Tag Archives: Pakistan News

Pakistan news: পাঁচ মাসে ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে পাকিস্তান, দাবি রিপোর্টে

পেশোয়ার: গত পাঁচ মাসে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে। সেই সংখ্যাটা ৫০৪ জন, এমনই দাবি করা হয়েছে এক রিপোর্টে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের জমা দেওয়া ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তারা নাকি সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন নিরাপত্তা বাহিনীদের দেওয়া তথ্যে দাবি করা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে তাঁরা ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে। যার মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং হাফিজ গুল বাহাদুর গ্রুপের কিছু সদস্য।

আরও খবর: ভারতের কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর, কী বললেন কেকেআর মেন্টর?

প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সীমান্ত লাগোয়া একটি এলাকা। যেখানে বেশ সক্রিয় সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান। এই টিটিপি পাকিস্তান সরকারের কট্টর বিরোধি, তাই টিটিপিকে বাগে আনতে বার বার অভিযানে নেমেছে পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনী। ২০০৯ সাল থেকে টিটিপির বিরুদ্ধে লড়াই করেও সুবিধা করতে পারেনি পাক সেনা।

শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ১৫৮ জন নিষিদ্ধ সংগঠনের সদস্যকে খুন, অপহরণ- সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাক সরকারের নিষিদ্ধ করা সংগঠন দু’টির আক্রমণে প্রাণ হারিয়েছেন ২৪০ জন নাগরিক এবং ২০০ জন নিরাপত্তারক্ষী। নিহত হওয়া ৫০৪ জন সন্ত্রাসবাদীর মধ্যে খাইবার পাখতুনখোয়ার রয়েছে ২৫৩ জন এবং বালোচিস্তানের রয়েছে ৩৫১ জন।

Sim cards block in Pakistan: সরকারকে কর দেননি, বন্ধ হয়ে যাচ্ছে ৫ লাখের উপর সিম কার্ড, কড়া পদক্ষেপ পাকিস্তান সরকারের

কর ফাঁকি দেওয়ার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সরকার। ২০২৩ সালে যারা কর দেননি, তাদের মোবাইলের সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ (এফবিআর) এমনই জানিয়েছে একটি ইনকাম ট্যাক্স জেনারেল অর্ডারে। কর না দেওয়ার জন্য ফ্রিচজ হয়ে যাবে ৫ লাখ ৬ হাজার ৬৭১টি সিম কার্ড।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না কেকেআরের কোনও খেলোয়াড়, মুম্বই থেকে দলে চার

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ পাকিস্তান টেলিকমিউনিকেশান অথারিটিকে জানিয়েছে, তারা যেন সব টেলিকম সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেয় করখেলাপি ৫,০৬,৬৭১টি সিম বন্ধ করে দিতে। সিম ব্যানের সময়সীমা দেওয়া হয়েছে ১৫ মে পর্যন্ত।

আরও পড়ুন: বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই শাস্তি হার্দিকের, বাঁচলেন না রোহিত-বুমরাও, কী করেছিলেন?

এফবিআরের হিসাব অনুযায়ী, পাকিস্তানে পাঁচ লাখেরও বেশি নাগরিকের আয় করযোগ্য, কিন্তু এরা কেউই ২০২৩ সালে আয়কর ফাইল করেননি। পাকিস্তান সরকার এই ৫,০৬,৬৭১টি সিম কার্ড বন্ধ করার মাধ্যমে জনগণকে বার্তা দিতে চায় যাতে নিম্নবিত্ত নাগরিকেরাও এ বার আয়কর ফাইল করেন এবং নিজেদের আয় সম্পর্কে পাকিস্তান সরকারের কাছে নিজেরা স্বচ্ছ থাকেন। তবে দেশের নাগরিকদের আয়করের আয়তায় আনার জন্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এফবিআরের হিসাব অনুযায়ী পাকিস্তানে আয়কর দিয়েছেন ৫৩ লক্ষ নাগরিক।

প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়েকে চেনেন? কোটি টাকার মালকিন মরিয়ম ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়

এক সময়ে সাহিত্যে সুন্দরী রমণীকে ধনি সম্বোধন করা হত। আজ আমরা যে ধনির কথা বলতে চলেছি, তিনি কিন্তু রীতিমতো ধনীও!নএকদিকে মরিয়ম নওয়াজ নিজের সৌন্দর্যের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন, অন্য দিকে, তিনি পাকিস্তানের রাজনীতিতেও বেশ সক্রিয় চরিত্র। সম্প্রতি, পাকিস্তানের সংবাদ ওয়েবসাইট জিও নিউজ ৫০ বছর বয়সী মরিয়ম নওয়াজের সম্পদ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এক সময়ে সাহিত্যে সুন্দরী রমণীকে ধনি সম্বোধন করা হত। আজ আমরা যে ধনির কথা বলতে চলেছি, তিনি কিন্তু রীতিমতো ধনীও! একদিকে মরিয়ম নওয়াজ নিজের সৌন্দর্যের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন, অন্য দিকে, তিনি পাকিস্তানের রাজনীতিতেও বেশ সক্রিয় চরিত্র। সম্প্রতি, পাকিস্তানের সংবাদ ওয়েবসাইট জিও নিউজ ৫০ বছর বয়সী মরিয়ম নওয়াজের সম্পদ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সেই প্রতিবেদনের হিসাব অনুযায়ী, মরিয়মের মোট সম্পত্তি রয়েছে ৮৪.২ কোটি পাকিস্তানি টাকা (ভারতীয় মুদ্রায় ২৫ কোটি)।পাকিস্তানের এনএ-১১৯ আসনের জন্য তাঁর মনোনয়নপত্রের সঙ্গে পিএমএল-এন প্রধান সংগঠকের জমা দেওয়া বিবরণ অনুসারে, মরিয়ম লাহোরে ১৫০০ কানাল অর্থাৎ ১৮৮ একর জমির মালকিন।
সেই প্রতিবেদনের হিসাব অনুযায়ী, মরিয়মের মোট সম্পত্তি রয়েছে ৮৪.২ কোটি পাকিস্তানি টাকা (ভারতীয় মুদ্রায় ২৫ কোটি)। পাকিস্তানের এনএ-১১৯ আসনের জন্য তাঁর মনোনয়নপত্রের সঙ্গে পিএমএল-এন প্রধান সংগঠকের জমা দেওয়া বিবরণ অনুসারে, মরিয়ম লাহোরে ১৫০০ কানাল অর্থাৎ ১৮৮ একর জমির মালকিন।
প্রদত্ত তথ্যে আরও দেখা গিয়েছে যে, গত ১ বছরে তাঁর সম্পদ ৪ মিলিয়ন পাকিস্তানি মুদ্রায় বেড়েছে (ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ)। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর মরিয়মের নিজস্ব কোনও গাড়ি নেই। মনোনয়ন ফর্মে জমা দেওয়া তথ্য থেকেও বিষয়টি জানা গিয়েছে। এছাড়াও তিনি ভাই হাসান নওয়াজের কাছে ২৮.৯ মিলিয়ন টাকা ঋণ নিয়েছেন। তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরিফের মেয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে উল্লেখ করেছেন যে তাঁর কাছে ১৭.৫ লক্ষ পাকিস্তানি রুপি মূল্যের সোনা রয়েছে।
প্রদত্ত তথ্যে আরও দেখা গিয়েছে যে, গত ১ বছরে তাঁর সম্পদ ৪ মিলিয়ন পাকিস্তানি মুদ্রায় বেড়েছে (ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ)। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর মরিয়মের নিজস্ব কোনও গাড়ি নেই। মনোনয়ন ফর্মে জমা দেওয়া তথ্য থেকেও বিষয়টি জানা গিয়েছে। এছাড়াও তিনি ভাই হাসান নওয়াজের কাছে ২৮.৯ মিলিয়ন টাকা ঋণ নিয়েছেন। তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরিফের মেয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে উল্লেখ করেছেন যে তাঁর কাছে ১৭.৫ লক্ষ পাকিস্তানি রুপি মূল্যের সোনা রয়েছে।
যেখানে তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটির বেশি পাকিস্তানি রুপি জমা রয়েছে। শুরু থেকেই মরিয়ম তাঁর বাবা নওয়াজ শরিফের খুব কাছের মানুষ ছিলেন। পাকিস্তানে থাকার সময় তিনি তাঁর বাবার জন্য লড়াইও করেছেন। মরিয়মের বেশ কয়েকটি কোম্পানিতে ১২.২ মিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের শেয়ার রয়েছে। প্রসঙ্গত জানিয়ে জানিয়ে রাখা উচিত যে, ৩০ ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বিভিন্ন আসন থেকে মরিয়মের মনোনয়নপত্র অনুমোদন করেছে। এর আগে মরিয়মের মুখপাত্র বলেছিলেন, মরিয়মের দল তাঁর পছন্দের স্থান থেকেই নির্বাচনে লড়বেন।
যেখানে তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটির বেশি পাকিস্তানি রুপি জমা রয়েছে। শুরু থেকেই মরিয়ম তাঁর বাবা নওয়াজ শরিফের খুব কাছের মানুষ ছিলেন। পাকিস্তানে থাকার সময় তিনি তাঁর বাবার জন্য লড়াইও করেছেন। মরিয়মের বেশ কয়েকটি কোম্পানিতে ১২.২ মিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের শেয়ার রয়েছে। প্রসঙ্গত জানিয়ে জানিয়ে রাখা উচিত যে, ৩০ ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বিভিন্ন আসন থেকে মরিয়মের মনোনয়নপত্র অনুমোদন করেছে। এর আগে মরিয়মের মুখপাত্র বলেছিলেন, মরিয়মের দল তাঁর পছন্দের স্থান থেকেই নির্বাচনে লড়বেন।
মরিয়ম একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে বিয়ে করেছেন, মরিয়মের স্বামীর নাম মহম্মদ সফদার আওয়ান, যাঁর বয়স ৫৯ বছর। সফদার পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। তবে রাজনীতিতে আসার আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন। মরিয়ম নওয়াজ ও সফদারের মোট ৩টি সন্তান রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মরিয়মকে তাঁর স্বামী ২০০৬ মডেলের একটি বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন, যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

মরিয়ম একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে বিয়ে করেছেন, মরিয়মের স্বামীর নাম মহম্মদ সফদার আওয়ান, যাঁর বয়স ৫৯ বছর। সফদার পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। তবে রাজনীতিতে আসার আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন। মরিয়ম নওয়াজ ও সফদারের মোট ৩টি সন্তান রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মরিয়মকে তাঁর স্বামী ২০০৬ মডেলের একটি বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন, যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।