Tag Archives: Paris Olympics 2024

Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের পুরুষ তিরন্দাজি দলের কামাল! শুরুতেই দিলেন দুরন্ত পারফরম্যান্স

উদ্বোধনের আগেই অলিম্পিক্সের শুরুটা ভালই হল ভারতের জন্য। প্রথমে তিরন্দাজিতে ভারতীয় মহিলা দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে কোয়ার্টার ফাইনালে। আর বৃহস্পতিবার দিনের শেষে একই কাজ করে দেখাব ভারতীয় পুরুষ তিরন্দাজি দল। দুরন্ত পারফর্ম করে ৩ নম্বরে শেষে করে সরাসরি শেষ আটের টিকিট পাকা কর ফেলেছে ভারতীয় পুরুষ দল।

প্রথম রাউন্ডের খেলায় ভারতীয় পুরুষ তিরন্দাজি দলের মোট স্কোর ২০১৩। দলে রয়েছেন ধীরজ বোম্মাদেরাভা, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব। ভারতীয় দলের মধ্যে সবথেকে বেশি ৬৮১ পয়েন্ট স্কোর করেছেন ধীরজ বোম্মাদেরাভা। এরপর ৬৭৬ পয়েন্ট স্কোর করেছেন তরুণদীপ রাই ও প্রবীণ যাদবের সংগ্রহ ৬৫৮। এই বিভাগে ২০৪৯ স্কোর করে প্রথম হয়েছে দক্ষিণ কোরিয়া ও ২০২৫ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় ফ্রান্স।

আরও পড়ুনঃ Paris Olympics 2024 Opening Ceremony: আজ অলিম্পিক্সের বোধন, কখন-কোন চ্যানেলে-অ্যাপে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান? রইল সব তথ্য

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে প্রথম চারে যারে শেষ করবে তারা সরাসরি পৌছে যাবে কোয়ার্টার ফাইনালে। ভারতীয় দল তৃতীয় হয়েছে। দলগত ইভেন্টে তৃতীয় হলেও মিক্সড টিম ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। ধীরজ বোম্মাদেরাভা ও অঙ্কিতা ভগতের স্কোর মিলিয়ে দাঁড়িয়েছে ১৩৪৭। অঙ্কিতা স্কোর করেছিল ৬৬৬ পয়েন্ট। পুরুষ ও মহিলা দলের সর্বোচ্চ স্কোরার যোগ সংখ্যা দিয়ে নির্ধারিত হয় মিক্সড টিমের স্কোর।

Paris Olympics 2024 Opening Ceremony: আজ অলিম্পিক্সের বোধন, কখন-কোন চ্যানেলে-অ্যাপে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান? রইল সব তথ্য

২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। প্রথা মেনে অলিম্পিক্সের উদ্বোধনের দিন কোনও খেলা রাখা হয়নি। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্যারিসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। প্রথা মেনে অলিম্পিক্সের উদ্বোধনের দিন কোনও খেলা রাখা হয়নি। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্যারিসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে মহাচমক। এমন উদ্বোধন এর আগে হয়নি। শ্যেন নদীতে ৯৪টি নৌকায় থাকবে বিশ্বের সাড়ে ১০ হাজার প্রতিযোগী। প্রায় ৬ কিলোমিটার নদী পথে হবে শোভা যাত্রা। মাঝখানে বিভিন্ন সেতুর উপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে মহাচমক। এমন উদ্বোধন এর আগে হয়নি। শ্যেন নদীতে ৯৪টি নৌকায় থাকবে বিশ্বের সাড়ে ১০ হাজার প্রতিযোগী। প্রায় ৬ কিলোমিটার নদী পথে হবে শোভা যাত্রা। মাঝখানে বিভিন্ন সেতুর উপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অভিনবত্ব ও আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ উদ্বোধনী অনুষ্ঠান গোটা বিশ্বের নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে। ৫ লক্ষ দর্শকের সামনে হবে অলিম্পিক্সের উদ্বোধন। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে নদীপথ থেকে ব্রিজ।
অভিনবত্ব ও আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ উদ্বোধনী অনুষ্ঠান গোটা বিশ্বের নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে। ৫ লক্ষ দর্শকের সামনে হবে অলিম্পিক্সের উদ্বোধন। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে নদীপথ থেকে ব্রিজ।
এবার অলিম্পিক্সে ভারতের হয়ে জাতীয় পতাকা বহন করবেন পিভি সিন্ধু ও শরথ কমল। এমন সম্মান পেয়ে গর্বিত  ব্যাডমিন্টন ও টেবিল টেনিস তারকা। ওই মুহবর্তের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছেন পিভি সিন্ধু ও শরথ কমল।
এবার অলিম্পিক্সে ভারতের হয়ে জাতীয় পতাকা বহন করবেন পিভি সিন্ধু ও শরথ কমল। এমন সম্মান পেয়ে গর্বিত ব্যাডমিন্টন ও টেবিল টেনিস তারকা। ওই মুহবর্তের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছেন পিভি সিন্ধু ও শরথ কমল।
পিভি সিন্ধু বলেছেন, “আমি আর শরথ দুজনেই খুব খুশি। দুজনের কাছেই এটা গর্বের মুহূর্ত। জীবনে এই সুযোগ একবারই আসে। অলিম্পিকে দেশের পতাকা নিয়ে সবার সামনে দাঁড়াব।”
পিভি সিন্ধু বলেছেন, “আমি আর শরথ দুজনেই খুব খুশি। দুজনের কাছেই এটা গর্বের মুহূর্ত। জীবনে এই সুযোগ একবারই আসে। অলিম্পিকে দেশের পতাকা নিয়ে সবার সামনে দাঁড়াব।”
শরথ কমলের আর তর সইছে না বলে জানিয়েছেন। টেবিল টেনিস তারকা বলেছেন, “প্যারিসের ওপেনিং সেরেমনিতে আমরা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করব। গত ৩-৪ মাস ধরে এই দিনটার স্বপ্ন দেখেছি। আমি ভীষণ উত্তেজিত।”
শরথ কমলের আর তর সইছে না বলে জানিয়েছেন। টেবিল টেনিস তারকা বলেছেন, “প্যারিসের ওপেনিং সেরেমনিতে আমরা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করব। গত ৩-৪ মাস ধরে এই দিনটার স্বপ্ন দেখেছি। আমি ভীষণ উত্তেজিত।”
তবে ভারতীয় সময় কখন , কোন চ্যানেলে ও কোন অ্যাপে দেখা যাবে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান? তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান। স্পোর্টস ১৮ চ্যানেলে ও অনলাইনে জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে অলিম্পিক্সের উদ্বোধন।
তবে ভারতীয় সময় কখন , কোন চ্যানেলে ও কোন অ্যাপে দেখা যাবে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান? তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান। স্পোর্টস ১৮ চ্যানেলে ও অনলাইনে জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে অলিম্পিক্সের উদ্বোধন।

Paris Olympics 2024: অলিম্পিক্সের শুরুতেই সাফল্য ভারতের! তিরন্দাজিতে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় মহিলা দলের

প্যারিস: প্যারিস অলিম্পিক্সের শুরুতেই সাফল্য পেল ভারতীয় তিরন্দাজরা। মহিলা তিরন্দাজ দলের হাত ধরেই প্রথম জয়ের স্বাদ পেল ভারত। তিরন্দাজিতে দুরন্ত পারফর্ম করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌছে গেল ভারতীয় মহিলা দল। আশা অনুযায়ী পারফর্ম করলেন দীপিকা কুমারী, অঙ্কিকা ভকত, ভজন কৌররা।

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ব্যক্তিত ও দলগত ইভেন্টের প্রাথমিক পর্বের খেলা ছিল। এবার পদক জয়ের অন্যতম দাবিদার ভারতীয় তিরন্দাজি দল। তার ঝলক দেখা গেল প্রথম দিনই। এদিন ভারতীয় দলের মধ্যে সবথেকে বেশি ৬৬৬ পয়েন্ট করেন অঙ্কিতা ভগত। এছাড়া ভজন কৌর ৬৫৯ আর দীপিকা কুমারি স্কোর করেন ৬৫৮ পয়েন্ট। ভারতীয় দল মোট স্কোর করে ১৯৮৩ পয়েন্ট।

কোয়ার্টার ফাইনালে সরসরি যোগ্যতা অর্জন করলেও প্রথম পর্বে একটুর জন্য তিনে থাকা হয়নি ভারতীয় মহিলা তিরন্দাজি দলের। ২০৪৬ পয়েন্ট স্কোর করে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া, ১৯৯৬ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করে চিন ও ১৯৮৬ পয়েন্ত নিয়ে তৃতীয় হয়েছে মেক্সিকো। মাত্র ৩ পয়েন্টের জন্য তৃতীয় স্থান হাতছাড়া হয়েছে ভারতীয় মহিলা দল।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: অলিম্পিক্স গেমস ভিলেজে ভারতীয় খেলোয়ারদের জন্য থাকছে কী কী খাবার! জানলে জিভে জল আসবে

দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌছলেও ব্যক্তিগত বিভাগে খুব একটা ভাল ফল করতে পারেনি ভারতীয় মহিলা তিরন্দাজরা। অঙ্কিতা ভগত ৬৬৬, ভজন কৌর ৬৫৯ ও দীপিকা কুমারি ৬৫৮ পয়েন্ট স্কোর করে যথাক্রমে ১১, ২২ ও ২৩ তম স্থানে শেষ করেছে। দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স অথবা নেদারল্যান্ডস।

Paris Olympics 2024: অলিম্পিক্স গেমস ভিলেজে ভারতীয় খেলোয়ারদের জন্য থাকছে কী কী খাবার! জানলে জিভে জল আসবে

প্যারিস: শুক্রবার প্যারিসে অলিম্পিক্স ২০২৪-এর উদ্বোধন। তবে তার অনেক আগেই বিভিন্ন দেশের অ্যাথলিটরা পৌছে গিয়েছেন গেমস ভিলেজে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক ইভেন্টের প্রাথমিক পর্বের খেলা। তবে গেমস ভিলেজের অন্দরে নানা বিষয় নিয়ে ক্রীড়া প্রেমিদের জানার কৌতুহল কম নয়। তারমধ্যে অন্যতম বিষয় হল অ্যাথলিটদের খাওয়ার ব্যবস্থা কেমন? কোন কোন পদ রয়েছে?

গেমস ভিলেজে অ্যাথলিটদের জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। মূলত চারটি মহাদেশের রকমারি পদ রয়েছে অ্যাথলিটদের জন্য। ভারতীয় দলের মুখ্য পুষ্টিবিদ আরাধনা শর্মা একটি ওয়েবসাইটকে সাক্ষৎকার দিয়েছেন। সেখানেই তিনি অনেকটা জানিয়েছেন গেমস ভিলেজের অন্দরে কোন কোন খাবারের আয়োজন রয়েছে বিশ্বের প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলিটদের জন্য।

আরাধনা শর্মা ওই সাক্ষাৎকারে জানিয়েছেন,গেমস ভিলেজের অন্দর মোট চার ধরনের খাবারের আইটেম। থাকছে এশীয়, ফরাসি, আমিষ ও আর একটি ধরন গোটা বিশ্বের জন্য। যার ননভেজ খায় না তাদের জন্য রয়েছে নানারকমের পদ। এছাড়া সামুদ্রিক প্রাণীর পদ, বিভিন্ন ধরনের স্যালাড ও স্যুপও রয়েছে। এছাড়া ভারতীয় পদের মধ্যে ভেজ বিরিয়ানি, বাটার চিকেন, ফুলকপির তরকারি, পনিরের নান পদ পাশাপাশি মাছের নানা পদও রয়েছে।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: অলিম্পিক্সে যৌনতা প্রতিরোধক খাট, চাইলেও সঙ্গমে মিলিত হতে পারবেন না অ্যাথলিটরা! কী বিশেষত্ব এই খাটের

প্রসঙ্গত, এবার অলিম্পিক্সে ভারতের তরফ থেকে ১১৭ জান খেলোয়ার অংশ নিচ্ছেন। ভিলেজে রকমারি খাবার থাকলেও সবকিছু খেতে পারছেন না খেলোয়াররা। কোচ ও দলের পুষ্টিবিদদের পরামর্শ মেনেই খাওয়া-দাওয়া করছেন ভারতীয় অ্যাথলিটরা।

Paris Olympics 2024: অলিম্পিক্সে যৌনতা প্রতিরোধক খাট, চাইলেও সঙ্গমে মিলিত হতে পারবেন না অ্যাথলিটরা! কী বিশেষত্ব এই খাটের

২৬ তারিখ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। তবে কিছু খেলার প্রাথমিক রাউন্ড ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খেলার পাশাপাশি অলিম্পিক্সের গেমস ভিলেজের নানা বিষয় নিয়ে জানার কৌতুহল কম নয় ক্রীড়া প্রেমিদের।
২৬ তারিখ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। তবে কিছু খেলার প্রাথমিক রাউন্ড ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খেলার পাশাপাশি অলিম্পিক্সের গেমস ভিলেজের নানা বিষয় নিয়ে জানার কৌতুহল কম নয় ক্রীড়া প্রেমিদের।
এবার অলিম্পিক্স গেমস ভিলেজের অন্যতম আলোচ্য বিষয় হল 'নো সেক্স বেড'। অ্যাথলিটদের জন্য যে কাঠবোর্ডের খাট গেমস ভিলেজে রয়েছে আয়োজকরা তার নাম দিয়েছেন 'অ্যান্টি সেক্স' বা 'নো সেক্স' খাট।
এবার অলিম্পিক্স গেমস ভিলেজের অন্যতম আলোচ্য বিষয় হল ‘নো সেক্স বেড’। অ্যাথলিটদের জন্য যে কাঠবোর্ডের খাট গেমস ভিলেজে রয়েছে আয়োজকরা তার নাম দিয়েছেন ‘অ্যান্টি সেক্স’ বা ‘নো সেক্স’ খাট।
গেমস ভিলেজে যাতে অ্যাথলিটরা যৌন সঙ্গেমে মেতে উঠতে না পারে সেই কারণেই এই বিশেষ খাটের ব্যবস্থা করা হয়েছে। কারণ এর আগে এমন ঘটনার অভিযোগ উঠেছে। তা এড়াতেই এই বিশেষ খাট।
গেমস ভিলেজে যাতে অ্যাথলিটরা যৌন সঙ্গেমে মেতে উঠতে না পারে সেই কারণেই এই বিশেষ খাটের ব্যবস্থা করা হয়েছে। কারণ এর আগে এমন ঘটনার অভিযোগ উঠেছে। তা এড়াতেই এই বিশেষ খাট।
তবে কী এমন বিশেষত্ব রয়েছে এই নো সেক্স বেডে। তা জানার কৌতুহল রয়েছে ক্রীড়া প্রেমিদের। খাটের মেটেরিয়াল অর্থাৎ যা দিয়ে খাট তৈরি হয়েছে, তা মাত্র একজনের দেহের ওজন বহন করতে পারে।
তবে কী এমন বিশেষত্ব রয়েছে এই নো সেক্স বেডে। তা জানার কৌতুহল রয়েছে ক্রীড়া প্রেমিদের। খাটের মেটেরিয়াল অর্থাৎ যা দিয়ে খাট তৈরি হয়েছে, তা মাত্র একজনের দেহের ওজন বহন করতে পারে।
এছাড়া এই খাটের আকার আকৃতিও এমন করা হয়েছে, যাতে একজনের বেশি দ্বিতীয় জন খাটে বসতে বা শুতে না পারেন। ইতিমধ্যেই এই নো সেক্স বেডের ছবি ও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এছাড়া এই খাটের আকার আকৃতিও এমন করা হয়েছে, যাতে একজনের বেশি দ্বিতীয় জন খাটে বসতে বা শুতে না পারেন। ইতিমধ্যেই এই নো সেক্স বেডের ছবি ও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গেমস ভিলেজে একাধিক অ্যাথলিটও ইতিমধ্যেই এই খাটের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেছে। অনেকে যাচাই করে নিয়েছে এই খাট কতটা মজবুত। ভিলেজকে পরিবেশ বান্ধব রাখতে বিশেষ প্লাই দিয়ে তৈরি হয়েছে এই খাট।
গেমস ভিলেজে একাধিক অ্যাথলিটও ইতিমধ্যেই এই খাটের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেছে। অনেকে যাচাই করে নিয়েছে এই খাট কতটা মজবুত। ভিলেজকে পরিবেশ বান্ধব রাখতে বিশেষ প্লাই দিয়ে তৈরি হয়েছে এই খাট।

Paris Olympics 2024: কোথায় সম্পূর্ণ ফ্রি-তে কোথায় দেখবেন প্যারিস অলিম্পিক্স ২০২৪? রইল সব তথ্য

কলকাতা: ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। এবারের অলিম্পিক্সে মোট ১০,৫০০ অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর মধ্যে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশ নেবেন। এছাড়া এবারের অলিম্পিক্সে থাকছে একাধিক চমক। চারটি নতুন খেলা যুক্ত হচ্ছে এবারের প্রতিযোগিতায়। সেগুলি হল ব্রেক ডান্সিং, স্কেটবোর্ডিং, সার্ফিং ও স্পোর্টস ক্লাইম্বিং।

তবে এতকিছুর মধ্যেও ক্রীড়াপ্রেমিদের মনে প্রশ্ন কোন চ্যানেলে ও কোন অ্যাপে লাইভ দেখা যাবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’? অনলাইনে ফ্রি-তে কি দেখা যাবে এবারের অলিম্পিক্স? টিভিতে প্যারিস অলিম্পিক্স দেখতে হলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮-এর একাধিক চ্যানেলে। য়েখানে মোট চারটি ভাষায় সম্প্রচারিত হবে অলিম্পিক্স ২০২৪। এই প্রথমবার ২০টি পরপর চলতে থাকা ফিডে দেখানো হবে অলিম্পিক গেমস। যা আগে কখনও ভারতে হয়নি। পাশাপাশি একটি ‘ডেডিকেটেড’ ফিড থাকবে ভারতের জন্য। এছাড়া একটি ফিডে শুধু ভারতের খেলা দেখানো হবে।

এর পাশপাাশি ক্রীড়া প্রেমিদের জন্য সুখবর হল জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে প্যারিস অলিম্পিক্স। ভায়াকমের স্পোর্টসের হেড অফ কনটেন্ট সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, এবারের অলিম্পিক্সে দর্শকদের কাছে এমন অভিজ্ঞতা তুলে ধরবেন তারা যা এর আগে কোনও হয়নি। আর শুধু মাত্র ভারতের খেলার জন্য আলাদা ফিড তা অন্য মাত্র তুলে ধরবে ক্রীড়াপ্রেমিদেপর কাছে।

আরও পড়ুনঃ Paris Olympics 2024: প্যারিসে হবে স্বপ্নপূরণ! ২০২৪ অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা? রইল তালিকা

প্রসঙ্গত, গত টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছিল ভারত। একমাত্র সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার পদক সংখ্যা গতবারের থেকে অনেক বেশি পদক জয়ের টার্গেট করেছে ভারতীয় অ্যাথলিটরা। আশায় বুক বাঁধছে ১৪০ কোটির দেশ।

ছেঁড়া পোশাক, সাহায্যের জন্য আকুতি ধর্ষিতা তরুণীর- লজ্জার দৃশ্য অলিম্পিক্সের শহরে!

প্যারিস: অলিম্পিক্সের আগে এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল প্যারিস। এক অস্ট্রেলীয় তরুণীর গণ ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। এক ভিডিওতে ওই তরুণীকে সাহায্যের জন্য প্রায় ভিক্ষা চাইতেও দেখা যায়।

আরও পড়ুন: টেক অফের সময়েই দুর্ঘটনা ! নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

প্রেমের শহর বলে পরিচিত প্যারিসে এবার অনুষ্ঠিত হতে চলেছে এইবারের অলিম্পিক্স। ঠিক তার আগেই প্যরিস শহরের এই ঘটনা যেন লজ্জার অন্ধকার ম্লান করে দিল অলিম্পিক্সের ঔজ্বল্য।
এক অস্ট্রেলীয় তরুণী অভিযোগ করেন গত ১৯ শে জুলাই মধ্যরাতে তাঁকে পাঁচ জন ব্যক্তি গণধর্ষণ করেছে। মূলত ওইদিন মধ্যরাতেই এই জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে।

সিসিটিভিতে দেখতে পাওয়া যায়, ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর, ২৫ বছর বয়সী ওই তরুণীকে একটি কাবাবের দোকানে সাহায্য চাইতে। ফুটেজে দেখা যায় তাঁর পোশাকের একাংশ ছেঁড়া।
ভিডিওতে দেখা যায়, ওই তরুণী দৌড়ে দোকানের মধ্যে ঢুকে পড়ছেন। তাঁকে দেখা যায় দোকানের কর্মচারীদের থেকে সাহায্য চাইতে। দোকানে আসা ক্রেতাদের দেখা যায় তরুণীকে সান্ত্বনা দিতে। পরক্ষণেই এক ব্যক্তি দোকানে ঢুকতেই তরুণী ওই ব্যক্তিকে আক্রমনকারীদের একজন বলে চিহ্নিত করেন। ভিডিওতে ওই আক্রমণকারীকেও তরুণীকে সান্ত্বনা দিতে দেখা যায়। কিন্তু দোকানের ক্রেতারা চেপে ধরতেই ওই ব্যক্তি পালিয়ে যান। এরপর ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রিপোর্ট অনুযায়ী, ওই তরুণী প্যারিসের মৌলিন রগ অঞ্চলে মদ্যপান করছিলেন। সেই সময়েই পাঁচ জন ব্যক্তি তাঁকে উত্যক্ত করতে শুরু করেন।
ইতিমধ্যেই অস্ট্রেলীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্যারিসের অস্ট্রেলীয় দুতাবাস নির্যাতিতার পাশে থাকার জন্য সবরকম সাহায্য করবে।
এক বিবৃতিতে জানানো হয়, ” এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এবং এই ঘটনায় আমরা নির্যাতিতার পাশে সবরকম ভাবে পাশে আছি। এর বাইরে কোন তথ্য গোপনীয়তার স্বার্থেই প্রকাশ করা যাবে না।”
ইতিমধ্যেই প্যারিস পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা তদন্ত শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে বলে দাবি করেছে প্যারিসের আইন শৃঙ্খলা বিভাগ।
প্যারিস জুড়ে এখন অলিম্পিক্সের জন্য রেড এলার্ট জারি হয়েছে। মোট ৩৫ হাজার পুলিশ কর্মী গোটা শহর জুড়ে নিয়োজিত করা হয়েছে। অলিম্পিক্স চলার দরুন গোটা প্যারিস জুড়ে মোট ৪৫ হাজার পুলিশকর্মী নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে।

অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্যারিসে আলোচনায় বসবেন দ্রাবিড়, আইসিসি সিইও

মুম্বই: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে। সেই সাফল্য উদযাপন করবে ইন্ডিয়া হাউস। এই প্রথমবার তৈরি হওয়া ইন্ডিয়া হাউস এবার প্যারিস অলিম্পিক চলাকালীন এই সাফল্য উদযাপন করবে।

‘অলিম্পিকে ক্রিকেট – একটি নতুন যুগের ভোর। এই শিরোনামে একটি প্যানেল আলোচনা করবে।

ড্রিম স্পোর্টস, যারা কি না ইন্ডিয়া হাউসের প্রধান অংশীদার, তারা সেই প্যানেল-এর আলোচনা ২৮ জুলাই ২০২৪ সন্ধ্য়েয় ইন্ডিয়া হাউসে আয়োজন করেছে। এটি পার্ক ডি ল্যাভিলেটে অবস্থিত। ইন্ডিয়া হাউস, অলিম্পিকে ভারতের প্রথম কান্ট্রি হাউস, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রিলায়েন্স ফাউন্ডেশন দ্বারা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন- শামির পরিণতি হত সুশান্তের মতো! ১৯ তলা থেকে ঝাঁপ দিতেন! বন্ধুর বিস্ফোরক দাবি

এই প্যানেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিইও জিওফ অ্যালার্ডিস, ক্রিকেটের অন্যতম প্রিয় এবং সম্মানিত খেলোয়াড় রাহুল দ্রাবিড়, যিনি সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ড্রিম স্পোর্টসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হর্ষ জৈনকে থাকবেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিইও জিওফ অ্যালার্ডিস বলেছেন, “আমরা সারা বিশ্বে ক্রিকেটের উন্নয়ন, খেলায় আরও অনুরাগী আনা, খেলোয়াড়দের সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার সুযোগ এবং এখন ক্রিকেটকে অলিম্পিকে নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করছি।

তিনি আরও বলেন, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা প্যারিস ২০২৪-এর অ্যাথলিটদের অনুপ্রেরণা জোগাতে চাই।”

—- Polls module would be displayed here —-

ইভেন্ট সম্পর্কে বলতে গিয়ে, ড্রিম স্পোর্টসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হর্ষ জৈন বলেন, ড্রিম স্পোর্টস এবং ড্রিম 11-এর লক্ষ্য হল বিশ্বজুড়ে ভক্তদের জন্য ‘মেক স্পোর্টস বেটার’। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দর্শকদের খেলা শেষ পর্যন্ত পরবর্তী অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। তাতে আমরা খুবই উচ্ছ্বসিত।

ক্রিকেট এবং ড্রিম 11-এর মধ্যে সম্পর্ক রয়েছে। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি খেলাধুলার বৃদ্ধি ও বৈচিত্র্য বাড়াবে। ক্রিকেট কর্মসূচির উন্নয়নে আরও অনেক দেশকে উৎসাহিত করবে।

আরও পড়ুন- স্বামীর দ্বিতীয় বিয়ে, সৌরভের দাদা স্নেহাশিসের প্রথম স্ত্রীর পোস্টে বড় ইঙ্গিত

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি একটি দুর্দান্ত পদক্ষেপ। ক্রিকেট এর আগে অলিম্পিকের অংশ ছিল ১৯০০ সালে।

অলিম্পিক্স-এর ইতিহাস এক নজরে, News18 বাংলার পাঠকদের জন্য রইল ই-বুক

প্যারিস: প্রহর গোনা শুরু হয়ে গেছে বিশ্ব জুড়ে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে প্যারিসে আয়োজিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা প্যারিস অলিম্পিক্স। প্রতিবারের মতো এবারেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা প্যারিসে রওনা হয়েছেন। লক্ষ্য একটাই ‘ভারত’-কে জগত সভায় শ্রেষ্ঠ আসনে উন্নীত করা।

প্রতিবারের মতো এবারেও, দেশের মধ্যে সবথেকে বেশি রয়েছেন হরিয়ানার প্রতিযোগীরা। এই রাজ্য থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন গত অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেরা নীরজ চোপড়া। এছাড়াও সেই দলে রয়েছেন বক্সিং-এর অমিত পাঙ্ঘাল, শুটিংয়ে মানু ভাকের, কুস্তিতে অন্তিম পাঙ্ঘাল, ভিনেশ ফোগাট, আমন শেহরাওয়াতের মতো চমকপ্রদ তারকা।

হরিয়ানার পরেই আছে পঞ্জাব। সেখানে রয়েছেন মোট ১৯ জন প্রতিযোগী। ভারতের পুরুষ হকি দলের প্রায় সব সদস্যই এই রাজ্য থেকে রয়েছেন। পঞ্জাবের পরেই রয়েছে তামিলনাড়ু। মোট ১৩ জন প্রতিযোগী রয়েছেন এই রাজ্য থেকে। টেবিল টেনিসের শরথ কমল এবং পি ভি সিন্ধুর হাতে থাকছে এবারে অলিম্পিক্সে ভারতের পতাকা। সিন্ধুর রাজ্য তেলেঙ্গানা থেকে রয়েছেন নিখাত জারিন, সৃজা আকুলার-সহ মোট ৪ জন প্রতিযোগী।

অলিম্পিকে রাজ্যভিত্তিক প্রতিযোগীর তালিকা-
হরিয়ানা- ২৪, পঞ্জাব- ১৯, তামিলনাড়ু- ১৩, উত্তরপ্রদেশ- ৭, কর্ণাটক- ৭, কেরালা- ৬, মহারাষ্ট্র- ৫, তেলেঙ্গানা- ৪, উত্তরাখণ্ড- ৪, দিল্লি- ৪, পশ্চিমবঙ্গ- ৩, ওড়িশা- ২, মণিপুর- ২, গুজরাত- ২, মধ্যপ্রদেশ- ২, চণ্ডীগড়- ২, অসম- ১, বিহার- ১, গোয়া- ১, ঝাড়খণ্ড- ১

Olympics Gold Medal: অলিম্পিক্সে যে সোনার মেডেল দেওয়া হয় তাতে কতটা সোনা থাকে? খাদ মেশানো না শুদ্ধ সোনা কোনটা হয়, রইল সব হিসেব

: অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্টে যিনি প্রথম স্থান অধিকার করেন তিনি সোনার পদক পান৷ কিন্তু জানেন কি  তাঁদের যে সোনার মেডেল দেওয়া হয় সেটা  কি খাঁটি সোনা দিয়ে তৈরি?  প্রাচীন ও আধুনিক অলিম্পিক্সের ইতিহাস হিসেবে যদি দেখা হয় তাহলে এই প্রশ্নের আলাদা আলাদা উত্তর হয়। প্রাচীন গ্রিসে, অলিম্পিক গেমসের বিজয়ীদের কোনও পদক দেওয়া হত না। পরিবর্তে, প্রতিটি খেলায় বিজয়ী ক্রীড়াবিদদের অলিম্পিয়ায় একটি অলিভ পাতার তৈরি মালা দেওয়া হত৷
: অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্টে যিনি প্রথম স্থান অধিকার করেন তিনি সোনার পদক পান৷ কিন্তু জানেন কি  তাঁদের যে সোনার মেডেল দেওয়া হয় সেটা  কি খাঁটি সোনা দিয়ে তৈরি?  প্রাচীন ও আধুনিক অলিম্পিক্সের ইতিহাস হিসেবে যদি দেখা হয় তাহলে এই প্রশ্নের আলাদা আলাদা উত্তর হয়। প্রাচীন গ্রিসে, অলিম্পিক গেমসের বিজয়ীদের কোনও পদক দেওয়া হত না। পরিবর্তে, প্রতিটি খেলায় বিজয়ী ক্রীড়াবিদদের অলিম্পিয়ায় একটি অলিভ পাতার তৈরি মালা দেওয়া হত৷
১৮৯৬  সালে পদকের সঙ্গে অলিভ পাতার মালা দেওয়া হয়েছিল১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমসেও  বিজয়ীদের অলিভ পাতার মুকুট  প্রদানের ঐতিহ্য অব্যাহত ছিল। যাইহোক, এটি ছিল গেমসের প্রথম সংস্করণ যেখানে বিজয়ীদের পদক দেওয়া হয়েছিল। কিন্তু কোনো স্বর্ণপদক দেওয়া হয়নি। প্রতিটি ইভেন্টের বিজয়ীরা রৌপ্য পদক পেয়েছে, এবং রানার্স আপ ব্রোঞ্জ পদক পেয়েছে। ১৯০০ সালের অলিম্পিক গেমসে অনুরূপ একটি ঐতিহ্য অব্যাহত ছিল, যেখানে স্বর্ণ-ধাতুপট্টাবৃত রৌপ্য পদক শুধুমাত্র নির্দিষ্ট ইভেন্টে প্রথম স্থান অধিকারকারীদেরকে প্রদান করা হয়েছিল।
১৮৯৬  সালে পদকের সঙ্গে অলিভ পাতার মালা দেওয়া হয়েছিল
১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমসেও  বিজয়ীদের অলিভ পাতার মুকুট  প্রদানের ঐতিহ্য অব্যাহত ছিল। যাইহোক, এটি ছিল গেমসের প্রথম সংস্করণ যেখানে বিজয়ীদের পদক দেওয়া হয়েছিল। কিন্তু কোনো স্বর্ণপদক দেওয়া হয়নি। প্রতিটি ইভেন্টের বিজয়ীরা রৌপ্য পদক পেয়েছে, এবং রানার্স আপ ব্রোঞ্জ পদক পেয়েছে। ১৯০০ সালের অলিম্পিক গেমসে অনুরূপ একটি ঐতিহ্য অব্যাহত ছিল, যেখানে স্বর্ণ-ধাতুপট্টাবৃত রৌপ্য পদক শুধুমাত্র নির্দিষ্ট ইভেন্টে প্রথম স্থান অধিকারকারীদেরকে প্রদান করা হয়েছিল।
বেশিরভাগ ইভেন্টে, কাপ বা অন্যান্য ট্রফি চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল। এটিই প্রথম অলিম্পিক যেখানে কিছু ইভেন্টে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের রুপো এবং ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল। এই সময়ের সব  পদকই ছিল বর্গাকার।
বেশিরভাগ ইভেন্টে, কাপ বা অন্যান্য ট্রফি চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল। এটিই প্রথম অলিম্পিক যেখানে কিছু ইভেন্টে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের রুপো এবং ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল। এই সময়ের সব  পদকই ছিল বর্গাকার।
১৯০৪ সালে প্রথমবারের মতো পদক দেওয়া হয়এখন যেভাবে পদক দেওয়া হয় সেটা শুরু হয়েছিল ১৯০৪ সালে৷ সেবার সেন্ট লুইসে অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল। প্রতিটি ইভেন্টে সেরা তিন খেলোয়াড়কে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয়েছিল৷ এই গেমগুলিতে সোনার পদক দেওয়া হত  মধ্যে সোনা ছিল৷  কারণ প্রথম বিশ্বযুদ্ধের আগে সোনা সস্তা ছিল। ১৯০৮ এবং ১৯১২ সালের অলিম্পিক গেমসেও সলিড স্বর্ণপদক দেওয়া হত৷  তবে এটিই ছিল শেষ গেম।
১৯০৪ সালে প্রথমবারের মতো পদক দেওয়া হয়
এখন যেভাবে পদক দেওয়া হয় সেটা শুরু হয়েছিল ১৯০৪ সালে৷ সেবার সেন্ট লুইসে অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল। প্রতিটি ইভেন্টে সেরা তিন খেলোয়াড়কে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয়েছিল৷ এই গেমগুলিতে সোনার পদক দেওয়া হত  মধ্যে সোনা ছিল৷  কারণ প্রথম বিশ্বযুদ্ধের আগে সোনা সস্তা ছিল। ১৯০৮ এবং ১৯১২ সালের অলিম্পিক গেমসেও সলিড স্বর্ণপদক দেওয়া হত৷  তবে এটিই ছিল শেষ গেম।
১৯২০ সাল থেকে রৌপ্য পদক যোগ হয়েছেপ্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের অলিম্পিক গেমস বাতিল করা হয়েছিল এবং যুদ্ধের কারণে সোনার দাম আকাশচুম্বী হয়েছিল। এরপরে, স্বাগতিক দেশগুলি আবারও পদকের ভিতরে সোনার প্রলেপ দেওয়া রৌপ্য ব্যবহার শুরু করে। এই স্বর্ণপদকগুলিতে, পদকের মূল অংশটি রৌপ্য দিয়ে তৈরি, এর ভিতরে সোনার একটি পাতলা স্তর রয়েছে যা এটিকে একটি স্বর্ণপদকের চেহারা দেয়।
১৯২০ সাল থেকে রৌপ্য পদক যোগ হয়েছে
প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের অলিম্পিক গেমস বাতিল করা হয়েছিল এবং যুদ্ধের কারণে সোনার দাম আকাশচুম্বী হয়েছিল। এরপরে, স্বাগতিক দেশগুলি আবারও পদকের ভিতরে সোনার প্রলেপ দেওয়া রৌপ্য ব্যবহার শুরু করে। এই স্বর্ণপদকগুলিতে, পদকের মূল অংশটি রৌপ্য দিয়ে তৈরি, এর ভিতরে সোনার একটি পাতলা স্তর রয়েছে যা এটিকে একটি স্বর্ণপদকের চেহারা দেয়।
গোল্ড মেডেলে অবশ্যই ৬ গ্রাম সোনা থাকতে হবেএই পদ্ধতি আজও অব্যাহত রয়েছে। বর্তমানে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) বলে যে একটি অফিসিয়াল অলিম্পিক স্বর্ণপদকে কমপক্ষে ৯২.৫% রৌপ্য এবং ন্যূনতম ৬ গ্রাম সোনা থাকতে হবে। পদকের নকশায় কোনও পরিবর্তন করতে হলে আয়োজক দেশকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমতি নিতে হবে। এটি ২০০৮ সালে প্রথম ঘটেছিল, যখন অলিম্পিক আয়োজকরা তিনটি অলিম্পিক্স পদকের প্রতিটির নকশায় জেড অন্তর্ভুক্ত করেছিলেন।
গোল্ড মেডেলে অবশ্যই ৬ গ্রাম সোনা থাকতে হবে
এই পদ্ধতি আজও অব্যাহত রয়েছে। বর্তমানে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) বলে যে একটি অফিসিয়াল অলিম্পিক স্বর্ণপদকে কমপক্ষে ৯২.৫% রৌপ্য এবং ন্যূনতম ৬ গ্রাম সোনা থাকতে হবে। পদকের নকশায় কোনও পরিবর্তন করতে হলে আয়োজক দেশকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমতি নিতে হবে। এটি ২০০৮ সালে প্রথম ঘটেছিল, যখন অলিম্পিক আয়োজকরা তিনটি অলিম্পিক্স পদকের প্রতিটির নকশায় জেড অন্তর্ভুক্ত করেছিলেন।

 

ক্ষতি করা অনেক সহজ। খেলোয়াড়দের জন্য পদকের মানসিক মূল্য আছে। অলিম্পিক্স পদক দামের দিকে ততটা মূল্যবান নয় যতটা কেউ আশা করতে পারে। প্রকৃতপক্ষে এই পদকের অনুভূতিমূলক মূল্য রয়েছে। একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জন্য এগুলো অমূল্য। এটা তার আজীবন তপস্যার ফল। যদি কেউ একটি অলিম্পিক পদক বিক্রি করতে চায়, তার দাম পরিবর্তিত হয়।নিলাম ঘরগুলি অলিম্পিক পদকগুলির মূল্য নির্ধারণ করে তারা যে বছর তৈরি হয়েছিল, পদকের রঙ এবং পদক জয়ী ক্রীড়াবিদ। স্বর্ণপদক সাধারণত $২০,০০০ থেকে $৫০,০০০-র মধ্যে বিক্রি হয়। পুরানো অলিম্পিক্স পদক সবচেয়ে দামী বিক্রি হয়.
ক্ষতি করা অনেক সহজ।
খেলোয়াড়দের জন্য পদকের মানসিক মূল্য আছে।
অলিম্পিক্স পদক দামের দিকে ততটা মূল্যবান নয় যতটা কেউ আশা করতে পারে। প্রকৃতপক্ষে এই পদকের অনুভূতিমূলক মূল্য রয়েছে। একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জন্য এগুলো অমূল্য। এটা তার আজীবন তপস্যার ফল। যদি কেউ একটি অলিম্পিক পদক বিক্রি করতে চায়, তার দাম পরিবর্তিত হয়।নিলাম ঘরগুলি অলিম্পিক পদকগুলির মূল্য নির্ধারণ করে তারা যে বছর তৈরি হয়েছিল, পদকের রঙ এবং পদক জয়ী ক্রীড়াবিদ। স্বর্ণপদক সাধারণত $২০,০০০ থেকে $৫০,০০০-র মধ্যে বিক্রি হয়। পুরানো অলিম্পিক্স পদক সবচেয়ে দামী বিক্রি হয়.