Tag Archives: Rising Bharat Summit 2024

Rising Bharat Summit 2024

‘দুর্নীতিবাজরা প্রশ্ন করছে, এজেন্সি কেন তাঁদের বিরুদ্ধে কাজ করছে’, রাইজিং ভারত সামিটে খোঁচা মোদির

নয়াদিল্লি: বেছে বেছে বিরোধীদের হেনস্থা করছে কেন্দ্রীয় সংস্থা। এমনই অভিযোগ ওঠে বারবার। সিএনএন-নিউজ ১৮ রাইজিং ভারত সামিট ২০২৪-এ সেই সব অভিযোগের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বলেন, “এই ক্র্যাকডাউনই প্রমাণ করে সদিচ্ছা থাকলে সঠিক কাজও হয়”।

সামিটে ভাষণের সময় দেশের সুনাম এবং নাগরিকদের আত্মবিশ্বাসের মধ্যে সম্পর্কের বিন্যাসও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০১৪-এর পর আরেকটি ফ্যাক্টর পরিবর্তিত হয়েছে। সেটা দেশের সুনামের সঙ্গে সম্পর্কিত। যখন একটা দেশের বিশ্বাসযোগ্যতা হ্রাস পায় তখন সেই দেশের নাগরিকদেরও আত্মসম্মান কমে যায়। ২০১৪ সালের আগে প্রতিটা ঘরে দুর্নীতি নিয়ে আলোচনা হত। কিন্তু তৎকালীন সরকার মিথ্যা যুক্তিজাল বিছিয়ে কেলেঙ্কারি লুকোত”।

আরও পড়ুন: বিতর্কে জেরবার, ‘প্রার্থনা’য় প্রার্থী দিলীপ ঘোষ! যা চাইলেন, শুনে তাজ্জব হয়ে যাবেন

বর্তমানে অবস্থা পাল্টেছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে। দুর্নীতিবাজরা এখন ব্যাকফুটে। আগে দেশবাসী প্রশ্ন করত ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা ক্ষমতাশালীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না কেন? আজ ক্ষমতাবান আর দুর্নীতিবাজরা প্রশ্ন করছে, এজেন্সি কেন তাঁদের বিরুদ্ধে কাজ করছে? গত ১০ বছরে এই পার্থক্য এসেছে। এ থেকে বোঝা যায়, সদিচ্ছা থাকলে সঠিক কাজও হয়”।

আরও পড়ুন: চাদরে ঢাকা গোটা শরীর, বহুদিন পর প্রকাশ্যে মদন মিত্র! পাশে সুন্দরী ‘বউমা’-কে নিয়ে ছবি ভাইরাল

মোদি এর বলেন, “এখন দুর্নীতিবাজদের ধরা সহজ। নগদ টাকা লুকিয়ে রাখা কঠিন”। এরপর তৃণমূল এবং কংগ্রেসের নাম ধরে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। স্পষ্ট বলেন, “কখনও কংগ্রেস নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, কখনও তৃণমূল নেতার। এই জন্যেই বিরোধীরা উত্তেজিত। সদিচ্ছা আছে বলে সঠিক কাজ হচ্ছে”।

২০১৪-এর পর থেকে দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেমন পরিবর্তন? মোদির কথায়, ‘সদিচ্ছা। নেশন ফার্স্টের মনোভাব। আমাদের দেশে সম্পদের অভাব নেই। তাহলে লোকে কেন ভারতকে গরিব দেশ বলবে? আমরা বিশ্বের সবচেয়ে কম বয়সী দেশ। অন্য কোনও দেশের থেকে পিছিয়ে থাকার মতো কোনও কারণ নেই। আমাদের শুধু নেশন ফার্স্টের অভিপ্রায় নিয়ে এগিয়ে যেতে হবে”।

এর সঙ্গে মোদি যোগ করেন, “এই দেশ আমাদের সব কিছু দিয়েছে। কিন্তু আমরা শুধু এখানে থাকব না কি দেশের জন্য কিছু করব, সেটা ঠিক করতে হবে। মনোভাবের এই পার্থক্যই দেশকে এগিয়ে নিয়ে যাবে। যে দিন আপনি নিজের কাজকে দেশের লক্ষ্যের সঙ্গে জুড়ে দেবেন, সে যে পেশাতেই থাকুন না কেন, সেদিন আপনার মনে নেশন ফার্স্টের বীজ অঙ্কুরিত হবে। এই বীজ হল আধার। দেশের প্রতিটা কোণে উত্থানশীল ভারতের আধার। নিজের জন্য বাঁচা আর কি বাঁচা। বাঁচবেন তো দেশের জন্য বাঁচুন, মরবেন তো দেশের জন্য মরুন”।

PM Modi At Rising Bharat Summit 2024 : ‘সদিচ্ছা থাকলে সঠিক কাজও হবে’, রাইজিং ভারত সামিটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্র দিলেন মোদি

নয়াদিল্লিঃ “সদিচ্ছা থাকলে সঠিক কাজও হবে”। বুধবার সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের নির্যাস এটাই। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সরকার এবং আমলাতন্ত্রের খোলনলচে বদলে দেওয়ার মূল ‘ফ্যাক্টর’ নিয়ে বুধবার আলোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ ‘২০১৯-এর ফেব্রুয়ারিতে আমি এখানেই ছিলাম… এরপরেই বালাকোটে বিমান হামলা চালায় ভারত’; রাইজিং ভারত সামিটে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

সামিটে বক্তৃতার সময় মোদি বলেন, “মূল ফ্যাক্টর হল ‘নিয়ত’ (ইচ্ছা)। আর কোন ইচ্ছা? সেই ইচ্ছাটা হল নেশন ফার্স্ট। আমাদের দেশে তো সম্পদের অভাব নেই, তাহলে কেন দরিদ্র জাতি হিসেবে বিবেচিত হবে? আমরা বিশ্বের সবচেয়ে কমবয়সী দেশ। কোনও দেশের চেয়ে ভারতের পিছিয়ে থাকার কোনও কারণ থাকতে পারে না। আমাদের শুধু নেশন ফার্স্টের অভিপ্রায় নিয়ে এগিয়ে যেতে হবে”।

এদিন প্রধানমন্ত্রীর প্রতিটা বাক্যে দেশের প্রতি ভালবাসা ঝরে পড়ে। তিনি প্রশ্ন করেন, “এই দেশ আমাদের সব কিছু দিয়েছে। কিন্তু আমরা শুধু এখানে থাকব, না কি দেশের জন্য কিছু করব”? উত্তরও দিয়েছেন তিনি, ‘মনোভাবের এই পার্থক্যই দেশকে এগিয়ে নিয়ে যায়”। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে মোদি বলেন, “যে দিন নিজের কাজকে দেশের লক্ষ্যের সঙ্গে জুড়ে দেবেন, আপনার পেশা যাই হোক না কেন, বুঝবেন আপনার মধ্যে সেই দিন নেশন ফার্স্টের বীজ বপন হয়েছে। এই বীজ হল আধার। দেশের প্রতিটি কোণে উত্থিত ভারতের আধার। শুধু নিজের জন্য বাঁচা আর কি বাঁচা! বাঁচতে চান তো দেশের জন্য বাঁচুন, মরবেন তো দেশের জন্য মরুন”।

আসন্ন লোকসভা ভোটের আঁচও ছিল মোদির ভাষণে। নাম না করে কটাক্ষ করেন বিরোধীদের। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিরোধী দল আমার দিকে ১০৪ নম্বর গালাগালিটা ছুঁড়েছে। ওরা আমাকে ঔরঙ্গজেব বলে ডাকত। আমাকে নির্মূল করার সমস্ত পরিকল্পনাও করেছে। তবে এসব করে কিছু লাভ হবে না”।

অতীতে কল্যাণমূলক প্রকল্পের একটা বিশাল অংশ চুরি হত, আজ সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তাই আমজনতা তাঁর সঙ্গে আছেন বলে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, “গত ১০ বছরে অসংখ্য কল্যাণমূলক প্রকল্পে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৪ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। আগের সরকারের আমলে এই টাকার বেশিরভাগটাই দুর্নীতিবাজদের পকেটে যেত”।

PM Modi At Rising Bharat Summit 2024 : ‘২০১৯-এর ফেব্রুয়ারিতে আমি এখানেই ছিলাম… এরপরেই বালাকোটে বিমান হামলা চালায় ভারত’; রাইজিং ভারত সামিটে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিঃ সদ্য অনুষ্ঠিত হয়ে গেল নেটওয়ার্ক ১৮ রাইজিং ভারত সামিট ২০২৪-এর চতুর্থ সংস্করণ। নয়াদিল্লিতে আয়োজিত ওই শীর্ষ সম্মেলনে বুধবার মূল বক্তব্য রেখেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই দিন বক্তব্য রাখতে গিয়ে প্রায় পাঁচ বছর আগের কনক্লেভের দিনগুলির স্মৃতিচারণ করেন তিনি। তারপরেই ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনার কথাও মনে পড়েছে তাঁর।

সদ্য শেষ হওয়া দুই দিনব্যাপী নেটওয়ার্ক ১৮ রাইজিং ভারত সামিট ২০২৪-এ যোগ দিয়েছিলেন রাজনীতি, শিল্পকলা, কর্পোরেট দুনিয়া, বিনোদন এবং ক্রীড়া দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আমি এই শীর্ষ সম্মেলনেই ছিলাম। সেবারের পরিবেশও এরকমই ছিল। শান্ত ভাবে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সেরে আমি বেরিয়ে গিয়েছিলাম। এরপর রাতে বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত।”

আরও পড়ুনঃ ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি

প্রসঙ্গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামার জঙ্গি হানায় শিউরে উঠেছিল গোটা দেশ। ওই হামলার বলি হয়েছিলেন প্রায় ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ান। সেই জঙ্গি হামলার জবাব দেওয়ার জন্যই ওই বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটের জইশ-ই-মহম্মদ জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে আঘাত হেনেছিল ভারতের যুদ্ধবিমান।

সেই প্রসঙ্গ ধরেই শীর্ষ সম্মেলনে মোদি বলেন, “সে জঙ্গিদের মূলচক্রীই হোক কিংবা শান্তি ও উন্নয়ন চাওয়া দেশই হোক, প্রত্যেকেই ‘রাইজিং ভারত’-এর বিষয়টা অনুভব করেছে।” তিনি আরও বলেন, “এই নতুন ভারত কিন্তু জঙ্গি হামলার ক্ষত নীরবে হজম করবে না। এর পরিবর্তে বরং আক্রমণকারীদের অবিস্মরণীয় শিক্ষা দিতে নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করবে।”

প্রধানমন্ত্রীর কথায়, “যারা আমাদের উপর সন্ত্রাস চালিয়েছে, তাদের অবস্থা আজ এই দেশ তথা সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন। একটি নিরাপদ বা সুরক্ষিত দেশই উন্নত বা বিকশিত দেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আর আজ এটাই ভারতের পরিচয় এবং এটাই হল রাইজিং ভারত।”

রাইজিং ভারত শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। আবার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ বা ‘অতুল্য ভারত’-এর বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন জি২০ শেরপা অমিতাভ কান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি ‘নয়া ভারত, উভরতা ভারত’ প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি সকলের সামনে মেলে ধরেন।

আর ওই শীর্ষ সম্মেলনের প্রথম দিনে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল নীতিন গড়করি, অশ্বিনী বৈষ্ণো এবং স্মৃতি ইরানিকে। ওই দিন আধ্যাত্মিকতার উপর নিজেদের মতামত পেশ করেছেন অযোধ্যা রাম মন্দিরের স্থপতি আশিস সোমপুরা এবং ঐতিহাসিক তথা রাম লাল্লার বিগ্রহের জ্যুয়েলারি ডিজাইনার যতিন্দর মিশ্র।

Rising Bharat Summit 2024: ‘আমি এই একটি জিনিস বন্ধ করে দিয়েছি’, রাইজিং ভারত সামিটে বিরোধীদের নিশানা নরেন্দ্র মোদির

নয়াদিল্লি: সিএনএন-নিউজ18-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ রাইজিং ভারত সামিট ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ১৯ এবং ২০ মার্চ। আজ তার দ্বিতীয় তথা শেষ দিন। এদিন উদযাপিত হচ্ছে ভারতের অসাধারণ রূপান্তরমূলক সফর। আর দ্বিতীয় দিনে সকলের নজর ছিল নরেন্দ্র মোদির দিকে। প্রধানমন্ত্রী ভাষণ শুরুর পর থেকেই তিনি উদ্দীপিত ভঙ্গিতে ভারতের বদলে যাওয়া চিত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ”এই সরকার সরকারি খাতের সব তছরুপ বন্ধ করে দিয়েছে। এই ভারত নতুন ভারত, গরিব মানুষের ভারত।”

মোদির কথায়, ”শেষ ১০ বছরে ভারতের ২৫ কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। এত সহজে এটা হয়নি। আমরা পঞ্চম শক্তিশালী অর্থনীতির দেশ। এই কাজও সহজ ছিল না। আমাদের একটাই লক্ষ্য – দেশই প্রথম।”

আরও পড়ুন: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি

তাঁর সংযোজন, ”আমরা সরকারের পদ্ধতিগত পরিবর্তন এনেছিলাম। আর এটা সম্ভব হয়েছে, শুধুমাত্র দেশের জনগণের জন্য। দশ কোটি নকল সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে। সেখানে সেই সুযোগ সুবিধা পাচ্ছেন গরিব মানুষ। সেই গরিব মানুষই আমাকে আশীর্বাদ করছে। বিরোধীদের সেই গরিব মানুষকেও খারাপ কথা বলেছে। সেই কারণেই দেশ সিদ্ধান্ত নিয়েছে, আরও একবার-মোদি সরকার।”

আরও পড়ুন: ‘ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই’, রাইজিং ভারত সামিটে আশ্বাস অমিত শাহের

নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে এসে দেশকে আতঙ্কবাদ থেকে রক্ষা করার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন, অনুষ্ঠানের শেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি তাঁর বক্তব্যের শুরুতেই বালাকোটের প্রসঙ্গ তোলেন৷ উল্লেখ্য, এর পাঁচ বছর আগে মোদি যখন এসেছিলেন এই অনুষ্ঠানে, সেদিনই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ঘটিয়েছিল ভারতীয় সেনা৷ সেই কথা উল্লেখ করেন মোদি৷

তিনি প্রথমেই জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ নিয়েও একাধিক প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার পরে আমি ভাবছিলাম, এই এয়ারস্ট্রাইকের কথা৷’ তিনি তার পর বলেন, ‘এই নতুন ভারত কখনই সন্ত্রাসবাদকে কোনও স্থান দেয় না৷ বরং এটি জঙ্গিদের ধ্বংস অনেক বড় ক্ষতি করেছে৷ যাঁরা আমাদের দেশকে আতঙ্কে রাখত, সন্ত্রাসের সামনে রাখত, তাঁরা এখন কোথাওই নেই৷ এই নতুন ভারত সন্ত্রাসের জখমকে কখনই সহ্য করে না, সন্ত্রাসের ক্ষত যাঁরা উপহার দেয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷’

Rising Bharat Summit 2024: ‘সরকারি দফতরকে সেবা কেন্দ্র করেছি আমরা’, রাইজিং ভারত সামিটে বললেন মোদি

নয়াদিল্লি: CNN-News18 মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ বছর — রাইজিং ভারত সামিট ২০২৪ গত ১৯ থেকে ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে বুধবার সন্ধ্যায় বক্তৃতা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কনক্লেভের দ্বিতীয় দিনে মোদি বললেন, ”দেশের সরকারি দফতরগুলো একটা সময় পাওয়ার হাউজ হয়ে গিয়েছিল। আমরা সেগুলিকে সেবা কেন্দ্র করেছি। যাতে সাধারণ মানুষ সেরা পরিষেবা পায়। একটা সময় সাধারণ মানুষ কোনও কাজ নিয়ে সরকারি দফতরে গেলে তাঁদের নাজেহাল হতে হত। এখন সেই সব দিন অতীত। আমরা সব সময় চেষ্টা করেছি, সরকারি দফতরে যাতে চটজলদি সমস্যার সমাধান হয়! যেন একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে ঘুরে না বেড়ায়!”

আরও পড়ুন- কোন কোন রাজ্যে আসন বাড়ছে BJP-র? বাংলাতেই বা পাচ্ছে কত? হিসেব দিলেন শাহ

এদিন বিরোধীদের কড়া ভাষার আক্রমণ করেন মোদি। তিনি বলেন, ”একটা সময় দেশে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছিল। আজও বিরোধী দলের একাধিক নেতার বাড়ির বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। নেতাদের এই দুর্নীতি ধরে ফেলেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। তাই ইডি, সিবিআই-এর নাম শুনলে অনেক নেতার ঘাম ছুটে যাচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ”তৃতীয়বার বিজেপি সরকার কীভাবে কেন্দ্রে আসবে তার রুটম্যাপ তৈরি। আমরা গরীবের অধিকার কেড়ে নিতে দিইনি।গরিবের অধিকার যারা খর্ব করেছিল তাদের আমরা খুঁজে বের করেছি। তাই বিরোধীরা আজ মোদিকে গালাগাল করছে। কিন্তু গরিব মানুষ মোদিকে আশীর্বাদ করে। বিরোধীদের শাপশাপান্তে মোদির কিছুই যায় আসে না।”

আরও পড়ুন- ‘ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই’, রাইজিং ভারত সামিটে আশ্বাস অমিত শাহের

দেশের প্রধান সমস্যা দুর্নীতি। আর সেই সমস্যাকে গত কয়েক বছরে গোড়া থেকে সমাধান করেছে বিজেপি। প্রধানমন্ত্রী এদিন সেই দাবিই করেন। তিনি আরও বলেন, ”একটা সময় ব্যাঙ্কের খাতা খুলতেও গরিব মানুষের কাছে গ্যারান্টি চাওয়া হত। লোন চাইলে তো আরও হয়রানি করা হত। তবে এখন সেসব সমস্যার সমাধান হয়েছে। দেশের চাষিদের অবস্থার পরিবর্তন হয়েছে।”

Rising Bharat Summit 2024: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি: নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে এসে দেশকে আতঙ্কবাদ থেকে রক্ষা করার বিষয়টি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি তাঁর বক্তব্যের শুরুতেই তিনি বালাকোটের প্রসঙ্গ তোলেন৷ উল্লেখ্য, এর পাঁচ বছর আগে মোদি যখন এসেছিলেন এই অনুষ্ঠানে, সেদিনই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ঘটিয়েছিল ভারতীয় সেনা৷ সেই কথা উল্লেখ করেন মোদি৷

তিনি প্রথমেই জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ নিয়েও একাধিক প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার পরে আমি ভাবছিলাম, এই এয়ারস্ট্রাইকের কথা৷’ তিনি তার পর বলেন, ‘এই নতুন ভারত কখনই সন্ত্রাসবাদকে কোনও স্থান দেয় না৷ বরং এটি জঙ্গিদের ধ্বংস অনেক বড় ক্ষতি করেছে৷ যাঁরা আমাদের দেশকে আতঙ্কে রাখত, সন্ত্রাসের সামনে রাখত, তাঁরা এখন কোথাওই নেই৷ এই নতুন ভারত সন্ত্রাসের জখমকে কখনই সহ্য করে না, সন্ত্রাসের ক্ষত যাঁরা উপহার দেয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷’

মোদি গত দেশ বছরে বিভিন্ন উন্নতির ঘটনা নিয়ে বলেন, ‘গত ১০ বছরে দেশের কতটা উন্নতি হয়েছে, গোটা পৃথিবী সেটা দেখছে৷’ মোদি উল্লেখ করেন, কী ভাবে দেশের অর্থনীতি এগিয়েছে, কী ভাবে ভারত অর্থনীতি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়েছে৷ পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন তিনি৷ প্রাক্তন কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেন, এর আগের সরকার দুর্নীতিতে পূর্ণ মাত্রায় জড়িত হওয়ার পরেও কী ভাবে সেই দূর্নীতি লুকোবে সেই দিকে সরকারের নজর থাকত৷ কিন্তু আজ তা নয়৷ একসময় প্রভাবশালী দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের দিকে যেত না, তখন প্রশ্ন উঠত কেন এরা ছাড় পাচ্ছেন, আর এখন সরাসরি সব কাজ করছে ইডি, সিবিআই৷ এমনটাই তো হওয়া দরকার৷ ২০১৪ সাল থেকে দূর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সরকার৷

আরও পড়ুন – Rising Bharat Summit 2024 Day 2: আর কিছুক্ষণ! প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো শুধুই অপেক্ষা… রাইজিং ভারত সামিটের দ্বিতীয় দিনে মোদির মূল ভাষণে চোখ, থাকছেন অমিত শাহও

আরও পড়ুন – CNN News18 Rising Bharat Summit: ‘অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?’ রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি

দেশের একাধিক সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে অর্থ পৌঁছে দেওয়ার কথাও তিনি বলেন৷ পাশাপাশি তিনি বলেন, অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা৷ আটকানো গিয়েছে দূর্নীতি৷ সরকারি পরিষেবার তালিকা থেকে বাদ পড়েছে ১০ কোটি ভুয়ো নাম৷

Rising Bharat Summit 2024: ‘আমরা বিশ্বাস করি…’, তুললেন অম্বেদকর, নেহরুর কথা! রাইজিং ভারত সামিটে অভিন্ন দেওয়ানি বিধি-র পক্ষে সওয়াল অমিত শাহের

নয়াদিল্লি: “ইউনিফর্ম সিভিল কোড বিজেপি সরকারের প্রতিশ্রুতি। ভারতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি সহ সমস্ত ধর্মের মানুষের জন্য আইন এক হওয়া উচিত।” লোকসভা ভোটের মুখে বুধবার নয়াদিল্লিতে সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৪-এ একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইউসিসি বিজেপির এজেন্ডা নয়, সংবিধান প্রণেতারাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও মনে করিয়ে দেন অমিত শাহ। তাঁর কথায়, “কোনও ধর্ম বা ধর্মীয় অনুশাসনে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু সবাইকে একটা সাধারণ আইনের আওতায় আনা হবে। সংবিধান প্রণেতারাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।”

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বিজেপি ইউসিসি-কে ‘গাইডিং প্রিন্সিপাল’ হিসেবে গ্রহণ করেছে, যা বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদরা বিশ্বাস করতেন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, সঠিক সময়ে দেশে ইউসিসি লাগু করা হবে। উত্তরাখণ্ডের বিজেপি সরকার সেটাই করেছে।

আরও পড়ুন: কোন কোন রাজ্য থেকে আসন বাড়তে চলেছে বিজেপির? বাংলাতেই বা পাচ্ছে কত? রাইজিং ভারত সামিটে হিসেব দিলেন অমিত শাহ

অমিত শাহ বলেন, “পুস্কর সিং ধামির নেতৃত্বে উত্তরাখণ্ড সরকার ইউসিসি লাগু করেছে। সামাজিক, রাজনৈতিক এবং বিচারবিভাগকে এক সুতোয় বাঁধা হয়েছে।” এরপর তিনি যোগ করেন, “আমরা বিশ্বাস করি যে ভারতের মতো বৈচিত্র্যময় দেশে আইনের শাসন থাকা উচিত।”

ইতিমধ্যেই ডিএমকে জানিয়েছে, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ লাগু করবে না। বিরোধীরা ক্ষমতায় এলে ইউসিসি-ও বাতিল করে দেবে। এই প্রসঙ্গে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “এমনটা কোনও দিনও হওয়া সম্ভব নয়।”

আরও পড়ুন: ‘আমরা এবারে ৪০০ আসনে জিতব!,’ রাইজিং ভারত সামিটে অমিত শাহের দাবি, লোকসভা নির্বাচনে আসন বাড়ছে বাংলায়

শাহের প্রশ্ন, “ধর্ষকদের পাথর ছুঁড়ে হত্যা, চোরের হাত কেটে ফেলা, দেশবিরোধীদের ফাঁসি দেওয়া, বিরোধীরা কি এসব করতে চায়”? প্রসঙ্গত, স্বাধীনতার পর দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড সরকার ইউসিসি লাগু করেছে। গোয়াতে পর্তুগিজ শাসনের সময় থেকেই চালু রয়েছে। ইউসিসি-তে বিয়ে, উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদ, দত্তক, ভরণপোষণ এবং অন্যান্য বিষয়ে ভারতের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য একই আইন প্রযোজ্য হবে।

Rising Bharat Summit 2024: কোন কোন রাজ্য থেকে আসন বাড়তে চলেছে বিজেপির? বাংলাতেই বা পাচ্ছে কত? রাইজিং ভারত সামিটে হিসেব দিলেন অমিত শাহ

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে ৩৭০টিরও বেশি আসনে জয়ী হওয়া নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী বিজেপি। কিন্তু, কোথা থেকে আসতে চলেছে এই বাড়তি সিট? উত্তর ভারতে দীর্ঘদিন ধরে আধিপত্য কায়েম করে রাখা পদ্মশিবির কি এবার পারবে দক্ষিণ ভারতে দাঁত ফোটাতে? সিএনএন-নিউজ ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৪-এ এমন প্রশ্নেরই আত্মবিশ্বাসী উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বললেন, “দল ৪০০ আসন পাবে, সেটা দেশের যে প্রান্ত থেকেই আসুক না কেন”।

সূত্রের খবর, বাড়তি আসনের জন্য বেশ কয়েকটি রাজ্যকে টার্গেট করেছে বিজেপি। অমিত শাহের কথায়, “বাংলা, ওড়িশা, তেলঙ্গানা এবং পঞ্জাবে আসন সংখ্যা বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কেরল এবং তামিলনাড়ু থেকেও আমরা ভাল আসন পেতে পারি।” এরসঙ্গে তিনি যোগ করেন, “দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিজেপি ইতিবাচক ফল করবে।”

লোকসভা ভোটে বাংলায় বিজেপি কেমন ফল করবে? সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলায় চমকে দেওয়ার মতো ফল করবে বিজেপি। অমিত শাহের গলাতেও সেই চমেকের প্রতিধ্বনি। তিনি বলছেন, “বাংলায় বিজেপি ২৫টির বেশি আসন জিতবে।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়ে প্রশ্ন তোলেন, ‘‘কেন বাংলার শস্য কালোবাজারে বিক্রি হচ্ছে? কেন হর নল জল প্রকল্প বাস্তবায়িত হয়নি? কেন তারা সিএএ-র বিরোধিতা করছে? একজন মহিলা মুখ্যমন্ত্রীর অধীনে কীভাবে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচার হয়?’’

আরও পড়ুন: হঠাৎ সামনে বিষাক্ত সাপ এসে গেলে কী করবেন? বিশেষজ্ঞেরা জানালেন গুরুত্বপূর্ণ ৫টি জিনিস…জেনে রাখা অত্যন্ত জরুরি

শুধু তাই নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ২৩৫ আসন পাবে বলেও ভবিষ্যদ্বাণী করেন অমিত শাহ। তাঁর কথায়, একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করবে বিজেপি। পাশাপাশি উত্তরপ্রদেশে ২০১৪ এবং ২০১৯-এর চেয়ে ভাল ফল হবে বলে আশাবাদী শাহ।

অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলছেন, ‘‘এই প্রথমবার বিজেপি দক্ষিণ ভারতে ব্যাপক সমর্থন পাচ্ছে।’’ ২০২৪-এর লোকসভা ভোটে দক্ষিণের পাঁচটি রাজ্য থেকেই বিজেপি উল্লেখযোগ্য আসন পাবে বলে মনে করেন শাহ। আর ওড়িশা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা জোট করব কি না। বিজেপি যদি একা লড়ে তাহলে রাজ্যে সরকার গঠনের জন্য লড়বে।” আর বিহার? অমিত শাহের গলায় কটাক্ষের সুর, “আমরা গঙ্গার কিনারে ছিলাম। নীতীশজি আমাদের সঙ্গে যোগ দিলেন।”

আরও পড়ুন: ‘আমরা এবারে ৪০০ আসনে জিতব!,’ রাইজিং ভারত সামিটে অমিত শাহের দাবি, লোকসভা নির্বাচনে আসন বাড়ছে বাংলায়

মহারাষ্ট্রে এখনও আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি। রাজ ঠাকরে এনডিএ-তে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে অমিত শাহের মতে, এসবের কোনও প্রভাব পড়বে না আগামী নির্বাচনে। তিনি বলেন, ‘আমরা ৪১টির বেশি আসনে জিতব।’’ উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারকেও খোঁচা দিয়ে বলেন, ‘‘উদ্ধব ঠাকরের ছেলের প্রতি অতিরিক্ত ভালবাসার কারণে শিবসেনা ভেঙেছে। আর মেয়ের প্রতি শরদ পওয়ারের অতিরিক্ত ভালবাসায় এনসিপি-তে ভাঙন ধরেছে। এতে বাইরের কারও হাত নেই।’’

Rising Bharat Summit: ‘ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই’, রাইজিং ভারত সামিটে আশ্বাস অমিত শাহের

নয়াদিল্লি: সিএনএন-নিউজ18-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ রাইজিং ভারত সামিট ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ১৯ এবং ২০ মার্চ। আজ তার দ্বিতীয় দিন। এদিন উদযাপিত হবে ভারতের অসাধারণ রূপান্তরমূলক সফর। আর দ্বিতীয় দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে রীতিমতো বিরোধীদের আক্রমণ শানালেন। তবে, সকলকেই আশ্বস্ত করে তিনি বলেন, ”ভয় পাওয়ার মতো কিছু নেই। ভোট ব্যাঙ্কের কথা ভেবে বিরোধীরা একটি আইন নিয়ে রাজনীতি করছেন।”

সংসদের অনুমোদন পাওয়ার চার বছর পরে নরেন্দ্র মোদি সরকার সিএএ-র বিজ্ঞপ্তি দেওয়ার পরে এই বছরের ১১ মার্চ সিএএ কার্যকর হয়েছিল। CAA পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নথিবিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দিতে চায়, যারা ৩১ ডিসেম্বর, ২০১৪-এর আগে ভারতে এসেছিলেন। অমিত শাহের কথায়, ইচ্ছাকৃত ভাবে সিএএ নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে সাতসকালে আয়কর হানা! কী অভিযোগ?

অমিত শাহের কথায়, ”সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়। আমি স্পষ্ট ভাবেই বলছি, ভারতের মুসলিমদের ভয় পাওয়ার মতো কিছু নেই।”

আরও পড়ুন: ‘অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?’ রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি

অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহ বলেন, ”আপনি যদি কর্মসংস্থান নিয়ে চিন্তিত হন, তাহলে আপনারা রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কথা বলছেন না কেন! সেই মানুষগুলো ইতিমধ্যে ভারতে রয়েছেন। তাহলে ভারতের কর্মসংস্থান ও জোগান নিয়ে কেন আপনারা কথা বলছেন না! কিন্তু ভারতীয় সংখ্যালঘুদের ভুল বোঝানো বন্ধ করুন।”

Rising Bharat Summit 2024: ‘আমরা এবারে ৪০০ আসনে জিতব!,’ রাইজিং ভারত সামিটে অমিত শাহের দাবি, লোকসভা নির্বাচনে আসন বাড়ছে বাংলায়

নয়াদিল্লি: ‘মোদি ৩.০ আশীর্বাদে ধন্য করুন আমাদের, আর আমরা ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ ৩ দেশের মধ্যে নিয়ে আসব’৷ রাইজিং ভারত সামিট ২০২৪ কনক্লেভে এসে এমনই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন কনক্লেভে এসে নির্বাচনী বন্ড সংক্রান্ত নথি নিয়েও কংগ্রেসকে জোরাল আক্রমণ করেন শাহ৷

CNN-News18 মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ বছর — রাইজিং ভারত সামিট ২০২৪ গত ১৯ থেকে ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে বুধবার সন্ধ্যায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কনক্লেভের দ্বিতীয় দিনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অনুরাগ ঠাকুরও নিজের বক্তব্য রেখেছেন৷ বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এছাড়়াও থাকছেন, রাজনীতি, শিল্পকলা, কর্পোরেট জগত, বিনোদন ও ক্রীড়া জগতের বেশ কিছু নামকরা ব্যক্তিরাও এতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

বর্তমানে নির্বাচনী বন্ড নিয়ে রীতিমতো হূলস্থূল কেন্দ্রীয় রাজনীতিতে৷ এদিন সেই নির্বাচনী বন্ড নিয়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অমিত শাহ৷ মন্ত্রী বলেন, ‘‘রাহুল গান্ধিকে উত্তর দিতে হবে তাঁর দল নির্বাচনী বন্ড থেকে এই ১৬ হাজার কোটি টাকা কোথা থেকে পেয়েছে?’’ শুধু তাই নয়, নির্বাচনী বন্ড তুলে নেওয়া হলে কালো টাকার কারবার বেড়ে যাবে বলেও মতপ্রকাশ করেন তিনি৷

আরও পড়ুন: মহিলাদের জন্য বড় আয়োজন! জেলার তিনটি লোকসভা কেন্দ্রে মহিলা বুথ ৪২২..কী কী ব্যবস্থা প্রশাসনের?

এদিন বিরোধীদের ইডি-সিবিআই নিয়ে অভিযোগের প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ‘‘ওঁরা (বিরোধীরা) চাইছেন, এমন একটা সিস্টেট তৈরি হোক, যেখানে কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর কাছে ৫১ কোটি টাকা পাওয়া গিয়েছে৷ কংগ্রেস সাংসদের বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে৷ ওঁরা কী ভাবছে? মানুষ সব দেখছে৷’’ অমিত শাহের স্পষ্ট বার্তা, ‘‘যাঁরা দুর্নীতি করবেন তাঁদের উপরে কড়া ব্যবস্থা নেওয়া হবেই৷’’

আরও পড়ুন: ‘আমার কাছে শক্তি হল দুর্গা আর দেশ, ভোটে হারের ভয়ে ভীত কেউ দেশ চালাতে পারবেন না’, রাইজিং ভারত সামিটে রাহুলের বিরুদ্ধে তোপ স্মৃতির

এদিন আগামী নির্বাচনে ৪০০ আসন পেরিয়ে যাওয়া নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন শাহ৷ বলেন, ‘‘মোদি ৩.০ আশীর্বাদে ধন্য করুন আমাদের, আর আমরা ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ ৩ দেশের মধ্যে নিয়ে আসব৷’’

শাহ বলেন, ‘‘আমরা এবারে ৪০০ আসন নিয়ে জিতব৷ আমরা যা বলি, তা-ই করি৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা, কেরল, তামিলনাড়ু এবং পঞ্জাবে আমাদের আসন বাড়ছে৷’’