Tag Archives: MK Stalin

Lok Sabha Election Results 2024: জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনের, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লি: সোমবারই লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তাই সরকার গড়ার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে। সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন: সরকার গড়ার প্রচেষ্টা নয়, বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট

 ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। অন্য দিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনও চেষ্টাই করবে না, বরং বিরোধীদের ভূমিকা পালন করবে। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে পাশে নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করে বিজেপি। তাই সরকারকে গড়বে সেই নিয়ে আপাত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। তার পরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি?

যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স হ্যান্ডল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন। সেই সঙ্গে লিখেছেন, “করুণানিধির দীর্ঘ দিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হল। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি, সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছাপ্রকাশ করেছি”। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন”।

অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎই বলেছেন, কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময়ই দেবে।

Mamata Banerjee Rajinikanth: চেন্নাইতে মমতা-রজনীকান্ত সাক্ষাৎ! ২০২৪ এর আগে নয়া রাজনৈতিক সমীকরণ দক্ষিণে? জল্পনা তুঙ্গে…

#চেন্নাই: দক্ষিণভারত সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাঁর সঙ্গে মুখোমুখি দক্ষিণের সুপারস্টার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রজনীকান্ত। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা চলে বৃহস্পতিবার। রাজ্যপাল লা গনেশনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রজনীকান্ত। সেখানেই দুজনের মুখোমুখি সাক্ষাৎ। আর এই সাক্ষাৎ ঘিরেই বাংলা তথা দক্ষিণের রাজনীতিতে নয়া চর্চা শুরু।

রজনীকান্তকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখোমুখি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় রজনীকান্তকে তাঁর শারীরিক কুশল জানতে চান। রজনীকান্তও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের ঘিরে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলেরই আগ্রহ তুঙ্গে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রজনীকান্তের সাক্ষাৎ নিয়ে দক্ষিণের রাজনীতিতে শুরু হয়েছে নয়া চর্চা।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে অ বিজেপি বা বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : পরনে লাল স্কার্ট-কালো টপ, গতকালের ম্যারাথন জেরার পর ফের আজ দিল্লিতে ইডি দফতরে অনুব্রতর ‘সুকন্যা’

বৈঠকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দাবি করলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক হবার বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েই মূলত এই বৈঠক ছিল গতকালকে বলেই দাবি রাজনৈতিক মহলের।

আজ ফের রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে স্ট্যালিন-মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন আরও একবার। দুজনের মধ্যে ফের শুভেচ্ছা বিনিময় হয় রাজ্যপালের এই অনুষ্ঠানে। গত কালের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নয়া চর্চা শুরু করে দিল। যদিও দুপক্ষের তরফে এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দাবি করা হচ্ছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়