Tag Archives: University

Fake University: সন্তানের ভবিষ্যতের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজছেন! ভুলেও এই ইউনিভার্সিটিতে নয়, কারণ ভর্তি ভুয়ো বিশ্ববিদ্যালয়

: লেখাপড়া একটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ জিনিস৷ একটা মানুষের কেরিয়ার তৈরির বড় একটা ধাপ৷ তাই যখন কেউ সন্তানের জন্য বিশ্ববিদ্যালয় বাছেন তিনি অনেক কিছু দেখেন সেখানে সঠিক পরিকাঠামো আছে কিনা, সেখানে পড়াশুনোর বিষয় কেমন আছে৷ Photo- Representative
: লেখাপড়া একটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ জিনিস৷ একটা মানুষের কেরিয়ার তৈরির বড় একটা ধাপ৷ তাই যখন কেউ সন্তানের জন্য বিশ্ববিদ্যালয় বাছেন তিনি অনেক কিছু দেখেন সেখানে সঠিক পরিকাঠামো আছে কিনা, সেখানে পড়াশুনোর বিষয় কেমন আছে৷ Photo- Representative
ভারতে একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসি থেকে স্বীকৃতি না পেয়েও তরুণ প্রজন্মের ভর্তি করে তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করছে৷  এসব বিশ্ববিদ্যালয় সারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে৷ Photo- Representative
ভারতে একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসি থেকে স্বীকৃতি না পেয়েও তরুণ প্রজন্মের ভর্তি করে তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করছে৷  এসব বিশ্ববিদ্যালয় সারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে৷ Photo- Representative
বিশ্ববিদ্যালয়ের এই তালিকা প্রকাশ করেছে মঞ্জুরি কমিশন, ইউজিসি। এটি UGC-এর অফিসিয়াল ওয়েবসাইট ugc.gov.in-এ অ্যাক্সেস করা যেতে পারে। মহারাষ্ট্র, কর্নাটক, পুদুচেরি এবং কেরলের মতো ভারতের একাধিক  রাজ্যে  অনেক নকল বিশ্ববিদ্যালয় রয়েছে। Photo- Representative
বিশ্ববিদ্যালয়ের এই তালিকা প্রকাশ করেছে মঞ্জুরি কমিশন, ইউজিসি। এটি UGC-এর অফিসিয়াল ওয়েবসাইট ugc.gov.in-এ অ্যাক্সেস করা যেতে পারে। মহারাষ্ট্র, কর্নাটক, পুদুচেরি এবং কেরলের মতো ভারতের একাধিক  রাজ্যে  অনেক নকল বিশ্ববিদ্যালয় রয়েছে। Photo- Representative
সারা দেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া৷  কিছু বিশ্ববিদ্যালয় সিইউটি ইউজি ফলাফল প্রকাশের পরে ভর্তি প্রক্রিয়া শুরু করবে, আবার কিছু  জায়গায় ইতিমধ্যে ভর্তির ফর্ম প্রকাশ করেছে। যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে  সঠিক গবেষণা করে নিন। এতে আপনার কেরিয়ার নষ্ট হওয়া থেকে বাঁচবে। যে কোনও ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে পরবর্তী কেরিয়ারে ব্যাপক ক্ষতি হতে পারে (UP Fake University List)। Photo- Representative
সারা দেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া৷  কিছু বিশ্ববিদ্যালয় সিইউটি ইউজি ফলাফল প্রকাশের পরে ভর্তি প্রক্রিয়া শুরু করবে, আবার কিছু  জায়গায় ইতিমধ্যে ভর্তির ফর্ম প্রকাশ করেছে। যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে  সঠিক গবেষণা করে নিন। এতে আপনার কেরিয়ার নষ্ট হওয়া থেকে বাঁচবে। যে কোনও ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে পরবর্তী কেরিয়ারে ব্যাপক ক্ষতি হতে পারে (UP Fake University List)। Photo- Representative
দক্ষিণ ভারতে নকল বিশ্ববিদ্যালয়: দক্ষিণ ভারতের ৯টি নকল বিশ্ববিদ্যালয় চিহ্নিত হয়েছে৷  দক্ষিণ ভারত তাঁর সংস্কৃতি এবং সেখানের বিভিন্ন রাজ্যগুলির দারুণ সাক্ষরতার হারের জন্য প্রসিদ্ধ৷ Photo- Representative
দক্ষিণ ভারতে নকল বিশ্ববিদ্যালয়: দক্ষিণ ভারতের ৯টি নকল বিশ্ববিদ্যালয় চিহ্নিত হয়েছে৷  দক্ষিণ ভারত তাঁর সংস্কৃতি এবং সেখানের বিভিন্ন রাজ্যগুলির দারুণ সাক্ষরতার হারের জন্য প্রসিদ্ধ৷ Photo- Representative
ইউজিসি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের এমন ৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেছে, যেগুলি জাল। এগুলিতে ভর্তির মাধ্যমে, আপনি কেবল উচ্চশিক্ষায় সমস্যার মুখোমুখি হবেন না, আপনি চাকরি ক্ষেত্রেও বড় অসুবিধার শিকার হতে পারেন। Photo- Representative
ইউজিসি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের এমন ৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করেছে, যেগুলি জাল। এগুলিতে ভর্তির মাধ্যমে, আপনি কেবল উচ্চশিক্ষায় সমস্যার মুখোমুখি হবেন না, আপনি চাকরি ক্ষেত্রেও বড় অসুবিধার শিকার হতে পারেন। Photo- Representative
অন্ধ্রপ্রদেশ জাল বিশ্ববিদ্যালয়: অন্ধ্রপ্রদেশ১- ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, #৩২-৩২-২০০৩, ৭তম লেন, কাকুমানুভারিথো, গুন্টুর, অন্ধ্র প্রদেশ - ৫২২০০২। একই ইউনিভার্সিটির আরেকটি ঠিকানা আছে, ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, ফিট নং ৩০১, গ্রেস ভিলা অ্যাপার্টমেন্ট, ৭/৫, শ্রীনগর, গুন্টুর, অন্ধ্রপ্রদেশ-৫২২০০২ Photo- Representative
অন্ধ্রপ্রদেশ জাল বিশ্ববিদ্যালয়: অন্ধ্রপ্রদেশ
১- ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, #৩২-৩২-২০০৩, ৭তম লেন, কাকুমানুভারিথো, গুন্টুর, অন্ধ্র প্রদেশ – ৫২২০০২। একই ইউনিভার্সিটির আরেকটি ঠিকানা আছে, ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, ফিট নং ৩০১, গ্রেস ভিলা অ্যাপার্টমেন্ট, ৭/৫, শ্রীনগর, গুন্টুর, অন্ধ্রপ্রদেশ-৫২২০০২ Photo- Representative
২- অন্ধ্র প্রদেশ বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, হাউস নং ৪৭-৩৫-২৬, এনজিও কলোনি, বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ-৫৩০০১৬ Photo- Representative
২- অন্ধ্র প্রদেশ বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, হাউস নং ৪৭-৩৫-২৬, এনজিও কলোনি, বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ-৫৩০০১৬ Photo- Representative
কর্ণাটক জাল বিশ্ববিদ্যালয়: কর্ণাটক১- বদগাওভি সরকারি বিশ্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি, গোকাক, বেলাগাভি Photo- Representative
কর্ণাটক জাল বিশ্ববিদ্যালয়: কর্ণাটক
১- বদগাওভি সরকারি বিশ্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি, গোকাক, বেলাগাভি Photo- Representative
কেরল জাল বিশ্ববিদ্যালয়: কেরল১- সেন্ট জনস ইউনিভার্সিটি, কিষানাত্তম, কেরল ২- কেরল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন (IIUPM), কুন্নামঙ্গলম, কোঝিকোড, কেরল- ৬৭৩৫৭১ Photo- Representative
কেরল জাল বিশ্ববিদ্যালয়: কেরল
১- সেন্ট জনস ইউনিভার্সিটি, কিষানাত্তম, কেরল
২- কেরল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন (IIUPM), কুন্নামঙ্গলম, কোঝিকোড, কেরল- ৬৭৩৫৭১ Photo- Representative
মহারাষ্ট্র ফেক বিশ্ববিদ্যালয়: মহারাষ্ট্র১- রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর, মহারাষ্ট্র Photo- Representative
মহারাষ্ট্র ফেক বিশ্ববিদ্যালয়: মহারাষ্ট্র
১- রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর, মহারাষ্ট্র Photo- Representative
পুদুচেরি ফেক বিশ্ববিদ্যালয়: পুদুচেরি১- শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, নং ১৮৬, থিলাসপেট, ভাজুথাভুর রোড, পুদুচেরি- ৬০৫০০৯ Photo- Representative
পুদুচেরি ফেক বিশ্ববিদ্যালয়: পুদুচেরি
১- শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, নং ১৮৬, থিলাসপেট, ভাজুথাভুর রোড, পুদুচেরি- ৬০৫০০৯ Photo- Representative

PG Course Admission 2024: BHU-তে পিজি কোর্সে ভর্তি শুরু, ভর্তির শেষদিন কবে? কীভাবে নিজের নাম রেজিস্টার করবেন? জানুন বিশদে

কলকাতা: সকল শিক্ষার্থীই চান যে তাঁরা যে বিষয় নিয়ে পড়াশোনা করবেন, তা যেন কোনও বিখ্যাত প্রতিষ্ঠানের অধীনে সম্পন্ন হয়। এতে একদিকে যেমন উচ্চশিক্ষার উদ্দেশ্য সুসিদ্ধ হয়, তেমনই সেই প্রতিষ্ঠানের থেকে পাওয়া স্বীকৃতি পরবর্তী স্তরে জীবিকারও সহায়ক হয়।

যাঁরা পিজি কোর্সে নিজেদের নাম রেজিস্টার করাতে চান, তাঁদের জন্য এবার সুবর্ণ সুযোগ। দেশের অন্যতম প্রসিদ্ধ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সংক্ষেপে BHU-এর তরফে সম্প্রতি তাদের পিজি কোর্সে রেজিস্ট্রেশন শুরুর বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একটি বিজ্ঞপ্তি মারফত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি শিক্ষার্থীদের অবগত করেছে। বলা হয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আগ্রহী প্রার্থীরা যাঁরা NTA-এর হয়ে CUET পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যাঁরা অন্য মানদণ্ডের ভিত্তিতে যোগ্য, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন।

আরও পড়ুন: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ

এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। BHU-এর জনসংযোগ আধিকারিক, ড. রাজেশ সিং বলেছেন যে CUET-PG পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ৪ মে ২০২৪ তারিখ থেকে ২৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন।

রেজিস্ট্রেশনের সময়ে প্রয়োজনীয় প্রযোজ্য ফিও অনলাইন মোডের মাধ্যমে প্রদান করতে হবে। এর জন্য বিশদ তথ্য বিএইচইউ ওয়েবসাইটে দেওয়া আছে।

কীভাবে নিজেদের নাম রেজিস্টার করতে হবে:

পিজি কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে, সবার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bhu.ac.in/Site/AdmissionCounselling/-এ যেতে হবে এবং PG রেজিস্ট্রেশন কাম কাউন্সেলিং-২০২৪-এর নিচের Apply Now বোতামে ক্লিক করতে হবে। এর পরে, প্রার্থীদেররেজিস্ট্রেশনের আগে ওয়েব পোর্টালে উপলব্ধ BHU তথ্য বুলেটিন ২০২৪ সাবধানে পড়ে নিতে হবে। এরপর সেখানে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।

CUET-PG-এর স্কোর কার্ড বাধ্যতামূলক:

রেজিস্ট্রেশনের জন্য NTA দ্বারা পরিচালিত CUET-PG-এর স্কোর কার্ড থাকা বাধ্যতামূলক। কারণ এটি ওয়েবসাইটে আপলোড করতে হবে।

লন্ডনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিজের রাজ্যের পতাকা তুলে ধরলেন এক ভারতীয় ছাত্র

লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকপ্রাপ্ত একজন ভারতীয় ছাত্র নিজের রাজ্যকে সবার সামনে তুলে ধরেছেন। আধিশ আর ওয়ালি নামক একজন ভারতীয় ছাত্র লন্ডনে অনুষ্ঠিত গ্রাজুয়েশন সেরিমোনিতে কর্ণাটকের পতাকা তুলে ধরেছিলেন। টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর ১ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। আগে থেকেই তিনি নিজের রাজ্য কর্ণাটককে শ্রদ্ধা জানবার কথা ভেবে রেখেছিলেন তাই অনুষ্ঠানের দিন পতাকাটিও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন।

ভিডিওতে দেখা গেছে যখন গ্রাজুয়েশন অনুষ্ঠানের দিন সবার সামনে তার নাম ঘোষণা করা হয় , তিনি গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তখনি সবার সামনে নিজের রাজ্য কর্ণাটকের পতাকা তুলে ধরেন। আধিশ আর ওয়ালি এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন “আমি লন্ডনের সিটি ইউনিভার্সিটি – বেইস বিজনেস স্কুল (ক্যাস) থেকে ম্যানেজমেন্টে এমএস স্নাতক করেছি। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠানের সময় আমি আমাদের কর্ণাটক রাজ্যের পতাকা উড়িয়েছি ,এটা আমার কাছে খুব গর্বের মুহূর্ত।”
তার মুখের হাসি এবং আনন্দ তার মনের অনুভূতি এবং নিজের রাজ্যের প্রতি গর্বকে প্রকৃষ্টভাবে প্রকাশ করছে।
ভিডিওটি এখানে দেখুন-

অধিশ ২১ শে জানুয়ারি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং এটি ১ লাখেরও বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর বিভিন্ন লোকেরা তার এই কাজের জন্য তাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছে ।

একজন ইউসার লিখেছেন ,“কর্নাটক যেভাবেই হোক না কেন ভারতের কন্যা ছিল এবং সবসময় থাকবে। আমাদের রাষ্ট্রীয় গানের প্রথম লাইনটি বলে, ‘জয়া ভরত জননিয়া থানু যায়ে, জয়া সে কর্ণাটক মাতে ‘। ভারতের প্রতি আমাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই,”
অন্য একজন মন্তব্য করেছেন “আমাদের কন্নড় ভূমির প্রতি আপনার ভালবাসা অনবদ্য। আপনার এই মাইলস্টোনের জন্য অভিনন্দন। আমি আশা করি যারা বাইরে বসতি স্থাপন করেছে তারা সবাই আপনার পদক্ষেপ অনুসরণ করবে। “

ভিডিওটি দেখে আপনিও আপনার মন্তব্য প্রকাশ করুন এবং বিদেশে বসে দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে মন থেকে অনুভব করুন।