Tag Archives: Paris Olympics 2024

Indian Hockey Team: ‘চক দে ইন্ডিয়া’-র অস্ট্রেলিয়া কোচই হল বাধা! সেমিতে অমিত রোহিদাসকে পাবে না ভারত

প্যারিস: মঙ্গলবার অলিম্পিক্স হকিতে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ভারতীয় হকি দলের। এই ম্যাচে ভারতীয় দল পাবে না গুরুত্বপূর্ণ প্লেয়ার অমিত রোহিদাসকে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রেড কার্ড দেখেছিলেন অমিত। যার কারণে এক ম্যাচ নির্বাসিত করা হয় ভারতীয় তারকাকে। ভারতের তরফ থেকে শাস্তি মুকুবের আবেদন করা হলেও তা বজায় রাখল আন্তর্জাতিক হকি ফেডারেশন।

অমিত রোহিদাসের নির্বাসিত হওয়ার ঘটনায় যুক্ত রয়েছেন শাহরুখ খানের চক দে ইন্ডিয়া সিনেমার এক অভিনেতার। ওই সিনেমায় অস্ট্রেলিয়ার কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন জোশুয়া বার্ট। জোশুয়া শুধু অভিনেতা নন, তিনি আন্তর্জাতিক হকির প্রথমসারির অফিসিয়ালদের মধ্যেও আছেন। আর কাকতালীয়ভাবে অমিত রোহিদের নির্বাসন বহাল রাখার বিজ্ঞপ্তিতে সই রয়েছে সেই জোশুয়া বার্টের।

এফআইএইচ-এর বিবৃতিতে বলা হয়েছে,’৪ অগস্ট ভারত বনাম গ্রেট ব্রিটেন ম্যাচ চলাকালীন এফআইএইচ-এর আচরণবিধি লঙ্ঘনের জন্য অমিত রুইদাসকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সাসপেনশনের ফলে ম্যাচ নং ৩৫ জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে অমিত রুইদাস অংশগ্রহণ করতে পারবেন না এবং ভারত ১৫ জন খেলোয়াড়ের স্কোয়াড নিয়ে খেলবে।’

আরও পড়ুনঃ Rohit Sharma: ওডিআই খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা! কী জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক

প্রসঙ্গত, জার্মানির বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ জিততে পারলেই ভারতের ফাইনালে পৌছে যাবে। সোনা অথবা রুপো জয় নিশ্চিত হয়ে যাবে। আর সেই লড়াইতে পূর্ণ শক্তির দল নিয়েই ঝাপাতে চাইছিল ভারতীয় দল। অমিত রোহিত দাস নির্বাসিত হওয়ায় ১৬ জনের পরিবর্তে ১৫ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে। চ্যালেঞ্জ আরও কিছুটা কঠিন হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হকি টিম ইন্ডিয়া।

Paris Olympics 2024: লড়াই করেও পূরণ হল না ব্রোঞ্জের স্বপ্ন! চতুর্থর গেরোয় আটকে গেলেন লক্ষ্য সেনও

প্যারিস: লড়াই করেও পারলেন না লক্ষ্য সেন। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় তারকা শাটলারকে। প্রথম সেট জেতার পর আশা জাগালেও পরের দুই সেটে মালেশিয়ার প্রতিপক্ষ লি জি জিয়ার সঙ্গে পেরে উঠলেন না লক্ষ্য। ফলে ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে অলিম্পিক্সে পদক জেতার রেকর্ড এবারের মত অধরাই থেকে গেল লক্ষ্য সেনের। ম্যাচের সময় ডান হাতের পেশিতে টানও কিছুটা সমস্যায় ফেলে লক্ষ্যকে। খেলার ফল ২১-১৩, ২১-১৬ ও ২১-১১। চতুর্থ হলেও ভারতের প্রথম ব্যাডমিন্টন তারকা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন লক্ষ্য।

এদিন প্রথম সেট থেকেই ভারতীয় তরুণ ব্যাডমিন্টন তারকাকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়। প্রথম সেটে একপ্রকার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি লক্ষ্য সেন। শুরু থেকেই ৫-৬ পয়েন্টের ব্যাবধানে এগিয়ে ছলেন তিনি। লক্ষ্যর আক্রমণের কোনও জবাব ছিল না মালেশিয়ার প্রতিপক্ষের কাছে। প্রথম সেট শেষ করেন আরও ব্যবধান বাড়িয়ে। ২১-১৩ পয়েন্টে প্রথম সেট জেতেন লক্ষ্য।

দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ান মালেশিয়ার প্রতিপক্ষ। নিজের স্টাইল কিছুটা পাল্টে প্রতিআক্রমণের পথে হাঁটেন লি জি জিয়া। মাঝে ৩ পয়েন্ট লিডও নিয়েছিল জিয়া। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই তারকার। মাঝে জিয়াকে ধরে নিলেও পরের দিকে ফের লিড নিয়ে নেয় প্রতিপক্ষ। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট ২১-১৬ ব্যবধানে হেরে যান লক্ষ্য সেন। খেলা গড়ায় শেষ সেটে।

আরও পড়ুনঃ Gautam Gambhir: ভারতীয় দলে গম্ভীরের ফতোয়া! হিতে বিপরীত হবে না তো? জেনে নিন বিস্তারিত

তৃতীয় সেটের শুরু থেকে নিজের দাপট আরও বাড়াল জিয়া। প্রথম থেকেই বড় ব্যবধানে লিড নিয়ে নেন তিনি। সেট শুরুর দিকেই ডান হাতের পেশিতে টান ধরে লক্ষ্যর। দুবার মেডিক্যাল টিমের সহায়তাও নেন তিনি। তবে তৃতীয় সেটে কোনও লড়াই দিতে পারেননি লক্ষ্য। শেষ পর্যন্ত ২১-১১ ব্যবধানে হেরে যান লক্ষ্য সেন।

Fastest Man on Earth: ০.০০৫ সেকেন্ডে ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন আমেরিকার নোহ লাইলস, রইল মারাত্মক দৌড়ের ভিডিও

প্যারিস: আগামী ৪ বছরের জন্য পৃথিবীর দ্রুততম মানুষ- ফাস্টেস্ট ম্যান অন দ্য আর্থ-নোহ লাইলস৷   ৪ অগাস্ট শনিবার প্যারিস অলিম্পিক্সে আমেরিকার নোহ লাইলস পুরুষদের ১০০ মিটার ফাইনালে জিতলেন৷ অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ১০০-মিটার ফাইনালের মধ্যে একটিতে, জামাইকার কিসান থম্পসন রুপো পদক নিয়েছিলেন৷ অল্প মানে একেবারে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল৷ আমেরিকার ফ্রেড কেরলে ব্রোঞ্জ জিতেছেন এবং টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাকবস ল্যামন্ট মার্সেল পঞ্চম স্থানে এসেছেন।

দ্রুত গতিবৃদ্ধি এবং ফিনিশিং ক্ষমতার জন্য পরিচিত, লাইলস সোনা জেতার জন্য আশ্চর্যজনক ফিনিশ করেন৷ তিনি যে গতিতে থম্পসনকে বিট করেন মাত্র ০.০০৫ সেকেন্ডে৷

দেখুন সোনা জয়ের ভিডিও

 

০.০০৫ সেকেন্ডে হেরে  শেষ পর্যন্ত রুপোর জন্য স্থির হওয়ার ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন এবারের ১০০ মিটারের প্রতিদ্বন্দ্বিতা দেখাল এবং রেজার-পাতলা মার্জিনের উপর জোর দেয় যা স্প্রিন্টিংয়ের বিশ্বে সাফল্য নির্ধারণ করে।

আরও পড়ুন – Uric Acid Spike Age: আপনার শরীরে কি থাবা বসাতে পারে ইউরিক অ্যাসিড, জানেন মহিলা ও পুরুষদের শরীরে ঠিক কোন বয়সে থাবা বসায় এই অ্যাসিড, রইল এই হিসেবনিকেশ

এক পলকের মধ্যেই শেষ হয়ে যাওয়া একটি দৌড়ে, নোহ সোনা নিয়ে হাঁটতে ৯.৭৮৪ সেকেন্ডের ক্লক করেছিলেন। তিনি কিংবদন্তী উসেন বোল্টের ৯.৬৩ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড ভাঙতে মাত্র ০.১৬ সেকেন্ডে পিছিয়ে ছিলেন। জ্যামাইকার কিশানে থম্পসন গ্রীষ্মকালীন গেমসের ইতিহাসে সবচেয়ে কাছের ১০০ মিটার দৌড়ের এক সেকেন্ডের একটি ভগ্নাংশের ব্যবধানে পড়ে রুপো জিতলেন।

নোহের স্বদেশী ফ্রেড কেরলে তার মরশুমের সেরা সময় ৯.৮১ সেকেন্ডে ব্রোঞ্জ পদক জিতেছেন। তার জয়ের পর, জাস্টিন গ্যাটলিন ১০০ মিটার দৌড়ে ২০০৪ সালে পোডিয়ামের ফিনিশের পর থেকে নোয়াহ প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ হয়ে অলিম্পিক্সে সোনা জিতলেন৷

ক্রীড়াবিদদের ফলাফলের জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল কারণ ইভেন্টে অংশগ্রহণকারী আ টজন স্প্রিন্টারকে স্বর্ণপদকের জন্য ক্ষুদ্রতম ব্যবধানে আলাদা করা হয়েছিল। শেষ পর্যন্ত, এটি ঘোষণা করা হয় মঞ্চের শীর্ষে শেষ করতে নোহ কিশানের থেকে ০.০০৫ সেকেন্ড এগিয়ে ছিল। এই ঘোষণার পর, স্টেডিয়ামে হাজির হাজার হাজার ফ্যান গর্জে ওঠে এবং আমেরিকান স্প্রিন্টারকে করতালিতে ভরিয়ে দেয়৷

সে তার শার্ট থেকে তার নাম ছিঁড়ে বাতাসে উঁচু করে ধরেছিল। দক্ষিণ আফ্রিকার আকানে সিমবাইন আবারও একটি পডিয়াম ফিনিশ থেকে বাদ পড়েন কারণ তিনি চতুর্থ স্থানে ছিলেন। টোকিও এবং রিও অলিম্পিকে, সিমবাইন কাছাকাছি ছিল কিন্তু ইভেন্টে অলিম্পিক পদক পেতে ব্যর্থ হয়েছিল। নোয়া গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার এবং ২০০ মিটার জিতেছিলেন।

১০০ মিটারে স্বর্ণ জেতার পর, তিনি প্যারিসে ২০০ মিটার দৌড়ের ইভেন্টে তার দ্বিতীয় সোনা জিততে চাইবেন।

বাবা গরু বেচে ছেলেকে হকি কিট কিনে দেন, সেই কিংবদন্তির জন্যই ভারতের আজ জয়

প্যারিস: প্যারিস অলিম্পিক্সের হকির কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছে ভারত। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেচে ভারতীয় হকি দল।

ব্রিটেনের বিরুদ্ধে ৩৮ মিনিট ভারত ১০ জন নিয়ে যে লড়াই করল তা স্মরণীয় হয়ে থাকবে অলিম্পিক্সের ইতিহাসে। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত ও গ্রেট ব্রিটেনের গোল করেন মর্টন লি। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।

আরও পড়ুন- ক্রিকেটের ইমরান হাসমি ইনি! ভারতীয় ক্রিকেটার, এক চুমুতেই সুপার ভাইরাল

এই ম্য়াচে আবার নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন। প্যারিস অলিম্পিক্সই তাঁর কেরিয়ারের শেষ অলিম্পিক্স, একথা পিআর শ্রীজেশ আগেই জানিয়ে দিয়েছিলেন।

কয়েকদিন আগে শ্রীজেশ বলেছিলেন, আমি এই প্রজন্মের ধনরাজ পিল্লাই। একটা সময় গোটা টিম ধনরাজের জন্য মেডেল জিততে চেয়েছিল। আজ আমি কেরিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, গোটা দলের কাছে আমিই যেন ধনরাজ পিল্লাই। চতুর্থ প্রজন্মের সঙ্গে খেলছি।

—- Polls module would be displayed here —-

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। সেই দলের জয়ের সবচেয়ে বড় ভূমিকা ছিল পিআর শ্রীজেশের। তবে এবার দল আর সোনার পদক ছাড়া কিছুই ভাবছে না।

২০১৪ এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় হকি দলে ছিলেন শ্রীজেশ। ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ এফআইএইচ মেনস সিরিজ ফাইনালে সোনা জয়, ২০২২ কমনওয়েলথে ব্রোঞ্জ জয়। শ্রীজেশের কেরিয়ার সোনায় মোড়া।

আরও পড়ুন- লড়েও হার দীপিকা কুমারী, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতীয় তিরন্দাজের

কেরলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। একটা সময় তাঁর বাবা বাড়ির গরু বেচে তাঁকে হকি কিট কিনে দিয়েছিলেন। তার পরই জেদ চেপে যায় শ্রীজেশের। বাবার এই আত্মত্যাগ তিনি বিফলে যেতে দেননি।

Paris Olympics 2024 Lakshya Sen: সেমিফাইনালে গতবারের সোনাজয়ীর কাছে হার লক্ষ্য সেনের! লড়বেন ব্রোঞ্জের জন্য

প্যারিস: এক দিকে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী, অন্য দিকে প্রথম বার অলিম্পিক খেলতে নামা তরুণ তুর্কি লক্ষ্য সেন। র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ২ নম্বরে ভিক্টর অ্যাক্সেলসেন এবং ২২ নম্বরে লক্ষ্য সেন। আপাতদৃষ্টিতে লড়াই খানিকটা অসম হলেও কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই হল দু’জনের মধ্যে।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

স্টেডিয়াম জুড়ে সমর্থকদের প্রবল চিৎকারকে সঙ্গী করে প্রথম সেটে জয়ের খুবই কাছে চলে গিয়েছিলেন ভারতীয় শাটলার, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যর থেকে ম্যাচ ছিনিয়ে নেন অ্যাক্সেলসেন। ২২-২০ সেটে প্রথম সেট জিতে নেন ড্যানিশ শাটলার অ্যাক্সেলসেন।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেটে যেন খোঁচা খাওয়া বাঘের মতো অবস্থা হয় লক্ষ্য সেনের। এক সময় ৭-০ তে এগিয়ে যান লক্ষ্য। কিন্তু লিড ধরে রাখতে ভিপারেননি লক্ষ্য। দ্বিতীয় সেটেও ৭-০ থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ছিনিয়ে নেন অ্যাক্সেলসেন। ২১-১৪ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন গতবারের সোনাজয়ী শাটলার। দু’টি সেটে ভাল শুরু করেও হেরে যাওয়ায় হতাশ লক্ষ্য।

সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন লক্ষ্য সেন। সেই ম্যাচে মালয়েশিয়ার প্রতিপক্ষ জিয়া জি লির বিরুদ্ধে খেলবেন লক্ষ্য। ম্যাচ জিতে লক্ষ্যকে কুর্নিশ করেছেন অ্যাক্সেলসেন। তিনি বলেন, আগামী চার বছরে লক্ষ্য সেন অলিম্পিক্সে সোনা জেতার দাবিদার হবে।

Paris Olympics 2024: অলিম্পিক্সে বক্সিং-এ স্বপ্নভঙ্গ ভারতের, কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় লভলিনার

প্যারিস অলিম্পিক্সে আরও এক স্বপ্নভঙ্গ ভারতের। দেশের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার তাঁর থেকে আরও বেশি প্রত্যাশা ছিল। কিন্তু লড়াই করেও পারলেন না তিনি। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন লভলিনা।

এবার মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন লভলিনা বরগোহাঁই। শেষ আটের লড়াই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াইয়েকর সামনে পড়তে হবে ভারতীয় বক্সারকে তা জানাই ছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলেন না গতবারে ব্রোঞ্জ জয়ী বক্সার। লি কিয়ানের কাছে লভলিনা হেরে গেলেন ৪-১ ব্যবধানে।

বক্সিংয়ে সেমিফাইনালে উঠতে পারলেই ব্রোঞ্জ জয় নিশ্চিত ছিল। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই তিনা প্রতিপক্ষের অ্যাটাক সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় লভলিনা বরগোহাঁইকে। তাও শেষ পর্যন্ত নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। শেষ হাসি হাসেন চিনা বক্সার লি কিয়ান।

আরও পড়ুনঃ Indian Hockey Team: ১০ জনে খেলেও দুরন্ত জয়, পেনাল্টি শুটআউটে নায়ক শ্রীজেশ, ব্রিটেনকে হারিয়ে হকির সেমিতে ভারত

প্রসঙ্গত, লভলিনা হারলেও ভারতীয় হকি দল গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইালের টিকিট পাকা করল। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ফের নায়ক শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

Indian Hockey Team: ১০ জনে খেলেও দুরন্ত জয়, পেনাল্টি শুটআউটে নায়ক শ্রীজেশ, ব্রিটেনকে হারিয়ে হকির সেমিতে ভারত

প্যারিস: অলিম্পিক্সের হকিতে কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ভারতের। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারতীয় হকি দল। ব্রিটেনের বিরুদ্ধে ৩৮ মিনিট ভারত ১০ জন নিয়ে যে লড়াই করল তা স্মরণীয় হয়ে থাকবে অলিম্পিক্সের ইতিহাসে। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত ও গ্রেট ব্রিটেনের গোল করেন মর্টন লি। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ফের নায়ক শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

ব্রিটেনের বিরুদ্ধে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারতের। আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে নকআউট ম্যাচে দুই দলই রক্ষণকে মজবুত রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে। প্রথম কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ হলেও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে গোলের মুখ খোলে ভারত। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত।

প্রথম গোল করার কয়েক মুহূর্তের মধ্যে জোর ধাক্কা খায় ভারতীয় দল। ভারতের অমিত রোহিদাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ভারতীয় দল ১০ জনের হয়ে যেতেই একের পর এক আক্রমণ করে ব্রিটেন। গোল করে ব্রিটেনকে সমতায় ফেরান মর্টন লি। তৃতীয় কোয়ার্টারে সবথেকে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রিটেন। যদিও ভারতীয় দল দক্ষতার সঙ্গে একের পর এক আক্রমণ রুখে দেয়।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন প্রাণীর রয়েছে ৩টি হার্ট? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

চতুর্থ কোয়ার্টারেও ব্রিটেনের আক্রমণ বজায় থাকে। মাঝে ভারত সবুজ কার্ড দেখায় ২ মিনিটের জন্য ৯ জনে খেলে। তাও দুর্গ আক্ষত থাকে ভারতের। ম্যাচ কোনও প্রকারে পেনাল্টি শুটে নিয়ে যাওয়াই লক্ষ্য ছিল ভারতের। তা সফল হয়। আর সেখানে আরও একবার নিজের অভিজ্ঞতার পরিচয় দেন শ্রীজেশ। ভারতীয় স্ট্রাইকাররাও দক্ষতার সঙ্গে গোল করে। পেনাল্টি শুটে ৪-২ গোলে ম্যাচ জেতে ভারত। এই জয়ের ফলে শেষে চারের টিকিট পাকা করে ফেলল হকি টিম ইন্ডিয়া। আরও একটি পদক জয়ের আশায় দেশবাসী।

Paris Olympics 2024: বিচারকদের সিদ্ধান্তে অবাক নিশান্ত! শেষ আটে হেরে পদক হাতছাড়া ভারতীয় বক্সারের

প্যারিস: পুরুষদের বক্সিংয়ে ৭১ কেজি বিভাগে পদকের একদম কাছে পৌঁছেও পারলেন না নিশান্ত দেব। শেষ আটে মেক্সিকান বক্সার মার্কো ভার্দে কাছে হেরে বিদায় নিতে হল নিশান্তকে।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

এদিন শেষ আটের ম্যাচে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন নিশান্ত। তাঁর বেশ কয়েকটি পাঞ্চে বিপাকে পড়তে হয় মেক্সিকান বক্সারকে। প্রথম দুই সেটের পরে নিশান্তকে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। সেই সময় অনেকেই ভেবেছিলেন যে অলিম্পিক্সে আরও একটি পদক পেতে চলেছে ভারত।

প্রথম দুই রাউন্ডে নিশান্তকে সামলাতে বেশ বিপাকে পড়েন মার্কো ভার্দে। তবে তৃতীয় রাউন্ডে কিছুটা হলেও ম্যাচে ফেরেন মার্কো। তৃতীয় রাউন্ডে মার্কো বেশ কয়েকটি ভাল পাঞ্চ করেন, যা সামলাতে বেগ পেতে হয় নিশান্তকে। কিন্তু তখনও যথেষ্ট ভাল ভাবেই ম্যাচে ছিলেন নিশান্ত।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

কিন্তু তিন মিনিটের তিন রাউন্ড শেষে ফলাফল জানার সময় দেখা যায় ম্যাচে ৫-১ ব্যবধানে হেরে গিয়েছেন নিশান্ত। রেফারি মার্কো ভার্দের হাত তুলে ধরতেই চমকে গেলেন নিশান্ত, যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে বিচারকদের সিদ্ধান্ত তাঁর বিপক্ষে গিয়েছে। নিশান্তের হারে বক্সিংয়ে ভারতের শেষ আশা টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা। তাঁর দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।

Paris Olympics 2024: ক্যানসারকে হারিয়েছেন তাইওয়ানের শাটলার, শেষ আটে থেমেছেন লক্ষ্য সেনের কাছে

অলিম্পিক্সের ব্যাডমিন্টনে শেষ আটের প্রথম সেটে হারিয়ে দিয়েছিলেন লক্ষ্য সেনকে। ভারতীয় সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ, লক্ষ্য স্বপ্ন ভেঙে পড়ার আশঙ্কায়।
অলিম্পিক্সের ব্যাডমিন্টনে শেষ আটের প্রথম সেটে হারিয়ে দিয়েছিলেন লক্ষ্য সেনকে। ভারতীয় সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ, লক্ষ্য স্বপ্ন ভেঙে পড়ার আশঙ্কায়।
কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নেন লক্ষ্য। তিন সেটের ম্যাচে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে ম্যাচ জেতেন লক্ষ্য়। লক্ষ্যের কাছে হার মানলেও চৌ তিয়েন চেন হারিয়েছেন ক্যানসারের মতো মারণ রোগকে।
কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নেন লক্ষ্য। তিন সেটের ম্যাচে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে ম্যাচ জেতেন লক্ষ্য়। লক্ষ্যের কাছে হার মানলেও চৌ তিয়েন চেন হারিয়েছেন ক্যানসারের মতো মারণ রোগকে।
তাইওয়ানের চৌ তিয়েন চেন এক সময় বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন। হঠাৎ তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। একাধিক প্রতিযোগিতা থেকে বনাম তুলে নিতে বাধ্য হন চৌ।
তাইওয়ানের চৌ তিয়েন চেন এক সময় বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন। হঠাৎ তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। একাধিক প্রতিযোগিতা থেকে বনাম তুলে নিতে বাধ্য হন চৌ।
তবে প্রথম স্টেজে ক্যানসার ধরা পড়ায়, তিনি আশাবাদী ছিলেন আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরতে পারবেন। চলতি বছরে মাদ্রিদে এক প্রতিযোগিতা চলাকালীন এই নিয়ে মুখ খোলেন চৌ। তিনি বলেন, “যদি ধরা না পড়ত, তা হলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সেই সঙ্গে তিনি যোগ করেন, “হয়তো আমি খেলা ছেড়ে দিতে বাধ্য হতাম”।
তবে প্রথম স্টেজে ক্যানসার ধরা পড়ায়, তিনি আশাবাদী ছিলেন আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরতে পারবেন। চলতি বছরে মাদ্রিদে এক প্রতিযোগিতা চলাকালীন এই নিয়ে মুখ খোলেন চৌ। তিনি বলেন, “যদি ধরা না পড়ত, তা হলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সেই সঙ্গে তিনি যোগ করেন, “হয়তো আমি খেলা ছেড়ে দিতে বাধ্য হতাম”।
ক্যানসার ধরা পড়ার পরে, দীর্ঘ চিকিৎসা চলে তাঁর। শুধু তাই নয়, অপারেশন করে বাদ দিতে হয় কোলনের একাংশও। তবে এত ঝড়ঝাপ্টার পরেও তিনি আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরে আসেন।
ক্যানসার ধরা পড়ার পরে, দীর্ঘ চিকিৎসা চলে তাঁর। শুধু তাই নয়, অপারেশন করে বাদ দিতে হয় কোলনের একাংশও। তবে এত ঝড়ঝাপ্টার পরেও তিনি আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরে আসেন।
অলিম্পিক্সে একাধিক ম্যাচ জিতে পৌঁছে গিয়েছিলেন অলিম্পিক্সের শেষ আটেও। কিন্তু লক্ষ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হল চৌকে। ক্যানসার থেকে ফিরে চৌ তিয়েন চেন একবার বলেছিলেন, “যখনই অস্বস্তি হয়, আমি নিজেকে বলি, আমি ফিরবই”।
অলিম্পিক্সে একাধিক ম্যাচ জিতে পৌঁছে গিয়েছিলেন অলিম্পিক্সের শেষ আটেও। কিন্তু লক্ষ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হল চৌকে। ক্যানসার থেকে ফিরে চৌ তিয়েন চেন একবার বলেছিলেন, “যখনই অস্বস্তি হয়, আমি নিজেকে বলি, আমি ফিরবই”।

Paris Olympics 2024: লড়েও হার দীপিকা কুমারী, কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়

প্যারিস:  অলিম্পিক্সে ব্যর্থতা সঙ্গী হয়েছে বারবার তাও দীপিকা কুমারীর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের দিকে নজর ছিল গোটা দেশের৷ বিশ্ব আর্চারিতে একের পর এক সাফল্য এসেছে তাঁর তির- ধনুকে৷ তিনি ভারতীয় তিরন্দাজিতে গোল্ডেন গার্ল নামে পরিচিত৷  কিন্তু কোরিয়ার Suhyeon Nam-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলেন না৷

এদিনের কোয়ার্টার ফাইনালের ফল দীপিকা কুমারীর পক্ষে ২৮-২৬, ২৫-২৮, ২৯-২৮, ২৭-২৯, ২৭-২৯৷ ২-১ এগিয়ে যাওয়ার পরেও নিজের লিড ধরে রাখতে পারেননি দীপিকা কুমারী৷

আরও পড়ুন – Vastu Tips: আপনার ঘরে কি বড় বিপদের ছায়া পড়েছে? মুক্তির উপায় খুঁজছেন হন্যে হয়ে, এই গাছগুলিই বাঁচাবে

এর আগেরবারের সোনা জয়ী Suhyeon Nam- পিছিয়ে পড়লেও কখনই নিজের নার্ভ হারাননি৷ এদিকে দীপিকার ধারাবাহিকতার অভাব এদিন তাঁর সেমিফাইনালে ওঠার টিকিট পেতে দিল না৷

প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী জার্মানির মিশেল ক্রোপেনকে হারিয়েছিলেন৷ ফের একবার অলিম্পিক্সে তিরন্দাজিতে পদকের স্বপ্ন অধরাই থেকে গেল৷