Tag Archives: sravanaa

Special Train: তারকেশ্বরের লক্ষ লক্ষ শিব ভক্তের জন্য দারুণ খবর! শ্রাবণ মাসজুড়ে রেলের স্পেশ্যাল ট্রেন ঘোষণা

কলকাতা: এবছর কি আপনারা তারকেশ্বরে  শিবের মাথায় জল ঢালতে  যাচ্ছেন ? নিশ্চই  আপনি বাসে বা গাড়িতে কিংবা পায়ে হেঁটে যাবেন।  না, সময় ও অর্থ দু’টোই নষ্ট করবেন কেন, পূর্ব রেলওয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা উৎসব এবং অনুষ্ঠানে অংশ নিতে প্রধানত শ্রাবণ মাসে (জুলাই – অগাস্ট ) তারকেশ্বর এ  ভিড় করে শ্রাবণী মেলার সময়। বিশেষ করে সোমবার দিন শিব ঠাকুরের আরাধনায় তারকেশ্বর এ ভক্তের সমাগম বেশি তাই পূর্ব রেলওয়ে ভক্তের মনোকামনা পূর্ণ করার জন্য  রবিবার, সোমবার  ও ছুটির দিনগুলিতে  কিছু স্পেশ্যাল লোকাল চালাচ্ছে।

আরও পড়ুন: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?

সেগুলি সবক’টি স্টেশনে থামবে ও যে কোনও স্টেশন থেকে টিকিটও পাবেন। এছাড়া ট্রেনগুলি একদিকে যেমন  হাওড়া থেকে তারকেশ্বর যাবে তেমনি  যে সমস্ত পূর্ণ্যার্থীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যেতে চান তাঁদের কথা ভেবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে

এই ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি তারকেশ্বরের  শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনে অতিরিক্ত পরিষেবা হিসেবে চলবে, অর্থাৎ ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ এবং ১৯.০৮.২০২৪।

শেওড়াফুলি  ও তারকেশ্বরের  মধ্যে ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছবে। উল্টো পথে, তারকেশ্বর  থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছবে।

এবং পূণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ ছেড়ে তারকেশ্বর  এ  সকাল ০৫:৩৫ ও বিকাল ১৪:২০-এ পৌঁছবে। একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ ও রাত ২২:৪৫-এ পৌঁছবে।

আবীর ঘোষাল

Srabani Mela 2024: এই শ্রাবণে জল্পেশের শ্রাবণী মেলায় যাচ্ছেন? ভুলেও এই কাজগুলি করবেন না সেখানে! জেনে নিন আগেভাগেই

জলপাইগুড়ি: শুরু হয়ে গেল জল্পেশের জনপ্রিয় শ্রাবণী মেলা। তার আগে এক গুচ্ছ বিধিনিষেধ জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন! মহাদেব দর্শনের আগে কিংবা মেলা ঘুরতে যাওয়ার আগে জেনে নিন কী কী করা যাবে না!

শ্রাবণ মাসে উত্তরবঙ্গের জনপ্রিয় তীর্থস্থান জল্পেশ মন্দিরে দূর দূরান্তের ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে। প্রায় প্রতি বছর নানা ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এই মেলাকে ঘিরে। এবছর তা পুরোপুরি রুখতে বিভিন্ন নিয়ম-নীতি বেঁধে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। যে স্কাইওয়াক তৈরি হচ্ছে তা সম্পূর্ণ না হওয়ায় এখনও খুলছে না তার দরজা।

আরও পড়ুন: স্টার ফল খেলে স্টারদের মতো ফিগার পেতে পারেন, নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস-হুড়মুড়িয়ে কমবে ওজন! জানুন

মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন মাত্র ৫০ জনের মতো। ডিজে বা বিভিন্ন সাউন্ড বক্স রাস্তা দিয়ে হোক বা ভিতরে কোনও ভাবেই নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ভিতরের চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে। ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায়। এছাড়াও সাদা পোশাকের পুলিশ, মন্দির কমিটির ভলেন্টিয়ার্স-সহ পুলিশ মোতায়েন থাকবে।

আরও পড়ুন: পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে দেশের এই স্কুল, কোনটি জানেন?

মন্দিরে আসার রাস্তায় বসানো হবে বেশ কয়েকটি ড্রপ গেট। এছাড়াও, মন্দিরের পুকুর থেকে শুরু করে জর্দা নদী এবং তিস্তায় মোতায়েন থাকবে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে জেলা পুলিশ। সেই কারণে মন্দিরের নিরাপত্তার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই জল্পেশ মন্দিরে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালে।

তিনি নিজে গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন। পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে, শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলায় যাতে সকলেই উৎসবের মেজাজে উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা অনেক আঁটোসাঁটো করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এবছর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।

সুরজিৎ দে

Tarakeshwar: তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন! কোন কোন দিন ক’টা থেকে? জেনে নিন

কলকাতা: বর্ষা আসলেই যার অপেক্ষা থাকে, তা হল তারকেশ্বরের শ্রাবণী মেলা। জুলাই থেকে অগাস্ট মাস ধরে এই মেলায় ভিড় জমান অজস্র মানুষ। তাই এই জনপ্রিয় মেলা উপলক্ষে পূর্ব রেলওয়ে ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

তারকেশ্বরের শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় নির্ঘণ্টর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অসংখ্য ভক্তকে আকৃষ্ট করে। তাঁরা শিবের আশীর্বাদ নিতে এবং ভক্তি ও ঐক্যের আবহে নিজেদের নিমগ্ন করতে আসেন। শ্রাবণ মাসে মেলাটি অনুষ্ঠিত হয় শিবের ‘জলাভিষেক’ এর জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শিবের ‘জলাভিষেক’ এর জন্য তারকেশ্বরে আসেন। শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে ভক্তের ঢল নামে।

ভক্তদের প্রয়োজনের কথা বিবেচনা করেই পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছয় জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন হাওড়া-তারকেশ্বর শাখায় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে।
হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর ৪টে বেজে ৫ মিনিটে এবং দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে ছাড়বে। সেগুলি যথাক্রমে সকাল ৫টা ৩৫ মিনিট এবং দুপুর ২টো ২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। একই ভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০টা৫৫ এবং রাত ৯টা১৭ মিনিটে ছাড়বে। সেই ট্রেনগুলি যথাক্রমে দুপুর ১২টা৩০ এবং রাত ১০টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।

এছাড়াও, শেওড়াফুলি থেকে গঙ্গার জল তারকেশ্বরে জলাভিষেকের জন্য নিয়ে যাওয়ার গুরুত্ব বিবেচনা করে, পূর্ব রেলওয়ে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, সকাল ০৯:২০, বিকেল ০৪:২০ এবং সন্ধ্যা ০৭:৪০-এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০-এ তারকেশ্বরে পৌঁছাবে।

অন্য দিকে, তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫:৫৫, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০-এ ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৬:৪৫, সকাল ০৯:০৩, বিকেল ০৩:৪০ এবং সন্ধ্যা ০৭:৩০-এ শেওড়াফুলিতে পৌঁছাবে।

আরও পড়ুন- জল বাড়ছে নদীর! মাটির বাঁধ, আতঙ্কে দিন কাটছে অসম-বাংলা সীমান্তের মানুষের

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, নিয়মিত ট্রেনের পাশাপাশি, এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চালানো হবে। তাঁর উল্লিখিত তারিখগুলি হল- ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ & ১৯.০৮.২০২৪। তিনি আরও জানান, এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে।