Tag Archives: RG Kar Hospital

RG Kar Protest: এভাবেও প্রতিবাদ করা যায়, আরজি করের বিচার চেয়ে এই দম্পতি যা করলেন অভাবনীয়!

হাওড়া: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার নিহত হওয়ার পর থেকে সময় যত পেরিয়েছে, ততই মানুষ প্রতিবাদে মুখর হয়েছে দেশ -বিদেশ সর্বত্র | চিকিৎসক -আইনজীবী-সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সকলে কেউ রাস্তায় নেমে, কেউ বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন।

আরজি কর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এবার গান বেঁধে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন হাওড়ার রক্ষিত দম্পতি। স্বামী লিখলেন গান এবং সেই গানে সুর দিয়ে গানটি গাইলেন স্ত্রী। আরজি কর কাণ্ডের পর থেকে দোষী ধর্ষকের ফাঁসির দাবিতে সরব সব মহলই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে প্রতিবাদ করেছেন। কঠিনতম শাস্তির বিধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দু’দফায় পত্রাঘাতও করেছেন।

আরও পড়ুন: দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ! কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ দিলেন সুদীপ্তা চক্রবর্তী! আক্রমণে ঋত্বিক, কী এমন ঘটল?

ইতিমধ্যে দেশজুড়ে আন্দোলনে নেমেছে চিকিৎসক-আইনজীবী-যুব সমাজ-সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষও। ইতিমধ্যে দোষীদের শাস্তি চেয়ে গান লিখেছেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং-ও | এই কর্মকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার এক অভিনব প্রতিবাদে সামিল হলেন হাওড়ার রক্ষিত দম্পতি। আরজি করের নৃশংস ঘটনার বিচার চেয়ে, ধর্ষকদের শাস্তি চেয়ে হাওড়ার লক্ষ্মীকান্ত রক্ষিত ৩ ঘণ্টায় গোটা গান লিখেছেন।

আরও পড়ুন: ৮-এর নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়, গ্রেফতার বাবা! ভয়ঙ্কর ঘটনা শুনলে শিউরে উঠবেন

স্ত্রী তনুশ্রী রক্ষিত এক দিনে গোটা গানে সুর দিয়ে তা গেয়েছেন। এই গানের লাইন ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা করছি হাহাকার, আমাদের শুধু একটাই আওয়াজ চাইছি বিচার, চাইছি বিচার’ মানুষকে আরও বেশি করে দোষীদের খুঁজতে আন্দোলনমুখী করে তুলবেন বলে আশাবাদী রক্ষিত দম্পতি। সকলের মতো তাঁদের একটাই আওয়াজ দোষীদের বিচার চাই।

রাকেশ মাইতি

RG Kar Case-CBI: ওই রাতে কী এমন দেখেছিলেন! এবার CBI-এর মুখে আরজি করের সিকিউরিটি গার্ড! সঞ্জয়কে সে চিনত কীভাবে?

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে এবার হাসপাতালের নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। ঘটনার রাতে সঞ্জয়কে পিনাকী দেখেছিলেন কিনা, সঞ্জয়কে তিনি কীভাবে চেনেন? সঞ্জয়কে দেখেছিল কিনা সেমিনার রুমে ঢুকতে বা বেরোতে? ওই রাতে পিনাকী কখন কতক্ষণ ডিউটিতে ছিলেন? মূলত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে সিবিআই। সেই সূত্রেই সেই রাতের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

৯ অগাস্ট মধ্য রাতে ধর্ষণ ও খুন হন আরজি কর হাসপাতালের যুবতী চিকিৎসক। সেই রাতে ঘটনার রাতে আরজি কর হাসপাতালের বয়েজ হস্টেলে পার্টি হয়েছিল বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। সেই পার্টির তদন্তে রবিবারই সিবিআইয়ের বিশেষ দল গিয়েছিল আরজি করের বয়েজ হস্টেলে।

আরও পড়ুন: রবিতে আরজি করে কী এমন পেল সিবিআই? ফের সোমে সিজিও-তে সন্দীপ ঘোষ! শনি-রবি কোথায় ছিলেন?

ঘটনার রাতে কারা ছিল বয়েজ হস্টেলের পার্টিতে? কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা? সঞ্জয়কে কেউ দেখেছে কিনা? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হস্টেলে গিয়েছিল সিবিআই। বয়েজ হস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিকেলে সিবিআইয়ের আইনি আধিকারিক পরিদর্শন করতে আসেন আরজি করে। ল অফিসার চলে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিতীয় দল আসে আরজি কর হাসপাতালে। আরজি করে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ নিয়ে নতুন কোনও সূত্র পায় নাকি সিবিআই, সেটাই এখন দেখার।

RG Kar Incident: আরজি কর কাণ্ডের পরে তৎপর লালবাজার! সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, গুরুতর আলোচনা

কলকাতা: কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক হতে চলেছে লালবাজারে৷ আগামিকাল, মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা বলে সূত্রের খবর৷

হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? বৈঠকে তা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর

কলকাতার পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের সংযোগ স্থাপন করা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা বৈঠকে৷ এছাড়া, সরকারি হাসপাতালগুলিতে স্থানীয় থানার আউটপোস্টের সঙ্গে নিবিড় যোগাযোগ নিয়েও কথা হওয়ার কথা এদিন৷

আরও পড়ুন: ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজ বয়কটের দাবি, কেন ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ? জানুন কারণ

আগামিকাল, মঙ্গলবার বেলা ১২টার সময় লালবাজারের কনফারেন্স রুমে সরকারি হাসপাতালগুলোর অ্যাসিস্ট্যান্ট সুপার এবং সিকিওরিটি সুপারভাইজারদের সঙ্গে এই বৈঠক হতে চলেছে৷

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ চেয়ে রবিবার আরও এক প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা৷ ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দিয়েছিল।

এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১টি দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফে। কলেজ স্ক‍োয়ার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। ছিলেন চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রীরা। মিছিল শেষে রাতভর রাস্তায় বসে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে৷

আরও পড়ুন: রাস্তায় সোহিনী, স্বস্তিকারা! ভোর ৪ টে পর্যন্ত চলবে ধরণা, ‘চার তারিখ রাত ৯ টা থেকে’…ধর্মতলা থেকে বড় ঘোষণা

কিন্তু, নারী নিরাপত্তার দাবিতে করা সেই ধরনা মঞ্চেও ঘটলা অনভিপ্রেত ঘটনা৷ ধর্মতলায় ‘আমরা তিলোত্তমার’ ধরনা মঞ্চে এক ব্যক্তি মত্ত অবস্থায় ঢুকে পড়েন। আন্দোলনরত দু’জন মহিলা ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

‘আমরা তিলোত্তমার’ সদস্যরা এবং পুলিশ তাঁকে ধরে ফেলেন। সাধারণ মানুষ গণপিটুনি দেওয়ার আগেই পুলিশ আটক করে সেই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়। যে মহিলা অভিযোগ করেছেন তিনিও থানায় যান FIR করার জন্য।

সভা থেকে জানান হল ৫ তারিখের রায়ের জন্য তারা অপেক্ষা করছেন। তার আগে চার সেপ্টেম্বর প্রত্যেকের নিজের বাড়িতে আলো নিভিয়ে রাত ন’টা থেকে দশটা পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর জন্য সকলকে আহবান জানাচ্ছেন।

CBI at RG Kar Hospital: সেমিনার রুমে রাতে আর কে কে এসেছিল? আরজি করে ডাক পড়ল ২ ওসির, ‘চিরুণি তল্লাশি’ সিবিআই-এর

কলকাতা: আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কিনারা করতে তৎপর সিবিআই। রবিবার হাসপাতালে যায় গোয়েন্দাদের একটি দল। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তদন্তের ‘মিসিং লিঙ্ক’ মেলানোর চেষ্টা চালান অফিসারেরা। এদিন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ডেকে পাঠানো হয় হাসপাতালে।

তিনি যান প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে। ঘটনা জানাজানির পর কী হয়েছিল, জানতে সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান ওসি টালাকে। এদিন হাসপাতালের কিছু রেকর্ড ও ডেটা সংগ্রহ করে সিবিআই। ফোর্থ ফ্লোরে অর্থো বিভাগেও যান তাঁরা। সঙ্গে ছিলেন হাসপাতালের নতুন সুপার msvp সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে আউট পোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: একাদশ-দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে ১০০০০ টাকা, কবে? ‘তরুনের স্বপ্ন’ প্রকল্পে বড় ঘোষণা রাজ্যের

ওসি আউট পোস্ট সঞ্জীবকে জিজ্ঞাসা করেন ঘটনার রাতে উনি ছিলেন কি না ডিউটিতে? কোথায় ছিলেন? ঘটনার পর দিন একসঙ্গে এত লোক যখন ঢুকল তখন উনি কী পদক্ষেপ নিয়েছিলেন? যেহেতু ঘটনাস্থলের উপরে অর্থো বিভাগ, ফলে উপর থেকে কেউ নেমে এসেছিল কিনা রাতে? সেখানে কারা ওই রাতে ছিলেন ডিউটিতে? কোন কোন চিকিৎসক অর্থো বিভাগে ছিলেন তার তথ্য সংগ্রহ করেছে সিবিআই।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

ঘটনার রাতে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে। সেগুলি জানার জন্য ঘটনার রাতের কিছু তথ্য রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা। ঘটনার রাতে কারা ছিল বয়েজ হস্টেলের পার্টিতে? কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা? সঞ্জয়কে কেউ দেখেছে কিনা? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হস্টেলে গিয়েছে সিবিআই। বয়েজ হস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আগে ইমার্জেন্সি বিল্ডিংয়ে গিয়েছিল সিবিআই, সেখান থেকে সিবিআই বেরিয়ে বয়েজ হোস্টেলে গিয়েছিল।

অর্পিতা হাজরা

CBI on RG Kar Case: ওই রাতে আরজি করে নির্যাতিতার সঙ্গে কারা ছিলেন? মোবাইলের টাওয়ার লোকেশনের সঙ্গে মিলছে না বয়ান, সিবিআই-এর নজরে ১২৫!

কলকাতা: প্রায় এক মাস হতে চলেছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার। এরই মধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। সঞ্জয় আপাতত জেল হেফাজতে। ঘটনার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নেমেছেম কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেখানেই গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এক বিশেষ ঘটনা।

তদন্তকারীদের সূত্রে খবর, ৮ অগস্ট রাত থেকে ৯ অগস্ট সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে যাতায়াতকারী সকলের মোবাইলের ‘কল ডিটেলস’ এবং ‘টাওয়ার লোকেশন’ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই রাতে কর্তব্যরত জুনিয়র-সিনিয়র চিকিৎসক, নিরাপত্তা কর্মী এবং নার্সদের অবস্থান মোবাইল থেকে নিশ্চিত ভাবে জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১২৫টির বেশি মোবাইল নম্বরে টাওয়ার লোকেশনের সূত্র পর্যবেক্ষণ করেছেন তদন্তকারী দলের চার জন ফরেন্সিক বিশেষজ্ঞ। প্রাথমিক ভাবে ওই রাতে হাসপাতালে কর্তব্যরতদের মোবাইল ফোন পরীক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবং তার ভিত্তিতে কর্তব্যরত জুনিয়র-সিনিয়র চিকিৎসক, নার্স, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: নির্যাতিতার বাবাকে ফোন কুণাল ঘোষের! জানালেন তাঁরও স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’

সিবিআই সূত্রে খবর, টাওয়ার লোকেশন অনুযায়ী অবস্থান এবং তাঁদের বয়ান পরস্পরবিরোধী হওয়ায় চার জন চিকিৎসক, দু’জন নিরাপত্তাকর্মী এবং সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আরও কয়েক জনের টাওয়ার লোকেশন ও বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে। তাঁদের একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রয়োজনে পলিগ্রাফ টেস্ট হবে।”

অমিত সরকার

Chandrima Bhattacharya: ‘যদি কেউ বলে তোমার দলের ছেলে, মুখ্যমন্ত্রী বলতেন…’ আরজি তদন্ত নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মন্ত্রী

কলকাতা: আরজি কর ইস্যুতে এবার সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ নিয়ে সোচ্চার হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী সপ্তাহে নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার। সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, “লড়াইটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে। পুরুষের বিরুদ্ধে নয়। এই দেশে বাংলায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাই এই দাবি।”

অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করা নিয়েও শক্ত প্রতিক্রিয়া দেখান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া, লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করা হচ্ছে। পছন্দ না হলে নেবেন না। বলার কী আছে। অর্থ, শিল্পের মতো দফতর মহিলাদের হাতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাও তার বিরুদ্ধে রক্তচক্ষু!”

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ…! রবিবার ভারী বৃষ্টি কোন কোন জেলায়? কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর

একইসঙ্গে আরজি কর নিয়ে মন্ত্রী বলেন, রাজ্য এই এই নক্কারজনক ঘটনার বিচার চায়। তাঁর অভিযোগ, বিরোধী শিবির তদন্তের গতপথ বদলে দিতে চাইছে। রাজনীতির খেলা চলছে মণিপুর, হাতরাস, বিলকিস বানু, বদলাপুরের বেলায় ট্যুইট হয়নি। অথচ এখন ট্যুইট করছে। লালেরা শূন্য। তাও তন্ত্র। লাল চোখ দেখাচ্ছে।

সেইসঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কাছে কী কী দাবি তাও বলে দেন মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সিবিআই এর কাছে আমাদের প্রধান দাবি তাড়াতাড়ি করুন। কলকাতা পুলিশ যাকে ধরেছে তাকে ছেড়ে দেয়নি। আবার অন্য কিছু করছে। ১৩ তারিখ সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছে মামলাটি। নাম না করে চন্দ্রিমার দাবি, যদি কেউ বলে তোমার দলের ছেলে। মুখ্যমন্ত্রী বলতেন ফাঁসি হোক। প্রমান লোপাট করবেন এটা হয় না। যদি বলেন প্রমান লোপাট হচ্ছে সিবিআইকে বলুক।

আগামিকাল, সোমবার স্পেশাল সেশনেই বিল আসবে বলেও ইঙ্গিত দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “স্পেশাল সেশন ডাকা হয়েছে। বিল আসবে। সভাপতি বলছেন বিল সমর্থন করবেন কিন্তু রাষ্ট্রপতির কাছে পড়ে থাকবে। আমার মনে হয় রাষ্ট্রপতি একজন মহিলা। তিনিও সোচ্চার হবেন ও সই করবেন।

 

আন্দোলনের মধ্যেই চালু হল জুনিয়র ডাক্তারদের ‘অভয়া ক্লিনিক’, অভিনব বিচারের আর্জি

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবার ডাক্তারি প্রেসক্রিপশনেও। “আরজি করের বিচার চাই। অপরাধচক্রের বিনাশ চাই।” ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে এই প্রেসক্রিপশন ছাপিয়ে চলছে রোগী পরিষেবা দেওয়ার কাজ। পথে নেমে প্রতিবাদ। পথে নেমেই পরিষেবা। আন্দোলনের মাঝেই এবার অভয়া ক্লিনিক। রোগীদের চিকিৎসা থেকে বিনামূল্যে ওষুধ পরিষেবা সবই মিলছে এই ক্লিনিকে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ…! রবিবার ভারী বৃষ্টি কোন কোন জেলায়? কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর

প্রসঙ্গত, প্রায় কুড়িদিন কেটে গেলেও আরজি কর কাণ্ডের কোনও নিস্পত্তি হয়নি। তাই ডাক্তারদের আন্দোলন জারি রয়েছে দেশ জুড়েই। কিন্তু এই পরিস্থিতিতে যাতে চিকিৎসা ব্যবস্থায় প্রভাব না পরে তার কথা মাথায় রেখেই এবার আরজিকর, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আরও পড়ুন: পটাশিয়ামের সিন্দুক…! আয়রনের খনি…! বর্ষাকলের ‘ভরসা’ সস্তার এই ‘শাক’! খেলেই হাজার রোগের ছুটি

রবিবার ধর্মতলা-সহ শহরের বিভিন্ন জায়গায় ‘অভয়া ক্লিনিক’ খুলে সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা রোগী পরিষেবায় সামিল হন। আরজিকর কাণ্ডে শুধুমাত্র এ রাজ্যেই নয়, প্রতিবাদের ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। অতীতে চিকিৎসকদের বহু আন্দোলন হয়েছে। তবে একই সঙ্গে পথে নেমে আন্দোলন এবং পথে নেমে রোগী পরিষেবার ছবি ব্যতিক্রমী। ব্যতিক্রমী ছবি প্রেসক্রিপশনেরও। ধর্মতলায় মেডিকেল কলেজের উদ্যোগে ‘অভয়া ক্লিনিক’ এ গিয়ে রবিবার দেখা গেল বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা এই ক্লিনিকে আসছেন, তাঁদের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ চিকিৎসকরা হাতে তুলে দেওয়ার পাশাপাশি ‘জাস্টিস ফর আরজি কর’, এই স্লোগানেও সরব হচ্ছেন। ‌

RG Kar Hospital Case: ধরা পড়ে গিয়েছে ‘অসঙ্গতি’? রবিবার ফের কাকে ডাকল সিবিআই! চমকে ওঠা তথ্য

কলকাতা: আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার ‘ঘনিষ্ঠ’ কলকাতা পুলিশের এএসআই (অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর)-এর পলিগ্রাফ পরীক্ষা করিয়েছিল সিবিআই। এএসআই অনুপ দত্ত নিজেও পলিগ্রাফ পরীক্ষা করানোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন। প্রসঙ্গত, কারও পলিগ্রাফ পরীক্ষা করাতে হলে আদালত ছাড়াও সেই ব্যক্তির অনুমতি প্রয়োজন। এর আগে সিজিও দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ধৃতের ‘ঘনিষ্ঠ’ অনুপকে। প্রথম দিন সিবিআই দফতরে ঢোকার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি দৌড় দিয়েছিলেন। এবার তাঁকে ফের ডেকে পাঠানো হল।

রবিবার ফের সিবিআই-এর কাছে গেলেন অনুপ দত্ত। আজ ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। তাঁর বয়ান রেকর্ড করা হবে। সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়েছে, তাই আজ ফের তলব করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: আরজি করে সন্দীপ ঘোষ ‘এই’ কাজও চালাতেন? সূত্র খুঁজছে সিবিআই! কোথায় যেত ‘এইসব’ জিনিস?

এর আগে প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। তিনি ছাড়া আরজি কর-কাণ্ডে আরও ছ’জনের পলিগ্রাফ পরীক্ষা করিয়েছে সিবিআই। সিজিও দফতরেই হয়েছে তাঁদের পলিগ্রাফ পরীক্ষা। সেই তালিকায় রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ধৃত ‘ঘনিষ্ঠ’ এক সিভিক ভলান্টিয়ার এবং আরজি কর মেডিক্যাল কলেজের চার পড়ুয়া চিকিৎসক এবং অনুপ দত্ত।

আদালতে সিবিআই জানিয়েছিল, তদন্তের স্বার্থে সন্দীপদের বেশ কিছু প্রশ্ন করা হয়। কিন্তু দেখা যায়, কয়েক জন নিজেদের বয়ান বার বার বদল করেছেন। তাতে তদন্তের ক্ষতি হচ্ছে। তাই সত্য জানতে সন্দীপ-সহ সাত জনের পলিগ্রাফ পরীক্ষা করাতে চেয়ে আবেদন করে সিবিআই। আদালত গত শুক্রবার সাত জনেরই পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দেয়। এবার সেই পলিগ্রাফ টেস্টের ফল ধরে অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই।

Sandip Ghosh-RG Kar: আরজি করে সন্দীপ ঘোষ ‘এই’ কাজও চালাতেন? সূত্র খুঁজছে সিবিআই! কোথায় যেত ‘এইসব’ জিনিস?

কলকাতা: আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়েও এবার একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ বা বর্জ্য নিয়ম বর্হিভূত ভাবে বাইরে বিক্রি করে দেওয়ার।

এই অভিযোগ খতিয়ে দেখতে সাহায্য চাওয়া হয়েছে বায়ো মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথারাইসডের। কী পদ্ধতিতে সরকারি হাসপাতালগুলিতে বায়ো মেডিক্যাল বর্জ্য সংরক্ষণ ও নষ্ট করা হয়? এগুলো কোথাও বিক্রি করা হয় কি? বিক্রি করা হলে কী কী পদ্ধতি মানা হয়? সরকারি গাইড লাইন কী আছে? সরকারি গাইড লাইন মানা হয়েছিল আরজি করে? এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে সিবিআই।

আরও পড়ুন: বারবার পড়েছেন সিবিআই জেরার মুখে, আরজি কর কাণ্ডে সেই দেবাশিস সোমের বড় বিপদ! রবি সকালেই বিরাট ঘটনা

শনিবার রাতেই বায়ো মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথারাইসডের এক আধিকারিক সিবিআই দফতরে এসেছিলেন। সিবিআই সূত্রে খবর, আরজি কর হাসপাতালের বায়ো মেডিক্যাল বর্জ্য নিয়েও তথ্য চাওয়া হয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে সিবিআই। নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা ওই এফআইআর দায়ের করেছে। আরজি কর হাসপাতাল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দু’জনের বিরুদ্ধেই হয়েছে এফআইআর। এ বার কি তবে আরও বিপাকে পড়তে চলেছেন সন্দীপ? উঠছে প্রশ্ন।

কলকাতা হাই কোর্টের নির্দেশে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই। ওই মামলার নথিপত্র তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকারের সদ্যগঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তে যোগ দিয়েছে ইডি। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় নানা তথ্য খুঁজছে সিবিআই।