Tag Archives: Password

আপনার পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কত সময় লাগতে পারে? জানলে শিউরে উঠবেন

কলকাতা: যুগ এখন ইন্টারনেটের। আমাদের প্রত্যেকেরই প্রায় একটা করে, বেশি বই কম নয়, ই-মেল আইডি থাকে। ই-মেল দিয়ে যাঁদের কাজের তেমন দরকার পড়ে না, তাঁদেরও স্মার্টফোনে গুগল ক্রোম বা অন্য ব্রাউজার ব্যবহার করতে হলে একটা ই-মেল আইডি রাখতেই হয়।

এর পরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তো আছেই। সেখানেও লাগবে ই-মেল। অনেকে ব্যাঙ্কের নানা প্রয়োজনীয় কাজ সারতে অ্যাপের সাহায্য নেন। সেখানেও লাগে ই-মেল। ডেটিং অ্যাপ? নিশ্চয়ই, ই-মেল তো লাগবেই।

আর তার মানে এই এত এত অ্যাকাউন্টের জন্য আমাদের সবার কাছেই থাকে অনেকগুলো পাসওয়ার্ড। অনেকে অবশ্য একটাই পাসওয়ার্ড দিয়ে সব অ্যাকাউন্টের কাজ চালিয়ে নেন। তবে, প্রযুক্তি এক হাতে যেমন সুবিধা বিলিয়ে থাকে, অন্য হাতে তেমনই ঘাড় ধরে প্রায় টেনে আনে উটকো বিপদও।

পোশাকি ভাষায় আমরা আজকাল একেই বলে থাকি হ্যাকিং। ম্যালওয়ার, ফিশিং- কত না তার নিত্য নতুন চেহারা। পদ্ধতি যা-ই হোক না কেন, আসল লক্ষ্য একটাই- আমাদের পাসওয়ার্ড। তার পরে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া এবং ইউজারকে পথে বসানো আর এমন কী ব্যাপার!

আরও পড়ুন- ‘কতক্ষণ’ একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে…

তার উপরে আবার আছে এথিক্যাল হ্যাকিং। মানে, হ্যাকাররা এখানে সর্বনাশ করতে নয়, তদন্তের স্বার্থে মূলত সরকারি কোনও সংগঠন দ্বারা পরিচালিত হয়ে হ্যাকিং করছে।

ব্যাপার যা-ই হোক না কেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়া কারও কাম্য নয়। এই জায়গায় এসে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে যে একজন হ্যাকারের কারও অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে পাসওয়ার্ড হ্যাক করতে কত সময় লাগে?

আইটি ফার্ম হাইভ সিস্টেমের সাম্প্রতিক সমীক্ষা যা হিসেব দিচ্ছে, তা গায়ে কাঁটা ধরানোর জন্য যথেষ্ট। তাদের দাবি, একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড। এই নিয়ে যে সমীক্ষা তারা পেশ করেছে, তার এক্স সোশ্যাল মিডিয়া পোস্ট নিচে দেওয়া হল।

আরও পড়ুন- ‘ভোল বদলে’ যাবে WhatsApp-এর! আসছে নয়া ফিচারও, জেনে নিন কী কী বদল হবে?

তাহলে সুরক্ষার উপায়?

১. ৮ সংখ্যার বদলে পাসওয়ার্ড ১৬ বা ১৮ সংখ্যায় রাখতে হবে, এটা হ্যাক করতে অনেক বছর সময় লেগে যাবে, অন্তত সেরকমই বলছে সমীক্ষা।
২. সহজে অনুমান করা যায়, এরকম পাসওয়ার্ড রাখলে চলবে না।

জন্মদিন, নিজের নাম এ সব পাসওয়ার্ড হিসেবে সেট না করাই ভাল। ৩. শক্ত পাসওয়ার্ড সেট করাই পর্যাপ্ত নয়, সঙ্গে অ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও চালু করতে হবে- এতে অনেকটা নিরাপদ থাকা যাবে।

Knowledge Story: PASSWORD-কে বাংলায় কী বলে? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই

মোবাইল,  বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট ও ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছে। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষাটাও বড় বিষয়।
মোবাইল, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট ও ডিভাইসের সুরক্ষার জন্য পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছে। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষাটাও বড় বিষয়।
সবকিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং বা অনলাইন প্রতারণাও।  পাসওয়ার্ড যত জটিল হবে, আপনার অ্যাকাউন্টও ততটাই সুরক্ষিত থাকবে।
সবকিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং বা অনলাইন প্রতারণাও। পাসওয়ার্ড যত জটিল হবে, আপনার অ্যাকাউন্টও ততটাই সুরক্ষিত থাকবে।
বিশেষজ্ঞরা সবকিছুর বছরে ২ থেকে ৩ বার পাসওয়ার্ড পরিবর্ত করতে দেন। এতকিছুর সঙ্গে ব্যবহার হলেও PASSWORD-এর সঠিক বাংলা কিন্তু অনেকেই জানেন না।
বিশেষজ্ঞরা সবকিছুর বছরে ২ থেকে ৩ বার পাসওয়ার্ড পরিবর্ত করতে দেন। এতকিছুর সঙ্গে ব্যবহার হলেও PASSWORD-এর সঠিক বাংলা কিন্তু অনেকেই জানেন না।
পাসওয়ার্ডের বাংলা ভাবতে গেলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যান। তবে এই ইংরেজি শব্দের কিন্তু বর্তমানে একাধিক বাংলা রয়েছে। যা আমরা জানার চেষ্টা করিনা।
পাসওয়ার্ডের বাংলা ভাবতে গেলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যান। তবে এই ইংরেজি শব্দের কিন্তু বর্তমানে একাধিক বাংলা রয়েছে। যা আমরা জানার চেষ্টা করিনা।
PASSWORD-এর বাংলা অর্থ হল সঙ্কেত। অনেকে একে গুপ্ত বা গোপন মন্ত্রও বলে থাকেন। এর আরও বাংলা নাম আছে। যেমন-গোপন চাবি, সাংকেতিক শব্দ, গুপ্ত মন্ত্র ইত্যাদি।
PASSWORD-এর বাংলা অর্থ হল সঙ্কেত। অনেকে একে গুপ্ত বা গোপন মন্ত্রও বলে থাকেন। এর আরও বাংলা নাম আছে। যেমন-গোপন চাবি, সাংকেতিক শব্দ, গুপ্ত মন্ত্র ইত্যাদি।
তবে একাধিক বাংলা থাকলেও আমরা আমরা কিন্তু তা ব্যবহার করি না। কারণ PASSWORD শব্দটি আমরা  ইংরেজিতে বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে থাকি।
তবে একাধিক বাংলা থাকলেও আমরা আমরা কিন্তু তা ব্যবহার করি না। কারণ PASSWORD শব্দটি আমরা ইংরেজিতে বলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে থাকি।

iPhone passcode: পাসকোড ব্যবহার করতে সাবধান! iPhone ব্যবহারকারীরা মাথায় রাখুন এই দিকগুলি

মুম্বই: iPhone চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। সারা বিশ্ব জুড়েই এমন ঘটনার কথা প্রকাশ্যে আসছে। সেক্ষেত্রে Apple-এর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কাজ করলেও তাকে বুড়ো আঙুল দেখানোর মতো প্রযুক্তিও কম নেই। কম নয় মানুষের তৈরি করা কৌশলও।

সেক্ষেত্রে দামি মোবাইলটি যেমন খোয়া যাচ্ছে, তারই সঙ্গে খোয়া যাচ্ছে আরও অনেক বেশি মূল্যবান তথ্য, ব্যাঙ্কের বিশদ, সোশ্যাল মিডিয়া— সবই। কারণ আজকাল সকলেই এই বিষয়ে স্মার্টফোনটির উপর বেশি নির্ভরশীল। iPhone-এ সাধারণত ৪ সংখ্যার পাসকোড ব্যবহার করেন সকলে। কিন্তু এই পাসকোড ক্র্যাক করে ফেলা জালিয়াতদের কাছে কোনও সমস্যাই নয়। তার ফলে ডিভাইসটির নিরাপত্তা লঙ্ঘিত হয় খুব সহজে।

আরও পড়ুনGoogle Account Hack: পাসওয়ার্ড আর লাগবে না, নিমেষে হবে গুগল অ্যাকাউন্ট হ্যাক, নিজের গোপন তথ্য বাঁচাতে যা করবেন…

তাই বারবার সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের, যাতে তাঁরা খুব সতর্ক ভাবে পাসকোড ব্যবহার করেন। শুধু তাই নয়, তাঁরা কোথায় কখন পাসকোড ব্যবহার করে ফোন খুলছেন তার দিকেও নজর রাখতে বলা হয়েছে। সব থেকে ভাল হয় যদি, এই ৪ সংখ্যার পাসকোড বদলে কোনও জটিল iPhone লক করে নেওয়া যায়। তাতে ফোন চুরি হলেও তথ্য হারানোর আশঙ্কা কমবে।

আরও পড়ুন WhatsApp ব্যবহার হবে আরও সহজ, পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচার শিখে নিন ঝটপট

iPhone-এ কম্প্লিকেটেড পাসওয়ার্ড তৈরি করা খুব কঠিন কিছু নয়। কীভাবে করতে হবে দেখে নেওয়া যাক—

-প্রথমে নিজের ফোনের Settings-এ গিয়ে Face ID & Password-এ যেতে হবে।

-তারপর Change Password।

-সেখানে নিজের পুরনো পাসওয়ার্ড দিতে হবে। তারপরেই নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে। এরপর Passcode অপশনে গিয়ে Custom Alphanumeric Code নির্বাচন করতে হবে।

-এতে ব্যবহারকারী অক্ষর, সংখ্যা, স্পেশ্যাল ক্যারেক্টার (যেমন @,#,&,! প্রভৃতি) ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ৬ থেকে ১০টি ক্যারেক্টার হতে হবে।

-এছাড়া, ফোন নিরাপদে রাখার আর একটি উপায় অবশ্যই FaceID বা TouchID ব্যবহার করা। যদি একান্তই ৪ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তাহলে নিজেকেই সজাগ থাকতে হবে। যখনই ফোন খোলা হবে তখন যেন আশপাশে অচেনা কেউ না থাকে।

 

Google Account Hack: পাসওয়ার্ড আর লাগবে না, নিমেষে হবে গুগল অ্যাকাউন্ট হ্যাক, নিজের গোপন তথ্য বাঁচাতে যা করবেন…

মুম্বই: সম্প্রতি বিভিন্ন সাইবার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন একটি নতুন হ্যাকিং পদ্ধতি নিয়ে। তাঁদের মতে, এবার থেকে হ্যাকাররা ব্যবহারকারীদের পাসওয়ার্ড ছাড়াই গুগল অ্যাকাউন্টে হ্যাক করতে পারে। ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট করেও এর হাত থেকে রেহাই পাবেন না।

নিরাপত্তা সংস্থা ক্লাউডএসইকে এই নতুন হ্যাকিং পদ্ধতি সনাক্ত করেছে। দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই সমস্যাটি প্রথম সামনে এসেছিল ২০২১ সালের অক্টোবরে একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। ওই পোস্টে এক হ্যাকার এই সম্পর্কে একটি পোস্ট করেছিল।

আরও পড়ুনWhatsApp ব্যবহার হবে আরও সহজ, পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচার শিখে নিন ঝটপট

দ্য ইনডিপেনডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন ধরনের থার্ড পার্টির সুরক্ষা দুর্বলতার কারণে কীভাবে গুগল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য আপোস করা হয়, যা ওয়েবসাইট এবং ব্রাউজার ব্যবহারকারীদের ট্র্যাক করতে ব্যবহার করা হয়।

উপরন্তু, গুগলের বিভিন্ন সাইটে কুকিজ ব্যবহারকারীদের প্রায়ই লগ ইন সম্পর্কিত তথ্য সেভ করার অপশন দেয় যাতে ব্যবহারকারীরা পুনরায় লগ ইন না করে ওই সাইটে প্রবেশ করতে পারেন। হ্যাকাররা এই ভাবেও ব্যবহারকারীদের নানা তথ্য পেয়ে থাকেন। এছাড়াও হ্যাকাররা এখন ডুয়াল-ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস করার এবং এই কুকিজ থেকে তথ্য পুনরুদ্ধার করার একটি উপায় খুঁজে পেয়েছে।

ক্লাউডএসইকের ব্লগপোস্টে উল্লেখ করা হয়েছে, “এই তথ্য সংরক্ষণ গুগলের নানা পরিষেবাগুলিতে হ্যাকারদের ক্রমাগত তথ্য অ্যাক্সেস করতে সক্ষম করে, এমনকি ব্যবহারকারীর পাসওয়ার্ড রিসেট করার পরেও এই ঝুঁকি থেকে যায়।”

আরও পড়ুনFacebook Link History: গোপনে ফোনে কী কী সার্চ করছেন ফাঁস করবে Facebook! বন্ধ করার উপায় রইল

এদিকে, দ্য ইন্ডিপেনডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে গুগল ক্রোম বর্তমানে নিজেদের সেফটি আপগ্রেড করার এবং ব্যবহারকারীদের ম্যালওয়্যারের শিকার হওয়া থেকে সুরক্ষিত করার জন্য নানা প্রয়াস চালিয়ে যাচ্ছে। দ্য ইন্ডিপেনডেন্টের উদ্ধৃত একটি গুগল সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, “আমরা নিয়মিত ভাবে এই ধরনের ঝুঁকি এবং ম্যালওয়্যারের বিরুদ্ধে ব্যবহারকারীদের সুরক্ষিত করার জন্য আমাদের সেফটি প্রসেস আপগ্রেড করছি। “

গুগল আরও জানিয়েছে যে, ব্যবহারকারীদের তাঁদের কম্পিউটার থেকে যে কোনও ম্যালওয়্যার সরানোর জন্য ক্রমাগত চেষ্টা করে যাওয়া উচিত। ফিশিং এবং ম্যালওয়্যার ডাউনলোডের বিরুদ্ধে সুরক্ষার জন্য ক্রোমে নিরাপদে ব্রাউজিং করারও পরামর্শ দিয়েছে গুগল।

 

Common Password in India: ভারতের সবচেয়ে বেশি মানুষ তাঁদের পাসওয়ার্ড কী রাখেন জানেন? গবেষণায় শোরগোল

#কলকাতা: করোনাভাইরাসের কালবেলায় ডিজিটাল দুনিয়া মানুষের জীবনের সঙ্গে আরও বেশি করে জুড়ে গিয়েছে। অনলাইন ক্লাস থেকে ওয়ার্ক ফ্রম হোম, সবের জন্যই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজকর্ম। অনলাইনে ব্যবসা, অনলাইনে কেনাকাটা থেকে অনলাইনে খাবার অর্ডার, সবেতেই ধীরে ধীরে সাবালক হয়ে উঠেছে ভারতবাসী। কিন্তু সাইবার নিরপত্তার ব্যাপারে কতটা সুরক্ষা নিই আমরা? প্রশ্নের গভীরে গিয়ে খুঁজলে অবশ্য উত্তর খানিকটা মন খারাপ করাই। নর্ডপাস-এর কথা একটি সাম্প্রতিক গবেষণায় অন্তত তেমনটাই উঠে এসেছে (Common Password in India)। জানেন কি ভারতে কী সবচেয়ে বেশি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়? (Common Password in India)

বিশ্বব্যাপী পাসওয়ার্ড ম্যানেজার নর্ডপাসের করা গবেষণায় উঠে এসেছে, ভারতে ‘পাসওয়ার্ড’ শব্দটি সবচেয়ে বেশি মানুষ নিজেদের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন (Common Password in India)। যার ফলে খুব সহজেই সেই পাসওয়ার্ড ভেঙে অনলাইন প্রতারণা করা সম্ভব হয়। প্রায় ৫০টি দেশ নিেয় এই গবেষণা চালিয়েছিল সংস্থাটি। সেখানেই ভারতের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড হিসেবে উঠে এসেছে এই পাসওয়ার্ড শব্দটি। শুধু ভারত নয়, জাপানও এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হল এই পাসওয়ার্ড শব্দটি।

আরও পড়ুন: নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির জন্য রেকিট-এর উদ্যোগে মিশন পানির মঞ্চ থেকে নেতৃত্ব দিচ্ছেন কপিল পিল্লাই!

ভারতবাসীর পছন্দের পাসওয়ার্ডের মধ্যে এরপরেই রয়েছে 12345, 123456, 123456789, 123455678, India123, 1234567890, 1234567, qwerty এবং abc123। এছাড়াও ভারতের তালিকায় রয়েছে iloveyou, krishna, sairam ও omsairam। গবেষণায় সবচেয়ে উপরে রয়েছে 12345 ও qwerty। এগুলি ভারতে নয়, গোটা বিশ্বে জনপ্রিয়। ভারতে নিজেদের প্রিয় মানুষের নামে সবচেয়ে বেশি পাসওয়ার্ড রাখার চলও রয়েছে।

আরও পড়ুন: বিশ্বব্যাপী স্যানিটেশন চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবারে ভারতের মিশন পানির মঞ্চে জ্যাক সিম!

তবে সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে হ্যাকারদের বেশিরভাগ হানার শিকার হয় আমাদের পাসওয়ার্ডগুলি। গবেষণা জানা গিয়েছে, ২০০-র মধ্যে ৬২টি পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। মাত্র এক সেকেন্ডের মধ্যে এই কাজ করতে পারে হ্যাকাররা। এ প্রসঙ্গে নর্ডপাস-এর CEO জোনাস কার্লক্লিস বলেছেন, ‘পাসওয়ার্ডের সুরক্ষার বিষয়ে সচেতন নন বেশিরভাগ মানুষ। ডিজিটাল যুগে এখন আমাদের সব কিছুই অনলাইনে প্রবেশ করেছে। সেই জায়গায় সুরক্ষিত পাসওয়ার্ড না দিলে সাইবার হানার মুখে পড়তে হবে আমাদের। এ বিষয়ে সচেতন হওয়া দরকার।’