Tag Archives: Paris Olympics 2024

Vinesh Phogat: ইতিহাস গড়ে অলিম্পিক্সের ফাইনালে ভিনেশ ফোগট, পদক নিশ্চিত ভারতের

প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। মহিলা কুস্তিতে নতুন ইতিহাস রচনা করলেন ভিনেশ ফোগট। দীর্ঘ দিনের পরিশ্রম ও স্বপ্ন পূরণ হল ভারতীয় মহিলা কুস্তিগীরের। বিগত ২টি অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভিনেশের। তবে হার না মেনে প্যারিসে নিজের লক্ষ্যপূরণ করলেন তিনি। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে একপ্রকার কোনও সুযোগই দেননি ভিনেশ। ৫-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পাকা করেন ভিনেশ।

এদিন সেমিফাইনালের প্রথম থেকে একটু ডিফেন্স মজবুত করে খেলছিলেন ভিনেশ। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন প্রথমে ২ পয়েন্ট নিয়ে নেন তিনি। এরপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন কিউবার প্রতিপক্ষ। সেই সুযোগ কাজে লাগিয়ে ফের পয়েন্ট তুলে নেন ভিনেশ ফোগট। ২ পয়েন্টের পর একবারে ৩ পয়েন্ট অর্জন করেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর।

আরও পড়ুনঃ Neeraj Chopra: সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া

ম্যাচের শেষ কয়েক মুহূর্ত ভিনেশের কাছে চ্যালেঞ্জ ছিল কোনও ভুল না করা ও নিজের লিড ধরে রাখা। সেই কাজ খুব ভাল করেই করেন তিনি। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে কিউবার প্রতিপক্ষকে একটিও সুযোগ দেননি তিনি। ম্যাচের সময় শেষের বাঁশি বাজতেই ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলে ভিনেশ। রুপো জয় নিশ্চিত হলেও ভিনেশের লক্ষ্য একটাই। তা হল, অলিম্পি গোল্ড।

Paris Olympics 2024: ইন্ডিয়া হাউসে বর্ণাঢ্য অনুষ্ঠান, ভারতের পদক জয়ীদের সংবর্ধনা দিলেন নীতা আম্বানি

মঙ্গলবার প্যারিসের ইন্ডিয়া হাউসে অলিম্পিক্সে পদক জয়ী ক্রীড়াবিদ সহ অন্যান্য ভারতীয় অ্যাথলিটদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকের, অপর ব্রোঞ্জ জয়ী শুটার স্বপ্নিল কুশালে, ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন, বক্সার লভলিনা বরগোহাঁই সহ এক ঝাঁক ভারতীয় অ্যাথলিটরা।
মঙ্গলবার প্যারিসের ইন্ডিয়া হাউসে অলিম্পিক্সে পদক জয়ী ক্রীড়াবিদ সহ অন্যান্য ভারতীয় অ্যাথলিটদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকের, অপর ব্রোঞ্জ জয়ী শুটার স্বপ্নিল কুশালে, ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন, বক্সার লভলিনা বরগোহাঁই সহ এক ঝাঁক ভারতীয় অ্যাথলিটরা।
পদক জয়ী মনু ভাকের, স্বপ্নিল কুশালে সহ ভারতীয় প্লেয়ারদের সংবর্ধনা দেন আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শ্রীমতি নীতা আম্বানি। সঙ্গে নাচে-গানে ভরপুর অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্রীড়াবিদদের জন্য।
পদক জয়ী মনু ভাকের, স্বপ্নিল কুশালে সহ ভারতীয় প্লেয়ারদের সংবর্ধনা দেন আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শ্রীমতি নীতা আম্বানি। সঙ্গে নাচে-গানে ভরপুর অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্রীড়াবিদদের জন্য।
মনু ভাকেরকে দেশ তরুণ প্রজন্মের খেলোয়ারদের কাছে অনুপ্রেরণা বলে অভিহিত করেন নীতা আম্বানি। তিনি বলেন,"গত সপ্তাহে প্যারিসে হরিয়ানার গ্রামের ২২ বছর বয়সী একটি মেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং বিশ্বকে তার স্বপ্ন, আবেগ এবং কঠোর পরিশ্রমের শক্তি দেখিয়েছে। একটি অলিম্পিক্সে তিনি প্রথম ভারতীয় হিসেবে দুটি পদক জিতেছেন। প্রত্যেক ভারতীয় অনুপ্রাণিত এবং গর্বিত।"
মনু ভাকেরকে দেশ তরুণ প্রজন্মের খেলোয়ারদের কাছে অনুপ্রেরণা বলে অভিহিত করেন নীতা আম্বানি। তিনি বলেন,”গত সপ্তাহে প্যারিসে হরিয়ানার গ্রামের ২২ বছর বয়সী একটি মেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং বিশ্বকে তার স্বপ্ন, আবেগ এবং কঠোর পরিশ্রমের শক্তি দেখিয়েছে। একটি অলিম্পিক্সে তিনি প্রথম ভারতীয় হিসেবে দুটি পদক জিতেছেন। প্রত্যেক ভারতীয় অনুপ্রাণিত এবং গর্বিত।”
যারা পদক পেলেন না তাদের কৃতিত্ব কিছু কম নয় বলে জানিয়েছেন নীতা আম্বানি। তিনি বলেছেন,"মেডেল এবং রেকর্ডের বাইরে, খেলাধুলা হল মানুষের চেতনা, চরিত্রের, কঠোর পরিশ্রমের, সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করার এবং কখনও হাল না ছেড়ে দেওয়ার ক্ষমতার উদযাপন। আমাদের প্রত্যেক ক্রীড়াবিদ প্যারিসে সেই চেতনা দেখিয়েছেন। আপনারা সকলেই চ্যাম্পিয়ন।"
যারা পদক পেলেন না তাদের কৃতিত্ব কিছু কম নয় বলে জানিয়েছেন নীতা আম্বানি। তিনি বলেছেন,”মেডেল এবং রেকর্ডের বাইরে, খেলাধুলা হল মানুষের চেতনা, চরিত্রের, কঠোর পরিশ্রমের, সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করার এবং কখনও হাল না ছেড়ে দেওয়ার ক্ষমতার উদযাপন। আমাদের প্রত্যেক ক্রীড়াবিদ প্যারিসে সেই চেতনা দেখিয়েছেন। আপনারা সকলেই চ্যাম্পিয়ন।”
এছাড়াও নীতা আম্বানি বলেন,"আজ, আমাদের বেশিরভাগ ক্রীড়াবিদ এখানে আছেন। গেমসের ফলাফল যাই হোক না কেন, আমরা তাদের প্রত্যেককে নিয়ে উদযাপন করব। আপনার প্রতিভা, স্থিতিস্থাপকতা, কঠোর পরিশ্রম, নৈতিকতা এবং মূল্যবোধ উদযাপন করতে আমরা আজ এখানে জড়ো হয়েছি।" অলিম্পিক্সের- আগামী কয়েক দিনে ভারতের ফল ভাল হবে বলেও আশাবাদী নীতা আম্বানি।
এছাড়াও নীতা আম্বানি বলেন,”আজ, আমাদের বেশিরভাগ ক্রীড়াবিদ এখানে আছেন। গেমসের ফলাফল যাই হোক না কেন, আমরা তাদের প্রত্যেককে নিয়ে উদযাপন করব। আপনার প্রতিভা, স্থিতিস্থাপকতা, কঠোর পরিশ্রম, নৈতিকতা এবং মূল্যবোধ উদযাপন করতে আমরা আজ এখানে জড়ো হয়েছি।” অলিম্পিক্সের- আগামী কয়েক দিনে ভারতের ফল ভাল হবে বলেও আশাবাদী নীতা আম্বানি।

Neeraj Chopra Net Worth: ২০২০ -র অলিম্পিক্স সোনা, লাফিয়ে লাফিয়ে সম্পত্তি বেড়েছে নীরজ চোপড়ার, ৩৭,০০,০০,০০০ টাকায় চকচক করেন আজকাল

তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া বর্তমানে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার দিন জ্যাভিলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে ভয়ানক বিগ থ্রো করে ৮৯.৩৪ মিটার ছুঁড়ে ফাইনালের টিকিট জিতে নেন প্রথম থ্রোতেই৷ গত অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া ফের একবার প্যারিস অলিম্পিক্সেও সোনার স্বপ্নও দেখাচ্ছেন৷ Photo- AP 
তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া বর্তমানে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার দিন জ্যাভিলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে ভয়ানক বিগ থ্রো করে ৮৯.৩৪ মিটার ছুঁড়ে ফাইনালের টিকিট জিতে নেন প্রথম থ্রোতেই৷ গত অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া ফের একবার প্যারিস অলিম্পিক্সেও সোনার স্বপ্নও দেখাচ্ছেন৷ Photo- AP
সোনার ছেলে কিন্তু ২০২০ -র পর হুড়মুড়িয়ে টাকা ও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়েছেন৷
সোনার ছেলে কিন্তু ২০২০ -র পর হুড়মুড়িয়ে টাকা ও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়েছেন৷
তরুণ জ্যাভলিন থ্রোয়ার এবং টোকিও অলিম্পিক্সে ২০২০-এ স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন আর নেই। নিজের কাজ দিয়ে ১৫০ কোটি ভারতীয়র মনে জায়গা করে নিয়েছেন তিনি৷ 
তরুণ জ্যাভলিন থ্রোয়ার এবং টোকিও অলিম্পিক্সে ২০২০-এ স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন আর নেই। নিজের কাজ দিয়ে ১৫০ কোটি ভারতীয়র মনে জায়গা করে নিয়েছেন তিনি৷
প্যারিস অলিম্পিক্সে শুরুতেই যে ধামাকা দিয়েছেন তাতে ফের অলিম্পিক্সের মঞ্চে নীরজ চোপড়ার কাছ থেকে সোনার পদকের প্রত্যাশা পুরো দেশের৷ Photo- AP
প্যারিস অলিম্পিক্সে শুরুতেই যে ধামাকা দিয়েছেন তাতে ফের অলিম্পিক্সের মঞ্চে নীরজ চোপড়ার কাছ থেকে সোনার পদকের প্রত্যাশা পুরো দেশের৷ Photo- AP
টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জেতার পর থেকে নীরজ চোপড়ার ফ্যান ফলোয়িংয়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণও। তিনি এখন দেশের অন্যতম ধনী ক্রীড়াবিদ।
টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জেতার পর থেকে নীরজ চোপড়ার ফ্যান ফলোয়িংয়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণও। তিনি এখন দেশের অন্যতম ধনী ক্রীড়াবিদ।
ইন্ডিয়াটাইম ডটকমের রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের জুলাই পর্যন্ত নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ ৪.৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ৩৭.৬ কোটি টাকা। তাঁর আয়ের বেশিরভাগই আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।
ইন্ডিয়াটাইম ডটকমের রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের জুলাই পর্যন্ত নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ ৪.৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ৩৭.৬ কোটি টাকা। তাঁর আয়ের বেশিরভাগই আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।
বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বছরে ৪ কোটি টাকা আয় তাঁর৷ যদি দেখার মতো বিষয় হল এটি তাঁর আয়ের মাত্র ১০ শতাংশ।
বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বছরে ৪ কোটি টাকা আয় তাঁর৷ যদি দেখার মতো বিষয় হল এটি তাঁর আয়ের মাত্র ১০ শতাংশ।
বিজ্ঞাপন থেকে  বিরাট কোহলির ভারতীয় বাজারে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ আয় করা অ্যাথলিট৷  তিনি JSW Sports, Omega, Mobil India, Limca, TATA AIA Life Insurance MuscleBlaze, Nike এবং Under Armour-র মতো একাধিক  ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন৷
বিজ্ঞাপন থেকে  বিরাট কোহলির ভারতীয় বাজারে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ আয় করা অ্যাথলিট৷  তিনি JSW Sports, Omega, Mobil India, Limca, TATA AIA Life Insurance MuscleBlaze, Nike এবং Under Armour-র মতো একাধিক  ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন৷
হরিয়ানার পানিপথে ২৬ বছর বয়সী নীরজ চোপড়ার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়িটা তিনতলা।
হরিয়ানার পানিপথে ২৬ বছর বয়সী নীরজ চোপড়ার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়িটা তিনতলা।
নীরজ চোপড়াও দামি গাড়ির শখও রয়েছে৷ তার কাছে একটি Mahindra XUV 700 রয়েছে, যেটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই তাকে উপহার দিয়েছেন।
নীরজ চোপড়াও দামি গাড়ির শখও রয়েছে৷ তার কাছে একটি Mahindra XUV 700 রয়েছে, যেটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই তাকে উপহার দিয়েছেন।
এছাড়াও তার গাড়ির সংগ্রহে ফোর্ড মুস্তাং জিটি, রেঞ্জ রোভার স্পোর্ট, টয়োটা ফরচুনার এবং মাহিন্দ্রা থরের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
এছাড়াও তার গাড়ির সংগ্রহে ফোর্ড মুস্তাং জিটি, রেঞ্জ রোভার স্পোর্ট, টয়োটা ফরচুনার এবং মাহিন্দ্রা থরের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।

সোনার দৌড়ে নীরজ চোপড়া, ৮৯.৩৪ মিটারের প্রথম থ্রোয়ে কেল্লাফতে

সোনার দৌড়ে Neeraj Chopra, অলিম্পিকে Javelin এর ফাইনালে নীরজ। প্যারিসে ৮৯.৩৪ মিটারের প্রথম থ্রোয়ে কেল্লাফতে নীরজের।

নীরজ চোপড়ার জ্যাভেলিনের ওজন কত জানেন? উচ্চতাই বা কত? জেনে নিন

সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া।
সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একাবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একেবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা।
এদিন নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
এদিন নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
৪ বছর আগে টোকিও অলিম্পিক্সে তিনি সোনা জিতেছিলেন। এবারও তিনি সমান আত্মবিশ্বাসী। এবারও কি জ্যাভেলিনে ভারতের ঘরে আসছে সোনা!
৪ বছর আগে টোকিও অলিম্পিক্সে তিনি সোনা জিতেছিলেন। এবারও তিনি সমান আত্মবিশ্বাসী। এবারও কি জ্যাভেলিনে ভারতের ঘরে আসছে সোনা!
আচ্ছা বলুন তো, যে অস্ত্র দিয়ে নীরজ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, সেটির ওজন কত! নীরজের জ্যাভেলিনের উচ্চতাই বা কত!
আচ্ছা বলুন তো, যে অস্ত্র দিয়ে নীরজ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, সেটির ওজন কত! নীরজের জ্যাভেলিনের উচ্চতাই বা কত!
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
জ্যাভেলিনের উচ্চতা ২.৬ থেকে ২.৭ মিটার পর্যন্ত। মাঝে থাকে গ্রিপ। লম্বা চেহারার জন্য নীরজ বাড়তি সুবিধা পান জ্যাভেলিন থ্রো-এর ক্ষেত্রে।
জ্যাভেলিনের উচ্চতা ২.৬ থেকে ২.৭ মিটার পর্যন্ত। মাঝে থাকে গ্রিপ। লম্বা চেহারার জন্য নীরজ বাড়তি সুবিধা পান জ্যাভেলিন থ্রো-এর ক্ষেত্রে।

সোনা জয় যেন মুড়ি-মুড়কি! অলিম্পিক্সের সর্বকালের সেরা অ্যাথলিট, জীবন্ত কিংবদন্তি

তিনি একা যে সংখ্যক পদক জিতেছেন, বিশ্বের অনেক দেশ পারেনি। এক কথায় বললে, তিনিই অলিম্পিক্সের সর্বকালের সেরা অ্যাথলিট।
তিনি একা যে সংখ্যক পদক জিতেছেন, বিশ্বের অনেক দেশ পারেনি। এক কথায় বললে, তিনিই অলিম্পিক্সের সর্বকালের সেরা অ্যাথলিট।
অলিম্পিক্স মানেই মাইকেল ফেল্পস। তিনি গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এ নামলেই যেন ম্যাজিক করেন। বিশ্বজুড়ে ৯০টি দেশের তত পদক নেই, যতগুলো জিতেছেন ফেল্পস।
অলিম্পিক্স মানেই মাইকেল ফেল্পস। তিনি গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এ নামলেই যেন ম্যাজিক করেন। বিশ্বজুড়ে ৯০টি দেশের তত পদক নেই, যতগুলো জিতেছেন ফেল্পস।
অলিম্পিক্সে একাই ২৮টি পদ জিতেছে ফেল্পস। কোনও দেশের পদক জয়ের হিসেব করলে নাইজেরিয়া জিতেছে ২৭টি পদক। সার্বিয়ার দখলে রয়েছে ২৫টি পদক।
অলিম্পিক্সে একাই ২৮টি পদ জিতেছে ফেল্পস। কোনও দেশের পদক জয়ের হিসেব করলে নাইজেরিয়া জিতেছে ২৭টি পদক। সার্বিয়ার দখলে রয়েছে ২৫টি পদক।
ত্রিনিদাদ এবং টোব্যাগো জিতেছে ১৯টি পদক। ইজরায়েলের ঘরে ১৫টি পদক। তার মধ্যে আটটি পদক জুডো ইভেন্টে।
ত্রিনিদাদ এবং টোব্যাগো জিতেছে ১৯টি পদক। ইজরায়েলের ঘরে ১৫টি পদক। তার মধ্যে আটটি পদক জুডো ইভেন্টে।
অলিম্পিক্সে মাইকেল ফেল্পস জিতেছেন ২৩টি সোনা, তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ।
অলিম্পিক্সে মাইকেল ফেল্পস জিতেছেন ২৩টি সোনা, তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ।
সব থেকে মজার ব্যাপার, অলিম্পিক্সে আর কোনও ক্রীড়াবিদ ১০টি সোনার পদক জিততে পারেনি।তাই বুঝতেই পারছেন, কেন ফেল্রসকে সর্বকালের সেরা অ্যাথলিট বলা হয়!
সব থেকে মজার ব্যাপার, অলিম্পিক্সে আর কোনও ক্রীড়াবিদ ১০টি সোনার পদক জিততে পারেনি।তাই বুঝতেই পারছেন, কেন ফেল্রসকে সর্বকালের সেরা অ্যাথলিট বলা হয়!
অলিম্পিক্সে সর্বাধিক পদকজয়ীদের তালিকায় মাইকেল ফেল্পসের পরেই রয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা। ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের অলিম্পিক্স পর্যন্ত এই জিমন্যাস্ট মোট ১৮টি পদক জিতেছিলেন। তার মধ্যে ছিল ৯টি সোনা, পাঁচটি রুপো ও চারটি ব্রোঞ্জ।
অলিম্পিক্সে সর্বাধিক পদকজয়ীদের তালিকায় মাইকেল ফেল্পসের পরেই রয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা। ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের অলিম্পিক্স পর্যন্ত এই জিমন্যাস্ট মোট ১৮টি পদক জিতেছিলেন। তার মধ্যে ছিল ৯টি সোনা, পাঁচটি রুপো ও চারটি ব্রোঞ্জ।

অলিম্পিক্সে বড় অঘটন, ভারতের মেয়ে হারাল বিশ্বের এক নম্বরকে! কুস্তিতে পদকের স্বপ্ন

প্যারিস: অলিম্পিক্সে অঘটন ঘটালেন ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে জাপানের সুসাকি ইউকে হারালেন তিনি।

এই জাপানি কুস্তিগীর ছিলেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী। এদিনের বাউট-এ তিনিই প্রথম পয়েন্ট নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ভিনেশ ফোগাট ‘দঙ্গল’-এর মতো ফিল্মি স্টাইলে জিতলেন।

আরও পড়ুন- পা টলছে ! পথচারীদের কাঁধে ভর দিয়ে পেরোচ্ছেন রাস্তা, বিনোদ কাম্বলির ভিডিও ভাইরাল

তিনি প্রথম দুটি পয়েন্ট নিয়েছিলেন, এর পর ফোগাট আরও একটি পয়েন্ট পান। বাউট ৩-১-এ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতীয় কুস্তিগীর।

—- Polls module would be displayed here —-

ভিনেশ ফোগাটের জন্য এই লড়াই কঠিন বলে মনে করা হয়েছিল। কারণ ভিনেশ ফোগাটের বিরুদ্ধে ছিলেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর। তিনি ভারতের আরেকটি পদকের আশা বাঁচিয়ে রেখেছেন।

ফোগাট পরিবারের মেয়েকে যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয়। গত দুই বছরে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। দীর্ঘদিন রেসলিং ফেডারেশনের প্রধান থাকা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন। সেই কারণে ব্রিজভূষণ শরণ সিংকেও পদ হারাতে হয়। ইতিমধ্যে তিনি সকল বাধা অতিক্রম করে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।

আরও পড়ুন- ‘শুধু চাইলে হবে না, প্লেয়ারদের আত্মসমীক্ষা প্রয়োজন’, বিস্ফোরক প্রকাশ পাড়ুকোন

প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ের পর আরও আত্মবিশ্বাসী তিনি। হরিয়ানায় তাঁর বাড়ির লোকজন এতক্ষণে নিশ্চয়ই গর্বিত বোধ করছেন। এখনও পর্যন্ত শুধুমাত্র সাক্ষী মালিকই মহিলাদের কুস্তিতে ব্রোঞ্জ পদক জিততে পেরেছেন। এবার ভিনেশ ফোগাট পদক জিতলে তা ভারতের খেলাধূলার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।

তিনি আজই ইউক্রেনের ওকসানা ভাসিলিভনা লিভাচের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবেন।

Neeraj Chopra: সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া

প্যারিস: পুরো দেশবাসীর নজর ছিল তাঁর দিকে। যাবতীয় আশা-ভরসা তাঁর দিকে। প্যারিস অলিম্পিক্সে ট্র্যাকে নেমে সেই ভরসার দাম রাখলেন নীরজ চোপড়া। টোকিওর ফর্ম ধরে রাখলেন প্যারিসে। প্রথম থ্রো-তেই ফাইনালের জন্য নিজের টিকিট পাকা করে ফেললেন ভারতের সোনার ছেলে। বুঝিয়ে দিলেন এবার সোনা জিততেই এসেছেন তিনি।

অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একাবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা। নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।

আরও পড়ুনঃ India vs Sri Lanka: হার থেকে শিক্ষা, শেষ মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল! থাকছে কোন চমক

প্রসঙ্গত, গতবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতেছিলেন নীরজ। বিগত চারবছরে আরও একাধিক ইভেন্টে নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন নীরজ। মাঝে নীরজের চোট নিয়ে একটু চিন্তা ছিল। তবে প্যারিসে শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি পুরো ফিট। আরও এক সোনার স্বপ্ন দেখছে গোটা দেশ।

Paris Olympics 2024: ‘ফেডারেশনের কাছে শুধু চাইলে হবে না, প্লেয়ারদের আত্মসমীক্ষা প্রয়োজন’, বিস্ফোরক প্রকাশ পাড়ুকোন

প্যারিস: চতুর্থ স্থান। এক্টুর জন্য হাতছাড়া পদক। প্যারিস অলিম্পিকে লক্ষ্য সেনের উপর বাজি ধরেছিলেন অনেকেই। স্বপ্ন দেখেছিলেন প্রকাশ পাড়ুকোনও। কিন্তু স্বপ্নপূরণ হল না। প্রথম সেটে জিতেও ব্রোঞ্জ মেডেল ম্যাচে হারতে হল মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে।

অলিম্পিকে লক্ষ্য সেনের মেন্টর ছিলেন প্রকাশ পাড়ুকোন। তিনি দৃশ্যতই হতাশ। অ্যাথলিটদের ব্যর্থতার জন্য, বিশেষ করে চতুর্থ স্থানে শেষ করার জন্য খেলোয়াড়দের আত্মসমীক্ষার প্রয়োজন বলে মনে করেন তিনি। পাড়ুকোনের কথায়, শুধু ফেডারেশনকে দোষারোপ করে লাভ নেই।

ঠিক কী বলেছেন প্রকাশ পাড়ুকোন? কিংবদন্তী ব্যাডমিন্টন খেলোয়াড় সাংবাদিকদের বলেন, “৬৪-তে মিলখা সিংয়ের পর ৮০-এর দশকে পিটি ঊষা, আমরা চতুর্থ স্থানে শেষ করছি। আমি মনে করি, খেলোয়াড়দেরও দায়িত্ব নেওয়ার সময় এসেছে। অন্তত এই অলিম্পিক্সে এবং আগের অলিম্পিক্সের ব্যর্থতার জন্য শুধু ফেডারেশনের ঘাড়ে দায় চাপানো যাবে না। সকলে সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বটা খেলোয়াড়ের উপরেই বর্তায়। মাঠে নেমে তাকেই পারফর্ম করতে হয়।’’

পাড়ুকোন মনে করেন, এবার আত্মসমীক্ষার সময় এসেছে। ফেডারেশনের কাছ থেকে কিছু চাওয়ার বদলে নিজেদেরকেই জয়ের পথ খুঁজে বের করতে হবে। তিনি বলেন, “খেলোয়াড়দের আত্মসমীক্ষা করা প্রয়োজন। ফেডারেশনের কাছে শুধু চাইব, এটা চলবে না। নিজেদের জিজ্ঞাসা করতে হবে, আমি কি যথেষ্ট পরিশ্রম করেছি? এখন সমস্ত খেলোয়াড়দের নিজস্ব ফিজিও রয়েছে। সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। আমার মনে হয় না অন্য কোনও দেশে এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রেও এত সুবিধা আছে।’’

কেন এত হতাশ প্রকাশ পাড়ুকোন? কারণ লক্ষ্য সেন প্রথম ভারতীয় ব্যাডমিন্টন (পুরুষ বিভাগে) খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিলেন। পদক আর তাঁর মধ্যে ছিল শুধু একটা ম্যাচের ব্যবধান। তাহলেই ইতিহাস লিখতে পারতেন লক্ষ্য।

আরও পড়ুনঃ Bangladesh: অশান্ত বাংলাদেশে আদৌ হবে মহিলা টি-২০ বিশ্বকাপ? কী জানাল আইসিসি

পাড়ুকোনের সাফ কথা, ২২ বছর বয়সী লক্ষ্যকে ব্যর্থতার দায় নিতে হবে। ঘুরে দাঁড়াতে হবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে কোর্টে। তাঁর কথায়, “আমি আর বিমল মোটেই খুশি নই। লক্ষ্য পদক জিততে পারতেন। আমি জানি অ্যাক্সেলসেন হয়ত বলবেন, লক্ষ্য পরবর্তী সেরা। কিন্তু এটা যথেষ্ট নয়। লক্ষ্যর পদক জয়ের সমস্ত সম্ভাবনা ছিল।’’

Paris Olympics-Avinash Sable: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস অবিনাশ সাবলের ! ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন ভারতীয় অ্যাথলিট

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়তে সফল আরও এক ভারতীয় অ্যাথলিট ৷ ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন অবিনাশ সাবলে ৷ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই নজির গড়তে সফল তিনি ৷ এই প্রথমবার ভারতের কোনও অ্যাথলিট ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছলেন ৷

আরও পড়ুন– পঞ্জিকা ৬ অগাস্ট; দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সোমবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ়ের রাউন্ড ওয়ান হিট টুয়ে নেমেছিলেন ভারতের অবিনাশ। তিনি ৮:১৫:৪৩ মিনিট সময়ে দৌড় শেষ করলেন। তিনটি হিট থেকে প্রথম পাঁচে শেষ করা মোট ১৫ অ্যাথলিট ফাইনালে পদকের জন্য দৌড়বেন। সোমবারের দিন ভারত অল্পের জন্য দুটি পদক পায়নি। সেই হতাশা যেন কিছুটা হলেও কাটিয়ে দিলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজের হিটে পাঁচ নম্বরে থেকে ফাইনালে চলে গিয়েছেন তিনি।

এদিকে অলিম্পিক্সে আজ, মঙ্গলবার  হকির ফাইনালে ওঠার লক্ষ্যে আজ নামছে ভারত। হরমনপ্রীত সিং-এর দলের সামনে জার্মানি। হারাতে পারলে ৪৪ বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে উঠবে ভারত। মঙ্গলবার অভিযান শুরু করছেন নীরজ চোপড়াও।