Tag Archives: Sea Beach

Digha Accident News: দিঘার সমুদ্রে ভয়ঙ্কর কাণ্ড! ৪ পর্যটকের সঙ্গে যা ঘটল, সমুদ্রে নামতে ভয় পাচ্ছে সকলে

দিঘা: ফের পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্র দিঘায় ফের বড়সড় দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে যাওয়া চার পর্যটককে উদ্ধার করলেন দিঘার নুলিয়ারা।

জানা যায়, কলকাতার বেহালা থেকে চার পর্যটক দিঘায় বেড়াতে আসেন আর তাঁরা ওঠেন ওল্ড দিঘার একটি হোটেলে। দিঘায় সমুদ্রে যখন জোয়ার আসে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ওল্ড দিঘার ১নং ঘাটে সমুদ্রে স্নানে নামে।

সমুদ্রের স্নানের সময় সেই চার জনকেই জোয়ারে তলিয়ে যেতে দেখেন নুলিয়ারা। তখনই নুলিয়ারা ছুটে গিয়ে ওই চার পর্যটককে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে একজনের মাথায় পাথরের আঘাত লেগে গুরুতর আহত হন। গুরুতর আহত পর্যটককে চিকিৎসাধীন আছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: টানা চারদিন বঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! তার মাঝেও রবিতে ৪ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে, আবহাওয়ার জরুরি খবর

পরে দিঘা মোহনা থানার পুলিশ ও নুলিয়াদের মাধ্যমে ওই পর্যটকের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।

পঙ্কজ দাশরথী

Offbeat Destination: দিঘা নয় এবার দোলে কলকাতার কাছেই ঘুরে আসুন নির্জন এই সমুদ্র সৈকতে ! কোথায় দেখে নিন

সামনেই দোলযাত্রা, রয়েছে রঙের উৎসব। এই সময়ে সঙ্গীনিকে নিয়ে কোলাহলমুক্ত পরিবেশে সময় অতিবাহিত করতে চান। তাহলে ঘুরে আসুন লালগঞ্জ।
সামনেই দোলযাত্রা, রয়েছে রঙের উৎসব। এই সময়ে সঙ্গীনিকে নিয়ে কোলাহলমুক্ত পরিবেশে সময় অতিবাহিত করতে চান। তাহলে ঘুরে আসুন লালগঞ্জ।
নামখানা থেকে গাড়িতে চেপে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। নির্জন সৈকতে টেন্টে থাকার মজা নিতে আপনাকে আসতে হবে লালগঞ্জে।
নামখানা থেকে গাড়িতে চেপে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। নির্জন সৈকতে টেন্টে থাকার মজা নিতে আপনাকে আসতে হবে লালগঞ্জে।
লালগঞ্জে আসলে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে খরচ পড়বে মাথাপিছু ৫০০০ টাকার কাছাকাছি। সমুদ্রের ধারে হালকা শীতলতায় মন ভাল হয়ে যাবে আপনার।
লালগঞ্জে আসলে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে খরচ পড়বে মাথাপিছু ৫০০০ টাকার কাছাকাছি। সমুদ্রের ধারে হালকা শীতলতায় মন ভাল হয়ে যাবে আপনার।
সকালে আর বিকেলে এখানে মনোরম থাকে আবহাওয়া। এখানে রাতের দিকে সমুদ্রের ধারে নোনা হাওয়ার মধ্যে মাছ ভাজা খাওয়ার মজা, দিনের বেলা খোলা সৈকতে লাল কাঁকড়া দেখার মজাই আলাদা।
সকালে আর বিকেলে এখানে মনোরম থাকে আবহাওয়া। এখানে রাতের দিকে সমুদ্রের ধারে নোনা হাওয়ার মধ্যে মাছ ভাজা খাওয়ার মজা, দিনের বেলা খোলা সৈকতে লাল কাঁকড়া দেখার মজাই আলাদা।
লালগঞ্জ কলকাতা থেকে মাত্র ১৩০ কিমি দূরে অবস্থিত। গাড়ি নিয়েই পৌঁছে যাওয়া যায় সেখানে। ট্রেনে করে তো যাওয়া যায়। এখানে সৈকতের পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। রয়েছে ঝাউয়ের জঙ্গল।
লালগঞ্জ কলকাতা থেকে মাত্র ১৩০ কিমি দূরে অবস্থিত। গাড়ি নিয়েই পৌঁছে যাওয়া যায় সেখানে। ট্রেনে করে তো যাওয়া যায়। এখানে সৈকতের পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। রয়েছে ঝাউয়ের জঙ্গল।
এখানে ঢেউয়ের গর্জন বেশি। ভাঁটার সময় জল অনেকটা পিছিয়ে যায় এখানৈ। সেজন্য এখানে আসার আগে গ্রামের লোকের থেকে জোয়ার ভাটার সময় না জেনে নিলে বিপদে পড়তে পারেন আপনি।
এখানে ঢেউয়ের গর্জন বেশি। ভাঁটার সময় জল অনেকটা পিছিয়ে যায় এখানৈ। সেজন্য এখানে আসার আগে গ্রামের লোকের থেকে জোয়ার ভাটার সময় না জেনে নিলে বিপদে পড়তে পারেন আপনি।

ঘরের সামনে হাতের নাগালে নতুন সমুদ্র সৈকত, কীভাবে যাবেন? জেনে নিন

ভ্রমন প্রিয় বাঙালি বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পর্যটকদের ঘুরতে যাওয়া মানেই দিঘা অথবা মন্দারমনি। এই একই জায়গায় বারবার এসে অনেকের কাছেই তা একঘেয়েমির জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবার হাতের নাগালে নতুন এক সমুদ্র সৈকত।

Valentines Day 2024: ভ্যালেন্টাইন ডে-তে নির্জন সমুদ্র সৈকতে যেতে চান সঙ্গীকে নিয়ে, এই জায়গাই আপনার সেরা ডেস্টিনেশন

দিঘা মন্দারমনি ছাড়াও এমন একটি সমুদ্র সৈকতের কথা বলব যেটি প্রেমের সপ্তাহে প্রেমিক-প্রেমিকা বা প্রিয়জনের সঙ্গে প্রেম বা সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা।

South 24 Parganas News: সংস্কৃতিবান মানুষের খোলা আঙিনায় কবিতা চর্চার কেন্দ্রবিন্দু সমুদ্র জানালা

নামখানা: নোনা জলে সিক্ত মাটির বুকে জোয়ারের জলের মধ্যে উঁকি দেওয়া দিগন্ত বিস্তৃত জানালার নাম হল সমুদ্র জানালা।সংস্কৃতিবান মানুষের খোলা ঘরের কবিতা চর্চার কেন্দ্রবিন্দু এই সমুদ্র জানালা। আর সেই সমুদ্র জানালা কবিতা পত্রের আয়োজনে দক্ষিণ ২৪ পরগনা জেলার একেবারে অন্তিম প্রান্তে বঙ্গোপসাগরের তীরে ঘন ঝাউ জঙ্গলের মাঝে অনুষ্ঠিত হল বকখালি কবিতা উৎসব ২০২৩।

আরও পড়ুন: ক্যারাটে চ্যাম্পিয়নদের নিয়ে মেগা-শো লক্ষীকান্তপুরে

এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা। কবিতা উৎসব ২০২৩ এর উদ্বোধন করেছেন দক্ষিণ অসমের কবি শান্তনু গঙ্গারিডি।সংস্কৃতিমনা সকল মানুষের মধ্যে দেশের সংস্কৃতির আঙ্গিক সমূহকে সঠিকভাবে তুলে ধরা এবং সুশৃঙ্খল কর্মপদ্ধতির মাধ্যমে সংস্কৃতি ও কবিতা চর্চার একটি সুন্দর বাতাবরণ গড়ে তুলতে বদ্ধপরিকর সমুদ্র জানালা‌

আরও পড়ুন: মৎসজীবীর জালে বিরল প্রজাতির দুটি কচ্ছপ

বকখালিতে কবিতা উৎসবে এসেছিলেন ওপার বাংলার কবিরাও। পাশাপাশি কবিতা উৎসব ২০২৩-এ উপস্থিত প্রত্যেক কবিরা অকাল রাখি বন্ধনের মত কবিতার বন্ধনে বাঁধা পড়েন। ‘কবি চাই, কবিতাকে চাই’ এই ভাবনাকে সামনে রেখে বকখালি কবিতা উৎসব শেষ হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনগুলিতেও বেঁচে থাক বকখালি কবিতা উৎসব এই আশাতেই বুক বেঁধে, এবছরের মত শেষ হয়েছে সমুদ্র জানালার পাল্লা, এবার অপেক্ষা আগামী দিনের।
নবাব মল্লিক