Tag Archives: safe drive save life

Safe Drive Save Life: বর্ণাঢ্য শোভাযাত্রায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচার

পুরুলিয়া: সাধারণ নাগরিকদের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। পথ দুর্ঘটনা এড়াতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্রমাগত সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। ২০১৬ সালের ৮ জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর তা ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল। তাই সর্বত্রই সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলছে।

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এই দিন মানভূম ভিক্টোরিয়া বিদ্যালয় থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে একটি র‍্যালি বের হয়। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। র‍্যালি শেষে একটি সভার আয়োজন করা হয় পুরুলিয়ার শহরের ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকেই স্কুল পড়ুয়াদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।

আর‌ও পড়ুন: কার্গিলের যুদ্ধক্ষেত্রের টাটকা অভিজ্ঞতা শোনালেন প্রাক্তন জ‌ওয়ান!

এই বিষয়ে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এই কর্মসূচির মাধ্যমে আগেও ট্রাফিক পুলিশ মানুষকে সচেতন করত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কর্মসূচিকে একত্রে সম্মিলিত করেছেন। আর তাতেই ব্যাপক হারে প্রচার চলেছে সর্বত্র। পুলিশ, প্রশাসন, বনদফতর , বিভিন্ন প্রশাসনিক স্তরে সেফ ড্রাইভ সেভ লাইফ-এর প্রচার চলেছে। আর তাতেই বিরাট সফলতা এসেছে। আগামী দিনে আরও ব্যাপকভাবে এর প্রচার চলবে।

২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। এই প্রকল্পে সচেতনতার অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করছে রাজ্য পুলিশ ও পরিবহন দফতর। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে দুর্ঘটনার হার অনেকটা কমেছে। মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা। উপকৃত হয়েছে বহু মানুষ। তাই পুরুলিয়া জেলা পুলিশ এইদিন মহাসাড়ম্বরে পালন করল এই দিনটি।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Road Accident: দুর্ঘটনা কমাতে উঠে পড়ে লাগল এই জেলা, কী হল জানেন?

পশ্চিম মেদিনীপুর: প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গাড়ির দৌরাত্ম্য কিংবা বেহাল রাস্তাঘাটের কারণে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে পথচারীদের। এই পরিস্থিতিতে দুর্ঘটনার সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক।

দ্রুতগতি এবং একাধিক কারণে পথ দুর্ঘটনার সংখ্যা এবং দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছে না ৮ থেকে ৮০ কেউই। তবে সেই সংখ্যা কমাতে বদ্ধপরিকর প্রশাসন। বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

আরও পড়ুন: জোড়া ভাঙনে মুছে যাওয়ার মুখে আস্ত চা বাগান!

পথ দুর্ঘটনার সংখ্যা কমতে এবং পথ নিরাপত্তা সুচিনিশ্চিত করতে বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। জেলাশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা, আরটিও, ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধি, জেলা স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকরা। জেলায় পথ দুর্ঘটনা কমাতে সমস্ত আধিকারিককে দ্রুততার সঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

প্রসঙ্গত, বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানো, গাড়ির গতি, গাড়ির ফিটনে সহ একাধিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। মানুষের অসাবধানতার কারণে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে। বিভিন্ন আইনি ব্যবস্থা পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

শুধু তাই নয়, বিভিন্ন রাস্তার পাশে পথ নির্দেশিকার সাইনবোর্ড যথাযথভাবে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইনবোর্ডে হেল্প লাইন নম্বর, নিকটবর্তী হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের নম্বর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা, গাড়ির ফিটনেস পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

রঞ্জন চন্দ