Tag Archives: ceremony

ICDS Centre: মামারবাড়ির পরিবর্তে এবার থেকে অঙ্গনওয়াড়িতে শিশুদের অন্নপ্রাশন! পুরোটা জানলে আপনি…

নদিয়া: মামার বাড়িতে তরিবত করে শিশুদের অন্নপ্রাশনের দিন বুঝি শেষ হতে চলল। কারণ এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হবে শিশুদের অন্নপ্রাশন! ব্যাপারটা ঠিক কী? সরকারি নির্দেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৭-৯ মাস বয়সী শিশুদের অন্নপ্রাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নদিয়ার শান্তিপুর ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অন্নপ্রাশনের এই প্রক্রিয়া শুরু হয়েছে। শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭২ নম্বর আইসিডিএস সেন্টারে সাত মাস থেকে নয় মাস বয়সী শিশুদের মধ্যে একজনের অন্নপ্রাশন আয়োজন করা হয়। সেই উপলক্ষে প্রদান করা হয় পুষ্টিকর খাবার।

আর‌ও পড়ুন: রাতেও জঞ্জাল পরিষ্কার হবে শহরে! সাড়া ফেলতে চলেছে এই মিউনিসিপ্যালিটি

ঘটা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অন্নপ্রাশন আয়োজন করায় যথেষ্ট খুশি অভিভাবকরা। রীতিমত পঞ্চ ব্যঞ্জন রান্না করে পায়েস, মিষ্টি সহযোগে ঠিক মামারবাড়ির মত করে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে অন্নপ্রাশন উৎসব পালন করা হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের পাশাপাশি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্গত শিশুদের অভিভাবকরা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমন অভিনব উদ্যোগ সফল করতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা জয়ন্তী রায় দত্ত যে ভূমিকা রেখেছেন সকলে তার প্রশংসা করেছেন। এই উপলক্ষে পুষ্টিকর খাবার দেওয়ায় খুশি হয়েছেন সকলে।

মৈনাক দেবনাথ

লন্ডনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিজের রাজ্যের পতাকা তুলে ধরলেন এক ভারতীয় ছাত্র

লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকপ্রাপ্ত একজন ভারতীয় ছাত্র নিজের রাজ্যকে সবার সামনে তুলে ধরেছেন। আধিশ আর ওয়ালি নামক একজন ভারতীয় ছাত্র লন্ডনে অনুষ্ঠিত গ্রাজুয়েশন সেরিমোনিতে কর্ণাটকের পতাকা তুলে ধরেছিলেন। টুইটারে ভিডিওটি শেয়ার হওয়ার পর ১ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। আগে থেকেই তিনি নিজের রাজ্য কর্ণাটককে শ্রদ্ধা জানবার কথা ভেবে রেখেছিলেন তাই অনুষ্ঠানের দিন পতাকাটিও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন।

ভিডিওতে দেখা গেছে যখন গ্রাজুয়েশন অনুষ্ঠানের দিন সবার সামনে তার নাম ঘোষণা করা হয় , তিনি গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তখনি সবার সামনে নিজের রাজ্য কর্ণাটকের পতাকা তুলে ধরেন। আধিশ আর ওয়ালি এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন “আমি লন্ডনের সিটি ইউনিভার্সিটি – বেইস বিজনেস স্কুল (ক্যাস) থেকে ম্যানেজমেন্টে এমএস স্নাতক করেছি। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠানের সময় আমি আমাদের কর্ণাটক রাজ্যের পতাকা উড়িয়েছি ,এটা আমার কাছে খুব গর্বের মুহূর্ত।”
তার মুখের হাসি এবং আনন্দ তার মনের অনুভূতি এবং নিজের রাজ্যের প্রতি গর্বকে প্রকৃষ্টভাবে প্রকাশ করছে।
ভিডিওটি এখানে দেখুন-

অধিশ ২১ শে জানুয়ারি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং এটি ১ লাখেরও বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর বিভিন্ন লোকেরা তার এই কাজের জন্য তাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছে ।

একজন ইউসার লিখেছেন ,“কর্নাটক যেভাবেই হোক না কেন ভারতের কন্যা ছিল এবং সবসময় থাকবে। আমাদের রাষ্ট্রীয় গানের প্রথম লাইনটি বলে, ‘জয়া ভরত জননিয়া থানু যায়ে, জয়া সে কর্ণাটক মাতে ‘। ভারতের প্রতি আমাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই,”
অন্য একজন মন্তব্য করেছেন “আমাদের কন্নড় ভূমির প্রতি আপনার ভালবাসা অনবদ্য। আপনার এই মাইলস্টোনের জন্য অভিনন্দন। আমি আশা করি যারা বাইরে বসতি স্থাপন করেছে তারা সবাই আপনার পদক্ষেপ অনুসরণ করবে। “

ভিডিওটি দেখে আপনিও আপনার মন্তব্য প্রকাশ করুন এবং বিদেশে বসে দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে মন থেকে অনুভব করুন।