Tag Archives: tribal dance

Indigenous Dance: কুলবুধি নাচ দেখেছেন? হাসিতে ফেটে পড়বেন

নিজস্ব প্রতিবেদন: অসমের মটক জনজাতির নিজস্ব এক বিরল নৃত্যশৈলী আছে। যা এই কুলবুধি নৃত্য সম্পর্কে আপনি কিছু জানেন বা এর নাম কখনও শুনেছেন? কুলবুধি নৃত্য গোলমটক জনসাথির একটি বিপন্ন লোকসংস্কৃতি। মটক-রা অসমের অন্যতম ভূমিপুত্র। এই ঐতিহ্যবাহী নৃত্যশৈলীর মাধ্যমে অসমের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ দুর্দান্তভাবে ফুটে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই লোকসংস্কৃতিও হারিয়ে যেতে বসেছে।

কুলবুধি শব্দটি প্রকৃতিকে বোঝায়। প্রকৃতি রূপে বুড়ি মাথায় কম্বল দিয়ে বিশেষ ভঙ্গিতে নাচে। কুলবুধি নৃত্য সাধারণত নারীর ছদ্মবেশে মটক জনজাতির পুরুষরা পরিবেশন করেন। কুলবুধি নৃত্য লোককাহিনীর সঙ্গে জড়িত।

মটক সমাজে কুলবুধি নৃত্য পরিবেশিত হয় বিটল বিয়ে এবং বড় বিয়েতে। কুলবুধি নৃত্যে ঢোলের মত তাল বাদ্য বাজে। ঢোলের তালে এবং গানের সুরে মাথা ও কোমর ঘুরিয়ে বিশেষ ভঙ্গিতে নাচে। মটক সম্প্রদায় কুলখানের চেয়ে দোলা বেশি ব্যবহার করে। তাই কুলবুদ্ধির মাথায় দোলা পরার রীতি প্রচলিত। কখনও কখনও বুড়ির হাতে লাঠিও থাকে। তবে লাঠি নেওয়া বাধ্যতামূলক নয়।

আর‌ও পড়ুন: সত্যিকারের শহর হতে চায় কোলাঘাট

ধীরগতির ঢোলের তালে কুলবুধি তার হাঁটু বাঁকিয়ে কোমর ঘুরিয়ে, মাথায় দোলা নিয়ে লাফিয়ে নাচে। কুলবুধি নৃত্যের নির্দিষ্ট ব্যাকরণ নেই। যিনি নাচছেন তিনি নিজস্ব শারীরিক প্রবাহের সঙ্গে মিশে যে নিজের মতো করে নাচতে পারেন। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া দর্শকদের বিনোদন দেয়। তারা তাদের মাথায় বহন করা বাক্সে একজোড়া নারকেল এবং প্যান রাখে। কুলবুধি নৃত্যশিল্পী প্রতিটি পদক্ষেপে দর্শকদের বিনোদন দেন। মটক সমাজে কুলবুধি নৃত্য বিটল বিয়েতে বাধ্যতামূলক, কিন্তু বড় বিয়েতে নয়।

কুলবুধিকে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করেন। এই জিনিসগুলি থেকে দূরে থাকার অনেক উপায় রয়েছে। কুলবুধির অদ্ভুত উত্তরও দর্শকদের আনন্দ দেয়। লক্ষণীয় যে মটক সমাজে কেবল পুরুষরাই কুলবুধি নৃত্য করেন। নারী বুড়ি নাচে না। ঢোল বাজায় কুলবুধি নাচের জন্য এবং নামতি গান গায়।

Lok Sabha Election 2024: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী

বাঁকুড়া: জঙ্গলমহলেও জোর কদমে চলছে ভোট প্রচার। শনিবার বেলা বারোটার সময় রাইপুর ব্লকের বারিকুল থানার শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোল গাড়ি গ্রামে জনসংযোগ করলেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই জন সংযোগেই ধরা পড়ল নজর কাড়া এক ছবি। পিরোল গাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উৎসাহের সঙ্গে ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য সহযোগে স্বাগত জানালেন সুভাষ সরকারকে।

আর‌ও পড়ুন: জেলার স্কুলে শেখানো হবে AI! চালু হল উন্নতমানের কম্পিউটার ল্যাব

আদিবাসীদের সঙ্গে ধামসা বাজাতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রতিনিয়তই নিত্যনতুনভাবে জনসংযোগ করছেন প্রার্থীরা। শনিবার বিজেপি প্রার্থী প্রচারে সেই ছবিই ধরা পড়ল।

আর‌ও পড়ুন: জেলার স্কুলে শেখানো হবে AI! চালু হল উন্নতমানের কম্পিউটার ল্যাব

প্রচারে এসে এমন প্রতিক্রিয়া পেয়ে সুভাষ সরকার জানান, রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের পিরোলগাড়ি গ্রামের আদিবাসী ভাই-বোনেরা অসাধারণভাবে স্বাগত জানিয়েছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও নৃত্য পরিবেশন করেন। এমনিতে ভোট প্রচারকে আকর্ষণীয় করতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলি নানান কৌশল অবলম্বন করছে। তবে আদিবাসীদের মধ্যে স্বাগত জানানোর ক্ষেত্রে নৃত্য ও বাজনার আধিক্য বরাবরই দেখা যায়। এদিন সেই ছবিই ধরা পড়ল।

নীলাঞ্জন ব্যানার্জী