Tag Archives: Rakta Palash

Purulia Tourism: আগুনরাঙা পলাশের ছোঁয়ায় চলুন ক’দিন মেতে উঠি

পুরুলিয়া: দোল চলে গেলেও পুরুলিয়া জুড়ে ছড়িয়ে আছে বসন্তের আমেজ। আগুন রাঙা পলাশের ছোঁয়ায় রঙিন মানভূম। এই সময় বহু মানুষ বসন্তের আমেজ উপভোগ করতে পুরুলিয়ায় ছুটে আসেন। সকলেই যে শুধুমাত্র দোলের দিন আসেন তা নয়, তারপরেও অনেকে ঘুরতে আসেন।

আর‌ও পড়ুন: আদিবাসীদের দোল কেমন হয়? বাহা উৎসবের মন ভাল করা ভিডিও দেখুন

পুরুলিয়া জেলাজুড়ে দু’দিনব্যাপী চলল বসন্ত উৎসব। হোটেল, রিসোর্ট, হোম-স্টে, নেচার ক্যাম্প বিভিন্ন জায়গাতেই দু-দিন ব্যাপি বসন্ত উৎসব পালিত হয়। পর্যটক সহ জেলার মানুষেরা এই উৎসবের আনন্দে মেতে ওঠেন। এই জেলার বসন্ত উৎসবের চেহারাটা অনেকটাই অন্যরকম। এখানে বসন্ত উৎসবে জেলার শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়।

ছৌ নাচ, আদিবাসী নৃত্য, ঝুমুর, নাচনি নাচ, বাউল গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। শুধুমাত্র দোল নয়, হোলির দিনেও এখানে পালিত হযযল বসন্ত উৎসব। এক কথায় পুরুলিয়ার বসন্ত উৎসবের রূপ একেবারেই ভিন্ন। ‌ কারণ এখানে বসন্তের পলাশ উৎসব পালিত হয়। এমনকি একেবারেই ভেষজ আবির দিয়ে এখানে বেশিরভাগ জায়গায় বসন্ত উৎসব পালিত হয়েছে। ‌

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তাই দোল চলে গিয়েছে বলে আপনি যদি ভাবেন পুরুলিয়ায় ঘুরতে এসে আর লাভ নেই তবে ভুল করবেন। এই বসন্তকালে পুরুলিয়ার যে রূপ তা থেকে চোখ ফিরিয়ে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।

শর্মিষ্ঠা ব্যানার্জি