Tag Archives: Television

Khatron ka Khiladi: ‘সবাই মিলে রিয়াজকে হেনস্থা…!’ খতরো কা খিলাড়ি-র ভিতরে কী চলে? বিস্ফোরক দাবি শিল্পার

এবার আসিম রিয়াজের সমর্থনে নামলেন শিল্পা শিন্ডে। রোমানিয়ায় চলছে ‘খতরো কা খিলাড়ি ১৪’-এর শ্যুটিং। সেখানেই সেটে রিয়াজকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করলেন শিল্পা। শুধু তাই নয়, রিয়াজকে প্ররোচিত করা হয় বলেও অভিযোগ তাঁর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিল্পা বলেন, “সবাই দল বেঁধে উস্কানি দিচ্ছিল। এই কারণেই রিয়াজ রেগে যায়।’’

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, “মাঝে মধ্যে জল মাথার উপরে উঠে যায়। একজনের বিরুদ্ধে সবাই ঘোঁট পাকাচ্ছে, উস্কানি দিচ্ছে। এরকম পরিস্থিতি সবাই সামলাতে পারে না। সবাই ঠিক, সবাই ভুল। আমি শুরু থেকে ওঁকে বলে গিয়েছি, মুখ বুজে থাকুন, কারও সঙ্গে তর্ক করার দরকার নেই। একদিকে আসিম একা। অন্য দিকে, সবাই দল বেঁধে ওঁকে উস্কানি দিচ্ছে। আমি বলেছিলাম, রোহিত শেঠির সঙ্গে তর্ক করবেন না। কিন্তু ওরা ওঁর স্বভাব জানত। তাই উস্কানি দিয়ে গিয়েছে।’’

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

আসিম রিয়াজ ‘খতরো কা খিলাড়ি’-কে ‘বিগ বস’-এর মতো শো ভেবেছিলেন বলেও মন্তব্য করেন শিল্পা। তাঁর কথায়, “এটা ওঁর ভুল। তবে আসিম আক্রমণাত্মক নন, একটু বেশি কথা বলেন, এই যা। নিজের জীবনের দুঃখ, অভিজ্ঞতার কথাগুলো বলতে চেয়েছিলেন। বেশি কথা বলা ওঁর অভ্যাস। ওঁকে থামাতে হয়। হ্যাঁ, ওঁর বলার ধরন ভুল ছিল, কিন্তু আক্রমণাত্মক ছিল না। আসলে কোথায় থামতে হয় রিয়াজ জানে না।’’

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

প্রসঙ্গত, সঞ্চালক রোহিত শেঠি ও প্রতিযোগীদের সঙ্গে খারাপ আচরণের কারণে ‘খতরো কা খিলাড়ি ১৪’ থেকে বহিষ্কার করা হয়েছে আসিম রিয়াজকে। একটা টাস্ক থেকে ঘটনার সূত্রপাত। আসিম, আশিস মেহরোত্রা এবং নিয়তি ফাতনানকে পতাকা নিয়ে আসতে বলা হয়। আশিস এবং নিয়তি টাস্ক পালন করেন। কিন্তু বেঁকে বসেন অসীম। টিমের সদস্যদের তিনি বলেন, “আমার সামনে করে দেখান। করতে পারলে এক টাকাও নেব না। ক্যামেরা চালু আছে। করে দেখান।’’ সঞ্চালক রোহিত শেঠি তখন রিহার্সালের ভিডিও দেখান আসিমকে। সেখানে দেখা যায়, নিরাপদে এই কাজটা করছেন তাঁর টিমের সদস্যরা। তিনি জানান, প্রতিযোগীদের টাস্ক দেওয়ার আগে সবকিছু পরীক্ষা করে দেখা হয়।

কিন্তু আসিম সে সব মানতে নারাজ। তখন রেগে যান রোহিত। সোজাসুজি বলে দেন, “গতকালও আপনি অনেক বাজে কথা বলেছিলেন। আজ আবার একই কাজ করছেন। আমার কথা শুনুন। নাহলে এবার মারব। খারাপ আচরণ করবেন না।’’ কিন্তু আসিম থামেননি। সহযোগী প্রতিযোগী অভিষেক কুমারের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন। এরপরই ‘খতরো কা খিলাড়ি’ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

TV: এই একমাত্র জায়গা, যেখানকার মানুষ কখনও বাড়ির টিভি বন্ধ করে না! কোন জায়গা? কারণ শুনলে চমকে উঠবেন জাস্ট

বিশ্বের নানা প্রান্তে নানা রকমের সংস্কৃতি ও জীবনধারা। আমাদের দেশেও কিন্তু বৈচিত্র্যের শেষ নেই। আবার কিছু দেশে আজও মানুষ অতি প্রাচীন ঐতিহ্য অনুযায়ী জীবনধারা পালন করছেন। কিন্তু এখানে এক এলাকার মানুষের কথা বলা হবে, যারা বেছে নিয়েছেন অদ্ভূত জীবন। আর তার সঙ্গে সম্পর্ক রয়েছে টিভির।
বিশ্বের নানা প্রান্তে নানা রকমের সংস্কৃতি ও জীবনধারা। আমাদের দেশেও কিন্তু বৈচিত্র্যের শেষ নেই। আবার কিছু দেশে আজও মানুষ অতি প্রাচীন ঐতিহ্য অনুযায়ী জীবনধারা পালন করছেন। কিন্তু এখানে এক এলাকার মানুষের কথা বলা হবে, যারা বেছে নিয়েছেন অদ্ভূত জীবন। আর তার সঙ্গে সম্পর্ক রয়েছে টিভির।
প্রায় সব মানুষ ঘুমোনোর সময় লাইট, মিউজিক ইত্যাদি বন্ধ করে দেন। কিন্তু আপনি কি জানেন, এমন একটা জায়গা আছে, যেখানে মানুষ রাতে লাইট ও টিভি চালিয়ে রাখেন। শুধু তাই নয়, এখানকার মানুষ সব সময় আতঙ্কে থাকেন এবং রাতেও শান্তিতে ঘুমোতে পারে না।
প্রায় সব মানুষ ঘুমোনোর সময় লাইট, মিউজিক ইত্যাদি বন্ধ করে দেন। কিন্তু আপনি কি জানেন, এমন একটা জায়গা আছে, যেখানে মানুষ রাতে লাইট ও টিভি চালিয়ে রাখেন। শুধু তাই নয়, এখানকার মানুষ সব সময় আতঙ্কে থাকেন এবং রাতেও শান্তিতে ঘুমোতে পারে না।
দক্ষিণ কোরিয়ায় ইয়ংপিয়ং নামে একটি ছোট দ্বীপ রয়েছে। দক্ষিণ কোরিয়ার এই ছোট্ট দ্বীপ ইয়ংপিয়ংয়ে যাঁরা বাস করেন, সেই সব মানুষের জীবনে শান্তি ও সুখ নেই। জরুরি পরিস্থিতির জন্য সেখানকার মানুষকে সব সময় সতর্ক থাকতে হয়।
দক্ষিণ কোরিয়ায় ইয়ংপিয়ং নামে একটি ছোট দ্বীপ রয়েছে। দক্ষিণ কোরিয়ার এই ছোট্ট দ্বীপ ইয়ংপিয়ংয়ে যাঁরা বাস করেন, সেই সব মানুষের জীবনে শান্তি ও সুখ নেই। জরুরি পরিস্থিতির জন্য সেখানকার মানুষকে সব সময় সতর্ক থাকতে হয়।
এই দ্বীপটি দক্ষিণ কোরিয়ার শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। উত্তর কোরিয়া এখানে গুলিও চালিয়েছে এ যাবৎ কালের মধ্যে। এমন পরিস্থিতিতে মানুষ প্রতিনিয়ত সতর্ক থাকে। শুধু তাই নয়, হামলা থেকে বাঁচতে সেখানকার মানুষ সব সময়ে শেল্টারের ব্যবস্থাও রাখেন।
এই দ্বীপটি দক্ষিণ কোরিয়ার শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। উত্তর কোরিয়া এখানে গুলিও চালিয়েছে এ যাবৎ কালের মধ্যে। এমন পরিস্থিতিতে মানুষ প্রতিনিয়ত সতর্ক থাকে। শুধু তাই নয়, হামলা থেকে বাঁচতে সেখানকার মানুষ সব সময়ে শেল্টারের ব্যবস্থাও রাখেন।
২০১০ সালেও এই হামলায় কয়েক জন মারা গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এখানে অনেক বোমা শেল্টার তৈরি করা হয়েছে। এখানে বাঙ্কারগুলোতে এক সপ্তাহের খাবার, চিকিৎসার জিনিসপত্র, বিছানা, শাওয়ার, এবং গ্যাস মাস্কসহ বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
২০১০ সালেও এই হামলায় কয়েক জন মারা গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এখানে অনেক বোমা শেল্টার তৈরি করা হয়েছে। এখানে বাঙ্কারগুলোতে এক সপ্তাহের খাবার, চিকিৎসার জিনিসপত্র, বিছানা, শাওয়ার, এবং গ্যাস মাস্কসহ বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
এখানে বসবাসকারী মানুষদের আশঙ্কা, একদিন উত্তর কোরিয়া তাদের উপর হামলা চালাতে পারে। এই কারণেই এখানকার মানুষ রাতে লাইট ও টিভি জ্বালিয়ে ঘুমান। যাতে তারা সজাগ থাকতে পারেন এবং খুব গভীর ঘুম না হয়। কিছু পরিবার টিভি চালু না করলেও সবাই লাইট জ্বালিয়ে ঘুমান।
এখানে বসবাসকারী মানুষদের আশঙ্কা, একদিন উত্তর কোরিয়া তাদের উপর হামলা চালাতে পারে। এই কারণেই এখানকার মানুষ রাতে লাইট ও টিভি জ্বালিয়ে ঘুমান। যাতে তারা সজাগ থাকতে পারেন এবং খুব গভীর ঘুম না হয়। কিছু পরিবার টিভি চালু না করলেও সবাই লাইট জ্বালিয়ে ঘুমান।

টিভি কি দেওয়ালে লাগানো আছে? ভুল করছেন না তো? সাবধান!

কলকাতা: অনেক বাড়িতে, লোকজন দেওয়ালে তাঁদের স্মার্ট টিভি সেট করে। এটি করার কারণ হল স্থান বা ভিউ অ্যাঙ্গেলের অভাব। তবে দেওয়ালে টিভি লাগানোর অনেক অসুবিধা রয়েছে।

কারও বাড়িতে যদি এই ভাবে টিভি লাগানো থাকে, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি।

টিভি দেওয়ালে লাগানো উচিত নয় –

বর্ষাকালে, নিজেদের স্মার্ট এলইডি টিভির বিশেষ যত্ন নিতে হবে, অন্যথায় এটির বড় ক্ষতি হতে পারে। যার কারণে এটি মেরামত করতে হাজার হাজার টাকা খরচ করতে হতে পারে।

স্মার্ট এলইডি টিভিগুলি সাধারণত এত তাড়াতাড়ি নষ্ট হয় না, তবে কেউ যদি তাদের স্থাপনের টিপস না জানেন, তবে ক্ষতি হতে বেশি সময় লাগবে না। এমন কিছু জিনিস রয়েছে যার কারণে স্মার্ট এলইডি টিভি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং আজ আমরা সেগুলি সম্পর্কে বলতে যাচ্ছি।

আরও পড়ুন- ট্রেন টিকিট কাটতে গিয়ে মাথায় হাত?ঠিক না হলে যাত্রা বন্ধ হবে!জানুন সঠিক পদ্ধতি

আর্দ্রতা ক্ষতির কারণ হতে পারে –

কেউ যদি স্মার্ট এলইডি টিভি এমন কোনও দেওয়ালে ইনস্টল করে থাকে, যা মাঝে মাঝে আর্দ্র হয়ে ওঠে, তবে এই দেওয়াল থেকে আর্দ্রতা সেই স্মার্ট এলইডি টিভিতে প্রবেশ করতে পারে।

সাধারণত ঘরগুলিতে জায়গা কম থাকে, এমন পরিস্থিতিতে লোকেরা তাদের বাড়ির হল বা বেডরুমের দেওয়ালে স্মার্ট এলইডি টিভি লাগিয়ে দেয়। কিন্তু, তারা জানে না যে টিভির ভিতরেও আর্দ্রতা যেতে পারে।

বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে আর্দ্রতা স্মার্ট এলইডির দেওয়াল ভেদ করে টিভির ভিতরে পৌঁছে যায় এবং এর ডিসপ্লের অনেক অভ্যন্তরীণ অংশের ক্ষতি করতে পারে।

অতিরিক্ত গরম

কেউ যদি এমন একটি এলাকায় থাকে, যেখানে খুব ঠান্ডা এবং বাড়িতে একটি ফায়ার প্লেস তৈরি করা রয়েছে, সেক্ষেত্রে স্মার্ট এলইডি টিভি আগুনের জায়গার কাছে রাখা হলে, তা থেকে নির্গত তাপ সেই স্মার্ট এলইডি টিভিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে।

আরও পড়ুন- হাসি-কান্না, রাগ-দুঃখ সবেই এক রং! কেন ইমোজির রং হলুদ?

কারণ স্মার্ট এলইডি টিভির বেশির ভাগ অংশই প্লাস্টিক বা প্লাস্টিকের মতো উপাদান দিয়ে তৈরি এবং তাপের সংস্পর্শে এলেই সেগুলো নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে টিভি অন্য কোথাও রাখতে হবে, নাহলে বড় ক্ষতি হতে পারে।

এইসব জায়গায় টিভি রাখাই সবচেয়ে ভাল বিকল্প –

দেওয়াল থেকে দূরে কাঠের শেলফে –

আজকাল, স্মার্ট এলইডি টিভির জন্য অনেক ধরনের কাঠের শেল্ফ বাজারে এসেছে। যেগুলো অনলাইন বা অফলাইন উভয় জায়গাতেই কেনা যেতে পারে। সেগুলোর দাম ৫০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

নিজেদের স্মার্ট এলইডি টিভিকে আর্দ্রতা এবং তাপ থেকে রক্ষা করতে এটি ব্যবহার করা যেতে পারে, যাতে সেই স্মার্ট এলইডি টিভি দীর্ঘ সময়ের জন্য সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, এই কাঠের শেলফে রাখলে তা সহজে পরিষ্কারও করা যেতে পারে।

ঝুলন্ত স্ট্যান্ড –

আজকাল, স্মার্ট এলইডি টিভির জন্য অনেক ঝুলন্ত স্ট্যান্ড এসেছে। যা দেওয়ালে স্থির থাকে তবে সেগুলি ভাঁজ করে খোলা যায় এবং স্মার্ট এলইডি টিভিকে দেওয়াল থেকে দূরে রাখে। তাদের দাম ২০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়; গুণমান এবং বাজেট অনুযায়ী সেগুলি বেছে নেওয়া যেতে পারে।

টিভি কত দূর থেকে দেখা উচিত? ২৪,৩২, ৪৩ ইঞ্চির জন্য আলাদা আলাদা নিয়ম

স্মার্টফোন আসার পর থেকে অনেকেই টিভি দেখা ছেড়ে দিয়েছেন প্রায়। তবে এখনও অনেক বাড়িতে টিভি দেখা হয় নিয়ম করে। যদিও অনেকেই জানেন না, ঠিক কতটা দূর থেকে টিভি দেখা উচিত!
স্মার্টফোন আসার পর থেকে অনেকেই টিভি দেখা ছেড়ে দিয়েছেন প্রায়। তবে এখনও অনেক বাড়িতে টিভি দেখা হয় নিয়ম করে। যদিও অনেকেই জানেন না, ঠিক কতটা দূর থেকে টিভি দেখা উচিত!
আপনার বাড়ির টিভি যদি ২৪ ইঞ্চির হয়, তা হলে অন্তত ৩ ফিট দূর থেকে দেখুন। খুব বেশি দূর থেকেও টিভি দেখা উচিত নয়। ২৪ ইঞ্চি টিভি হলে ৫ ফিট দূরত্বের বেশি থেকে দেখবেন না।
আপনার বাড়ির টিভি যদি ২৪ ইঞ্চির হয়, তা হলে অন্তত ৩ ফিট দূর থেকে দেখুন। খুব বেশি দূর থেকেও টিভি দেখা উচিত নয়। ২৪ ইঞ্চি টিভি হলে ৫ ফিট দূরত্বের বেশি থেকে দেখবেন না।
৩২ ইঞ্চি টিভি হলে ৬-৭ ফিট দূরত্ব থেকে দেখা উচিত। এতে টিভি থেকে বেরনো আলোয় আপনার চোখের কোনও ক্ষতি হবে না।
৩২ ইঞ্চি টিভি হলে ৬-৭ ফিট দূরত্ব থেকে দেখা উচিত। এতে টিভি থেকে বেরনো আলোয় আপনার চোখের কোনও ক্ষতি হবে না।
৪৩ ইঞ্চি টিভি হলে ৬ থেকে ৮ ফিট দূরত্ব থেকে দেখা উচিত। মনে রাখবেন, আমরা HD ও Full HD টিভির হিসেবে এই প্রতিবেদন লিখছি।
৪৩ ইঞ্চি টিভি হলে ৬ থেকে ৮ ফিট দূরত্ব থেকে দেখা উচিত। মনে রাখবেন, আমরা HD ও Full HD টিভির হিসেবে এই প্রতিবেদন লিখছি।
৫০ ইঞ্চি টিভি হলে অন্ততপক্ষে ১০ ফিট দূরত্ব রাখা উচিত। এই টিভি ১২ ফিটের বেশি দূরত্ব থেকে দেখবেন না।
৫০ ইঞ্চি টিভি হলে অন্ততপক্ষে ১০ ফিট দূরত্ব রাখা উচিত। এই টিভি ১২ ফিটের বেশি দূরত্ব থেকে দেখবেন না।
৬০ ইঞ্চি টিভি হলে দূরত্ব রাখতে হবে কমপক্ষে ৯ থেকে ১০ ফিট। অনেকে অবশ্য এর থেকে কম দূরত্ব থেকে টিভি দেখেন। তাতে কিন্তু চোখের ক্ষতি হতে পারে।
৬০ ইঞ্চি টিভি হলে দূরত্ব রাখতে হবে কমপক্ষে ৯ থেকে ১০ ফিট। অনেকে অবশ্য এর থেকে কম দূরত্ব থেকে টিভি দেখেন। তাতে কিন্তু চোখের ক্ষতি হতে পারে।
প্লাজমা টিভির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনার টিভির থেকে দূরত্ব হতে হবে কিছুটা বেশি। এক্ষেত্রে প্লাজমার সাইজ-এর উপর দূরত্ব নির্ভর করবে। এইচডি বা ফুল এইচডি টিভির হিসেবের থেকে এক ফিট বাড়িয়ে নিতে পারেন টিভির সঙ্গে দূরত্ব।
প্লাজমা টিভির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনার টিভির থেকে দূরত্ব হতে হবে কিছুটা বেশি। এক্ষেত্রে প্লাজমার সাইজ-এর উপর দূরত্ব নির্ভর করবে। এইচডি বা ফুল এইচডি টিভির হিসেবের থেকে এক ফিট বাড়িয়ে নিতে পারেন টিভির সঙ্গে দূরত্ব।

Viral News: টিভির বদলে মিলছে রকমারি হাঁড়ি-কাড়াই-খুন্তি! পেতে পারেন আপনিও! কীভাবে? জানুন

উত্তর দিনাজপুর: পুরনো টিভি দিলেই মিলছে নিত্যনতুন ডিজাইনের হাড়ি, কড়াই খুন্তি। আর যা নিতে হুড়োহুড়ি গ্রাম বাংলার মানুষদের। এমন ছবি ধরা পরল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ধনকইল গ্রামে। সেখানে দেখা গেল একটি টোটোতে নিত্যনতুন ডিজাইনের হাঁড়ি কড়াই নিয়ে টোটো চালক মাইকে বলতে বলতে যাচ্ছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়িতে যদি কোন পুরনো টিভি থাকে তাহলে দিয়ে যান আর তার বিনিময়ে আপনি পাবেন হাঁড়ি কড়াই খুন্তি সহ আরও অনেক কিছু। এখন প্রশ্ন একটাই এই টিভি কি নতুন না পুরাতন।

আরও পড়ুনঃ

নানা নতুন একদমই নয় আপনার বাড়িতে পুরনো এই টিভি, যে টিভি বাড়ির এক কোণে ফেলে রেখে দিতে হয়েছে অনেকদিন ধরে। আর সেই টিভি আপনি কি করবেন কাকে দেবেন ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না কিন্তু এখন আর সেই চিন্তা নেই পুরনো টিভি যদি আপনি সেই টোটো চালককে দিয়ে দেন আর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের হাঁড়ি কড়াই খুন্তি সহ আরও অনেক কিছু।

এক সাক্ষাৎকারে টোটো চালক রহিমুল মহম্মদ জানান, তার এটা জাত ব্যবসা। বাপ ঠাকুরদার আমল থেকেই এই ভাঙ্গারি ব্যবসা তিনি করে আসছেন। এর থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হয় তাঁকে। তাই প্রতিদিনই টোটো নিয়ে বেরিয়ে পড়তে হয় কখনও এই গ্রাম তো কখনও ওই গ্রামে শুধু গ্রাম নয় পৌর শহরের মধ্যেও তাকে ছোটাছুটি করে পুরনো টিভি পুরনো সাউন্ড বক্স আরও অনেক কিছু বাড়ির ফেলনা জিনিস যদি থাকে তাহলে কেউ যদি তাঁকে সেই জিনিসগুলো দিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে তাঁর মন পছন্দ বাড়ির নিত্য সামগ্রী। আর এই অফারের সুযোগ নিতে ইতিমধ্যেই ভিড় গ্রামে গঞ্জে।

পিয়া গুপ্তা

Bizarre | Viral Video : ফুলশয্যার রাতে প্রথমেই খেয়ে নিলেন বর! বউয়ের সামনে First Night-এর সেরা Performance, Super Viral…

#মুম্বই : টেলিভিশনের ধারাবাহিকের একাধিক দৃশ্য মাঝেমধ্যেই ভাইরাল (Viral Video) হতে দেখা যায় ফেসবুক বা ট্যুইটারে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ক্ষেত্রে চরম ট্রোলের শিকার হতে হয়ে সিরিয়ালে দেখানো অংশবিশেষের জন্য। বাংলা হোক বা হিন্দি, সব সিরিয়ালেই কিছু আজব দৃশ্য দেখা যায়, যার মধ্যে যুক্তি বা বাস্তবতার ছিঁটেফোঁটাও নেই। এমনই এক কাণ্ড এবার ফের একবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অদ্ভুত সেই দৃশ্য (Groom drinks Milk With Cockroach) দেখে হায় হায় রব তুলেছে সবাই।

আরও পড়ুন : দোকানে বসেছিল কিশোর! হঠাত্‍ মাথার উপরে নড়াচড়ার শব্দ… কী ওটা? হাড় হিম করা দৃশ্য তুমুল ভাইরাল…

 ‘দিল সে দি দুয়া’ সিরিয়ালে দেখানো একটি দৃশ্য এবার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিয়ো (Viral Video )এবার ভাইরাল হয়েছে তা দেখে নেটিজ়েনরা এও বলছেন, ‘এ কী দেখে ফেললাম!’। আসলে সম্প্রতি ট্যুইটারে এমন একটি সিরিয়ালের দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে ফুলশয্যার রাতে দুধের সঙ্গে আরশোলা মিশিয়ে খেয়ে ফেলেছেন নায়ক! শুনেই গা গুলিয়ে উঠছে নিশ্চই আপনার? বাস্তবে কিন্তু হুবহু এমনটাই দেখানো হয়েছে টেলিভিশনের পর্দায়। ওই দৃশ্যে দেখানো হয়েছে নববধূ আর বরের ঘনিষ্ঠ মুহূর্তে বাধ সেধেছিল একটি আরশোলা। নায়িকার গায়ে আরশোলা উঠে পড়ায় তিনি নায়কের থেকে ছিটকে দূরে সরে যান। এই পর্যন্ত ঠিকই ছিল। এর পরেই ঘটল সেই আজব ঘটনা। সিরিয়ালের ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা গিয়েছে মেঝে থেকে আরশোলা কুড়িয়ে নিয়ে দুধের গ্লাসে মিশিয়ে খেয়ে ফেলেছেন অভিনেতা!

এটাই অবশ্য প্রথম নয়, কোথাও দেখা গিয়েছে সিরিয়ালের মূল অভিনেত্রী কাপড় কাচার মতো করে ল্যাপটপ কেচে ফেলেছেন। কোথাও বা নায়িকা হঠাৎ করে মাছি হয়ে গিয়েছে। সম্প্রতি আবার একটি সিরিয়ালের দৃশ্য ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল প্রেমিকাকে মুগ্ধ করার জন্য সটান চাঁদের টুকরো আনার চেষ্টা করেছেন প্রেমিক। দড়ি দিয়ে চাঁদকে বেঁধে জাদু লাঠির কারিকুরি দিয়ে চাঁদ থেকে ভেঙে আনতে চেয়েছেন একটা টুকরো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া টেলিভিশন সিরিয়ালের এসব আজব দৃশ্য দেখে স্বভাবতই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন : বহু বছর পরে Sharukh-Madhuri-র সুপারহিট নাচ নেচে কাঁপালেন দেশি দাদি, ঝড়ের গতিতে Super Viral…

ভাইরাল হওয়ার পরই ট্যুইটার তোলপাড় করে দিয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনদের অনেকেই বলেছেন, ‘এ কী সাংঘাতিক জিনিস দেখে ফেললাম!’। কেউ আবার বলেছেন, এতদিন এই আজব জিনিস কীভাবে তাঁদের নজরে পড়েনি এখনও। ভাইরাল ভিডিয়োতে লক্ষ্য করা গিয়েছে, আরশোলা মেশানো দুধ খেয়ে আবার নায়ক এমন ঢেকুর তুলেছেন যেন কত সুস্বাদু একটা খাবার খেয়েছেন এবং পরিতৃপ্তির ঢেকুর তুলছেন।

ভিডিয়োতে অবশ্য হিরোইন ও নেটিজ়েনদের হাল অনেকটা একইরকম ছিল এই দৃশ্য দেখে। এমন অবাস্তব হাস্যকর কাণ্ডটি দেখে চমকে গিয়েছেন সকলেই। ইতিমধ্যেই ৫৫ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। প্রায় ১৪০০- র কাছাকাছি লাইক এবং ৬০০- বেশি রিট্যুইট হয়। এই ভিডিয়ো এখন ট্যুইটারে ট্রেন্ড করছে। সেই সঙ্গে কমেন্ট বক্সে জড়ো হয়েছে একগুচ্ছ মজাদার কমেন্ট। সেই মন্তব্য পড়েও উঠছে হাসির ফোয়ারা।

ফের প্রেগন্যান্ট ‘চুনি’, এক গা গয়না পরে গর্ভবতী হয়ে ছবি পোস্ট অভিনেত্রী অন্বেষা হাজরার !

#কলকাতা: গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই কাণ্ড ! একটা ছবিতেই নেটিজেনদের রীতিমতো ঘুম তাড়ালেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা ৷ আর শুধুই কী ঘুম তাড়ানো, ছবি ভাইরাল হয়ে, একেবারে ভাইরাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পেজ থেকে সেই পেজ৷ এখন গোটা শহরে একটা কথা, কী মেয়েরে বাবা, আবার প্রেগন্যান্ট !

এ খবর সংবাদমাধ্যমের নজরে আসতে সোজা যোগাযোগ অন্বেষাকে ৷ গোটা ঘটনা শুনে হেসেই উড়িয়ে দিলেন অন্বেষা ৷ তারপর চুপি চুপি বললেন, ‘সিক্রেট ফাঁস !’

 

View this post on Instagram

 

?

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra) on

তা গল্পটা কি?

অন্বেষা সংবাদমাধ্যমকে জানালেন, ‘চুনি-পান্না ধারাবাহিক শেষ হচ্ছে ১১ অক্টোবর ৷ আর শেষে এসেই জানা যাবে চুনির ভবিষ্যত কী ৷’

অন্বেষা জানালেন, ‘পান্না আসবে চুনির পেটে মেয়ে হয়ে৷ আর এভাবেই সদা একসঙ্গে থাকার পরিকল্পনা চুনি-পান্নার ৷’ আর সেই কারণেই পেটে বালিশ গুঁজে পোয়াতি-র চরিত্রে অন্বেষা ৷

 

View this post on Instagram

 

Amra 4jon❤️

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra) on

সব সময় হাসি-খুশি অন্বেষা স্পষ্ট জানাল, দারুণ মজা লাগছে শ্যুটিং করতে ৷

অন্বেষার এই প্রেগনেন্সি পোস্ট দেখে ফ্যানেরা একদিকে যেমন আপ্লুত ৷ ঠিক তেমনি বহু মানুষেরারই কষ্ট পেয়েছেন৷ কারণ, হাসির মোড়কে মোড়া চুনি-পান্না শেষ হয়ে যাচ্ছে তো !

 

View this post on Instagram

 

Thank you ?❤️

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra) on

তবে অন্বেষা বলছেন, চুনি থাকবে সবসময় আপনাদের জন্য ৷ হ্যাঁ, ঠিকই তো, সোশ্যাল মিডিয়ার যুগে প্রিয় মানুষকে দেখা তো দারুণ সহজ !

লাগেজ ব্যাগে নিজেকে ঢুকিয়ে নিলেন অভিনেত্রী, তারপর তা পড়ল জলে ! ভিডিও ভাইরাল

#মুম্বই: কথায় আছে, গল্পের গরু গাছে ওঠে ৷ তবে সিরিয়ালের গল্প এবং তার দৃশ্য যে কোথায় কোথায় ওঠে, তা সত্যিই বলা মুশকিল ৷ আর দেখুন সেই সিরিয়ালই দিব্য টিরআরপিতে ওপরে !

হ্যাঁ, এরকম এক সিরিয়াল ইশক মে মর জাওয়ার একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল ৷ যে দৃশ্য নিয়ে হইচই কাণ্ড পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ৷

তা কী রয়েছে ইশক মে মরজাওয়ার এই ভাইরাল হওয়া ভিডিওতে?

নেটিজেনরা বলছেন, সিরিয়ালের পরিচালক এমন একটা দৃশ্য বানালেন কী করে? এমনকী, অভিনেতারাও কিছু বললেন না!

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গিয়েছে, একটি খোলা স্যুটকেসের মধ্যে হঠাৎ পড়ে যান নায়িকা হেলি শাহ ! তারপর অজ্ঞান হয়ে সেই স্যুটকেসের মধ্যেই পড়ে থাকেন তিনি ৷ স্যুটকেসটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় ৷ আর একটি ব্যক্তি সেই স্যুটকেস টানতে টানতে তা সুইমিং পুলের জলে ফেলে দিলেন ! ভিতরে কিন্তু অভিনেত্রী হেলি শাহ রয়েছেন !

ধারাবাহিকের এই দৃশ্যটি নিয়েই এখন খিল্লি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ শুরু হয়েছে একের পর এক ট্রোল ৷

তবে এই ঘটনা প্রথম নয় ৷ বাংলা ধারাবাহিকে নার্সিং হোমে বাসন মাজার সরঞ্জাম ব্যবহার করে ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক ৷ রীতিমতো ছিঃ ছিঃ পড়ে গিয়েছিল ৷

বহুদিন হয়ে গেল টাকা পাচ্ছি না ! ধারাবাহিকের ড্রেসারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

#মুম্বই: ফের বাড়ল লকডাউন ৷ গতকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন ৷ আর এই লকডাউনের কারণে সবচেয়ে বেশি যেন ক্ষতিগ্রস্ত  হয়েছে দেশের বিনোদন জগত ৷ করোনার প্রকোপের কারণে বন্ধ রয়েছে শ্যুটিং ৷ একেবারেই ঘরে বসে সিনেমা, সিরিয়ালের সঙ্গে যুক্ত মানুষেরা ৷

ধারাবাহিকের সঙ্গে যুক্ত সেরকমই এক শিল্পী, বলা ভাল ধারাবাহিক হামারি বহু সিল্কের ড্রেসারের এক ভিডিও হঠাৎ করেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে ড্রেসার তুলে ধরলেন তাঁর দুর্দশার কথা ৷

সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন ৷ ভিডিওটি শেয়ার করে কৃতি শ্যানন লিখেছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা’ ৷

দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও—