ্ঞতা প্রদান করছে। গুরুত্বপূর্ণ ডেলিভারি আপডেটগুলি শপিং ই-মেলের মধ্যে প্রদর্শিত হবে, যা ইনবক্স তালিকার উভয় দৃশ্যে এবং মোবাইল ও ডেস্কটপ উভয় ডিভাইসেই পৃথক ই-মেলে দৃশ্যমান হবে।

উপরন্তু, Gmail প্যাকেজ ট্র্যাকিং তথ্য সম্বলিত ই-মেলগুলিকেও অগ্রাধিকার দেবে, যাতে ব্যবহারকারীরা তাঁদের ডেলিভারি তারিখে যে কোনও পরিবর্তনের বিষয়ে দ্রুত তথ্য পেতে পারেন তা নিশ্চিত করে৷ ব্যবহারকারীরা Gmail-এর সেটিংসের মাধ্যমে যে কোনও সময় এই বৈশিষ্ট্যটি সক্ষম বা নিষ্ক্রিয় করতে পারে।

রিটার্ন নীতি অ্যাক্সেস –

Gmail-এর তৃতীয় ফিচারটি ব্যবহারকারীদের জন্য ব্যবসায়ীদের রিটার্ন নীতিগুলি অ্যাক্সেস করা সহজ করে তুলেছে। Gmail-এ, একবার একটি প্যাকেজ এসে গেলে, প্ল্যাটফর্মটি তার ব্যবহারকারীদের ডেস্কটপ এবং মোবাইল উভয় ক্ষেত্রেই শপিং-সম্পর্কিত ই-মেলের শীর্ষে ব্যবসায়ীদের রিটার্ন নির্দেশিকাগুলির একটি সুবিধাজনক লিঙ্ক পাঠাবে। এছাড়াও, Gmail, Google সার্চ জুড়ে রিটার্ন নীতিগুলিও হাইলাইট করবে যেমন – পণ্য তালিকায় “free 90-day returns” অর্থাৎ “বিনামূল্যে ৯০ দিনের রিটার্ন”।

Gmail-এ এই নতুন ফিচারগুলি অন্তর্ভুক্ত করার সঙ্গে সঙ্গে, Google ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতাকে স্ট্রিমলাইন করার লক্ষ্যে রয়েছে। অনলাইন ক্রেতাদের প্যাকেজ ডেলিভারি সম্পর্কে আপডেট থাকতে এবং অনায়াসে রিটার্ন তথ্য অ্যাক্সেস করতে সক্ষম করে। উল্লেখযোগ্যভাবে, এই বৈশিষ্ট্যগুলি এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে Gmail ব্যবহারকারীদের জন্য একচেটিয়াভাবে রোল আউট করা হচ্ছে। এগুলি সক্রিয় করতে, কেবলমাত্র নিজেদের Gmail সেটিংসে যেতে হবে এবং প্যাকেজ ট্র্যাকিং ও রিটার্ন নীতি লিঙ্কগুলির অপশন অন করতে হবে।

আশা করা হচ্ছে যে Google শীঘ্রই আগামী মাসে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের জন্যও এই ফিচারগুলি চালু করবে।

Viral News: এই গোলাপি রঙের প্লাস্টিকের বালতির দাম ২৫,৯৯৯ টাকা! কেন? তুমুল শোরগোল নেটপাড়ায়

#কলকাতা: অনলাইন ব্যবসার যুগ। করোনার অতিমারিতে এই অভ্যেস মানুষকে জড়িয়ে ধরেছে। এত সহজে এই অভ্যেস যাওয়ার নয়। কিন্তু এক অনলাইন বিপণন সংস্থায় সম্প্রতি এক বালতির দাম নিয়ে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কারণ অ্যামাজন নামের ওই বিপণন সংস্থার বিজ্ঞাপনে লেখা হয়েছে, বালতিটির দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। অর্থাৎ ২৬ হাজার টাকা থেকে ১ টাকা কম। (Viral News)

একটা বালতির দাম ২৬ হাজার টাকা? অ্যামাজনের এমন বিজ্ঞাপন দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনের। বালতির দাম এর চেয়েও বেশি ছিল, ২৮ শতাংশ ছাড় দিয়ে সেটির দাম দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকায়। নয়তো সেটির আসল দাম ৩৫ হাজার ৯০০ টাকা। এই বালতি কেনার জন্য আবার কিস্তির সুযোগও পাওয়া যাবে। মাসে সেক্ষেত্রে কিস্তি দিতে হবে ১২২৪ টাকা।

আরও পড়ুন: এই প্রথম প্রকাশ্যে হাতে-হাত, চোখে-চোখ! ‘যুগল’ হয়ে সামনে এলেন হৃত্বিক-সাবা

আরও পড়ুন: পুলিশ চাইলে সব পারে! মারাত্মক ঘটনার আগেই হাওড়ায় উদ্ধার ৩ নাবালক

সত্যিই কি এতটাই দাম এই প্লাস্টিকের গোলাপি রঙা বালতির? সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপনের মিম ও ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকেই লিখেছেন নিজেদের নানা মতামত। দাম-সহ সেই বালতির ছবির স্ক্রিনশট নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর থেকেই রহস্যোদ্ঘাটনে নেমে পড়েছেন তাঁরা।

এক নেটাগরিক লিখেছেন, ‘অনলাইন বিপণিতে এটি দেখলাম। কী করা উচিত বুঝতে পারছি না!’ বালতিটি আবার নাকি পাওয়াও যাচ্ছে না। বিজ্ঞাপনে দেওয়া রয়েছে, ‘দিজ প্রডাক্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল’। কেউ কেউ আবার মনে করছেন, প্রযুক্তিগত কোনও ভুলের জন্য এই ঘটনা ঘটেছে। তবে সব মিলিয়ে একটি বালতির কাহিনি আপাতত সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

অর্ডার ছিল ৩০০ টাকার লোশন, বাড়িতে এল ১৯০০০’র হেডফোন! কিছুতেই ফেরত নিল না Amazon

#পুনে: অর্ডার করেছিলেন ৩০০ টাকা মূল্যের লোশন , তার বদলে বাড়িতে এল উনিশ হাজারির ব্লুটুথ হেডফোন । এখানেই শেষ নয় । উপভোক্তা জানিয়েছেন, তিনি হেডফোনটি ফেরত দিতে চাইলেও , কোনভাবে তা ফেরত নিতে রাজি হয়নি সংস্থা । এমনকি তাঁকে লোশনের টাকা ফেরত দেওয়া হয় ।

যিনি উপভোক্তা তিনি জোশ সফটওয়্যারের অধিকর্তা গৌতম রাগা ।  সম্প্রতি ৩০০ টাকার একটি স্কিন লোশন তিনি Amazon থেকে অর্ডার করেন । সময় মতো এসে পৌঁছয় পার্সেল । প্যাকেট খুলতেই দেখতে পান লোশনের বদলে তিনি ডেলিভারি পেয়েছেন দামি একটি হেডফোন । এরপর তিনি ফোন করে সংস্থার কাস্টমার কেয়ারে হেডফোনটি ফেরত দেওয়ার আবেদন জানান । কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, সেটি নন রিটার্নেবল । ফলে সেটি ফেরত দেওয়া যাবে না ।

এরপরই তিনি ছবি দিয়ে তাঁর অভিজ্ঞতার কথা ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন । মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি । সেখানে উপভোক্তা লেখেন , “Bose wireless earbuds (₹19k) delivered instead of skin lotion (₹300). @amazonIN support asked to keep it as order was non-returnable! ” এরপর গৌতম রাগার ট্যুইটের জবাবে একজন লেখেন, তিনি তাঁর বোস-এর হেডফোনের জায়গার লোশন ডেলিভারি পেয়েছেন ।

এদিকে গৌতম রাগার ট্যুইটের প্রেই এই থ্রেডে আরও বহু মানুষ নিজেদের Amazon এক্সপেরিয়েন্সের এবং সেখানে ঠকে যাওয়ার ঘটনা ছবিসহ পোস্ট করতে থাকেন ।  এরমধ্যে একটি ট্যুইটে এক উপভোক্তা লেখেন , তিনি ১৩,০০০ টাকা মূল্যের ডেল মনিটর অর্ডার করেছিলেন । যেখানে সে ওই মনিটরের পরিবর্তে কলিনের বোতল পেয়েছেন ।