Tag Archives: WBBSE Madhyamik Result

Madhyamik Result 2024: রাইটার নিয়ে পরীক্ষায় বসে মাধ্যমিকে ৮০% নম্বর দৃষ্টিহীন আফরিদার

মালদহ: দু’চোখেই দেখতে পায় না। রাইটার নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল আফরিদা পারভীন।‌ চমকে দেওয়ার মত ফল করে সকলের মধ্যমণি এখন দৃষ্টিহীন এই মেয়ে। তার এই সাফল্যের সকলেই উচ্ছ্বসিত।

দৃষ্টিহীন হলেও কোন‌ও ব্লাইন্ড স্কুলে পড়েনি আফরিদা পারভীন। সাধারণ স্কুলে আর পাঁচটা পড়ুয়ার সঙ্গে বসেই ক্লাস করেছে সে। সেখান থেকেই মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে আফরিদা। যদিও এই নম্বরে পুরোপুরি সন্তুষ্ট নয় আফরিদা। তার বক্তব্য, আরও ভাল পরীক্ষা দিয়েছিল। কিন্তু কয়েকটি বিষয়ে প্রত্যাশার থেকে কম নম্বর পেয়েছে। মোট দুজন রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বলে জানিয়েছে।

আরও পড়ুন: জল উঠছে নদী বাঁধের কাছে, আতঙ্কে সুন্দরবন

মালদহের ইংরেজবাজারের শোভানগর পঞ্চায়েতের মাদিয়া বাধাগাছ এলাকায় বাড়ি আফরিদার। বাবার নাম মহম্মদ পিয়ার আলি। আফরিদা জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন। দু’চোখেই দেখতে পায় না। তার কাছে গোটা জগৎটাই অন্ধকারময়। তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোকে আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সে অধ্যাপিকা হতে চায়। যার প্রথম ধাপ হিসেবে এবছর শোভানগর হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস বলেন, আমাদের স্কুলের গর্ব আফরিদা। শুধুমাত্র দৃষ্টিহীন নয়, অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা। পড়াশোনার পাশাপাশি ভাল আবৃত্তি করে। বাবা মা তাকে স্কুলে দিয়ে যেত নিয়মিত।

দুজন রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়। আফরিদা নজরকাড়া ফল করে। তার ঝুলিতে আসে ৫৬৪ নম্বর। আফরিদা ছোট বেলায় মঙ্গলবাড়ি আর পি রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল থেকে পড়াশোনা করে। তারপর শোভানগর হাই স্কুল ভর্তি হয়। সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দেয়।স্বভাবতই আফরিদার এই ফলাফলে বেজায় খুশি তার পরিবার‌ সহ স্কুল শিক্ষক-শিক্ষিকারা।

হরষিত সিংহ

WBBSE Madhyamik Result 2024: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট হারালে কী উপায়ে দেখবেন ফল? দেখে নিন উপায়

চলতি বছর ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকাল ৯টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কিছুক্ষণ পর অনলাইনে দেখতে পারবে পরীক্ষার্থীরা। এর জন্য হাতের কাছে থাকতে হবে অ্যাডমিট কার্ড।
চলতি বছর ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সকাল ৯টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কিছুক্ষণ পর অনলাইনে দেখতে পারবে পরীক্ষার্থীরা। এর জন্য হাতের কাছে থাকতে হবে অ্যাডমিট কার্ড।
কিন্তু যদি কোনও পড়ুয়া অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে, তা হলে কীভাবে দেখবে মাধ‍্যমিকের ফলাফল দেখবে? সেক্ষেত্রে দু’টি উপায় আছে। প্রথমেই ওই পড়ুয়াকে স্থানীয় থানায় করতে হবে মিসিং ডায়েরি।
কিন্তু যদি কোনও পড়ুয়া অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে, তা হলে কীভাবে দেখবে মাধ‍্যমিকের ফলাফল দেখবে? সেক্ষেত্রে দু’টি উপায় আছে। প্রথমেই ওই পড়ুয়াকে স্থানীয় থানায় করতে হবে মিসিং ডায়েরি।
দ্বিতীয়, বিকল্প অ্যাডমিট চেয়ে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাকে। পড়ুয়ার আবেদনের ভিত্তিতে সেক্ষেত্রে বিকল্প অ্যাডমিট ইস্যু করতে পারে বোর্ড।
দ্বিতীয়, বিকল্প অ্যাডমিট চেয়ে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাকে। পড়ুয়ার আবেদনের ভিত্তিতে সেক্ষেত্রে বিকল্প অ্যাডমিট ইস্যু করতে পারে বোর্ড।
রেজাল্টের আগে বিকল্প অ্যাডমিট পাওয়া না গেলে, ফল প্রকাশের পর অনলাইনে তা দেখতে পাবে না ওই পড়ুয়ারা। তখন রেজাল্ট আউটের পর দ্রুত স্কুলে যেতে হবে তাঁকে। স্কুল কর্তৃপক্ষের কাছে যে রেজাল্ট থাকবে সেখান থেকে ফল জেনে নিতে পারবে সেই ছাত্র বা ছাত্রী।
রেজাল্টের আগে বিকল্প অ্যাডমিট পাওয়া না গেলে, ফল প্রকাশের পর অনলাইনে তা দেখতে পাবে না ওই পড়ুয়ারা। তখন রেজাল্ট আউটের পর দ্রুত স্কুলে যেতে হবে তাঁকে। স্কুল কর্তৃপক্ষের কাছে যে রেজাল্ট থাকবে সেখান থেকে ফল জেনে নিতে পারবে সেই ছাত্র বা ছাত্রী।
উল্লেখ্য, অ‍্যাডমিট কার্ড হারিয়ে ফেলা কোনও পড়ুয়ার কাছে যদি এর ফটো কপি থাকে তা হলে সেটা দিয়ে অনলাইন বা অ্যাপে রেজাল্ট দেখতে পারবে সে। তবে, স্কুল থেকে রেজাল্ট সংগ্রহের সময় সমস‍্যা হবে তাঁর। বোর্ড থেকে বিকল্প বা ডুপ্লিকেট অ্য়াডমিট কার্ড পাওয়ার পরই মার্কশিট হাতে পাবে সে।

উল্লেখ্য, অ‍্যাডমিট কার্ড হারিয়ে ফেলা কোনও পড়ুয়ার কাছে যদি এর ফটো কপি থাকে তা হলে সেটা দিয়ে অনলাইন বা অ্যাপে রেজাল্ট দেখতে পারবে সে। তবে, স্কুল থেকে রেজাল্ট সংগ্রহের সময় সমস‍্যা হবে তাঁর। বোর্ড থেকে বিকল্প বা ডুপ্লিকেট অ্য়াডমিট কার্ড পাওয়ার পরই মার্কশিট হাতে পাবে সে।
প্রসঙ্গত, ২ মে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করবে সংসদ। যা শুরু হবে সকাল ১০ টা নাগাদ। ওই দিনই মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, ২ মে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করবে সংসদ। যা শুরু হবে সকাল ১০ টা নাগাদ। ওই দিনই মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।