Tag Archives: RG Kar Hospital

RG Kar Case-CBI: বারবার পড়েছেন সিবিআই জেরার মুখে, আরজি কর কাণ্ডে সেই দেবাশিস সোমের বড় বিপদ! রবি সকালেই বিরাট ঘটনা

কলকাতা: আচমকা গুরুতর অসুস্থ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম। বর্তমানে অতি সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। চলছে বাইপ্যাপ। শারীরিক অবস্থার অবনতি ঘটছে তাঁর। সূত্রের খবর, রবিবার বাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ডায়াবেটিক রোগী দেবাশিস।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বারবার সিবিআই জেরার মুখে পড়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দেবাশিস। এমনকী আর্থিক দুর্নীতির অভিযোগে একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই, সেই তালিকায় ছিল দেবাশিস সোমের বাড়িও। গোটা ঘটনায় অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ চরিত্র হয়ে উঠেছিলেন আরজি করের ফরেন্সিক সায়েন্স বিভাগের অধ্যাপক দেবাশিস সোম।

আরও পড়ুন: ‘নিয়ম’ ভাঙল, শনিবার কী এমন হল সন্দীপ ঘোষের! কোথায় গেলেন? সিবিআই এবার কোন পথে!

গত ৮ অগাস্ট রাতে কলকাতার প্রাণকেন্দ্রে আরজি কর হাসপাতালে ঘটে যায় নৃশংস ঘটনা। ধর্ষিতা ও খুন হন হাসপাতালেরই তরুণী চিকিৎসক। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটে ভোর রাত অর্থাৎ ৪ টের আশেপাশে। সেই ভয়ঙ্কর ঘটনার পর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল দেহ।

দেবাশিসবাবুর বিরুদ্ধে অভিযোগ ওঠে, আরজি করের শবাগারে দুর্নীতিতে তিনিই ছিলেন সন্দীপ ঘোষের প্রধান সহায়তাকারী। মৃতদেহ ও মৃতদেহের অঙ্গ পাচারের যে অভিযোগ রয়েছে, তাতেও অভিযোগ হিসেবে উঠে আসছে দেবাশিস সোমের নাম। এছাড়া মৃতদেহ ময়নাতদন্ত ও তা নিহতের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যও মোটা টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে আরজি কর হাসপাতালে। সেই কারণে বারবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আরজি করের এই অধ্যাপক। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।

RG Kar Case: সিবিআইয়ের প্রতি আস্থা কমছে? আরজি কর-কাণ্ড নিয়ে সব বিরোধীদের একটাই স্বর

কলকাতাঃ পুলিশের উপর আস্থা নেই। তাই কোনও ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইয়ের তদন্তের দাবি জানাতো রাজ্যের বিরোধীরা। সেই হিসাবে রাজ্যের বহু মামলার তদন্ত করছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই রকমভাবে আরজি কর-কাণ্ডের তদন্তও করছে সিবিআই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন। বেশকিছু দিন এই মামলার তদন্তও চালাচ্ছে তারা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে।

থ্রিডি স্ক্যানারের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হয়েছে। কিন্তু সেই তদন্তের অগ্রগতি কতটা? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিচার চেয়ে আন্দোলনকারীরাও ‘আর কত সময় চাই জবাব দাও সিবিআই’-এর মতো স্লোগানে বিঁধছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আদালতের নজরদারিতে তদন্তে ভরসা থাকলেও সিবিআইয়ের উপর প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ডুয়ার্সের এই জায়গায় গেলে কোথাও ‌যেতে মন চায় না! পুজোর আগে পর্যটকদের জন্য আরও সাজছে

শুক্রবার বিধানসভার সামনে সংবাদমাধ্যম কে তিনি জানান, ‘আমার পূর্ণ আস্থা রয়েছে যেহেতু কোর্ট মনিটরিং হচ্ছে। শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল। সিবিআই অফিসাররাও সবাই যে একেবারে ম্যানেজ হয় না তা নয়। কিন্তু যেহেতু কোর্ট মনিটরিং সেহেতু আমার হাই রিগার্ড আছে। আমার বিশ্বাস পাঁচ তারিখে তারা যখন স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টে তারা আসল সত্যতা বলতে পারবে। এবং তাতে একজন যুক্ত না একাধিক যুক্ত? সরাসরি কারা? চক্রান্তকারী কারা? এই বিষয়টিও তারা সামনে আনবেন। আর যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে পাঁচ দিন থাকার সময় এভিডেন্স লোপাট হয়ে থাকে সেটাও তারা জানাবেন। একটু ওয়েট করা ভাল। যেহেতু সুপ্রিম কোর্ট মনিটরিং করছে।”

আরও পড়ুনঃ কালিম্পং বারে বারে গেলেও এই জায়গাটি মিস করেছেন? ঘুরে আসুন এই জায়গায়, মুগ্ধতা ঘিরে ধরবে

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার মিছিল করার পর সাংবাদিকদের বলেন, “সিবিআই এর উপর বিন্দুমাত্র আস্থা নেই আমার। কিন্তু কি করব? তার জন্য সকলকে বলছি বিচার চাই। মমতা ব্যানার্জি চাইছেন সিবিআইয়ের উপর সব ফেলে নিজে বাঁচতে। আমরা সেটার পক্ষে নই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন হাইকোর্টে এফিডেভিট করে বলতে পারেন আমাকে ১০ দিন সময় দেওয়া হোক আমি সব বার করে দিচ্ছি। একদিকে তথ্য প্রমাণ লোপাট করব আর অন্যদিকে সিবিআই এর ঘাড়ে দোষ দেব দুটো একসঙ্গে চলতে পারে না। আমরা বিচারব্যবস্থা নিরীক্ষণে তদন্ত হচ্ছে তার ওপর ভরসা রাখছি। এই জনতার চাপে যদি কিছু বার হয় তাই আন্দোলনে সামিল হয়েছি। আবার সিবিআইয়ের উপর চাপ বাড়াতে সাধারণ মানুষের সই সংগ্রহ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

শুক্রবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা চাই যেন সুবিচার পাক। সেজন্য আমরা বলেছি লাখ লাখ মানুষ তারা সই করে পিটিশন পাঠাবেন সুপ্রিম কোর্টের কাছে। প্রধান বিচারপতির কাছে। যাতে এটা নারদা, সারদার মতো কামদুনির মামলার মতো যেন বিচারের বাণী নীরবে-নিভৃতে না কাঁদে।”

Sayan Lahiri: বিস্ফোরক! জামিনে মুক্ত হয়েই এ কী বললেন ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ী?

কলকাতা: হাইকোর্টের নির্দেশ মতোই রবিবার জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷এদিকে সায়ন এদিন বেরিয়েই মুখ খোলেন। এরইমধ্যে রবিবার আর জি করের তদন্তের বিচার চেয়ে সিজিওতে চিকিৎসাকরা। আর জি করে খুন-ধর্ষণের তদন্তে CBI। দ্রুত বিচারের দাবিতে পথে চিকিৎসকরা। সিবিআই অফিস অভিযান চিকিৎসকদের।

RG Kar Doctors: কতদূর আরজি করের তদন্ত? বিচার চেয়ে সিজিওতে চিকিৎসাকরা

কলকাতা: কতদূর আর জি করের তদন্ত? বিচার চেয়ে সিজিওতে চিকিৎসাকরা। আর জি করে খুন-ধর্ষণের তদন্তে CBI। দ্রুত বিচারের দাবিতে পথে চিকিৎসকরা। সিবিআই অফিস অভিযান চিকিৎসকদের। এদিকে হাইকোর্টের নির্দেশ মতোই রবিবার জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷

Teachers’ Day: আরজি কর ইস্যুতে বিক্ষোভের আশঙ্কা? শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল স্কুল শিক্ষা দফতরের

কলকাতা: আরজি কর ইস্যুতে বিক্ষোভের আশঙ্কা? রাজ্য সরকারের কেন্দ্রীয়ভাবে হওয়া শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী ৫ই সেপ্টেম্বর বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই অনুষ্ঠান থেকেই স্কুল ও শিক্ষকদের সম্মান দেওয়ার কথাও ছিল রাজ্যের।

ইতিমধ্যেই রাজ্য জুড়ে নির্বাচিত স্কুলগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছিল সম্মান দেওয়ার কথা। তারপরই আজ সেই অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য। আরজি কর ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিক্ষোভের আশঙ্কা থেকেই অনুষ্ঠান স্থগিত? জল্পনা স্কুল শিক্ষা দফতরের অন্দরে।

এদিকে আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাবে কেন্দ্রের তরফে এবার সাফ জানিয়ে দেওয়া হল, ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া আইনের কথাই উল্লেখ করা আছে, তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই। এই এই মর্মেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র। আরজি কর কাণ্ডের পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ। এই ঘটনার পর বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কঠোর আইন আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কেন্দ্রকেও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে ক্ষেত্রে আরও কঠোর আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Shreya Ghoshal on RG Kar Case: আরজি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল, মুখ খুলতেই…

কলকাতা: আরজি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল৷ আগামী ১৪ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যে ছ’টায় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শো ছিল। একটি বেসরকারি এফ এম এর উদ্যোগে দিল্লির পর কলকাতায় এই লাইভ শো হওয়ার কথা ছিল। কিন্তু আরজি করের এই মর্মান্তিক ঘটনা নারী হিসেবে শ্রেয়া ঘোষালকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তিনি মনে করেন এই সময় জাস্টিস চাওয়ার আনন্দ অনুষ্ঠানের নয়। তাই তিনি ১৪ তারিখের শো বাতিল করেছেন। তবে আগামী অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে এই শো অনুষ্ঠিত হবে। তারিখ একমাস আগে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়া নিজেও সোশ্যাল মিডিয়াতে এই খবর পোস্ট করেছেন এবং তার অনুরাগীদের একটু ধৈর্য ধরতে বলেছেন। পরবর্তী সময়ে জন্য।

উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে শো এর দিন পরিবর্তন হয়ে অক্টোবর মাসে শ্রেয়ার শো অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যেই টিকিট সংগ্রহ করেছেন সেই টিকিট ভ্যালিড থাকবে। প্রচুর টিকিট বিক্রি হয়েছে। কেউ যদি মনে করেন টিকিট ফেরত দেবেন। সেক্ষেত্রেও টাকা re-imbursement এর ব্যবস্থা রয়েছে। আর জি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল।

আরও পড়ুন- জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

আগামী ১৪ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যে ছ’টায় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শো ছিল। একটি বেসরকারি এফ এম এর উদ্যোগে দিল্লির পর কলকাতায় এই লাইভ শো হওয়ার কথা ছিল। কিন্তু আরজি করের এই  মর্মান্তিক ঘটনা নারী হিসেবে শ্রেয়া ঘোষালকে ভীষণভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুন- অ্যাকাউন্টে ছিল না ১০০ টাকাও, দিতে পারতেন না স্কুলের ফি, আজ তিনি কোটি কোটি টাকার মালিক, দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, বলুন তো কে?

তিনি মনে করেন এই সময় জাস্টিস চাওয়ার আনন্দ অনুষ্ঠানের নয়। তাই তিনি ১৪ তারিখের শো বাতিল করেছেন। তবে আগামী অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে এই শো অনুষ্ঠিত হবে। তারিখ একমাস আগে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়া নিজেও সোশ্যাল মিডিয়াতে এই খবর পোস্ট করেছেন এবং তার অনুরাগীদের একটু ধৈর্য ধরতে বলেছেন। পরবর্তী সময়ে জন্য।

Mamata Banerjee: এবারও উত্তর দিলেন না প্রধানমন্ত্রী! মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় চিঠিরও উত্তর এল নারী ও শিশু কল্যাণমন্ত্রক থেকে

কলকাতা: ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, গতবারের মতো এবারও তাঁর চিঠির উত্তর এল না প্রধানমন্ত্রীর দফতর থেকে৷ আবারও মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিল কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক৷ প্রসঙ্গত, গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রীকে ধর্ষণ নিয়ে কড়া আইনের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা৷ সেই চিঠির উত্তর কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক থেকে আসায় ক্ষোভও প্রকাশ করেছিলেন৷ শুক্রবারের চিঠিতে উল্লেখ করেছিলেন সেই কথা৷ কিন্তু, আবারও উত্তর এল সেই একই দফতর থেকে৷

শুক্রবারের চিঠির উত্তর প্রধানমন্ত্রী বদলে ফের দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। চিঠিতে জানালেন, কেন্দ্রের আনা আইন মেনে চললে যে কোনও ধর্ষণের ঘটনায় এফআইআর দায়ের করার পরে দু’মাসের মধ্যে চার্জশিট ও তার দু’মাসের মধ্যে ট্রায়াল শেষ করার কথা বলা আছে।

আরও পড়ুন: আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কথা পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাজ্যের পরিস্থিতিরও ব্যাখ্যা রাজ্যপালের

তিনি জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা আইনে তা বলাও হয়েছে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট নিয়েও মুখ্যমন্ত্রী চিঠির পাল্টা উত্তর কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর। মুখ্যমন্ত্রীর শুক্রবারের চিঠি পাওয়ার পরে এদিনই ফের চিঠি পাঠালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।

ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগেই গত ২২ অগাস্ট চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এমন ‘গুরুতর’ বিষয়ে এখনও কেন তিনি কোনও উত্তর দিলেন না? কার্যত সেই প্রশ্ন তুলেও ক্ষোভপ্রকাশ করেন মমতা।

আরও পড়ুন: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের কোনও জবাব দেননি। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও, সেটা দায়সারা। তাই দৃষ্টি আকর্ষণের জন্য ফের শুক্রবার চিঠি পাঠান তিনি। মমতার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণের যে ঘটনা ঘটছে, সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছিলেন ইতিমধ্যে দশটি পকসো কোর্ট তৈরির অনুমোদন রাজ্য সরকার দিয়েছে। একইসঙ্গে ধর্ষণ বা মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনার নিয়ন্ত্রণে হেল্পলাইন নম্বর ও রাজ্যে চালু রয়েছে, এই হেল্পলাইন নম্বরগুলি হল : ১১২, ১০৯৮ ।

CV Anand Bose: আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কথা পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাজ্যের পরিস্থিতিরও ব্যাখ্যা রাজ্যপালের

কলকাতা: সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর৷

এদিন রাজ্যপালের তরফে জানানো হয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷ কেন্দ্রীয় সরকারের তরফে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ফাস্ট ট্র্যাক মোডে বিচার হবে বলে জানিয়েছেন রাজ্যপাল৷

আরও পড়ুন: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

রাজ্যপাল জানিয়েছেন, আরজি করের নিহত তরুণীর বাবা-মায়ের কাছ থেকে হৃদয় বিদারক চিঠি পাওয়ার পরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সেখানে নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানান৷

আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও

এছাড়া, এখানকার পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল ও জনরোষ প্রসঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন বলে জানান৷

ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবি জানিয়ে, গত ২২ অগাস্টের পরে শুক্রবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ যদিও এদিনও উত্তর আসে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে৷

R G Kar Incident: শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা, রবিবার বিশেষ হেলথ ক্যাম্প! লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের

কলকাতা: আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাজে ফেরার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টও৷ তবে এখনই সম্পূর্ণ ভাবে পরিষেবা শুরু করছেন না আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা৷ তবে শুক্রবার তাঁদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করতে চলেছেন তাঁরা৷

শুক্রবার সন্ধেবেলা জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিকদের জানানো হয়, আগামিকাল, শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁদের টেলিমেডিসিন পরিষেবা চলবে৷

এছাড়াও, জানানো হয়, রবিবার জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে হেলথ ক্যাম্প৷ যার নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷

আরও পড়ুন: ‘বিনীত গোয়েলের পদত্যাগ চাই!’ এবার লালবাজার অভিযান চিকিৎসকদের! হবে ‘পেন ডাউন’ও

আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযানও রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের৷

আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ৯-১০ আলো বন্ধ করে মোমবাতি নিয়ে মানববন্ধন করবেন তাঁরা৷

আরও পড়ুন: সুখবর! এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা! কত টাকা পাবেন, কীভাবে আবেদন জানুন

গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজি করের প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এদিকে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজি করে। সেখানে আরজি করের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন। কিন্তু তাতেও কাটেনি জট। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি।

RG Kar Doctor Murder Case: আরজি করে কী কালচার চলত আমি জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে: সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়

কলকাতা: এবার বিচারের দাবিতে সরব আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার একটি কনভেনশনে, যেখানে ছাত্ররা উপস্থিত ছিলেন সেখানে তিনি প্রতিবাদীদের সঙ্গে বিচারের দাবি জানান।

তাঁর বক্তব্য, ‘আমি অতীতে বিশ্বাস করি না। আমি ভবিষ্যতে বিশ্বাসী। আরজি করে কী কালচার চলত আমি জানি। কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর উপরে যে যেতে চাইবে তাঁকে আমায় ফেস করতে হবে। যদি আমি উপাধ্যক্ষ না হতাম তাহলে আমার গলায় একই স্বর থাকত।’

আরও পড়ুন: টানা বৃষ্টি শেষে এবার কি রোদ ঝলমলে দিন? আবহাওয়ার পূর্বাভাস শুনলে মন ভাল হয়ে যাবে!

হাসপাতালের নতুন সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের দাবি, ‘কারও চাপে আমি নত হই না। তাই আমাদের একটাই স্বর থাকবে। “We want justice”। আমরা আরজি করে এমন কিছু করব না যাতে সাধারণ মানুষের সহানুভূতি হারিয়ে যায়। আমাদের আবার এটাও দেখতে হচ্ছে যাতে পরিবার আমাদের বিপক্ষে না চলে যায়। তবে আমি শেষ একটাই কথা বলব, বিচার পাওয়ার পরেই আমরা থামব।’

আরও পড়ুন: হাসপাতালের চিকিৎসা বর্জ্য নিয়েও সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! মামলা এবার হাইকোর্টে

বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন তিনি৷ তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালের সুপার পদে বসানো হয়। গত বুধবার স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই কথা জানানো হয়। গত বৃহস্পতিবার তিনি বাঁকুড়া থেকে কলকাতা এসে পদে যোগ দেন।

অভিজিৎ চন্দ