Tag Archives: Narendra Modi Stadium

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিরল ২০১১ বিশ্বকাপ জেতানো মুহূর্ত, নয়া লুকে মন জিতলেন ধোনি

আহমেদাবাদ: বয়স তাঁর একচল্লিশ পেরিয়েছে।‌ তবে চেহারা দেখে বোঝার উপায় নেই। বরঞ্চ চেহারার গঠন আরও মজবুত হয়েছে। আইপিএলের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে দেখে আরও যুবক মনে হতেই পারে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখলে এখনও মনে হবে তিনি চাইলে ভারতীয় জার্সিতে অনায়াসে খেলা চালিয়ে যেতে পারতেন। পরিবর্তন বলতে হেয়ার স্টাইল বদল। ক্যাপ্টেন কুল ধরা দিলেন নয়া লুকে। বাঁ চোখের উপর সিঁথি করা চুলে। শুধু চুলের কায়দা নয়, রংও বদলে গিয়েছে। কালোর বদলে সেখানে সোনালির ছোঁয়া। এছাড়া সবই একই রয়েছে।

গত বছর আইপিএলে প্রথম দিকে অধিনায়ক ছিলেন না। তবে ফের ক্যাপ্টেন আর্ম ব্যান্ডে আইপিএল মাতাতে শুরু করলেন মাহি। হাঁটুর চোটের জন্য তার ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। ‌ তবে নিউজ18 বাংলায় দুপুরেই প্রকাশিত হয় ইনজেকশন নিয়েই খেলতে নামবেন ধোনি। সেই খবর সঠিক প্রমাণিত করে মাঝে নামলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ‌ ব্যাটিং অর্ডারে নিজেকে কিছুটা পিছিয়ে নিয়ে গেলেও ধরা দিলেন সেই পুরোনো মেজাজে। রবীন্দ্র জাদেজা আউট হতে ৮ নম্বরে নামেন ধোনি। তবে প্রথম বলেই ধোনির ট্রেডমার্ক শট নটরাজন স্টাইলে মেরে নিলেন এক রান। সেট হতে দু একটা বল নিলেন শুধু। শেষ ওভারে একটা ছয় ও একটা ৪। দুটো ক্ষেত্রেই পুরনো ক্যাপ্টেন কুলকে দেখা গেল। এখনও কব্জির জোরে বল সীমানা পার করে দিতে পারেন এক নিমেষে। ২০০ স্ট্রাইক রেট রেখে শেষ পর্যন্ত ৭ বলে ১৪ রান করলেন চেন্নাই অধিনায়ক।

ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অফ টাইমে নিজেকে ফিট রাখতে চুটিয়ে টেনিস খেলেছেন। মাসেল পাওয়ার ধরে রাখতে নিয়মিত লন টেনিসে গা ঘামাতেন তিনি। এমনকি রাঁচিতে টেনিস টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন। আসলে সম্ভবত শেষবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছেন ধোনি। তাই শেষটা সবদিক থেকে ভালো করতে চাইছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। হলুদ জার্সিতে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষটা অধ্যায়টা স্বর্ণ অক্ষরে লিখে যেতে চান মহেন্দ্র সিংহ ধোনি।

মুখোমুখি বিরাট কোহলি-রাহুল দ্রাবিড়, কী কথা হল একদা সতীর্থ বর্তমানে ‘গুরু-শিষ্যের’

আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্ট ড্র হলেও এই টেস্ট থেকে ভারতীয় দলের প্রাপ্তি অনেক। তার মধ্যে সবথকে বড় প্রাপ্তি হল দীর্ঘ দিন পর লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির বড় রান করা। ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান করেন বিরাট কোহলি। শেষ ম্যাচ ড্র হলেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি একসঙ্গে আড্ডা দিলেন। নানা বিষয়ে কথা দুজনের মধ্যে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোহলির কাছে দ্রাবিড় জানতে চেয়েছিলেন অফ ফর্মের সময় নিজের শতরান নিয়ে কতটা চিন্তিত ছিলেন তিনি। তার উত্তরে বিরাট কোহলি নিজের ভুলের কথা জানানোর পাশাপাশি তার লক্ষ্যের কথাও জানিয়েছেন বিরাট কোহলি। কোহলি বলেছেন,’দীর্ঘ সময় ব্যাট করাই তাঁর আসল লক্ষ্য। ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের হয়ে খেলতে চাই আমি। আমি সবসময় দলের পরিস্থিতি অনুযায়ী খেলি এবং সেই সময়ে যদি সেঞ্চুরি আসে তবে তা ভালো। আমি কী চাইছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দলের প্রয়োজন।’ এছাড়াও বিরাট কোহলি বলেন, নিজের কিছু ভুলের জন্যই এতদিন রান আসছিল না। ৪০-৫০ রান করে খুশি হওয়ার লোক আমি নই। বড় রান পাওয়ার জন্য ওলম্বা সময় ব্যাটিং করার জন্য অনেক পরিশ্রম করেছি।’

আরও পড়ুনঃ এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির

কোহলি-দ্রাবিড়ের আড্ডা চলাকালীন টিম ইন্ডিয়ার কোচ নিজেও জানান তিনি বিরাট কোহলির শতরান দেখার জন্য অপেক্ষায় ছিলেন। ‘একজন খেলোয়াড় হিসেবে তোমার সঙ্গে খেলার সময় তোমার ব্যাটে অনেক সেঞ্চুরি দেখেছি। অবসরের পরও আমি টিভিতে তোমার অনেক টেস্ট সেঞ্চুরি দেখেছি, কিন্তু গত ১৫-১৬ মাসে আমি টেস্ট সেঞ্চুরি দেখিনি। যখন আমি দলের কোচ হলাম তারপর থেকে তোমার টেস্ট সেঞ্চুরি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু অবশেষে সেটি দেখতে পেলাম।’ শেষে বিরাট কোহলিকে আগামির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর

আমেদাবাদ: অনুর্ধ্ব মহিলা ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ইতিসা তৈরি করেছে ভারতীয় দল। ভারতীয় মহিলা ক্রিকেট প্রথম পেল বিশ্বজয়ের স্বাদ। যাকে দেশের মহিলা ক্রিকেটের সোনালী দিন ও নবজাগরণ হিসেবেও দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপ জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষ, তিতাস সাধুরা। একইসঙ্গে চলছে পুরস্কারের বন্যাও। এবার জানা গেল বুধবার বিসিসিআইয়ের অনুষ্ঠানে ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

শেফালি ভার্মারা বিশ্বকাপ জয়ের পর বিসিসিআইয়ের তরফ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় জয় শাহ জানিয়েছিলেন অনুর্ধ্ব ১৯ দলের সব সদস্য সহ সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে জানা গিয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে। তবে এবার জানা গেল টসের পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর শেফালি ভার্মার দলকে সংবর্ধিত করবেন খোদ সচিন তেন্ডুলকর।

জয় শাহ আজ রাতে টুইটে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার লিখেছিলেন, ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য।

আরও পড়ুনঃ মাথা নত করে ভারতীয় দলকে শুভেচ্ছে নীরজের, ভাইরাল সোনার ছেলের মন ছুঁয়ে যাওয়া ভিডিও

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।