Tag Archives: Rathyatra 2024

Rathyatra Special Trains: রথযাত্রায় পুরী যাবেন? চিন্তা করবেন না! স্পেশ‍্যাল ট্রেন চালাচ্ছে রেল

শিয়ালদহ: আসন্ন রথযাত্রা উৎসবের উপলক্ষে, পূর্ব রেলওয়ে শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন চালাবে যাতে এই জনপ্রিয় উৎসবটি  উদযাপনের জন্য ভ্রমণকারী বর্ধিত সংখ্যক যাত্রীদের থাকার ব্যবস্থা করা যায়। রথযাত্রা চলাকালীন, ভগবান জগন্নাথ তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে তাঁর ঐশ্বরিক অস্ত্র সুদর্শনচক্র নিয়ে একটি ঐশ্বরিক যাত্রায় বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙা, মৃত একাধিক পশু, সাঁতরে আপ্রাণ বাঁচার চেষ্টা অবলাদের

রথযাত্রা ওড়িশার অন্যতম জনপ্রিয় উৎসব, যা সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে যারা এই শুভ অনুষ্ঠানটি উদযাপন করতে একত্রিত হয়। এই দুটি বিশেষ ট্রেনের মাধ্যমে অতিরিক্ত ৮৩০০ টি বার্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে যা ভ্রমণকারীদের যাত্রার সহায়ক হবে ।  ০৩১০১  শিয়ালদহ – খুরদা রোড স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে শিয়ালদহ থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং একই দিনে সকাল ০৮:৩০ টায় খুরদা রোডে পৌঁছবে । ০৩১০২ খুরদা রোড – শিয়ালদহ স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০ টায় (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন  ০২:০০ টায়  (রাত ২টো ) শিয়ালদহ পৌঁছবে।  ট্রেনটি আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে উভয় যাত্রাপথেই  থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের  ব্যবস্থা থাকবে।

০৩৪১৯ মালদা টাউন – মালতীপতপুর স্পেশ‍্যাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায়  ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ টায় (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছাবে ।  ০৩৪২০ মালতীপতপুর – মালদা টাউন স্পেশ‍‍্যাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০ টায় মালতীপতপুর থেকে ছাড়বে ও ট্রেনটি  একই দিনে ২৩:৪৫ টায় (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে।  ট্রেনটি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে উভয় যাত্রাপথেই  থামবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের  ব্যবস্থা থাকবে। ০৩১০১ শিয়ালদহ-খুরদা রোড স্পেশাল এবং ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর  স্পেশ‍্যালের বুকিং পাওয়া যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে।

Rathyatra Rituals: রথযাত্রায় আতপচাল, কড়ি, তুলসিপাতা দিয়ে করুন এই কাজ! টাকার বৃষ্টিতে টের পাবেন না অভাব

চলছে আষাঢ়মাস। আগামী ৭ জুলাই পালিত হবে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব।
চলছে আষাঢ়মাস। আগামী ৭ জুলাই পালিত হবে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব।

 

রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের পথ সুগম হয়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের পথ সুগম হয়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

এই তিথিতে ভোরে স্নান সেরে নিন কোনও পুণ্যনদীতে৷ স্নানের সময় জলে কিছু নিমপাতা ফেলে দিন৷ তাহলে জীবন থেকে দূর হবে নেগেটিভ এনার্জি৷
এই তিথিতে ভোরে স্নান সেরে নিন কোনও পুণ্যনদীতে৷ স্নানের সময় জলে কিছু নিমপাতা ফেলে দিন৷ তাহলে জীবন থেকে দূর হবে নেগেটিভ এনার্জি৷

 

বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বা ছবি থাকলে সেখানে রথযাত্রা তিথিতে সাজিয়ে তুলুন সাদা ও হলুদ ফুলে৷ লেপন করুন শ্বেতচন্দন৷
বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বা ছবি থাকলে সেখানে রথযাত্রা তিথিতে সাজিয়ে তুলুন সাদা ও হলুদ ফুলে৷ লেপন করুন শ্বেতচন্দন৷

 

মনস্কামনা পূর্ণ করার জন্য জগন্নাথের আসনে নিবেদন করুন ১১ রকম ফুল, ১১ রকম ফল৷ একটি হলুদ কাপড়ে মুড়ে ১১ টি কয়েন বা কড়ি রেখে দিন জগন্নাথের আসনে৷
মনস্কামনা পূর্ণ করার জন্য জগন্নাথের আসনে নিবেদন করুন ১১ রকম ফুল, ১১ রকম ফল৷ একটি হলুদ কাপড়ে মুড়ে ১১ টি কয়েন বা কড়ি রেখে দিন জগন্নাথের আসনে৷

 

কড়ি বা কয়েনে কেশরের টিপ দিতে ভুলবেন না৷ পরে ওই কড়ি হলুদ কাপড়ে মুড়ে রাখুন আলমারির লকারে যেখানে টাকা-গয়না রাখেন, সেখানে৷
কড়ি বা কয়েনে কেশরের টিপ দিতে ভুলবেন না৷ পরে ওই কড়ি হলুদ কাপড়ে মুড়ে রাখুন আলমারির লকারে যেখানে টাকা-গয়না রাখেন, সেখানে৷

 

জগন্নাথদেবের বিগ্রহের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ লক্ষ রাখতে হবে যাতে সেটি নিভে না যায়৷
জগন্নাথদেবের বিগ্রহের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷ লক্ষ রাখতে হবে যাতে সেটি নিভে না যায়৷

 

বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকলে তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপচাল, দুটো কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েন৷
বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকলে তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপচাল, দুটো কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েন৷

 

১০৮ টি বা ৫৪ টি তুলসিপাতার মালা তৈরি করুন৷ তবে তুলসিপাতা ছিদ্র করে মালা গাঁথবেন না৷ তুলসিপাতার বৃন্ত একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন৷
১০৮ টি বা ৫৪ টি তুলসিপাতার মালা তৈরি করুন৷ তবে তুলসিপাতা ছিদ্র করে মালা গাঁথবেন না৷ তুলসিপাতার বৃন্ত একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন৷

 

রথযাত্রায় যথাসম্ভব দানধ্যান করুন৷ এই তিথিতে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ৷
রথযাত্রায় যথাসম্ভব দানধ্যান করুন৷ এই তিথিতে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ৷

Rath Yatra: মুর্শিদাবাদের জগন্নাথ পাড়ি দিচ্ছেন বিদেশে! অবাক করা সৃষ্টি জেলার শিল্পীর

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ থেকে ভিনদেশে রওনা দিচ্ছেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ। জেলার রঘুনাথগঞ্জ দুই নং ব্লকের অন্তর্গত তেঘরিয়া অঞ্চলের বাসিন্দা বাপ্পা দাস কাঠ দিয়ে তৈরি করেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তাঁর তৈরী এই মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দেয় বিদেশের বিভিন্ন জায়গায়। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই প্রভুর রথযাত্রা উৎসব।

জগন্নাথ দেবের এই উৎসবকে ঘিরে মেতে ওঠেন আপামর দেশবাসী। শ্রীক্ষেত্রের জগন্নাথ দেবের মতোই বিখ্যাত ও প্রাচীন এই রাজ্যের মাহেশের রথযাত্রা। এছাড়াও রয়েছে বিভিন্ন এলাকার রথযাত্রা। কাঠের জগন্নাথকে নিয়ে বিভিন্ন জায়গাতেই ছোট ছোট রথের দড়িতে টান পড়ে। বিভিন্ন বাড়িতেও চলে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা। মুর্শিদাবাদের বাপ্পা দাসের তৈরি বলরাম সুভদ্রা সহ মহাপ্রভুর কাঠের জগন্নাথ দেব যেন প্রাণ পেয়ে থাকেন এই সময়। কাঠ কেটে বিভিন্ন সাইজের জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করে চলেছেন তিনি। পনেরো বছর বয়স থেকে জগন্নাথের মূর্তি তৈরীতে হাতেখড়ি। প্রথম প্রথম দেখে দেখে জগন্নাথের মূর্তি তৈরি করতেন। এখন আর দেখতে হয়না। ভক্ত কে দিয়ে ভগবান যেন নিজেই তৈরী করিয়ে নেন তাঁর মূর্তি। প্রভু নিজেই যেন প্রাণ দেন দারুমূর্তিতে।

আরও পড়ুনBengal Best Health Center: সেরার সেরা পুরস্বাস্থ্য কেন্দ্র! গর্বে বুক ফুলে উঠবে, কোন শহর পেল এই সম্মান? আপনি জানেন?

বাপ্পা দাসের কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা বর্তমানে পাড়ি দিচ্ছে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া নেপাল মালয়েশিয়া বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই কাজে বাপ্পা দাসকে সাহায্য করেন স্ত্রী অঙ্কিতা। জগন্নাথ এর বিভিন্ন পোশাক তৈরি করে দেন বাপ্পা দাস। বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাস থেকে শুরু করে রথযাত্রার পর্যন্ত প্রচুর বায়না থাকে এই মূর্তি তৈরি করার। বাপ্পা দাস জানিয়েছেন, ২০০৯ সাল থেকে আমি জগন্নাথদেবের সেবা করে চলেছি। প্রথমে একটি শিশু কাঠ নিয়ে আমি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করি। তারপর থেকে এখনো চলছে। মুর্শিদাবাদ জেলা থেকে এই জগন্নাথ দেব বিভিন্ন দেশে পাড়ি দেন। এর ফলে বিদেশের ভক্তরাও জগন্নাথ দেবকে পাচ্ছেন। পাশাপাশি কাজের নিরিখে রোজগারও চলছে।

কৌশিক অধিকারী

Bipattarini Vrat Date & Time 2024: বিপত্তারিণী পুজো কবে? জানুন ব্রতপালনের তিথি, দিনক্ষণ ও শুভ সময়

চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত। বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে যায়।
চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হল বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত। বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরে। লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে যায়।

 

আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷
আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷

 

এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷
এ বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার৷

 

বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷
বিপত্তারিণী ব্রতপালনের দ্বিতীয় দিনটি হল ১৩ জুলাই, শনিবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ়, শনিবার৷

 

বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷
বিপত্তারিণী দেবীর পুজোয় ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷

 

বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷ প্রচলিত বিশ্বাস, বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার থেকে বাধা বিঘ্ন ও অশান্তি দূর হয়। বিপদ কেটে আসে সুসময়।
বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷ প্রচলিত বিশ্বাস, বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার থেকে বাধা বিঘ্ন ও অশান্তি দূর হয়। বিপদ কেটে আসে সুসময়।