Tag Archives: Qatar World Cup 2022

Lionel Messi : বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, নায়ক হবেন মেসি! ভবিষ্যৎবাণী জার্মান কিংবদন্তির

#দোহা: কয়েকদিন আগেই প্রাক্তন আর্জেন্টিনার কিংবদন্তি গাবরিয়েল বাতিস্তুতা জানিয়েছিলেন কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সামনে বড় সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এবার একই কথা শোনা গেল এক জার্মান কিংবদন্তি ফুটবলারের মুখে। যুর্গেন ক্লিনসম্যান মনে করেন দোহাতে বিশ্বকাপ ফাইনালে আর কেউ নন, ট্রফি তুলবেন লিওনেল মেসি।

আরও পড়ুন – Manchester United : রোনাল্ডোকে বসিয়ে রেখে লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত জয় ম্যান ইউনাইটেডের

তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ১৯৯০ জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন ১৯৮৬ সালের পর থেকে অন্তত দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল আর্জেন্টিনার। এরমধ্যে ১৯৯০ এবং ২০১৪ ফাইনালে পৌঁছেও হেরে গিয়েছিল তারা। দুবারই বিপক্ষে ছিল জার্মানি। কিন্তু অনেকদিন পর এই আর্জেন্টিনা দলটা একটা ইউনিট হিসেবে খেলছে।

কোচ স্কালোনি বুদ্ধি করে দলটাকে তৈরি করেছেন। এমন কিছু ফুটবলার আছে যারা মেসিকে সঠিক জায়গায় বল দিতে পারেন, আবার রিটার্ন বল কাজে লাগিয়ে গোল করতে পারেন। ডি মারিয়া, লো সেলসো, মার্টিনেজ, দি পল – এই কাজটা কোপা আমেরিকায় করে দেখিয়েছেন। ২৮ বছর পর লাতিন আমেরিকার সেরা হয়েছে আর্জেন্টিনা। সেটাও টিম গেম খেলে।

ক্লিনসম্যান বিশ্বাস করেন লিওনেল মেসির মতো ফুটবলার যদি আন্তর্জাতিক ক্যারিয়ার অন্তত একটা বিশ্বকাপ না জিতে শেষ করেন, সেটা তার পক্ষে সঠিক বিচার নয়। কারণ মেসি ১০০ বছরে একটা আসে। মারাদোনার থেকে লিওনেল মেসিকে সামান্য পিছিয়ে রাখতে চান জার্মান কিংবদন্তি।

তবে জার্মানি এবার চ্যাম্পিয়ন হতে পারবে না, এ বিষয়ে সন্দেহ নেই প্রাক্তন স্ট্রাইকারের। আর্জেন্টিনার পর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে নেইমারের ব্রাজিলকেই দ্বিতীয় ফেভারিট হিসেবে দেখছেন ক্লিনসম্যান।

দীর্ঘদিন পর ইউরোপিয়ান দলের থেকে বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফেভারিট হিসেবে নামছে জানিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া এটাই সম্ভবত হতে চলেছে মেসির শেষ বিশ্বকাপ। তাই পুরো আর্জেন্টিনা দল মরিয়া হয়ে থাকবে শুধু মেসির জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিতে।

Brazil football : কুড়ি বছর পর এশিয়ার মাটি থেকেই বিশ্বকাপ জয়ের শপথ নেইমারের ব্রাজিলের

#সাও পাওলো: নেইমারের হাতে এবার ফুটবল বিশ্বকাপ উঠবে কিনা, তার উত্তর দেবে সময়। কিন্তু এটা বলতে দ্বিধা নেই এবার এশিয়ার মাটিতে হতে চলা বিশ্বকাপে ব্রাজিলের সামনে বিরাট সুযোগ আছে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। শেষবার ২০০২ সালে জাপানের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার নেইমার সেই এশিয়াতে এসেই আবার বিশ্ব জয় করতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন – ATK Mohun Bagan : রয় কৃষ্ণ, ডেভিডকে ছাড়া বড় ভুল! সমর্থকদের গালাগালি খাচ্ছেন মোহনবাগান কোচ

কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে ইউরোপে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর এ দুটি প্রীতি ম্যাচে খেলবে তিতের দল, জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে পন্ড হওয়া ম্যাচটি সেপ্টেম্বরে পুনরায় খেলার কথা ছিল ব্রাজিলের।

কিন্তু দুই দেশের ফুটবল ফেডারেশনই ম্যাচটি খেলতে অনিচ্ছা প্রকাশের পর ফিফা ম্যাচটি বাতিল করে। আগামী শুক্রবার ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ তিতে। এর আগে তিতে জানিয়েছিলেন, বিশ্বকাপ বাছাইপর্বে বেশির ভাগ ম্যাচে মাঠে নামার সুযোগ না পাওয়া খেলোয়াড়দের তিনি পরখ করে দেখতে চান।

ফ্লামেঙ্গোর ২৫ বছর বয়সী স্ট্রাইকার পেদ্রোর উদাহরণ টেনে কথাটা বলেছিলেন ব্রাজিলের এই কোচ। অর্থাৎ এ দুটি প্রীতি ম্যাচে দলে অনিয়মিত খেলোয়াড়দের পরখ করে দেখতে পারেন তিতে। বিশ্বকাপে ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডে জায়গা করে নেওয়ার এটাই সুযোগ দলে অনিয়মিত খেলোয়াড়দের।

ম্যাচ দুটো ইউরোপে হওয়ার কথা থাকলেও এখনো ভেন্যুর নাম ঘোষণা করা হয়নি। ২৩ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচে ঘানার মুখোমুখি হবে ব্রাজিল। এর তিন দিন পর তিউনিসিয়ার মুখোমুখি হবে তিতের দল। গত মাসে তিতে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ব্রাজিলের তরুণ ও উঠতি তারকাদের নিয়ে তিনি রোমাঞ্চিত।

গত মৌসুমে ভাল করা তরুণদের তিনি সুযোগ দিতে চান কাতার বিশ্বকাপে। নেইমারের ওপর চাপ কমাতে তরুণদের তুলে আনতে চান তিতে। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

লুসাইলে ২৪ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিতে মনে করেন নেইমারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কাটিয়ে উঠেছে তার দল। বিশ্বকাপে সেটাই প্রমাণ করবে সেলেকাও ব্রিগেড।

Lionel Messi : বিশ্বকাপে টিকিটের চাহিদায় শীর্ষে আর্জেন্টিনা! মেসিদের ধারে কাছে নেই অন্য দেশ

#দোহা: কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আর সেজন্যই বোধহয় বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে দলটির সমর্থকদের মাঝে আগ্রহ এবং উত্তেজনা তুঙ্গে। শুক্রবার বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

আরও পড়ুন – IND vs PAK : ফের এশিয়া কাপে পাকিস্তান হারাবে ভারতকে! খোলা চ্যালেঞ্জ সরফরাজের

আর সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিটের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকদের আবদার। ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি।

ফাইনালের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ পর্বে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে দর্শকদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া বিশ্বের শক্তিধর দুই দেশ ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপে গ্রুপ সি’তে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

ফাইনালের সবচেয়ে দামি টিকিটের দাম ১ হাজার ৬০০ ডলার—রাশিয়া বিশ্বকাপের টিকিটের প্রায় ৪৫ শতাংশ বেশি! ভারতীয় মুদ্রায় খরচ পড়বে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা। টিকিটের দামও এবার আগের চেয়ে বেশিই থাকছে। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবার টিকিটের দাম গড়ে ৩০ শতাংশ বেশি।

সবচেয়ে কম দামি টিকিট থাকছে কাতারের মানুষ এবং সেখানে কাজ করতে যাওয়া অভিবাসী শ্রমিকদের জন্য, তাঁরা গ্রুপ পর্বের ম্যাচের টিকিট কিনতে পারবেন ১০ মার্কিন ডলারে। আর্জেন্টিনার টিকিটের চাহিদা এতটাই বেশি নতুন করে টিকিট ছাপানোর কথা ভাবা হচ্ছে।

এমনকি ব্রাজিল এবং জার্মানির থেকেও মেসিদের দেখার জন্য আগ্রহ বেশি ভক্তদের। এর অন্যতম কারণ হতে পারে মধ্যপ্রাচ্যে লিওনেল মেসির জনপ্রিয়তা নেইমার, রোনাল্ডো, হ্যারি কেনদের তুলনায় অনেক বেশি।

Qatar World Cup : কাতার বিশ্বকাপে ২৪ লাখের বেশি টিকিট বিক্রি, রাস্তায় নামবে ৪ হাজার বাস

#দোহা: কাতার বিশ্বকাপ সামনেই। বাড়ছে ফিফার টিকিট বিক্রিও। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা কাল জানিয়েছে, এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, এর মধ্যে সাম্প্রতিক সময়ে বিক্রি হয়েছে ৫ লাখের বেশি টিকিট। ফিফা জানিয়েছে, গত ৫ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৫৩২ টিকিট বিক্রি হয়েছে।

আরও পড়ুন – ATKMB AFC Cup : এএফসি কাপে মোহনবাগান এবং গোকুলামের জন্য আসরে নামল কেন্দ্র সরকার

কাতার, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির নাগরিকেরা এ সময় টিকিট কিনতে সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিল-ক্যামেরুন, ব্রাজিল-সার্বিয়া, পর্তুগাল-উরুগুয়ে, জার্মানি-কোস্টারিকা এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

গত জুনে আয়োজকেরা জানিয়েছিলেন, টিকিটের চাহিদা ছিল রীতিমতো ‘রেকর্ড গড়া’, সে সময় ১২ লাখ টিকিট বিক্রি হয়। আগস্টের শেষ দিকে এসে টিকিট বিক্রির অঙ্ক দ্বিগুণের বেশি হয়েছে। সব মিলিয়ে আরও ৩০ লাখ ১০ হাজার ৬৭৯টি টিকিট বিক্রির জন্য হাতে আছে ফিফার। কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগে ‘শেষ মুহূর্তে’ এসব টিকিট ছাড়া হবে। তবে এখনো দিন-তারিখ জানায়নি ফিফা। কাতার বিশ্বকাপে দেশটিতে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম আশা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের দেশটিতে জনসংখ্যা প্রায় ২৮ লাখ। কাতারের এ আসর দিয়েই মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

গত সপ্তাহে আয়োজকেরা কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে আনেন। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। কাতারের রাজধানী দোহার রাস্তায় কাল ১ হাজার ৩০০ বাস পরীক্ষামূলকভাবে নামিয়েছেন বিশ্বকাপের আয়োজকেরা।

কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য এর আগে কখনো এত পরিবহন রাস্তায় নামানো হয়নি। আহমেদ আল ওবাইদলি বিশ্বকাপের জন্য তিন হাজার বাস কেনার কথা জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপিকে।

বিশ্বকাপের সময় কাতারের রাস্তায় চার হাজারের বেশি বাস থাকবে বলেও জানিয়েছেন তিনি। চালকের সংখ্যাও বাড়িয়ে ১৪ হাজার করা হয়েছে। বেশির ভাগ চালকই আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার। প্রতিটি বাসে পাঁচটি করে সিসিটিভি ক্যামেরা থাকবে।

FIFA World Cup, alcohol : কাতার বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের মদের চাহিদা পূরণে নতুন পরিকল্পনা ফিফার !

#দোহা: মধ্যপ্রাচ্যের অত্যন্ত রক্ষণশীল দেশ হিসেবেই পরিচিত কাতার। কয়েকদিন আগেই তারা জানিয়ে দিয়েছে স্বামী স্ত্রী ছাড়া অন্য ক্ষেত্রে যৌনতা নিষিদ্ধ। ধরা পড়লে জেল পর্যন্ত হতে পারে। তাছাড়া অ্যালকোহল পলিসি নিয়ে নতুন করে নিয়ম জারি হচ্ছে বিশ্বকাপে। শাপ মরবে অথচ লাঠিও ভাঙবে না এমন কিছু চাইছে ফিফা। কারণ এর সঙ্গে বিরাট আর্থিক চুক্তি যুক্ত।

নভেম্বরে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। ৯২ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মুসলিম অধ্যুষিত দেশে হবে ফিফা বিশ্বকাপ। কাতারে মদ বিক্রি হয়। তবে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে ফিফা ও বিশ্বকাপের আয়োজকদের পা ফেলতে হচ্ছে অনেক ভেবেচিন্তে। মাথায় রাখতে হচ্ছে ফুটবলপ্রেমীদের সুরাপ্রেম থেকে স্পনসরের জটিলতাও।

কাতারে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের বড় বড় ইভেন্ট হয়ে থাকে। তার মধ্যে অন্যতম ছিল ২০১৯ সালে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপ। তখনও বিশেষ অ্যালকোহল পলিসি তৈরি করা হয়েছিল। ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় সুরাপ্রেমীদের জন্য ড্রিঙ্কিং জোন তৈরি করা হয়েছিল দোহার কাছেই একটি গল্ফ ক্লাবে।

সেখানে মাত্র ৬ ডলার খরচ করতেই মিলেছিল বিয়ার, যার দাম শহরের নামী হোটেলগুলির তুলনায় অনেকটাই কম ছিল। এবারও সেই একই জায়গাতেই ড্রিঙ্কিং জোন তৈরির ভাবনা রয়েছে। নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ, চলবে ১৮ ডিসেম্বর অবধি। ফিফা ও আয়োজকদের আশা, ১২ লক্ষ দর্শক কাতারে যাবেন ৩২ দলের বিশ্বকাপ দেখতে।

ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ ওই মদ প্রস্তুতকারী সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিফা বিশ্বকাপে দর্শকাসনে বসে ফুটবলপ্রেমীরা বুডউইজার জিরো ও বুডউইজার পান করতে পারবেন। এতেই মনে করা হচ্ছে, দর্শকাসনে নন-অ্যালকোহলিক পানীয় পান করতে হবে ফুটবলপ্রেমীদের।

তবে স্টেডিয়ামে ঢোকার আগে বা পরে মদ কিনতে পারবেন সকলেই, কিন্তু মাঠে বসে অ্যালকোহল পান করা যাবে না। ড্রিঙ্কিং কন্টেনারের ব্র্যান্ডিং কীভাবে হবে তা নিয়েও ভাবনাচিন্তা চালাচ্ছে ফিফা। টিভি সম্প্রচারের সময় সেই কন্টেনারগুলি হাতে দেখা যাবে দর্শকদের, সেইমতো নিয়মকানুন মেনেই যাবতীয় পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে কাতারের ধার্মিক বিশ্বাসে আঘাত না লাগে এবং স্পন্সরদেরও ব্যবসায় ক্ষতি গ্রহণ করতে না হয় সেটাই দেখছে ফিফা।

Qatar Football World Cup: এসি স্টেডিয়ামে বসে দেখা হবে ফুটবল বিশ্বকাপ, কাতারে তৈরি ৮ টি এসি স্টেডিয়াম, দেখুন

#কাতার: বিশ্বকাপ (World Cup) ফুটবলের (Football)  ইতিহাসে প্রথমবার ফুটবল খেলা হবে শীতে! কারণ বিশ্বকাপের ভ্যেনু মধ্যপ্রাচ্যের আগুনে গরম দেশে৷ কাতারে জুন ও জুলাইতে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ তাই ফুটবল মহাযজ্ঞের আসর বসবে নভেম্বর -ডিসেম্বরে৷

শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ (Qatar Football World Cup) আয়োজন হলেও তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে৷ তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে৷

 আরও পড়ুন – Job Vacancy: দ্বাদশ শ্রেণী পাসেও পেতে পারেন চাকরি, ডিভিসিতে নতুন নিয়োগ, বেতন হতে পারে ৮৩,৫০০ টাকা

তারা নিজেদের আটটি স্টেডিয়ামে (Stadium) এয়ার কন্ডিশানিংয়ের (AC Stadium) ব্যবস্থা করেছে৷ ঠাণ্ডা বাতাস প্রবেশ করানো হবে স্ট্যান্ড দিয়ে পাশাপাশি নজেল দিয়ে ঠাণ্ডা করা হবে পিচ৷

 

 কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহার করে৷ যা কাতার বিশ্ববিদ্যালয়ের সাহায্যে তৈরি হচ্ছে৷ ডক্টর সৌদ আব্দুলআজিজ ঘানি কাতারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যাঁর ডাকনাম ডক্টর কুল তিনি এই পুরো বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন৷

ফিফা .কমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘এটা শুধু ঠাণ্ডা করাই নয়, তার সঙ্গে বাতাস পরিষ্কার করাও৷’’

তিনি আরও জানিয়েছেন, ‘‘আমরা দর্শকদের জন্য বাতাস পরিষ্কার করছি, উদাহরণ হিসেবে যাঁদের অ্যালার্জি আছে তাঁদের যাতে আমাদের স্টেডিয়ামে কোনও অসুবিধা না হয় যাতে তাঁরা নিঃশ্বাস নেওয়ার জন্য পরিষ্কার ও বিশুদ্ধ বাতাস পান৷ ’’

তিনি আরও বলেছেন, ‘‘ আগে থেকে ঠাণ্ডা হওয়া বাতাস গ্রিলের মধ্যে দিয়ে ঢুকবে৷ পিচের দিকে থাকবে লার্জ নজল৷ এয়ার সারকুলেশন টেকনিক ব্যবহার করে ঢোকানো হবে, কুল হওয়া বাতাস ফেরানো হবে ফের তা ঠাণ্ডা করা হবে, ফিল্টার করা হবে৷’’

‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠাণ্ডাটাকে কার্যকারীভাবে করা৷ বাইরের কোনও বাতাস স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না৷ তাই স্টেডিয়ামে সাইজ ও শেপ অনুযায়ি বাতাস ঢোকানো হবে৷ যা গরম বাতাসকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না৷

Qatar World Cup 2022: মেসি বনাম লেওয়ানডস্কি, রোনাল্ডোর সামনে সুয়ারেজ, দেখে নিন বিশ্বকাপের গ্রুপ

#কাতার: বিশ্বকাপের গ্রুপ পর্বে (FIFA World Cup 2022) কোন দল কোন দলের বিরুদ্ধে খেলবে তার রূপরেখা শুক্রবার চূড়ান্ত হয়ে গেল৷ মোট ৩২ টি দল খেলবে ফিফা বিশ্বকাপ ২০২২ -এ (FIFA World Cup 2022)৷ কাতারে নভেম্বরে আয়োজিত হবে বিশ্বকাপ৷ ২৯ টি দল শুক্রবার রাতে নিজের নিজের গ্রুপ পেয়ে গেল৷ আর তিনটি জায়গাফাঁকা রয়েছে যেখানে প্লেঅফ খেলে তিনটি দল কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মূলপর্বের টিকিট যোগাড় করে নেবে৷

গ্রুপ এ থেকে এইচ অবধি ৮ টি গ্রুপে ভাগ করা হয়েেছে ৩২ টি দলকে৷

আরও পড়ুন – IPL 2022: একের পর এক ছক্কা! ‘মাসল রাসেল’-এ খড়কুটোর মতো উড়ে গেল পঞ্জাব, দেখুন

গ্রুপ এ (Group A):  কাতার (Qatar), ইকুয়েডর (Ecuador),  সেনেগাল (Senegal), নেদারল্যান্ডস (Netherlands)

গ্রুপ বি (Group B): ইংল্যান্ড (England), ইরান (Iran),  আমেরিকা (USA), ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (Wales/Scotland/Ukraine)

গ্রুপ সি (Group C):  আর্জেন্টিনা (Argentina), সৌদি আরব (Saudi Arabia), মেক্সিকো (Mexico) , পোল্যান্ড (Poland)

গ্রুপ ডি (Group D): ফ্রান্স (France), পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি (Peru/Australia/UAE), ডেনমার্ক (Denmark), টিউনিশিয়া (Tunisia)

গ্রুপ ই (Group E): স্পেন (Spain), কোস্টারিকা /নিউজিল্যান্ড (Costa Rica /New Zealand), জার্মানি (Germany), জাপান (Japan)

গ্রু এফ (Group F): বেলজিয়াম (Belgium), কানাডা (Canada), মরোক্কো (Morocco) , ক্রোয়েশিয়া  (Croatia)

গ্রুপ জি (Group G): ব্রাজিল (Brazil),  সাইবরিয়া (Serbia), সুইৎজারল্যান্ড (Switzerland), ক্যামরন (Cameroon)

গ্রুপ এইইচ (Group H): পর্তুগাল (Portugal), ঘানা (Ghana), উরুগুয়  (Uruguay), দক্ষিণ কোরিয়া  (South Korea)

এদিকে গ্রুপ বিভাগের দিকে চোখ রাখল একটাই গ্রুপ দুই হেভিওয়েট রয়েছে তারা হল স্পেন ও জার্মানি৷ অন্যদিকে লিওনেল মেসির গ্রুপেই রয়েছে লেওয়ানডস্কির পোল্যান্ড৷ এদিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উরুগুয়ে৷ অর্থাৎ গ্রুপ পর্বই মুখোমুখি হবে সুয়ারেজ ও রোনাল্ডো৷ ব্রাজিলের গ্রুপে সাইবেরিয়া, ক্যামেরন ও সুইৎজারল্যান্ড৷