Tag Archives: Sindur Khela

Cleaning Tips: সিঁদুর খেলতে গিয়ে শাড়িতে দাগ, মন খারাপ না করে ৪টে উপায় জানুন, এক নিমেষে দাগ দূর

পঞ্জিকা অনুযায়ী পুজো গতকালই শেষ৷ অথচ মাকে কী আর তাড়াতাড়ি বিদায় দিতে মন চায়? তাই আজও বহু জায়গায় বিজয়া পালিত হচ্ছে৷ বিজয়া মানেই লালপেড়ে শাড়ি পড়ে সিঁদুর খেলা৷ আলমারিতে সাধের লাল পাড় সাদা শাড়ি পরে অনেকেই সিঁদুর খেলায় মেতে ওঠে, অথচ সেই শাড়িতে সিঁদুর লাগলেই মনের ভিতর খচখচ করতে থাকে৷ তবে কয়েকটা উপায় মানলেই সব দাগ উধাও হয়ে যাবে৷
পঞ্জিকা অনুযায়ী পুজো গতকালই শেষ৷ অথচ মাকে কী আর তাড়াতাড়ি বিদায় দিতে মন চায়? তাই আজও বহু জায়গায় বিজয়া পালিত হচ্ছে৷ বিজয়া মানেই লালপেড়ে শাড়ি পড়ে সিঁদুর খেলা৷ আলমারিতে সাধের লাল পাড় সাদা শাড়ি পরে অনেকেই সিঁদুর খেলায় মেতে ওঠে, অথচ সেই শাড়িতে সিঁদুর লাগলেই মনের ভিতর খচখচ করতে থাকে৷ তবে কয়েকটা উপায় মানলেই সব দাগ উধাও হয়ে যাবে৷
শেভিং ক্রিম দিয়েও পোশাক থেকে সিঁদুরের দাগ তোলা সম্ভব৷ শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন৷ মিনিট দশেক পর একটা ব্রাশ ঘষলেই উঠে যাবে৷
শেভিং ক্রিম দিয়েও পোশাক থেকে সিঁদুরের দাগ তোলা সম্ভব৷ শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, সেখানে খানিকটা শেভিং ক্রিম লাগিয়ে রাখুন৷ মিনিট দশেক পর একটা ব্রাশ ঘষলেই উঠে যাবে৷
ফ্রিজে নিশ্চয়ই বরফ আছে? তা হলে সিঁদুরের দাগের উপর কাপড়ে মুড়ে বরফ ঘষতে থাকুন৷ কিছুক্ষণ পর দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে৷
ফ্রিজে নিশ্চয়ই বরফ আছে? তা হলে সিঁদুরের দাগের উপর কাপড়ে মুড়ে বরফ ঘষতে থাকুন৷ কিছুক্ষণ পর দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে৷
হ্যান্ড স্যানিটারাইজ়ারও সিঁদুরের দাগ তুলে ফেলতে সক্ষম৷ স্যানেটারাইজ়ারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলে পেলতে সক্ষম৷ সিঁদুরের উপর এই দাগ স্প্রে করুন৷ তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন৷ সিঁদুরের দাগ উঠে যাবে৷
হ্যান্ড স্যানিটারাইজ়ারও সিঁদুরের দাগ তুলে ফেলতে সক্ষম৷ স্যানেটারাইজ়ারে থাকা অ্যালকোহল সিঁদুরের দাগ তুলে পেলতে সক্ষম৷ সিঁদুরের উপর এই দাগ স্প্রে করুন৷ তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন৷ সিঁদুরের দাগ উঠে যাবে৷
ভিনিগারও শাড়ি থেকে দাগ তুলে দেবে, এর জন্য গরম জলে এক চা-চামচ ভিনিগার মিশিয়ে নিন৷ শাড়ির সিঁদুর মাখা ওই অংশটি কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন৷ কিছুক্ষণ পর থেকেই দেখবেন সিঁদুরের রং ফিকে হতে শুরু করেছে৷
ভিনিগারও শাড়ি থেকে দাগ তুলে দেবে, এর জন্য গরম জলে এক চা-চামচ ভিনিগার মিশিয়ে নিন৷ শাড়ির সিঁদুর মাখা ওই অংশটি কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন৷ কিছুক্ষণ পর থেকেই দেখবেন সিঁদুরের রং ফিকে হতে শুরু করেছে৷

Dashami Sindur Khela: সিঁদুর খেলায় দেবীকে বিদায়, শিলিগুড়িতে নাচে-গানে দশমী উদযাপন

আজ দশমী। ভারাক্রকান্ত মনে ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো সকাল থেকে মনভার আপামর বাঙালির ৷ রীতি তো মানতেই হয়, তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।
আজ দশমী। ভারাক্রকান্ত মনে ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই সকাল থেকে মন ভার আপামর বাঙালির ৷ রীতি তো মানতেই হয়, তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।
নিয়মানুয়ায়ী উমা বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শহরের মহিলারা। মিত্রসহ নিমিলনী থেকে উদয়ন সমিতি সমস্ত জায়গাতেই সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়।
নিয়মানুয়ায়ী উমা বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শহরের মহিলারা। সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়।
দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়।
দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়।
সিঁদুর খেলতে এসে উমা চক্রবর্তী জানান, ' আজ মাকে বিদায় জানানোর পালা ৷ স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ৷ তা সত্ত্বেও আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দ করছি ৷ মাকে বিদায় জানাচ্ছি ৷ সেই সঙ্গে আগামী বছর আরও ভালো করে যাতে পুজো করতে পারি সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে ৷'
সিঁদুর খেলতে এসে উমা চক্রবর্তী জানান, ‘ আজ মাকে বিদায় জানানোর পালা ৷ স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ৷ তা সত্ত্বেও আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দ করছি ৷ মাকে বিদায় জানাচ্ছি ৷ সেই সঙ্গে আগামী বছর আরও ভালো করে যাতে পুজো করতে পারি সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে ৷’
উদয়ন সমিতির মাঠে আজ নৃত্য পরিবেশন করেন একাধিক মহিলারা। মনের মধ্যে মাকে বিদায় জানানোর ব্যথা থাকলেও সবমিলিয়ে নাচে গানে আনন্দ উৎযাপন করলেন তারা।
উদয়ন সমিতির মাঠে আজ নৃত্য পরিবেশন করেন একাধিক মহিলারা। মনের মধ্যে মাকে বিদায় জানানোর ব্যথা থাকলেও সবমিলিয়ে নাচে গানে আনন্দ উৎযাপন করলেন তারা।

Durga Puja 2024 Sindoor khela: দশমীতে সিঁদুর খেলার পর করুন এই ছোট্ট কাজ…! কোনও ক্ষতি হবে না ত্বকের! ঝলমল করবে মুখ

দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক পদার্থ মিশে থাকে। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে। এ নিয়ে জানালেন স্কিন স্পেশালিস্ট শুভব্রত রায়।
দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক পদার্থ মিশে থাকে। ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে। এ নিয়ে জানালেন স্কিন স্পেশালিস্ট শুভব্রত রায়।
বাড়ি ফিরে আগে মাথা, মুখ এবং শরীরের যে যে অংশে সিঁদুর লেগেছে, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিন। প্রথমে জল দেবেন না তাহলে সিঁদুর ত্বকের সঙ্গে বসে যাবে।
বাড়ি ফিরে আগে মাথা, মুখ এবং শরীরের যে যে অংশে সিঁদুর লেগেছে, শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিন। প্রথমে জল দেবেন না তাহলে সিঁদুর ত্বকের সঙ্গে বসে যাবে।
সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। তবে সব সময় তা হয় না। সে ক্ষেত্রে বাড়িতে ফিরেই প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। তার পর ফেসওয়াশ ব্যবহার করুন।
সিঁদুর খেলার ক্ষেত্রে ভেষজ সিঁদুর ব্যবহার করলে ভাল। তবে সব সময় তা হয় না। সে ক্ষেত্রে বাড়িতে ফিরেই প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে সিঁদুর পরিষ্কার করে নিন। তার পর ফেসওয়াশ ব্যবহার করুন।
মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। তবে একই তুলো বার বার ব্যবহার করবেন না। সিঁদুর তুলতে ব্যবহার করুন বেশ কয়েকটি কটন প্যাড।
মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর তুলে নিন। তবে একই তুলো বার বার ব্যবহার করবেন না। সিঁদুর তুলতে ব্যবহার করুন বেশ কয়েকটি কটন প্যাড।
মুখ ভাল করে পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। সিঁদুর খেলার ফলে ত্বকের আর্দ্রতা একেবারে তলানিতে ঠেকে। তাই ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করলে ফল ভুগতে হতে পারে।
মুখ ভাল করে পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। সিঁদুর খেলার ফলে ত্বকের আর্দ্রতা একেবারে তলানিতে ঠেকে। তাই ময়েশ্চারাইজ়ার ব্যবহার না করলে ফল ভুগতে হতে পারে।