Tag Archives: Police constable

Bihar Police Constable Exam:পুলিশ-নিয়োগ পরীক্ষাতেই নকল! ব্লুটুথ ডিভাইস-সহ আর কী কী ব্যবহার? জানলে চোখ কপালে উঠবে

পটনা: পরীক্ষাকেন্দ্রতে নকল করা তো নতুন কোনও ব্যাপার নয়৷ বরং নিত্য-নতুন নকল করার পন্থাতে চোখ কপালে ওঠার জোগাড়৷ এমনই এক অভূতপূর্ব কায়দায় নকল করা হল বিহারে৷ তাও আবার যে কোনও পরীক্ষায় নয়৷ সাক্ষাৎ পুলিশের পরীক্ষা!

তো কেমন সেই নকলের ধরন? চটির মধ্যে নাকি রাখা ছিল ব্লু টুথ ডিভাইস৷ প্রযুক্তির দুনিয়ায় কী আর নকলের জন্য কাগজ চলে নাকি৷

আরও পড়ুন: পাঁচ তলার উপর থেকে নীচে পড়ল গোল্ডেন রেট্রিভার, মৃত ১ শিশু, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

যাই হোক শেষ পর্যন্ত প্রযুক্তি আর শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি৷ রুটিন চেকেরের সময় ধরা পড়েছিল ব্লুটুথের মালিক৷

ঘটনাটি ঘটেছিল, বিহারের পাটনা জেলার দুলহিন বাজার এলাকায়৷ ৭ অগাস্ট পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়৷ আর তাতেই দু’জন ব্যক্তির স্লিপারের সঙ্গে ব্লুটুথ ডিভাইসটি কানেক্ট ছিল৷

আরও পড়ুন:ত্রিপুরায় তৈরি তাঁতসামগ্রী ব্যবহারের আহ্বান, তাঁতশিল্প প্রসারে উদ্যোগ মানিক সাহার

খোদ পুলিশের নিয়োগ পরীক্ষায়, নকল করার জন্য এই ধরনের ব্যবহার সেখানকার পুলিশ অফিসার ও পরীক্ষা কেন্দের সুপারিটেনডেন্টকে অবাক করে দিয়েছিল৷

ব্যক্তি দুটির নাম যথাক্রমে রবিশঙ্কর শর্মা ও ভিকি কুমার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শর্মা সাদওয়াহ দরওয়া গ্রামের ও কুমার পিরাহি গ্রামের বাসিন্দা৷

ভোজপুরের পুলিশ সুপার যাদব জানান,পরীক্ষার রুটিন চেক আপের সময় তাঁদের কাছ থেকে ব্লু টুথ ডিভাইসের সঙ্গে ইয়ারপিসও বাজেয়াপ্ত করা হয়েছে৷

Police Constable: পুলিশ কনস্টেবলকেই পিটিয়ে দিল মদ্যপ, কাণ্ড ভয়ঙ্কর

কলকাতা: বড়তলা থানার ডি সি মিত্র স্ট্রিটে পেট্রলিং চলাকালীন আক্রান্ত কনস্টেবল দেবাশিস মণ্ডল রাস্তায় মদ খাচ্ছিলেন এক ব্যক্তি। পুলিশের তরফে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে হাতাহাতি বচসা বেধে যায়৷

সেই সময় ওই মদ্যপ ব্যক্তি বোতল দিয়ে কনস্টেবলের মাথায় মারেন বলে অভিযোগ গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। কনস্টেবলকে আর জি কর নিয়ে যাওয়া হয়েছে৷

 

Illicit Relationship: পরকীয়ার মাশুল! মহিলা কনস্টেবলের সঙ্গে নিভৃতে হোটেলবাসের ‘শাস্তি’ হিসেবে অবসরের দোরগোড়ায় DSP থেকে কনস্টেবলে অবনতি

লখনউ: চাকরিজীবনের শেষ লগ্নে এসে পরকীয়ার মাশুল দিলেন উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি কৃপাশঙ্কর কনৌজিয়া। তিন বছর আগে এক মহিলা কনস্টেবলের সঙ্গে হোটেলবাসের সময় ধরা পড়ে যান কৃপাশঙ্কর। সম্প্রতি ৫৯ বছর বয়সি কৃপাশঙ্করকে নির্দেশ দেওয়া হয়েছে গোরক্ষপুরে প্রভিন্সিয়াল আর্মড কনস্টাবুলারি বা PAC-এর ২৬ তম ব্যাটেলিয়নে যোগ দিতে। অবসরগ্রহণের ১ বছর আগে সেখানেই কনস্টেবল হিসেবে যোগ দিয়েছেন তিনি।

বিতর্কের সূত্রপাত ২০২১-এর জুলাই মাসে। সে সময় কৃপাশঙ্কর ছিলেন উন্নাওয়ের সার্কল অফিসার। তৎকালীন পুলিশ সুপারের কাছে তিনি পারিবারিক কারণে ছুটির আবেদন করেছিলেন৷ ছুটি মঞ্জুরও হয়ে গিয়েছিল৷ কিন্তু পরে জানা যায় তিনি আদৌ বাড়িতে যাননি৷ কানপুরের কাছে একটি হোটেলে ছিলেন এক মহিলা কনস্টেবলের সঙ্গে৷ অনুসন্ধানে জানা যায় ওই কনস্টেবলের সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন কৃপাশঙ্কর৷

প্রসঙ্গত কৃপাশঙ্করের স্ত্রীর অভিযোগেই টনক নড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের৷ স্ত্রীর অভিযোগ ছিল বাড়িতে যানি কৃপাশঙ্কর৷ এমনকি, তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর শুরু হয় তল্লাশি৷

আরও পড়ুন : মোটা বেতন, প্রোমোশন, নতুন বাহন থেকে বিদেশযাত্রা! শুক্রাদিত্য রাজযোগে রথযাত্রার আগেই ভাগ্য সোনায় সোহাগা এই ৩ রাশির

তল্লাশি ও তদন্তে দেখা যায় ব্যক্তিগত এবং কর্মসূত্রে পদাধিকার বলে পাওয়া কৃপাশঙ্করের দু’টি মোবাইল ফোনই বন্ধ হয়ে আছে৷ তাতে হাল ছাড়েননি অনুসন্ধানকারীরা৷ নাম্বার দু’টি ট্র্যাক করে দেখা যায় কানপুরের একটি হোটেলের কাছে শেষ বারের মতো সক্রিয় ছিল৷ প্রাথমিক ভাবে অনুমান করা হয় তৎকালীন কৃপাশঙ্করকে অপরহরণ করা হয়েছে৷ সেই মতো সশস্ত্র পুলিশবাহিনী ওই হোটেলে অভিযান চালায়৷ সে সময়ই মহিলা কনস্টেবলের সঙ্গে সময় কাটানোকালীন অবস্থায় ধরা পড়েন কৃপাশঙ্কর৷

তিন বছর পর কৃতকর্মের ‘শাস্তি’ পেলেন কৃপাশঙ্কর৷ কর্মজীবনের শেষবেলায় পদাবনতি হয়ে অবসরের কিছু মাস আগে ডিএসপি থেকে হলেন কনস্টেবল৷ যদিও তাঁর প্রতি করা এই পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন৷ দেখা দিয়েছে বিতর্ক৷

Offbeat News: গিটারের সুরেই প্রাণের আরাম পুলিশ কনস্টেবলের! নামমাত্র পারিশ্রমিকে প্রশিক্ষণ দুঃস্থ পরিবারের শিশুদের

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: একদম স্বল্প মূল্যে গিটার বাজানোর প্রশিক্ষণ দেন পেশায় পুলিশ কনস্টেবল অয়ন দত্ত। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের বাসিন্দা অয়ন বর্তমানে রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত। তবে পেশায় তিনি পুলিশ হলেও তার প্যাশন গিটার। গিটারের প্রতি তাঁর রয়েছে এক আলাদা টান। এখনও ডিউটির ফাঁকে সময় পেলেই তিনি রীতিমতো গিটারচর্চা করেন। ছোট থেকেই তিনি শুরু করেছিলেন গিটার বাজানো। একাধিক জায়গায় তিনি গিটার বাজিয়ে অনুষ্ঠানও করেছেন। তবে পরবর্তীতে উপার্জনের তাগিদে বেছে নিতে হয়েছে চাকরি। কিন্তু চাকরি করলেও আজও তার প্যাশন গিটার।

এই প্রসঙ্গে পুলিশকর্মী অয়ন দত্ত জানিয়েছেন, তিনি দশম শ্রেণী থেকে গিটার শিখছেন। এবং এখনও পর্যন্ত যা সম্মান পেয়েছেন এই গিটারের জন্যই। সে কারণে চাকরি পাওয়ার পরও তিনি গিটার ছাড়তে পারেননি। সময় পেলেই তিনি গিটার বাজান এবং অনুষ্ঠান করেন। এখন বাচ্চাদের প্রশিক্ষণও দিয়ে থাকেন তিনি।

তিনি যখন ছুটিতে বাড়ি আসেন, সেই সময় কোনও অনুষ্ঠান থাকলেই তাঁর ডাক পড়ে। অনুষ্ঠানের কথা শুনলেই গিটার হাতে ছুটে যান তিনি। তবে অনুষ্ঠান উপার্জনের জন্য নয়। গিটারের প্রতি ভালবাসা থাকার কারণে তিনি এখনও অনুষ্ঠান থাকলে গিটার বাজান।

বর্তমানে অয়ন বাবু তার বাড়িতে একটা গিটার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন। যেখানে এখন প্রায় ৪০ জনেরও বেশি ছেলেমেয়ে গিটার শেখে। ছুটিতে বাড়ি এলেই অয়নবাবু তাদের গিটারের প্রশিক্ষণ দেন। তবে যাদের বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের মাত্র ৫০/১০০ টাকাতেই গিটারের প্রশিক্ষণ দেন তিনি।

আরও পড়ুন : প্রেমের টানে ব্রাজিল থেকে নবদ্বীপে! ভাষা বুঝতে ভরসা গুগল ট্রান্সলেটর…বাঙালি যুবক বিয়ে করবেন বিদেশিনীকে

এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, উপার্জনের জন্য তিনি চাকরি বেছে নিয়েছেন। নিজের প্যাশন ধরে রাখার জন্য তিনি এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার মতে কোনও কিছুই বিনামূল্যে শেখা যায় না। সে কারণে যাদের গিটার শেখার ইচ্ছা রয়েছে কিন্তু আর্থিক ভাবে দুর্বল তাদের তিনি ৫০-১০০ টাকার বিনিময়ে গিটার শেখান। তিনি জানিয়েছেন, গিটার প্রশিক্ষণ দিলে তাঁর সমস্ত ক্লান্তি দুর হয়ে যায়।

ডিউটির মাঝেও সময় পেলে গিটারচর্চা করেন অয়ন। আর এই কাজে তাঁকে অনেকটা সাহায্য করেন তাঁর সহকর্মীরা। তিনি জানিয়েছেন আগামী দিনেও তিনি গিটারের চর্চা চালিয়ে যাবেন। আর তার সঙ্গে থাকবে, আর্থিক ভাবে দুর্বল ছেলেমেয়েদের জন্য তাঁর সহযোগিতা। পেশায় পুলিশ কনস্টেবল কাটোয়ার অয়ন দত্তের এহেন প্যাশন এবং স্বল্পমূল্যে তার গিটার প্রশিক্ষণ দেওয়ার কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।