Tag Archives: Subhas Sarkar

Lok Sabha Election 2024: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী

বাঁকুড়া: জঙ্গলমহলেও জোর কদমে চলছে ভোট প্রচার। শনিবার বেলা বারোটার সময় রাইপুর ব্লকের বারিকুল থানার শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোল গাড়ি গ্রামে জনসংযোগ করলেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই জন সংযোগেই ধরা পড়ল নজর কাড়া এক ছবি। পিরোল গাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উৎসাহের সঙ্গে ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য সহযোগে স্বাগত জানালেন সুভাষ সরকারকে।

আর‌ও পড়ুন: জেলার স্কুলে শেখানো হবে AI! চালু হল উন্নতমানের কম্পিউটার ল্যাব

আদিবাসীদের সঙ্গে ধামসা বাজাতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রতিনিয়তই নিত্যনতুনভাবে জনসংযোগ করছেন প্রার্থীরা। শনিবার বিজেপি প্রার্থী প্রচারে সেই ছবিই ধরা পড়ল।

আর‌ও পড়ুন: জেলার স্কুলে শেখানো হবে AI! চালু হল উন্নতমানের কম্পিউটার ল্যাব

প্রচারে এসে এমন প্রতিক্রিয়া পেয়ে সুভাষ সরকার জানান, রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোলগাড়ি গ্রামের আদিবাসী ভাই-বোনেরা অসাধারণভাবে স্বাগত জানিয়েছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও নৃত্য পরিবেশন করেন। এমনিতে ভোট প্রচারকে আকর্ষণীয় করতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলি নানান কৌশল অবলম্বন করছে। তবে আদিবাসীদের মধ্যে স্বাগত জানানোর ক্ষেত্রে নৃত্য ও বাজনার আধিক্য বরাবরই দেখা যায়। এদিন সেই ছবিই ধরা পড়ল।

নীলাঞ্জন ব্যানার্জী