Tag Archives: Graduation

Collège Admission: ১২ ঘণ্টার পেরোতে না পেরোতেই দশ হাজার আবেদন! স্নাতক স্তরে ছাত্র ভর্তি পোর্টাল খুলতেই ‘ভিড়’ ছাত্রছাত্রীদের, কতদিন চলবে ভর্তি প্রক্রিয়া?

কলকাতা: স্নাতক স্তরে ছাত্র ভর্তি পোর্টাল খুলতেই বিপুল সাড়া। গতকাল রাত বারোটার পর থেকে কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে অনলাইনে ছাত্র ভর্তির পোর্টাল খুলে দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। পোর্টাল খোলার ১২ ঘণ্টার মধ্যেই আবেদনকারীর সংখ্যা দশ হাজার ছুঁয়ে ফেলল।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর রবিবার রাত বারোটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্নাতক স্তরের ছাত্র ভর্তির জন্য এখনও পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রায় এক মাস ধরে চলবে এই ছাত্র ভর্তির প্রক্রিয়া।

আরও পড়ুন: আপনার বাড়ির টিভিও কি দেওয়ালে লাগানো? তলে তলে বারোটা বাজছে না তো? এখনই সাবধান হন, ছোট্ট ভুলে খোয়াবেন হাজার হাজার টাকা

এর পাশাপাশি পোর্টাল নিয়ে বেশ কিছু অভিযোগও আসছে। যদিও সেই অভিযোগ গুলি ছাত্রছাত্রীদের সমাধান করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট মারফত বলেই দাবি উচ্চশিক্ষা দফতরের।

এবছরই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির পোর্টাল চালু করা হয়েছে। মেধা তালিকা প্রকাশ করার ক্ষমতা কলেজগুলির হাতে নেই। শুধুমাত্র উচ্চ শিক্ষা দফতরের মাধ্যমে এই মেধা তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: সিঙ্কে জমেছে নোংরা জল? হাত লাগাতে হবে না, এই জিনিস মেশালেই নিমেষে সাফ হবে, রান্নাঘরেই রাখা আছে ‘ম‍্যাজিক’ উপাদান

মূলত ছাত্র ভর্তি নিয়ে লাগাতার বিরোধীরা টাকা তোলা থেকে শুরু করে স্বজনপোষণের অভিযোগ তুলেছে। এই প্রক্রিয়ার মাধ্যম ছাত্র ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে দাবি উচ্চ শিক্ষা দফতরের।

Admission Test After HS: উচ্চমাধ্যমিকের পর ভর্তি নিয়ে দুশ্চিন্তা? কী নিয়ে পড়াশোনা করলে ভাল, ভবিষ্যৎ সুরক্ষিত করার টিপস

পশ্চিম মেদিনীপুর: ইতিমধ্যেই ফলপ্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের। স্বাভাবিকভাবে প্রতিটি ছাত্রছাত্রী এখন স্নাতক স্তরে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ আবার বিভিন্ন ক্ষেত্রে ভর্তিও হয়ে গিয়েছেন। তবে অধিকাংশ ছেলেমেয়ের মধ্যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, বা কোন বিষয় নিয়ে এগোলে ভবিষ্যতে চাকরি পাওয়া যাবে, তা নিয়ে বেশ সংশয় থাকে। কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, তা সবিস্তারে বর্ণনা করলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক বিজন কুমার ষড়ঙ্গী।

মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় বেছে নেয়। বিজ্ঞান বিভাগে পড়া ছাত্রছাত্রীরাদের প্রাথমিক পছন্দে থাকে মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং। তবে মেনস্ট্রিমে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা মূলত শিক্ষকতা, ডব্লুবিসিএস অথবা অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজের পথ বেছে নেয়। তবে উচ্চমাধ্যমিক দেওয়ার পর কোন বিষয় নিয়ে পড়লে চাকরি ক্ষেত্রে এগোনো যাবে, তা তাঁরা ঠিক করতে পারেন না অনেক ক্ষেত্রে। সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিলেন শিক্ষক।

আরও পড়ুন: আর মাত্র দু’ঘণ্টা… স্বস্তি মিলবে গরম থেকে! ধেয়ে আসছে ঝড়, বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের জেলায়, সর্বশেষ IMD রিপোর্ট

যারা বিজ্ঞান বিভাগে পড়ে, তবে মেনস্ট্রিম ক্ষেত্রে পড়াশোনা করতে চায় তারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত কিংবা জীববিদ্যার ক্ষেত্রে বিভিন্ন দিকে যেতে পারে। যাঁরা কমার্স বিষয়ে পড়াশোনা করেন, তাঁদের ক্ষেত্রে স্ট্যাটিসটিক, চাটার্ড অ্যাকাউন্টেন্ট-সহ একাধিক ক্ষেত্রে পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে সুযোগ রয়েছে।

এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী কলাবিভাগে পড়াশোনা করেন, তাঁদের কাছে ইতিহাসের কিউরেটর, মিউজিয়ামের দায়িত্ব কিংবা শিক্ষকতা-সহ একাধিক ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ম্যানেজমেন্টের একাধিক দিকে পড়াশোনা করলে ভবিষ্যৎ পথ সুগম হতে পারে।

তবে ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে কোন বিষয় নিয়ে পড়তে চান, ভবিষ্যতে কী হতে চায়, তা স্থির করে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া প্রয়োজন। যার ফলে তাঁদের কাছে পড়াশোনা এবং ভবিষ্যতের দিন সুবিধার হবে।

রঞ্জন চন্দ

লন্ডনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিজের রাজ্যের পতাকা তুলে ধরলেন এক ভারতীয় ছাত্র

লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকপ্রাপ্ত একজন ভারতীয় ছাত্র নিজের রাজ্যকে সবার সামনে তুলে ধরেছেন। আধিশ আর ওয়ালি নামক একজন ভারতীয় ছাত্র লন্ডনে অনুষ্ঠিত গ্রাজুয়েশন সেরিমোনিতে কর্ণাটকের পতাকা তুলে ধরেছিলেন। টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর ১ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। আগে থেকেই তিনি নিজের রাজ্য কর্ণাটককে শ্রদ্ধা জানবার কথা ভেবে রেখেছিলেন তাই অনুষ্ঠানের দিন পতাকাটিও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন।

ভিডিওতে দেখা গেছে যখন গ্রাজুয়েশন অনুষ্ঠানের দিন সবার সামনে তার নাম ঘোষণা করা হয় , তিনি গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তখনি সবার সামনে নিজের রাজ্য কর্ণাটকের পতাকা তুলে ধরেন। আধিশ আর ওয়ালি এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন “আমি লন্ডনের সিটি ইউনিভার্সিটি – বেইস বিজনেস স্কুল (ক্যাস) থেকে ম্যানেজমেন্টে এমএস স্নাতক করেছি। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠানের সময় আমি আমাদের কর্ণাটক রাজ্যের পতাকা উড়িয়েছি ,এটা আমার কাছে খুব গর্বের মুহূর্ত।”
তার মুখের হাসি এবং আনন্দ তার মনের অনুভূতি এবং নিজের রাজ্যের প্রতি গর্বকে প্রকৃষ্টভাবে প্রকাশ করছে।
ভিডিওটি এখানে দেখুন-

অধিশ ২১ শে জানুয়ারি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং এটি ১ লাখেরও বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর বিভিন্ন লোকেরা তার এই কাজের জন্য তাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছে ।

একজন ইউসার লিখেছেন ,“কর্নাটক যেভাবেই হোক না কেন ভারতের কন্যা ছিল এবং সবসময় থাকবে। আমাদের রাষ্ট্রীয় গানের প্রথম লাইনটি বলে, ‘জয়া ভরত জননিয়া থানু যায়ে, জয়া সে কর্ণাটক মাতে ‘। ভারতের প্রতি আমাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই,”
অন্য একজন মন্তব্য করেছেন “আমাদের কন্নড় ভূমির প্রতি আপনার ভালবাসা অনবদ্য। আপনার এই মাইলস্টোনের জন্য অভিনন্দন। আমি আশা করি যারা বাইরে বসতি স্থাপন করেছে তারা সবাই আপনার পদক্ষেপ অনুসরণ করবে। “

ভিডিওটি দেখে আপনিও আপনার মন্তব্য প্রকাশ করুন এবং বিদেশে বসে দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে মন থেকে অনুভব করুন।