Tag Archives: Raigunj

Raigunj: পাউডার দিয়ে সোনা চকচকে করাচ্ছেন? সাবধান! আপনার সোনা গায়েব হতে সময় লাগবে না

কখনও পাউডার বিক্রি করার নামে, কখনও বা পারফিউম বিক্রি করার নামে দিনে দুপুরে বিভিন্ন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের প্রায় দিনই ঘুরে বেড়াতে দেখা যায় গৃহস্থের বাড়িতে-বাড়িতে। এই সমস্ত অজ্ঞাত মানুষদের বাড়িতে ঢুকতে দিলেই হতে পারে বিপত্তি। জেলা প্রশাসন থেকে বারবার করে সচেতন করা হলেও মানুষ একই ভুল করে যাচ্ছেন।

TMC: রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় চমক তৃণমূলের, এবার কি পাশা পাল্টে দেবেন কৃষ্ণ?

রায়গঞ্জ: রায়গঞ্জ বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রচারে ঝড় তুললেন। এরই মাঝে শুরু হয়েছে গুঞ্জন। কারণ একটাই, লোকসভা নির্বাচনের সময় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী যখন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাসের ২৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন, সেই সময় দেখা যায়নি সন্দীপ বিশ্বাসকে। বুধবার বিধানসভা উপনির্বাচনে যখন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সেই ২৩ নম্বর ওয়ার্ডে গিয়ে প্রচার শুরু করেন তখন দেখা যায় সন্দীপ বিশ্বাসকে এগিয়ে আসতে কৃষ্ণ কল্যাণীর পাশে। যার ফলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যায়। সকলকে বলতে শোনা যায় এইভাবে ঐক্যবদ্ধভাবে যদি মাঠে ময়দানে নেমে একসঙ্গে কাজ করা যায়, তাহলে কোনও শক্তি এবার বিধানসভা উপ নির্বাচনে তৃণমূলের জয়কে আটকাতে পারবে না।

কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তেইশ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দিলেন বিধানসভা উপনির্বাচনে তার প্রচার। এদিন দেওয়াল লিখনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখা যায় পৌর প্রশাসক তথা সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতেও। পুজো দেওয়ার পর লোকসভা নির্বাচনের মতো করেই প্রচার করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সাধারণ মানুষের সামনে গিয়ে।

আরও পড়ুন: ‘লিখে দিচ্ছি এবার NDA সরকার…’ ভোট মিটতেই বিস্ফোরক প্রশান্ত কিশোর! করলেন বিরাট ঘোষণা

এরপর সাংবাদিকদের কাছে মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানান আজ থেকে বিধানসভা উপনির্বাচনের প্রচারের ডঙ্কা আমাদের বেজে গেছে। আমরা শুরু করলাম প্রচার রায়গঞ্জের ২৩ নম্বর ওয়ার্ড থেকে। তিনি বলেন, তার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন মানস ঘোষ, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর স্নেহধন্য হওয়ায় তারা আশঙ্কা করছেন বিগত দিনের যখন তৃণমূল কংগ্রেসের ছিলেন শুভেন্দু অধিকারী, তখন তিনি উত্তর দিনাজপুর জেলার অবজারভার ছিলেন, আর তখন যেভাবে লুটপাটের রাজনীতি করে মানুষকে আকৃষ্ট করে দিয়েছিলেন। আজ তেমনটাই তিনি করতে চেয়েছেন। তাই তার স্নেহধন্য মানুষ ঘোষকেই প্রার্থী করেছেন তিনি। তবে তিনি বলেন সমগ্র রায়গঞ্জবাসী যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যেভাবে উৎসাহ সহকারে, জাহির করছেন তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালফল করবে।

—- পিয়া গুপ্তা

Car Accident: মেয়ের শ্বশুরবাড়িতে বিবাদ মেটাতে যাওয়াই কাল! পথদুর্ঘটনায় সব শেষ… লরি-সুমোর সংঘর্ষে চরম পরিণতি পরিবারের

রায়গঞ্জ: মেয়ের পারিবারিক সমস্যা মেটাতেই রওনা দিয়েছিল পরিবার। কিন্তু পথেই সব শেষ! টাটা সুমো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত চারজন, আহত আরও ছ’জন। মৃত ব্যক্তিদের একজনের নাম অলোক মণ্ডল, আরও তিন জন প্রাণ হারিয়েছেন। বাকি আহতদের আশঙ্কাজজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটি কাঠিয়ারের বাঙ্গার মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লরি ও টাটা সুমোটিকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাটোল গ্রাম পঞ্চায়েতের রাজকুমার সরকারের মেয়ে ঝুম্পা সরকারের পারিবারিক সমস্যা মেটাতে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর দোলগাঁও গ্রামে একটি টাটা সুমো করে রাজকুমার সরকার ও তাঁর স্ত্রী দুলালী সরকার, জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের সদস্য মানস সরকার-সহ গ্রামের প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, সঞ্জয় মন্ডল ও দুলারানী সরকার এঁদের নিয়ে ওই সমস্যার সমাধান করতে যাচ্ছিলেন। তাঁদের টাটা সুমোটি ভিটি কাঠিয়ারের বাঙ্গার মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে পৌঁছাতে উল্টো দিক থেকে আশা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

এই সংঘর্ষে টাটা সুমোতে থাকা সবাই গুরুতর আহত হন। খবর পেয়ে কথা ছুটে আসে রায়গঞ্জ থানা পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে তড়িঘড়ি গুরুতর আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: মাঠে তারকা, গ্যালারি ফাঁকা! বেঙ্গল Pro T-20 লিগ উদ্বোধনী অনুষ্ঠানে জিৎ-রুক্মিণী-নুসরত

তাঁদের মধ্যে অলোক মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে ছুটে আসে আত্মীয় পরিজনেরা। দেবাশিস মণ্ডল নামে একজন বলেন, “পারিবারিক সমস্যা মেটাতে আমার কাকা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আরও কয়েকজন গ্রামের লোকজনকে নিয়ে সমস্যা মেটাতে যাচ্ছিল। যাওয়ার পথে লড়ির সঙ্গে কাকাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।”

মলয় সরকার নামে অন্য একজন জানিয়েছেন, একই গ্রামের ৯ জন এবং ড্রাইভার মিলে হরিরামপুর যাচ্ছিলেন পারিবারিক বিবাদের সমস্যার সমাধান করতে। যাওয়ার পথে তাঁদের গাড়িটি একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

অন্যদিকে দুই নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ বর্মণের বয়ান, “আমারই গ্রামের একজনের মেয়ের শ্বশুরবাড়ির সমস্যা সমাধান করতে যাচ্ছিল হরিরামপুরে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ছ’জনের অবস্থা গুরুতর ও চারজনের মৃত্যু হয়।

মুক্তা সরকার

Raigunj: মাত্র ৪৫ সেকেন্ড! গোটা রায়গঞ্জ জুড়ে শোরগোল ফেলে দিল মোদি-কার্তিক কথোপকথন

উত্তর দিনাজপুর: ৪৫ সেকেন্ড জুড়ে একটি কথোপকথন আর সেটা নিয়েই এখন গুঞ্জন চারিদিকে। ৪৫ সেকেন্ড জুড়ে কী কথা হল নরেন্দ্র মোদি ও কার্তিকের মধ্যে ? এই নিয়েই এখন শোরগোল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী, সমর্থক এবং আমজনতার মধ্যে। প্রখর রোদকে উপেক্ষা করে জেলার সাতটি বিধানসভা কেন্দ্র থেকে যখন প্রচুর মানুষ ভরা মঞ্চের সামনে যখন অপেক্ষা করছে, ঠিক তখনই মোদি ও কার্তিকের ‘গোপন’ কথা আগামী দিনে কতটা ম্যাজিকের আকার ধারণ করবে তা সময় কথা বলবে।

মঙ্গলবার তখন ঘড়িতে বাজে তখন বিকাল চারটে। মঞ্চে তখন হাজির বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার থেকে আরম্ভ করে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল সহ রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব। ঠিক তখনই অপেক্ষমান জনতার সামনে মঞ্চে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সকলদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে এবং করজোড়ে প্রণাম নিবেদন করেন প্রধানমন্ত্রী। আর তখন মোদি মোদি আওয়াজ যেন ফেটে পড়ে সর্বত্র।

এরপর তিনি মঞ্চে অন্যান্যদের মতো গিয়ে বসলেন ঠিক যেখানে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বসেছিলেন, একেবারে তার পাশের চেয়ারে। এরপর হঠাৎই দেখা গেল মোদিকে বিজেপি প্রার্থী কার্তিকের পিঠে হাত চাপড়াতে। তিন তিন বার যখন তিনি প্রার্থী কার্তিক চন্দ্র পালের পিঠ চাপড়ালেন, তখন যেন মনে হচ্ছিল কার্তিক চন্দ্র পালকে আবেগে উৎফুল্ল হয়ে যেতে। এরপর তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে। পরে হঠাৎই প্রধানমন্ত্রীকে দেখা গেল কানে কানে কার্তিক চন্দ্র পালের দিকে কিছু কথা বলতে। আর প্রধানমন্ত্রীর কথার বেশ ভাল ভাবেই উত্তরও দিতে দেখা গেল কার্তিক বাবুকে।

আরও পড়ুন: সকালে সবাই কাজে বেরচ্ছিল, হঠাৎ ঘটল আরমেরো ট্র্যাজেডি! মুহূর্তে মৃত্যু ২৩ হাজার মানুষের!

সকলের প্রশ্ন, কী বললেন প্রধানমন্ত্রী প্রার্থী কার্তিক চন্দ্র পালকে? বিশ্বস্ত সূত্রে জানতে পারা গিয়েছে, প্রধানমন্ত্রী নাকি কার্তিক বাবুকে প্রশ্ন করেন, ”আপনার এলাকার পরিস্থিতি কেমন এবং আপনি কতটা আশাবাদী?” এর উত্তরে কার্তিক বাবু বলেন, ”আমার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গার মানুষ আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সকলেই আপনার জন্য পাগল হয়ে রয়েছে আজকের দিনে আপনাকে দেখতে।”

পরের উত্তরে কার্তিকবাবু নাকি বলেন, ”এই আসনে বিজেপি জয়লাভ করে আপনাকে আমরা উপহার দেব। আমি আপনাকে ১০০ শতাংশ নিশ্চিত করছি।” এটা বলার পর আবারও কার্তিক বাবুর পিঠ চাপড়িয়ে তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী স্বয়ং। তবে যাই হোক না কেন, রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া মাঠে লাখ লাখ মানুষের জনসমক্ষে মোদি কার্তিকের ম্যাজিকে ভর করে ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়বে, তা আগামী ৪  জুন ভোট বাক্স খুললেই বোঝা যাবে ।

—– পিয়া গুপ্তা