Tag Archives: Viral photo

Surya Grahan 2024: বছরের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করতে পারলেন না ভারতবাসী; ভাইরাল ছবি-ভিডিও দেখেই দুধের স্বাদ মিটল ঘোলে

কলকাতাঃ গত ৮ এপ্রিল অর্থাৎ সোমবার ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। যদিও তা ভারত থেকে দেখা যায়নি। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দৃশ্যমান হয়েছে উত্তর আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে। যার ফলে সেখানকার জ্যোতির্বিদ, পদার্থবিদ, গ্রহণ উৎসাহী এবং স্কাইওয়াচার্সদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো! ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সকলেই এই সূর্যগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।

আরও পড়ুনঃ চাকরিজীবীরা কেন একই সংস্থায় বছরের পর বছর ধরে থেকে যেতে চান, সমীক্ষায় বেরিয়ে এল চমকে দেওয়া তথ্য

আসলে ওই দৃশ্য চাক্ষুষ করার পাশাপাশি তা ক্যামেরাবন্দি করার উৎসাহ থাকে তুঙ্গে। দর্শকরা মূলত রিয়েল-টাইম ইমেজ এবং ভিডিও রেকর্ড করেছেন। আর সেইসব ছবি-ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে প্রচুর ভিউ আর প্রচুর শেয়ার হয়েছে। এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ নেটিজেনরা যেসব গ্রহণের অপূর্ব দৃশ্য ভাগ করে নিয়েছেন, সেটাই একবার দেখে নেওয়া যাক।

এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা সূর্যগ্রহণের কিছু ছবি এবং ভিডিও:

কিন্তু সূর্যগ্রহণ আসলে কী? যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে চন্দ্র, তখন তার ছায়া পড়ে পৃথিবীর উপরে। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের তুলনায় চন্দ্রের কক্ষপথ সামান্য কাত হওয়ার কারণে এই ধরনের প্রান্তিককরণ বিরল।

একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশের এক অন্য রূপ দেখা যায়। মনে হয় যেন, ভোর হচ্ছে কিংবা গোধূলির সময়কাল। আবহাওয়া ভাল থাকলে গ্রহণের পথে সূর্যের সৌরমুকুটের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারেন দর্শকরা। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণটি মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে ১১৫ মাইলের পূর্ণতা ধারণ করেছে।

এদিনের সূর্যগ্রহণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী রাত ৯টা ১২ মিনিটে শুরু হয়েছে। আর পূর্ণগ্রাস শুরু হয়েছে রাত ১০টা ০৮ মিনিট নাগাদ। তা স্থায়ী হয়েছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ৯ এপ্রিল রাত ২টো ২২ মিনিট পর্যন্ত।

আবার পেসিফিক টাইম (পিটি) অনুযায়ী, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে ৮ এপ্রিল সকাল ১১টা ০৭ মিনিট থেকে। উত্তর আমেরিকা বরাবর মেইন-এর কাছে পিটি অনুযায়ী সূর্যগ্রহণ শেষ হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।

MS Dhoni: আইপিএলের আগে মহাচমক দিলেন ধোনি! কী করলেন সিএসকে অধিনায়ক? জানুন বিস্তারিত

নিজের লুকস নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করেন এমএস ধোনি। প্রতিবছর আইপিএলের আগে লুকসে চমক দিয়ে থাকে মাহি। এবারও তার ব্যতিক্রম হল না।
নিজের লুকস নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করেন এমএস ধোনি। প্রতিবছর আইপিএলের আগে লুকসে চমক দিয়ে থাকে মাহি। এবারও তার ব্যতিক্রম হল না।
এবার আইপিএলের আগে চমক নয়, মহাচমক দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। এবারের ধোনিকে দেখে মনে হতেই পারে যেন ২০ বছর পিছিয়ে গিয়েছেন।
এবার আইপিএলের আগে চমক নয়, মহাচমক দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। এবারের ধোনিকে দেখে মনে হতেই পারে যেন ২০ বছর পিছিয়ে গিয়েছেন।
সিএসকের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে লম্বা চলের সেই 'ভিন্টেজ' এমএস ধোনিকে। বড় চুল, মাথায় ব্যান্ড এক কথায় ফাটাফাটি ধোনি।
সিএসকের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে লম্বা চলের সেই ‘ভিন্টেজ’ এমএস ধোনিকে। বড় চুল, মাথায় ব্যান্ড এক কথায় ফাটাফাটি ধোনি।
লম্বা চুলের ধোনির ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। নারী মতে উঠেছে ঝড়। লাইক ও কমেন্টেক বন্যায় ভেসে গিয়েছেন ৫ বারের আইপিএল জয়ী অধিনায়ক।
লম্বা চুলের ধোনির ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। নারী মতে উঠেছে ঝড়। লাইক ও কমেন্টেক বন্যায় ভেসে গিয়েছেন ৫ বারের আইপিএল জয়ী অধিনায়ক।
প্রসঙ্গত, ২২ তারিখ আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে। হয়তো শেষবারের মত এটা ধোনির আইপিএল। প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না মাহি।
প্রসঙ্গত, ২২ তারিখ আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে। হয়তো শেষবারের মত এটা ধোনির আইপিএল। প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না মাহি।

পাহাড়ে ঘেরা সমুদ্র তীরে পরনে শুধু তোয়ালে! সঙ্গী কে? ভাইরাল শুভমান গিলের ছবি

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ছুটির মেজাজে ভারতীয় দল। আইপিএলে নামার আগে কিছুদিন ছুটি উপভোগ করছেন ক্রিকেটার। সেই তালিকায় বাদ নেই শুভমান গিলও।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ছুটির মেজাজে ভারতীয় দল। আইপিএলে নামার আগে কিছুদিন ছুটি উপভোগ করছেন ক্রিকেটার। সেই তালিকায় বাদ নেই শুভমান গিলও।
ধরমশালায় পাহাড়ের কোলে সমুদ্রের তীপে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। পিছনে স্বচ্ছ নীল জল, সবুজে ঘেরা পাহাড়। আর সামনে সিক্স প্যাক অ্যাবস  দেখাচ্ছেন শুভমান গিল। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
ধরমশালায় পাহাড়ের কোলে সমুদ্রের তীপে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। পিছনে স্বচ্ছ নীল জল, সবুজে ঘেরা পাহাড়। আর সামনে সিক্স প্যাক অ্যাবস দেখাচ্ছেন শুভমান গিল। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
নিজের ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি শেয়ার করেছেন শুভমান গিল। সেখানে শুভমানের পরনে শুধু টাওয়াল, মাথায় হ্যাট, পিঠে ছোট্ট ব্যাগ।  ক্যাপশনে লিখেছেন, ‘Beachside reps, worldwide steps!’  (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
নিজের ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি শেয়ার করেছেন শুভমান গিল। সেখানে শুভমানের পরনে শুধু টাওয়াল, মাথায় হ্যাট, পিঠে ছোট্ট ব্যাগ। ক্যাপশনে লিখেছেন, ‘Beachside reps, worldwide steps!’ (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
গিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন। নারী মনে ঝড় তুলেছে গিলের এই ছবি। অনেকে আবার জানতে চেয়েছেন তিনিই একাই রয়েছেন, না সঙ্গে স্পেশাল কেউ রয়েছে।  (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
গিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন। নারী মনে ঝড় তুলেছে গিলের এই ছবি। অনেকে আবার জানতে চেয়েছেন তিনিই একাই রয়েছেন, না সঙ্গে স্পেশাল কেউ রয়েছে। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
প্রসঙ্গত, ছুটি কাটিয়ে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সে যোগ দেবেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবার গুজরাতকে নেতৃত্ব দেবেন তিনি। নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন গিল।
প্রসঙ্গত, ছুটি কাটিয়ে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সে যোগ দেবেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবার গুজরাতকে নেতৃত্ব দেবেন তিনি। নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন গিল।

Sachin Tendulkar: ভূস্বর্গে ‘ক্রিকেট ঈশ্বর’, সারা-অঞ্জলির সঙ্গে তুষারপাত উপভোগ সচিনের, রইল সেরা ছবি

পরিবারের সঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর নানা ভিডিও ও ছবি শেয়ার করছেন।
পরিবারের সঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর নানা ভিডিও ও ছবি শেয়ার করছেন।
এর আগে কাশ্মীরের রাস্তায় স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছিলেন সচিন। এবার নিজের ও পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে সচিন লিখলেন,'পহেলগাঁওতে আমাদের প্রথম তুষারপাত'।
এর আগে কাশ্মীরের রাস্তায় স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছিলেন সচিন। এবার নিজের ও পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে সচিন লিখলেন,’পহেলগাঁওতে আমাদের প্রথম তুষারপাত’।
কোনও ছবিতে বরফের মাঝে চেয়ারে বসে পোজ দিয়ে ছবি তুলছেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে রয়েছ একটি মিষ্টি ল্যাম্ব। ছবিতে হাসি মুখে এনজয় করতে দেখা যায় সচিনকে।

কোনও ছবিতে বরফের মাঝে চেয়ারে বসে পোজ দিয়ে ছবি তুলছেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে রয়েছ একটি মিষ্টি ল্যাম্ব। ছবিতে হাসি মুখে এনজয় করতে দেখা যায় সচিনকে।
আবার কোনও ছবিতে তুষারপাতের আনন্দ চুটিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। আকা দু-হাত ছুড়ে দিয়ে লুটে নিচ্ছেন ভূস্বর্গের আনন্দ।
আবার কোনও ছবিতে তুষারপাতের আনন্দ চুটিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। আকা দু-হাত ছুড়ে দিয়ে লুটে নিচ্ছেন ভূস্বর্গের আনন্দ।
এছাড়া পরিবারের সঙ্গেও তুষারপাতের মাঝে দাঁড়িয়ে একাধিক ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ক্স এবং ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে।
এছাড়া পরিবারের সঙ্গেও তুষারপাতের মাঝে দাঁড়িয়ে একাধিক ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। ক্স এবং ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে।

Viral Photo: ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদর, মুখ থেকে খেলেন কেক, ওম-মিমির রোম্যান্স ফাঁস হতেই…!

দু’জনেই টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ৷ বছর তিনেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি দত্ত এবং ওম সাহানি৷ তাঁদের গদগদ প্রেমে সর্বদাই বুঁদ নেটিজেনরা৷ মিমি ও ওমের দাম্পত্য জীবন নিয়েও সর্বদা চর্চা চলে৷ এমনকী তারকাজুটির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেও তার প্রমাণ পাওয়া যায়৷ সুযোগ পেলেই স্ত্রী মিমিকে ভালবাসায় ভরিয়ে দেন ওম৷ এবারও তার অন্যথা হল না৷

বিয়ের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন অভিনেতা ওম৷ ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি মিষ্টি ক্যাপশন৷ ছবিতে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদরে মত্ত ওম-মিমি৷ স্ত্রীর মুখ থেকেই কেক খাচ্ছেন অভিনেতা৷ অন্তরঙ্গ মুহূর্তের সেই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক৷

 

View this post on Instagram

 

A post shared by Om Sahani (@om_sahani15)

আরও পড়ুন-                        একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                        একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

বিবাহবার্ষিকীর দিন লাল টকটকে শাড়ি, স্লিভলেস ব্লাউজ,গলায় সেট পরে রেড হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী৷ অন্যদিকে কালো রঙের পোশাকে দেখা গিয়েছেন ওমকে৷ মুহূর্তের মধ্যে ওম ও মিমির এই মিষ্টি মুহূর্তের ছবি মন কেড়েছে ভক্তদের৷ সকলেই কমেন্টে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন ওম সাহানি৷

ভাল্লুকের সেলফি! বন্যপশুর এই আজব কীর্তি দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

বন্য প্রাণীদের ভিডিও বহু মানুষের কাছেই প্রিয়। কিন্তু পশুকে সেলফি তুলতে দেখেছেন কখনও?  সম্প্রতি  মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি কালো ভাল্লুকের আকর্ষণীয় ছবি  ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে ভাল্লুকটিকে সেলফি তুলতে দেখা গিয়েছে। ছবিটি দেখা মাত্রই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

কলোরাডোর ওপেন স্পেস এবং মাউন্টেন পার্কের জঙ্গলে মোশন ডিটেক্টিং ক্যামেরা ইনস্টল করা আছে। সাধারণত অন্যান্য প্রাণীরা খাবার বা বিশ্রামের জায়গার সন্ধানে এই খোলা জায়গায় বাইরে যায়, কিন্তু ভাল্লুকরা সাধারণত তা করে না। কিন্তু এবার এই ক্যামেরা ইনস্টল করা জায়গাতেই এক কালো ভাল্লুকের প্রায় ৬০০ ছবি ধরা পড়েছে। এসব ছবিতে তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। মনে হয়েছে যে বেশ মনের সুখেই নিজের সেলফি তুলেছে ভাল্লুকটি।

আরও পড়ুন: ৭০ বছর বয়সে নিজের ছেলের বউয়ের সঙ্গে এ কী করলেন বৃদ্ধ! সোশ্যাল মিডিয়া তুলকালাম… কারণ ফাঁস হতেই মাথায় হাত

ওপেন স্পেস এবং মাউন্টেন পার্কের একজন মুখপাত্র টুইট করে জানিয়েছেন,   ভাল্লুকটি এই বন্যপ্রাণী ক্যামেরা নিজেই খুঁজে পায়। সাধারণত  বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতেই এই গতি সনাক্তকারী ক্যামেরা ব্যবহার করা হয়। কিন্তু এই ক্যমেরাতে ভাল্লুকটি নিজের অনেক ছবি তুলে নেয়। ছবিগুলো যাচাই করার সময় ভাল্লুকটির প্রায় ৬০০টি ছবির খোঁজ পাওয়া গিয়েছে। ভাল্লুকটির ক্যামেরার প্রতি আগ্রহ দেখে বেশ তাজ্জবই হয়েছেন তাঁরা।

মুখপাত্র আরও জানিয়েছেন, ‘বন্যপ্রাণী ক্যামেরাগুলি আমাদের জানতে সাহায্য করে যে প্রাণীগুলি কোথায় আছে এবং সপ্তাহে বা বছরে কত দিন তারা এই অঞ্চলে আসে এবং তারা কী করে। এই ছবিগুলিতে, আমরা প্রায়শই এমন কিছু প্রাণীর ছবি পাই যা আমাদের তাজ্জব করে দেয়।ভাল্লুকটিও হল এমনই একজন। অনেক সময় আমরা এই ক্যামেরাগুলির মাধ্যমে নতুন বন্যপ্রাণী দেখি। পার্কে মোট ৯ টি ক্যামেরা বসানো হয়েছে। ক্যমেরাগুলি প্রাণীর ছবি ক্লিক করে বা ছোট ভিডিও রেকর্ড করে।এখনও পর্যন্ত এতে অনেক প্রাণীর কথা রেকর্ড করা হয়েছে যার মধ্যে ভাল্লুক, পাখি, শেয়াল ও পেঁচা রয়েছে।


কালো ভাল্লুকের এই সেলফি ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। প্রায় ২ হাজার মানুষ রিটুইট করেছেন এই ছবিটি এবং প্রায় সাত হাজার নেটিজেন লাইক দিয়েছেন। ভাল্লুকের এই অদ্ভুত সেলফি তোলার দৃশ্য দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা।

সত্যিই কী পাকিস্তানের জার্সি পড়েছেন রোহিত শর্মা, ভাইরাল ছবিতে লুকিয়ে কোন রহস্য

#ব্রিসবেন: আগামী ২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট বিশ্বে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। একদিকে টিম ইন্ডিয়া গতবার টি-২০ বিশ্বকাপে হারের বদলা নিতে মরিয়া। অপরদিকে পাকিস্তানের লক্ষ্য গতবারের পারফরম্যান্স ধরে রাখা। এমসিজিতে ভারত-পাক ম্যাচের একটি টিকিটের জন্য হাহাকার। মেগা ম্যচের নামার আগে প্রস্ততি তুঙ্গে বাবর-রোহিতদের। কিন্তু এরই মধ্যে একটি ছবিকে ঘিরে তোলপার গোটা ক্রিকেট বিশ্ব।

মেলবোর্নে ভারত-বনাম পাকিস্তান ম্যাচের আগে একটি ছবি ভাইরাল। যা এক ঝলক দেখে চমকে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমিরা। যার মূল কেন্দ্রবিন্দুতে খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মা। কারণ সেই ছবিতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পাকিস্তানের জার্সি পড়ে মাঠে দাঁড়িয়ে রোহিত শর্মা। এক ঝলক দেখে অনেকটাই তাই মনে হয় সকলের। মুহূর্তে নেট দুিনয়ায ছড়িয়ে পড়ে সেই ছবি।

তবে ছবিটি একটু ভালো মত দেখলেই বোঝা যায় যে ওই ব্যক্তি রোহিত শর্মা নয়। তাহলে কে সেই ব্যক্তি তা জানার জন্য কৌতুহলী হয়ে ওঠেন নেটিজেনরা। জানা যায়, রোহিত শর্মার মত খানিকটা দেখতে ওই ব্যক্তির নাম ইব্রাহিম বাদিস। যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপক। দৈহিক গঠন ও মুখের দাড়ি সঙ্গে চশমা পড়়লে তাকে অনেকটা রোহিত শর্মার মতই দেখাই।

আরও পড়ুনঃ প্রথম ম্যাচ হারের ধাক্কা সামলে কামব্যাক, টি-২০ বিশ্বকাপের সুপার ১২-তে এশিয়া চ্যাম্পিয়নরা

প্রসঙ্গত, পাকিস্তান দল যখন ব্রিসবেনে অনুশীলন করছিল তখন মাঠে দাঁড়িয়ে সান গ্লাস পড়ে ফটো শুট করেন ইব্রাহিম বাদিস। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিন্তু তা যে রোহিত শর্মা ও তার নিজের বিড়ম্বনা বাড়াবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

Human Satan: উঠে গিয়েছে মাস্ক পরার পাট, নিজের নাক কান কেটে তাই ‘মানব শয়তান’ হলেন এই ব্যক্তি!

Viral Photo: শরীরকে কতভাবে বিকৃত করা যায় তার সম্ভবত সর্বোচ্চ উদাহরণ তৈরি করলেন ব্রাজিলের এই ব্যক্তি! শরীরের চরম পরিবর্তন ঘটিয়ে এখন তাঁর পরিচয় ‘মানব শয়তান’। কোভিড ১৯ সংক্রমণ শেষ হওয়ায় মাস্ক পরার বিধি নিষেধ উঠে যাওয়াতে নিজের কান কেটে ফেলেছেন এই ব্যক্তি! “COVID-19 মাস্ক বিধির সমাপ্তি উদযাপন করতে” এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছেন প্রাইয়া গ্র্যান্ডের মিশেল ফারো দো প্রাডো। তাঁর শরীরের ৮৫ শতাংশই ট্যাটুতে ঢাকা। চেহারা পরিবর্তন করার জন্য ৬০ টিরও বেশি অপারেশন করিয়েছেন তিনি।

আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে মূল্যবান পোকা! কেন এটি পুষতে বহু মানুষ খরচ করছেন কোটি কোটি টাকা?

প্রাডোর মাথায় শিং লাগানো হয়েছে, নাভি কেটে ফেলেছেন এবং নাকের একটি অংশও কেটে ফেলা হয়েছে। এমনকি নিজের একটি আঙ্গুলও কেটে ফেলেছিলেন যাতে তার হাতকে ‘আরো এলিয়েনের মতো’ দেখায়। শরীরের সর্বশেষ পরিবর্তন হল নিজের কান কেটে ফেলা। রসিকতা করে প্রাডো জানান, আর তার মাস্ক পরার দরকার নেই।

কান কেটে ফেলার অপারেশনটি করে মেক্সিকোর বডি মডিফায়ার গাট্টু মোরেনো। সোশ্যাল মিডিয়ায় প্রাডো বলেন, “আমি যে চরম পরিবর্তন করেছি তা নিয়ে অত্যন্ত রোমাঞ্চিত।”

আরও পড়ুন- আসানসোলে ভোটই দেয়নি সাধারণ মানুষ: দুই আসনে বিজেপির হারের বিশ্লেষণ দিলীপ ঘোষের

এমন আজব চেহারা এবং অদ্ভুতুড়ে নেশা সত্ত্বেও মিশেল প্রাডো জানান, তাঁর পরিবার এবং বন্ধুরা সবসময়ই তাঁকে সমর্থন জুগিয়ে এসেছে। প্রাডোর নতুন চেহারার একটি ছবি রেডিটে ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমত ভয়ে বিস্ময়ে হাঁ নেটিজেনরা!

“আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে কেউ নিজেদের শরীরকে এই পরিমাণে পরিবর্তন করতে পারে। পিছনে ফিরে যাওয়ার কোনও উপায় নেই। যদি আবার আগের মতো ঠিক করার চেষ্টাও করেন তাও দাগ এবং বিকৃতি থাকবে। আপনি আর কখনও আপনার পুরনো জীবন পাবেন না এবং সারাজীবন এভাবেই থাকতে হবে,” লেখেন বিস্মিত এক নেটিজেন!

তবে একজন প্রাডোর শরীরের পরিবর্তনকে মান্যতা দেওয়ার চেষ্টাও করেছেন। তিনি লেখে”, “বিষয়টা হল আপনাকে আর আগের মতো দেখতে হবে না। যারা এই ধরনের বদল করেন তারা যতটা সম্ভব তারা কেমন দেখতে ছিলেন আগে তা থেকে দূরে যাওয়ারই চেষ্টা করেন।”

Optical Illusion: এই কালো দাগগুলির পিছনে রয়েছে বিড়ালের মুখ, মাথা ঝাঁকালে তবেই ধরা দেবে চোখে!

#কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হল আদতে আলোর খেলা (Optical Illusion)। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা জানালেন, এই দৃষ্টিভ্রম আমাদের মস্তিষ্কে ঠিক কী ভাবে প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দৃষ্টিবিভ্রমকারী একটি নকশা (Optical Illusion)।

নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞরা বলেন, আমাদের মস্কিষ্কে যে অপূর্ণ বাস্তবতার নকশা তৈরি হয় তাই-ই হল অপটিকাল ইলিউশন (Optical Illusion)। ইদানীং ইন্টারনেটে এমন দৃষ্টিভ্রমকারী ছবি বেশ জনপ্রিয় হয়েছে। এবং সোশ্যাল ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত ছবির ভিতর থেকে কিছু একটা খুঁজে বের করার প্রয়াস অনেকেরই ভালো লাগছে। একটা চ্যালেঞ্জ হিসেবেও নিয়ে থাকেন অনেকে।

আরও পড়ুন: আজকাল অনেক কিছুই বেমালুম ভুলে যাচ্ছেন? কী করবেন জানুন…

আরও পড়ুন: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!

তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই কালো দাগের ছবিটি। বহু দর্শক এই ছবির মধ্যে কিছুই খুঁজে পাচ্ছেন না। আবার অনেকেই এতে পেয়েছেন বিড়ালের মুখ। ডক্টর মাইকেল ডিকিনসন নামে এক ব্যক্তি ট্যুইটারে শেয়ার করেছিলেন এই ছবিটি। এবং সেখানে ক্যাপশনে লিখেছিলেন, ‘মাথা ঝাঁকালে তবেই এই দৃষ্টিভ্রমকারী খুঁজে পাওয়া যাবে।’ তার সঙ্গে একটি প্রাণখোলা হাসির ইমোজি।

অর্থাৎ, উত্তরটা সহজ। আপনি যদি এই ছবির সামনে মাথা ঝাঁকান তবে সত্যিই বিড়ালের মুখের ক্লোজ আপ খুঁজে পাবেন। আর এমনিই ছবির দিকে তাকিয়ে থাকলে বিড়াল খুঁজে পাওয়া যাবে না। তবে মাথা ঘোরানো বা মাথাব্যথার সমস্যা থাকলে এই কাজ না করাই ভালো। এতে হিতে বিপরীত হতে পারে। মাথা ঝাঁকালেই আলো খেলায় বিড়ালের মুখের অবয়ব ফুটে উঠবে।

চেন্নাইয়ের মাঠ ছেড়ে মুম্বাইয়ের লোকাল ট্রেনে রোহিত- বিরাট! ভাইরাল ছবি

 

#চেন্নাই: চেন্নাইয়ের মাঠে জো রুটের ব্যাটিংয়ের সামনে রীতিমতো দিশেহারা ভারতীয় বোলিং৷ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দাপটে প্রথম দিন থেকেই বিরাট কোহলির কপালে চিন্তার ভাঁজ৷ চেন্নাইয়ে প্রথম দিনের খেলার মাঝেই উদ্বিগ্ন বিরাট কোহলি এবং রোহিত শর্মার এমনই একটি ছবি ক্যামেরায় ধরা পড়ে৷ দ্রুত সেই ছবি নিয়েই মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷

তবে যে মিমগুলি ছড়িয়েছে, তার মধ্যে বিশেষ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার জার্সি পরেই মুম্বাইয়ে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের দরজায় ঝুলছেন বিরাট এবং রোহিত৷

এমনিতে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে বিরাট-রোহিতদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ আরও বেড়েছে৷ কারণ দ্বিশতরান পূর্ণ করে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক রুট৷ প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড৷ ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের তোলা বিশাল রানের জবাব কোহলিরা কীভাবে দেন, তার উপর অনেকটাই নির্ভর করছে টেস্টের ভবিষ্যৎ৷ আর সেক্ষেত্রে দুই সিনিয়র ব্যাটসম্যান বিরাট এবং রোহিতকেই বড় রান করার দায়িত্ব নিতে হবে৷ আর তাতে তাঁরা ব্যর্থ হলে এমন মিমের সংখ্যা বাড়বে বই কমবে না৷ অস্ট্রেলিয়ায় দুর্দান্ত সাফল্য ভুলে যেতেও ভক্তদের সময় লাগবে না৷