Tag Archives: Paris Olympics 2024

কেন ওজন বেড়েছিল? জানালেন ভিনেশ ফোগট, আজ রাতে রুপো জয়ের সম্ভাবনা!

কলকাতা: গোটা ভারত বর্তমানে কুস্তিগীর ভিনেশ ফোগটকে রুপোর পদক দেওয়ার পক্ষে কথা বলছে। ফোগট এখন কোর্ট অফ আরবিট্রেশনের (সিএএস) সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

মহিলাদের ফ্রি-স্টাইল ৫০ কেজি কুস্তি ম্যাচের ফাইনালের আগে ফোগট ওজন বৃদ্ধির কারণে অযোগ্য হয়েছিলেন। ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। সিএএস-এ এই মামলার শুনানি শেষ হয়েছে। আজ সিদ্ধান্ত জানানো হবে।

ভিনেশ সিএসএ-র সামনে তাঁর মতামত ব্যক্ত করেছেন। হরিশ সালভে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এবং ভিনেশ ফোগাটের পক্ষে আদালতে মামলাটি তোলেন।

আরও পড়ুন- হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিরাট দাবি নাতাশার, ডিভোর্স-এর ‘আসল কারণ’ সামনে

ভিনেশের আইনজীবী দাবি করেন, ফোগটের কুস্তি প্রতিযোগিতার স্থান চ্যাম্প ডি মার্স এরিনা এবং গেমস ভিলেজের মধ্যে দূরত্বকে নির্ধারিত ওজনের কোটা পূরণ করতে ব্যর্থ হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ।

ভারতীয় কুস্তিগীরের আইনজীবী বলেছেন, এতটা দূরত্ব ও ব্যস্ত সময়সূচী তাঁকে ওজন কমাতে যথেষ্ট সময় দেয়নি।

আইনজীবী আরও যুক্তি দিয়েছেন, ভিনেশ কোনও প্রতিযোগিতামূলক সুবিধা পাননি। কারণ পরের দিন সকালে তার অতিরিক্ত ১০০ গ্রাম ওজন ছিল, যা তাঁকে কোনওরকম প্রতিযোগিতামূলক সুবিধা দেয়নি।

আরও বলা হয়েছে, ‘১০০ গ্রামের অতিরিক্ত ওজন নগণ্য। এটি অ্যাথলিটের ওজনের প্রায় ০.১ থেকে ০.২ শতাংশ। গ্রীষ্মের মরসুমে এমনটা সহজেই হতে পারে।এমনটা পেশী বৃদ্ধির কারণেও হতে পারে। কারণ ক্রীড়াবিদ একই দিনে তিনবার প্রতিযোগিতায় নেমেছিলেন।

আরও পড়ুন- তারিখের ফেরেই সব, তারিখ মিলেই বিয়ের দিন, ভারতীয় ক্রিকেটারের মিষ্টি হবু বউ

আইনজীবী জালিয়াতি বা কারসাজির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বাড়তি ওজন বাড়ার পেছনে অতিরিক্ত খাবার খাওয়ার যুক্তিও নাকচ করেছেন। তিনি বলেছেন, ফোগট সেদিন একেবারেই অতিরিক্ত খাবার খাননি।

নীরজ চোপড়ার বাড়ি এত সুন্দর! দেখুন এই ভিডিও, অলিম্পিক্সে পদকজয়ীর অন্দরমহল

নয়াদিল্লি: ভারতের সবচেয়ে সফল ক্রীড়াবিদদের একজন তিনি। অনেকে মজা করে বলছেন, ক্রিকেটের দেশে তিনি জ্যাভলিন থ্রো-র মতো একটা খেলাকে জনপ্রিয় করে তুলেছেন। তাঁর জন্যই রাত জেগে গোটা দেশের মানুষ অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো দেখল।

জ্যাভলিন থ্রো। যে খেলাটা সম্পর্কে কয়েক বছর আগে পর্যন্ত ভারতবাসী তেমনভাবে পরিচিত ছিল না। নীরজের জন্য এখন সেই জ্যাভলিন বেশ পরিচিত ভারতে। আর এখানেই নীরজ চোপড়ার সব থেকে বড় সাফল্য।

আরও পড়ুন- মনু-নীরজের সত্যি বিয়ে? ব্যাপারটা কী? সত্যি কথা বলে দিলেন মনু ভাকেরের বাবা

প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে অবশ্য সোনা জয় হয়নি ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার। রুপোর পদক জেতেন তিনি। পাকিস্তানের আরশাদ নাদিম অলিম্পিকে ৯২.৯৭ মিটারের রেকর্ড-ব্রেকিং থ্রো করেন। তিনিই এবার সোনা জেতেন।

প্যারিস গেমসে একটাই পদক জিতেছে পাকিস্তান। আর সেটা আরশাদের সোনা। একই ইভেন্টে ২বার ৯০ মিটারের গণ্ডি টপকে দেন তিনি। নীরজ চোপড়া ভারতের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে পর পর ২বার অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড পদক জিতেছেন।

দেশের অন্যতম মনোযোগী ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হয়েছেন নীরজ চোপড়া। ইতিমধ্যেই দেশকে অনেক ঐতিহাসিক কৃতিত্ব এনে দিয়েছেন নীরজ চোপড়া। তবে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়।

আরও পড়ুন- বিরাট থাকবেন নাকি বাদ? আরসিবি কাদের রিটেন করবে? আইপিএলের আগে বড় চমক

ফাইনালের পরে নীরজ বলেন, ‘গত ২ বছর ধরে আমার সময়টা ভাল যাচ্ছে না। চোটের সমস্যা রয়েছে। হ্যামস্ট্রিং চোটের কারণে ভুগতে হয়েছে। আমাকে চোট কাটিয়ে উঠতে হবে সবার আগে। আরশাদ আর আমি ২০১৬ সাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। ওকে অনেক শুভেচ্ছা। ওর রেকর্ড ব্রেকিং থ্রো অলিম্পিক্সের ইতিহাসে লেখা থাকবে।’

নীরজ হরিয়ানার ক্রীড়াবিদ। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর তাঁর জীবনটাই বদলে যায়। অনেকেরই ইচ্ছে, একবার তাঁর মতো তারকার বাড়ির অন্দরমহল ঘুরে দেখার। একটি ভিডিওতে নীরজের বাড়ির অনেকটাই দেখা যাচ্ছে। অনেকেই জানেন না, নীরজ তাঁর প্রিয় পোষ্যের নাম রেখেছেন টোকিও। যেহেতু টোকিও অলিম্পিক্সেই তিনি সোনার পদক জিতেছিলেন!

অলিম্পিক্সে রেকর্ড গড়ে প্যারিসে সোনা জয় পাকিস্তানের আর্শাদ নাদিমের; জামাইয়ের কৃতিত্বে গদগদ হয়ে শ্বশুরমশাই দিলেন এই বিশেষ ‘উপহার’

প্যারিস ২০২৪ অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। ফলে এই সময় নগদ পুরস্কার-সহ নানা পুরস্কার পাচ্ছেন তিনি। প্যারিসে অলিম্পিক্সে রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে দেশের হয়ে পদকের খাতাও খুলেছেন নাদিম। বিগত চল্লিশ বছরে নাদিমের হাত ধরে প্রথম সোনার পদক এসেছে পাকিস্তানের ঝুলিতে। Photo: AP
প্যারিস ২০২৪ অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। ফলে এই সময় নগদ পুরস্কার-সহ নানা পুরস্কার পাচ্ছেন তিনি। প্যারিসে অলিম্পিক্সে রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে দেশের হয়ে পদকের খাতাও খুলেছেন নাদিম। বিগত চল্লিশ বছরে নাদিমের হাত ধরে প্রথম সোনার পদক এসেছে পাকিস্তানের ঝুলিতে। Photo: AP
পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে প্রথম স্থান অধিকার করেছেন নাদিম। তিনি শুধু একবার নয়, দু-দুবার নব্বইয়ের ঘর অতিক্রম করেছেন। জামাইয়ের এই ঐতিহাসিক কৃতিত্বে যারপরনাই উচ্ছ্বসিত নাদিমের শ্বশুরমশাই মহম্মদ নওয়াজ। ফলে নিজেদের গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে আরশাদ নাদিমকে দিলেন এক বিশেষ উপহার। কিন্তু কী সেই উপহার। আসলে জামাইকে উপহারস্বরূপ একটি মোষ তুলে দিলেন মহম্মদ নওয়াজ।
পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে প্রথম স্থান অধিকার করেছেন নাদিম। তিনি শুধু একবার নয়, দু-দুবার নব্বইয়ের ঘর অতিক্রম করেছেন। জামাইয়ের এই ঐতিহাসিক কৃতিত্বে যারপরনাই উচ্ছ্বসিত নাদিমের শ্বশুরমশাই মহম্মদ নওয়াজ। ফলে নিজেদের গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে আরশাদ নাদিমকে দিলেন এক বিশেষ উপহার। কিন্তু কী সেই উপহার। আসলে জামাইকে উপহারস্বরূপ একটি মোষ তুলে দিলেন মহম্মদ নওয়াজ।
রবিবার নাদিমের গ্রামে গিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মহম্মদ নওয়াজ জানান যে, তাঁর গ্রামে উপহারস্বরূপ মোষ দেওয়ার বিষয়টাকে খুবই ‘মূল্যবান এবং সম্মানজনক’ বলে মনে করা হয়। প্যারিসে জ্যাভলিন থ্রো ইভেন্টে ৯২.৯৭ মিটারের অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন নাদিম। যেখানে দ্বিতীয় স্থান লাভ করেছেন ভারতের নীরজ চোপড়া। নওয়াজের বক্তব্য, নাদিম আসলে নিজের শিকড়ের প্রতি খুবই গর্বিত। তুমুল সাফল্যের পরেও মা-বাবা এবং ভাইদের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকেন তিনি। Photo: AP
রবিবার নাদিমের গ্রামে গিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মহম্মদ নওয়াজ জানান যে, তাঁর গ্রামে উপহারস্বরূপ মোষ দেওয়ার বিষয়টাকে খুবই ‘মূল্যবান এবং সম্মানজনক’ বলে মনে করা হয়। প্যারিসে জ্যাভলিন থ্রো ইভেন্টে ৯২.৯৭ মিটারের অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন নাদিম। যেখানে দ্বিতীয় স্থান লাভ করেছেন ভারতের নীরজ চোপড়া। নওয়াজের বক্তব্য, নাদিম আসলে নিজের শিকড়ের প্রতি খুবই গর্বিত। তুমুল সাফল্যের পরেও মা-বাবা এবং ভাইদের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকেন তিনি। Photo: AP
নওয়াজ আরও বলেন, তাঁর চার পুত্র এবং তিন কন্যা। আর তাঁর ছোট মেয়ে আয়েশার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ নাদিম। মহম্মদ নওয়াজ আরও জানিয়েছেন যে, “বছর ছয়েক আগে যখন নাদিমের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন নাদিম ছোটখাটো চাকরি করত। নিজের খেলা নিয়ে বেশ উৎসাহী ছিল ও। মাঠে এবং ঘরে অবিরাম জ্যাভলিন অনুশীলন করত।” Photo: AP
নওয়াজ আরও বলেন, তাঁর চার পুত্র এবং তিন কন্যা। আর তাঁর ছোট মেয়ে আয়েশার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ নাদিম। মহম্মদ নওয়াজ আরও জানিয়েছেন যে, “বছর ছয়েক আগে যখন নাদিমের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন নাদিম ছোটখাটো চাকরি করত। নিজের খেলা নিয়ে বেশ উৎসাহী ছিল ও। মাঠে এবং ঘরে অবিরাম জ্যাভলিন অনুশীলন করত।” Photo: AP
এর আগে আর্শাদ নাদিমকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার তথা হিলাল-ই-ইমতিয়াজে ভূষিত করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। সামনেই পাকিস্তানের ৭৭-তম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষে ‘আজম-ই-ইশতেহকম’ নামে একটি স্মারক পোস্টেজ স্ট্যাম্প জারি করার কথাও ঘোষণা করা হয়েছে।
এর আগে আর্শাদ নাদিমকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার তথা হিলাল-ই-ইমতিয়াজে ভূষিত করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। সামনেই পাকিস্তানের ৭৭-তম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষে ‘আজম-ই-ইশতেহকম’ নামে একটি স্মারক পোস্টেজ স্ট্যাম্প জারি করার কথাও ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত ৭ জন ক্রীড়াবিদের মধ্যে কাকে পাঠানো হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্তানের ন্যাশনাল স্পোর্টস বোর্ডকে। সেই নিরিখে একমাত্র যোগ্য ছিলেন আর্শাদ নাদিম এবং তাঁর কোচ সলমন ফায়াজ বাট। এরপর তাঁদের বিমানের টিকিটের খরচ বহন করেছিল পিএসবি। আর বলাই বাহুল্য যে, বোর্ডের এই সিদ্ধান্তের মান রেখেছেন পঞ্জাব এলাকার খানেওয়াল গ্রামের ২৭ বছর বয়সী ক্রীড়াবিদ আরশাদ নাদিম।
প্রসঙ্গত ৭ জন ক্রীড়াবিদের মধ্যে কাকে পাঠানো হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্তানের ন্যাশনাল স্পোর্টস বোর্ডকে। সেই নিরিখে একমাত্র যোগ্য ছিলেন আর্শাদ নাদিম এবং তাঁর কোচ সলমন ফায়াজ বাট। এরপর তাঁদের বিমানের টিকিটের খরচ বহন করেছিল পিএসবি। আর বলাই বাহুল্য যে, বোর্ডের এই সিদ্ধান্তের মান রেখেছেন পঞ্জাব এলাকার খানেওয়াল গ্রামের ২৭ বছর বয়সী ক্রীড়াবিদ আরশাদ নাদিম।

Paris Olympics 2024: ২০২১-র অলিম্পিক্সের থেকে ২০২৪- এ অনেকটাই খারাপ পারফরম্যান্স ভারতের, পদক তালিকায় কত নম্বরে থেকে শেষ করল টিম ইন্ডিয়া

প্যারিস: ইতিহাসের সবথেকে সফল অলিম্পিক্সের মধ্যে অন্যতম প্যারিস অলিম্পিক গেমস শেষ হয়েছে। আর রবিবার পদকের লড়াইয়ে চিনকে পিছনে ফেলে দিয়েছে আমেরিকা। আর দুদ্ধর্ষ ফিনালেতে ১৭ দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ৬৭-৬৬ ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা বাস্কেট বল দল। অলিম্পিক্সের শেষ সোনা জিতে নেয় আমেরিকা৷

টানা আট বার অলিম্পিক্সে মহিলাদের বাস্কেট বলে জয়ের শিরোপা উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায়। এভাবেই সোনা জেতার দৌড়ে চিনের একেবারে কাছাকাছি চলে এসেছিল তারা। আর পদকের সমগ্র তালিকায় শীর্ষে চলে গেছে আমেরিকা। তাদের ঝুলিতে এখন ১২৬টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের ঝুলিতে ৯১টি পদক। আমেরিকা এবং চিন দুই দেশের ঝুলিতেই রয়েছে ৪০টি সোনার পদক। এছাড়া প্যারিস অলিম্পিক্সে পদকের নিরিখে সেরা দশটি দেশের তালিকা দেওয়া হল।

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

২০টি সোনার পদক নিয়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাঁদের ঝুলিতে মোট ৪৫টি পদক। ১৮টি সোনা এবং মোট ৫৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের ঝুলিতে ১৬টি সোনা। এমনিতে তাঁদের হাতে রয়েছে মোট ৬৪টি পদক। ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ঝুলিতে রয়েছে মোট ১৫টি সোনা। আর তাদের মোট পদকের সংখ্যা ৩৪। গ্রেট ব্রিটেন রয়েছে সপ্তম স্থানে। তাদের ঝুলিতে থাকা সোনার পদকের সংখ্যা ১৪ এবং মোট পদকের সংখ্যা ৬৫। অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে রয়েছে ১৩টি সোনার পদক। আর মোট পদকের সংখ্যা ৩২। নবম স্থানে থাকা ইতালির হাতে রয়েছে ১২টি স্বর্ণপদক। আর তাদের ঝুলিতে থাকা মোট পদকের সংখ্যা ৪০। আর দশম স্থানে রয়েছে জার্মানি। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি সোনার পদক। এর পাশাপাশি মোট পদকের সংখ্যা ৩৩।

কিন্তু এই তালিকায় ভারতের স্থান কততে। প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬টি পদক। এর মধ্যে রয়েছে একটি রুপো পদক আর ৫টি ব্রোঞ্জের পদক। যার ফলে প্যারিস অলিম্পিক্সে চূড়ান্ত পদকের তালিকায় ৭১-তম স্থানে রয়েছে ভারত। তাহলে কিসে কিসে পদক এল ভারতের ঝুলিতে।

 

নীরজ চোপড়া: রুপো; পুরুষদের জ্যাভলিন থ্রো (অ্যাথলেটিক্স)
ভারতীয় পুরুষদের হকি দল: (ব্রোঞ্জ)
মনু ভাকর: ব্রোঞ্জ; মহিলাদের ১০এম এয়ার পিস্তল (শ্য়ুটিং)
স্বপ্নিল কুশালে: ব্রোঞ্জ; পুরুষদের ৫০এফ রাইফল ৩ পজিশনে (শ্যুটিং)
মনু ভাকর এবং সরবজ্যোত সিং: ব্রোঞ্জ; ১০এম এয়ার পিস্তল মিক্সড টিম (শ্যুটিং)
আমন সেহরাওয়াত: ব্রোঞ্জ; পুরুষদের ফ্রিস্টাইল ৫৭কেজি (কুস্তি)

ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য আশা ছিল তুঙ্গে। কারণ টোকিও অলিম্পিক্সে ২০২১-এ ভারতের ঝুলিতে এসেছিল ৭টি পদক – ১টি সোনা, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। ফলে পদকের তালিকায় ভারত শেষ করেছিল ৪৮-তম স্থানে। ফলে এবারেও সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার আশা ছিল।

কিন্তু এবার সেই পারফরম্যান্সের থেকে অনেকটাই খারাপ টিম ইন্ডিয়ার পারফরম্যান্স৷ এবারের প্যারিস গেমসে মোট ১৬টি স্পোর্টসে অংশ নিয়েছিলেন ১১৭ জন ভারতীয় ক্রীড়াবিদ। এর মধ্যে অন্যতম হল – তীরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, হর্স রাইডিং, গলফ, হকি, জুডো, রোয়িং, সেলিং, শ্যুটিং, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং টেনিস।

Paris Olympics 2024: বাই বাই প্যারিস, চার বছর বাদে দেখা হবে লস অ্যাঞ্জেলেসে, শেষ অলিম্পিক্স

প্যারিস: প্যারিস অলিম্পিক ২০২৪ রবিবার, ১১ আগস্ট শেষ হয়েছে। সেই সঙ্গে অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে। পরবর্তী অলিম্পিক 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিকে ভারত একটি রৌপ্য সহ মোট 6টি পদক জিতেছে। প্যারিসে ২টি পদক জয়ী মনু ভাকের এবং হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন।

দুই খেলোয়াড়ের হাতে ভারতের তেরঙ্গা। ভারতের মোট ১১৭ জন খেলোয়াড় অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিল। অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো সমাপনী অনুষ্ঠানে শেষ পদক দেওয়া হয় নারীদের ম্যারাথনে। এর আগে পুরুষ বিভাগে এই পদক দেওয়া হয়েছিল।

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

ভারতীয় সময় রবিবার-সোমবার মধ্যবর্তী রাতে স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে প্যারিস অলিম্পিকের সমাপ্তি ঘটে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। টনি এস্টানগুয়েট বলেছিলেন যে এটি অলিম্পিক গেমসের শেষ নয়, উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি। খেলা চলবে। টমাস বাখ লস অ্যাঞ্জেলেসের মেয়রের হাতে অলিম্পিক পতাকা তুলে দেন।

অভিনয় করেছেন টম ক্রুজও
অনুষ্ঠানে পারফর্ম করেন হলিউড তারকা টম ক্রুজও। স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে করে নিয়ে যান। পরের দৃশ্যে, তিনি একটি পতাকা সহ একটি প্লেন থেকে লাফিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি ইতিমধ্যেই শ্যুট করা হয়েছিল)। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার গ্রেট অ্যাথলেট মাইকেল জনসনের হাতে। অবশেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

‘গোল্ডেন ভয়েজার’ অ্যাক্টের মাধ্যমে দেখানো হয়েছে অলিম্পিক ইতিহাস
সমাপনী অনুষ্ঠানের সময় এমন একটি সময় এসেছিল যখন স্টেডিয়ামে সম্পূর্ণ অন্ধকার ছিল। এর পর শুরু হয় লাইট শো। লাইট শোয়ের থিম ছিল ‘গোল্ডেন ভয়েজার’। অনুষ্ঠানটিতে একটি গল্প দেখানো হয়েছিল। একজন ভ্রমণকারী, গোল্ডেন ম্যান, যার পুরো শরীর সোনার তৈরি। তিনি বিশ্বভ্রমণে যাচ্ছেন। গ্রীসে পৌঁছে, যেখানে ২৮০০ বছর আগে অলিম্পিক গেমস শুরু হয়েছিল।

Paris Olympics 2024: ভিনেশ ফোগটের পদক নিয়ে এবার মুখ খুললেন নীরজ চোপড়া! বললেন ‘আসল সত্যি’

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। কিন্তু, তিনিও অপেক্ষা করছেন ভিনেশ ফোগটের বিচারের আশার জন্য। কিন্তু, সিদ্ধান্ত যাই হোক, দেশবাসীকে তাঁর আহ্বান ভিনেশের অবদান দেশবাসী যেন ভুলে না যান।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির সম্মান অনুষ্ঠানে ইন্ডিয়া হাউজে দাঁড়িয়ে তিনি বলেন, “যদি ভিনেশ পদক পান তাহলে তো সেটা সবার জন্যেই খুশির খবর হবে। কিন্তু, যদি সব কিছু পরিকল্পনা মাফিক না হয়। যদি তিনি পদক না পান কিন্তু তিনি যেন দেশবাসীর কাছে একজন পদকজয়ীর মতই সম্মান পান। কারণ আমরা যেন ভুলে না যাই তিনি দেশের জন্য কী করেছেন।”

আরও পড়ুন: এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!
অলিম্পিক্স পদকজয়ীদের কিছুদিনের মধ্যেই যে দর্শকরা ভুলে যান, সে কথাও বলেন তিনি। তিনি বলেন, “আজকে যাকে চ্যাম্পিয়ন বলে মাথায় তোলা হয় তারপর তাঁকে ভুলে যায় মানুষ। নইলে ভিনেশ পদক পেয়েছে কিনা তা নিয়ে কোনও মাথাব্যথা থাকার প্রয়োজন নেই। কারণ তিনি পদক পেয়েছেন কি না সেটা কোনও ভাবেই কোনও পার্থক্য গড়ে দেয় না।”
সোনা জয়ের আশা নিয়ে লড়তে গিয়েও সেই লড়াই থেকে ছিটকে যান ভিনেশ। ৫০ কেজির ক্যাটাগরিতে ১০০ গ্রামের বেশি থাকার জন্য তাঁকে লড়াই থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরেই আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রাসেশন ফর স্পোর্টে দ্বারস্থ হন।
নীরজ চোপড়া এই প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে নেন। গত টোকিও অলিম্পিক্সেও সোনা জিতে আনেন এই তরুণ অ্যাথলিট।

আশা আছে! ভিনেশ ফোগট জিতবেন রুপো! ঘোষণা কবে, কখন? সময়টা জেনে নিন

এক ঝটকায় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সের মাঝেই অবসর ঘোষণা করে দেন।
এক ঝটকায় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সের মাঝেই অবসর ঘোষণা করে দেন।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। যার জেরে অলিম্পিক্সে ফাইনালে আর নামতে পারেননি তিনি। গোটা দেশের মানুষ তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল। তবে ভিনেশ যেন নিজেকে স্বান্তনা দিতে পারেননি।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। যার জেরে অলিম্পিক্সে ফাইনালে আর নামতে পারেননি তিনি। গোটা দেশের মানুষ তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল। তবে ভিনেশ যেন নিজেকে স্বান্তনা দিতে পারেননি।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যেত শনিবার রাত সাড়ে নটায়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যেত শনিবার রাত সাড়ে নটায়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।
তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।
ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভেও এবার পদকের আশা দেখছেন। ভিনেশের আবেদন বাতিল হবে না বলেই তাঁর বিশ্বাস।
ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভেও এবার পদকের আশা দেখছেন। ভিনেশের আবেদন বাতিল হবে না বলেই তাঁর বিশ্বাস।
১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরোতে পারে। তার আগে ভিনেশকে কিছু প্রশ্ন করেছে ক্রীড়া আদালত। সেই প্রশ্নগুলির জবাব ভিনেশকে দিতে হবে আজ, রবিবার সন্ধের মধ্যে।
১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরোতে পারে। তার আগে ভিনেশকে কিছু প্রশ্ন করেছে ক্রীড়া আদালত। সেই প্রশ্নগুলির জবাব ভিনেশকে দিতে হবে আজ, রবিবার সন্ধের মধ্যে।
জানা যাচ্ছে, ১৩ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ ভিনেশের পদক জয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে।
জানা যাচ্ছে, ১৩ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ ভিনেশের পদক জয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে।

এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!

কলকাতা: প্যারিস ২০২৪ অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি ক্যাটাগরিতে ঐতিহাসিক জয় পেয়েছিলেন ভিনেশ ফোগট। ফলে তাঁর সোনা জয়ের আশায় বুক বেঁধেছিলেন গোটা দেশের মানুষ। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ। ওজন বেশি থাকায় ফাইনালে নামেত পারেননি তিনি।

ভিনেশের জয়ের পরে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স (পূর্বে ট্যুইটার)-এ হ্যাশট্যাগ দঙ্গল ট্রেন্ড করছে। আসলে ২০১৬ সালে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছিল বায়োপিক ধর্মী ছবি ‘দঙ্গল’। তাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে।

এবার সেই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল চাইছেন নেটিজেনরা। কারণ কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট।

আরও পড়ুন- রাহুল দ্রাবিড়ের নতুন চাকরি! হচ্ছেন ‘এই’ দলের কোচ, সৌরভ দিলেন খবর

এর ফলে তিনিই হয়ে উঠেছেন প্রথম ভারতীয় মহিলা, যিনি অলিম্পিকে কুস্তির ফাইনালে পৌঁছতে পেরেছেন। তবে ভিনেশের সঙ্গে সঙ্গে দেশবাসীর স্বপ্নও চুরমার হয়ে গিয়েছে।

আসলে ওজনের কারণে মহিলাদের ৫০ কেজির ক্যাটাগরি থেকে ডিসকোয়ালিফায়েড হয়ে গিয়েছেন ভিনেশ। জানা গিয়েছে যে, তাঁর ওজন ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি হয়েছে। সেই কারণেই এমন বেদনাদায়ক পরিণতি।

তবে সেমিফাইনালে ভিনেশের দুর্ধর্ষ জয়ের পরেই তাঁর অনুপ্রেরণাদায়ক সফরের উপর একটি ছবি করার জন্য গলা ফাটাতে শুরু করেন ভক্তরা। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “দঙ্গল ২: আমি তো বসে পড়েছি এখন থেকেই। আর প্রেক্ষাগৃহের কর্মীরা ভয় পেয়ে গিয়ে আমায় বলছেন চলে যান। কারণ এই ছবিটার ঘোষণা এখনও হয়নি। কারা অভিনয় করবেন, সেটাও চূড়ান্ত হয়নি। কিন্তু তা-ও আমি এখন থেকেই বসে পড়েছি।”

আর এক ব্যবহারকারী রিও ২০১৬, টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪ অলিম্পিকস-এ ভিনেশের একটি মন্তাজও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “এবার ‘দঙ্গল ২’-এর সময়।”

তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, মুখ্য ভূমিকায় ভিনেশ ফোগটকে নিয়েই ‘দঙ্গল’ বানানো উচিত আমির খানের। বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘দঙ্গল’।

আরও পড়ুন- বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন ‘এই’ পরামর্শ, আজও মেনে চলেন সৌরভ! বড় রহস্য ফাঁস

সারা বিশ্বে মোট ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছবিতে মহাবীর সিং ফোগটের ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। যিনি একজন কুস্তিগীর।

দুই কন্যা গীতা ফোগট এবং ববিতা কুমারী যাতে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হতে পারেন, তাঁর জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন মহাবীর সিং ফোগটই। প্রাপ্তবয়স্ক ফোগট বোনেদের চরিত্রে দেখা গিয়েছিল ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাক্ষী তনওয়ার।

ফাইনাল পর্যন্ত ভিনেশ ফোগটের সফরটা অসাধারণের তুলনায় কিছু কম নয়। ১৬ নম্বর রাউন্ডে বিশ্বসেরা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের ইয়ুয়ি সুসাকিকে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করেছিলেন ভারতীয় এই তারকা কুস্তিগীর।

প্রসঙ্গত টোকিও ২০২০ অলিম্পিকসের সময় থেকেই একবারের জন্যও হারানো যায়নি এই সুসাকিকে। তবে ঐতিহাসিক ভাবে তাঁকে হারিয়ে এগিয়ে গিয়েছেন ভিনেশ ফোগট।

এর পর তিনি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ইউক্রেনের ওকসানা লিভাচের। কম ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ের পথে এগিয়েছেন ভিনেশ।

Olympics 2024 Vinesh Phogat: ভিনেশের রুপোর পদক মামলা নিয়ে সিদ্ধান্ত হল না! কবে রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত?

সোনার আশাভঙ্গ হলেও অনেকেই স্বপ্ন দেখছিলেন রুপো নিয়ে। কোর্ট অফ আরবিট্রেশন (সিএএস) কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর ছিল অনেকেরই। তবে শনিবারও ঝুলে রইল ভিনেশের রুপোর পদক নিয়ে মামলা। এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কোর্ট অফ আরবিট্রেশন। এই মামলায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় চেয়েছে সিএএস। রবিবার রাত সাড়ে ন’টায় ভিনেশের সোনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সিএএস।

Aman Sehrawat Lifestory: ১১ বছরেই অনাথ, ভরসা বলতে ছোটবোন, কাদামাটির আখড়া থেকে অলিম্পিক্সে বিজয়কেতন আমনের

হরিয়ানার কাদামাটির আখড়া থেকে অলিম্পিক্সের ম্যাটে বিজয়কেতন। আমন শেহরাওয়াত এক রূপকথার নাম। কতই বা বয়স ছেলেটার, মাত্র ২১ বছর। জীবনের প্রথম অলিম্পিক্স। কিন্তু দেখে মনে হয়নি একবারও। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছেন। যেন প্রতিজ্ঞা করে এসেছিলেন, পদক নিয়েই ফিরব।

আমনের ব্রোঞ্জ জয় কোনও সাধারণ পদক জয়ের আখ্যান নয়। এর পিছনে রয়েছে ঘামে, রক্তে ভেজা ইতিহাস। তিনি এখন অলিম্পিক্সে পদক জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয়। দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে ঘষে মেজে তৈরি করা হয়েছে তাঁকে। এই মাটি বীরের মাটি। এখান থেকেই বেরিয়েছেন সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, রবি কুমার দাহিয়া, বজরং পুনিয়াদের মতো অলিম্পিক্স পদকজয়ীরা।

২০০৩ সালের ১৬ জুলাই হরিয়ানার ঝাজ্জর জেলার বিরোহর গ্রামে জন্ম আমন শেরায়তের। প্রচণ্ড কষ্টে কেটেছে ছোটবেলা। মাত্র ১১ বছর বয়সেই মা-বাবা দু’জনকেই হারান। সঙ্গী বলতে ছোট বোন। তবে বটগাছের মতো ছায়া দিয়ে গিয়েছেন কাকা সুধীর শেরয়াত। তাঁর হাত ধরেই আমনের জীবন বদলে যায়।

আরও পড়ুন : ‘সাবাশ আমন!’ শুভেচ্ছার স্রোতে ভাসছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ২১ বছর বয়সি এই কুস্তিগির

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে সুধীর জানিয়েছেন, কীভাবে মা-বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিলেন আমন। এমনকী সেই সময় আমন মাদক নিত বলেও সন্দেহ হয়েছিল তাঁর। তারপর জীবনে এল কুস্তি। সমস্ত না পাওয়ার কষ্ট মেটাতে শুরু করলেন আখড়ার মাটিতে। কুস্তি আমনের কাছে শুধু খেলা নয়, জীবনের লড়াই।

বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল কুমার। তখন আমনের বয়স ১০ বছর। টিভিতে দেখেছিলেন সুশীলের লড়াই। অলিম্পিক্সের পোডিয়ামে উড়ছে ভারতের পতাকা। সেই থেকে কুস্তির প্রতি প্রেম। অল্প বয়সেই পা রাখলেন ছত্রশালে। প্রথম থেকেই আমনের স্টাইলে আগ্রাসী ভাব ছিল। কোচের নির্দেশ উপেক্ষা করে ‘ব্লিস্টারিং পেস’-এর প্রতি মন দিয়েছিলেন তিনি। কে জানত, এটাই তাঁর কুস্তিকে পাল্টে দেবে।

মাত্র ১৯ বছর বয়সেই কুস্তির জগতে নিজের ছাপ ফেলতে শুরু করেন আমন। ২০১৯ সালে জেতেন এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়ানশিপ। দু’বছর পর ২০২১ সালে ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপ জিতে সাড়া ফেলে দেন কুস্তি সার্কিটে। সেই শুরু। এরপর অনুর্ধ ২৩ বিশ্ব চ্যাম্পিয়ানশিপ এবং এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সোনা এবং হ্যাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন আমন। আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্যারিস অলিম্পিক্সের পুরুষদের ৫৭ কেজি বিভাগে নির্বাচিত হন আমন। বাকিটা ইতিহাস।