Tag Archives: Law

Civic volunteer Training: সিভিক ভলেন্টিয়ারদের আইনের পাঠ! ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ

কলকাতা:  এবার আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। আইন-শৃঙ্খলার দায়িত্ব কী ভাবে সামলাতে হয়? চাকরির সময় কী রকম ভাবে শৃঙ্খলা পরায়ণ হিসাবে থাকা উচিত? কী করা উচিত ও কী করা উচিত নয়? বিভিন্ন আইনের ধারায় কী কী বলা আছে? এ সব বিষয়েই বিশদে পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের।

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এর জন্য ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ হবে। জানুয়ারি মাস থেকেই এই বিশেষ প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রাজ্যের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে, নবান্ন সূত্রের খবর।

আরও  পড়ুন: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি…উত্তর মিলিয়ে দেখুন

প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ারদের আচরণ নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ও পেশায় সিভিক ভলেন্টিয়ার।

Jhargram News: আইনের জালে জড়িয়ে পড়েছেন? এক পয়সাও লাগবে না, বিনামূল‍্যেই পাবেন আইনজীবী! কীভাবে যোগাযোগ করবেন, জানুন

ঝাড়গ্রাম: আপনি কি আইনের জালে জড়িয়ে পড়েছেন? মামলা লড়ার জন্য আইনজীবী ঠিক করতে পারছেন না, সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থ?চিন্তা নেই, বিনামূল্যে পেয়ে যেতে পারেন আইনজীবী। তার জন্যই আপনাকে জেনে নিতে হবে কোথায় গেলে আপনি পাবেন বিনামূল্যে আইনজীবী এছাড়াও আপনি আর কী কী আইনি সহায়তা পেতে পারেন।

সাধারণত পুলিশ কোনও ব্যক্তি বা মহিলাকে কোনও মামলায় গ্রেফতার করলে আদালতে শুনানির জন্য পুলিশের হয়ে সরকার পক্ষের আইনজীবী শুনানি করে। অপরদিকে গ্রেফতার হওয়া মহিলা বা পুরুষকে নিজেদেরই আইনজীবী ঠিক করতে হয়।

কিন্তু যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলেও কিন্তু আপনি বিনামূল্যে আইনজীবী পেয়ে যাবেন। যে আইনজীবী আপনার হয়ে আদালতে শুনানি করবে। তার জন্য আপনাকে কি কি করতে হবে তা কিন্তু জানা জরুরী।

আরও পড়ুন: বাড়িতে টিকটিকির ডিম দেখা কীসের সঙ্কেত? ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ? জানালেন জ‍্যোতিষী

প্রতিটি জেলার আদালত চত্বরে রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কার্যালয়। সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। লিগাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী প্রতিটি জেলাতেই রয়েছে ডিসটিক লিগাল সার্ভিস অথরিটি। যেখানে নারী, শিশু এবং এসটি , এসসিদের বিনামূল্যে ক্রিমিনাল বা সিভিল যেকোনওমামলা লড়ার জন্য আইনজীবী প্রদান করা হয়।

এছাড়াও পুরুষদের ক্ষেত্রে রয়েছে বিশেষ একটি নিয়ম। বছরে এক লক্ষ টাকার নিচে পারিবারিক ইনকাম হলে তাকেও আইনজীবী প্রদান করে থাকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। তার জন্য ইনকামের একটি প্রমাণ পত্র নিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে আবেদন জানালেইপাওয়া যাবে পরিষেবা।

আরও পড়ুন: মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল, প্রায় ১৫০ যাত্রী নিয়ে বিপদে বিমান! কলকাতায় জরুরি অবতরণ

ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন, “লিগাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী যারা আর্থিক কারণ বশত আদালতে মামলার শুনানির জন্য আইনজীবী নিযুক্ত করতে পারছে না তাদেরকে আমরা বিনামূল্যে মামলার শুনানির জন্য আইনজীবী প্রদান করে থাকি।’’

তিনি আরও জানালেন ‘‘পুরুষদের ক্ষেত্রে তাদের ইনকাম সার্টিফিকেট-সহ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে আবেদন করতে হবে। কিন্তু যাদের বার্ষিক পারিবারিক আয় এক লক্ষ টাকার নিচে তাদেরকেই বিনামূল্যে আইনজীবী প্রদান করা হবে। এছাড়াও, নারী, শিশু ও এসটি, এসসিদের ক্ষেত্রে সর্বদাই বিনামূল্যে আদালতে মামলার শুনানির জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আইনজীবী প্রদান করবে।’’

বুদ্ধদেব বেরা

Bhartiya Nyaya Samhita: কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে পর্যালোচনা করার জন্য রাজ্যের রিভিউ কমিটির গঠন

কলকাতা: কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে পর্যালোচনার জন্য রাজ্য সরকার তৈরি করল রিভিউ কমিটি। সাত সদস্যের রিভিউ কমিটি তৈরি করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি।

প্রসঙ্গত, কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন আইন চালু করেছে। শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেন।

সেখানে তিনি দাবি করেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক এই তিনটি বিল কার্যকর হলে আইন থেকে ঔপনিবেশিক ব্রিটিশ জমানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর হবে৷’

আরও পড়ুন: শারদোৎসব উপলক্ষে আগামী মঙ্গলে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

এই তিনটে বিলের রিভিউ করার জন্যই এই কমিটি তৈরি হয়েছে। মূলত কেন্দ্রের ন্যায় সংহিতা আইন রাজ্য নিজের প্রয়োজন মতো সংশোধন করতে পারে নাকি? সেই সংক্রান্ত বিষয়টি খুটিয়ে দেখায় জন্যই এই রিভিউ কমিটির গঠন৷

আরও পড়ুন: মজার প্র্যাঙ্ক বদলে গেল দুর্ঘটনায়, ছাদ থেকে পড়ে মৃত্যু ১ মহিলার

স্বরাষ্ট্র দফতর এর নির্দেশিকায় উল্লেখ রয়েছে, রাজ্য এই নিয়ে কেন্দ্রকে কিছু প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু রাজ্যের দেওয়া এই প্রস্তাব কেন্দ্র মানেনি। তাই জন্যই এই রিভিউ কমিটির গঠন।

ফৌজদরি আইনে সংশোধন আনা যায় কি না সেই নিয়ে পর্যালোচনা হওয়ার কথা এই কমিটিতে। সমস্ত দিক পর্যালোচনা করে তিন মাসের মধ্যেই রিপোর্ট দেবে এই কমিটি। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বেই এই কমিটি তৈরি করা হয়েছে।

Funny And Strange Laws: কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন

কলকাতা: বিশ্বের বেশ কিছু জায়গায় কিছু অদ্ভুত আইন রয়েছে৷ বর্তমানে সেই আইন একেবারেই অযৌক্তিক শোনাতে পারে।তাই জন্যই আইনগুলির মধ্যে এখন খুব কমই প্রয়োগ করা হয়, কেবল মাত্র আইনের বইয়েতেই রয়ে গিয়েছে। বিশ্বের কয়েকটা অদ্ভুত আইনের কথা জেনে নিন

বাধ্যতামূলক হাসি
জাপানের ইয়ামাগাটা প্রিফেকচার নামক এক স্থানীয় সরকার এই আইনটি করেছেন৷ মূলত সেখানকার বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল করার জন্য করা হয়েছিল৷ আইনে দিনে অন্তত একবার হাসার কথা বলা আছে। এই নতুন আইনটি ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল৷ সেখানে বলা আছে হাসির সঙ্গে সুস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক আছে। প্রতি মাসের অষ্টম দিনটিকে “হাসির মাধ্যমে বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতি করার” দিন হিসাবে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন:পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?

ফ্লোরিডা, সাঁতারের পোশাকে গান গাওয়া নিষেধ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত৷ এখানে সাঁতারের পোষাক সাধারণ পোশাকে গান গাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ একটি অস্বাভাবিক আইনটি লোকেদের সাঁতারের পোশাকে গান গাইতে নিষেধ করে। অন্যদের শান্তি যেন ব্যহত না হয়, তার জন্যই এই আইন আনা হয়েছিল৷

আরও পড়ুন: বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

সিঙ্গাপুরে চিউইং গাম খাওয়া যাবে না

১৯৯২ সালে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ করা হয়। শহরগুলোকে পরিচ্ছন্ন রাখতেই এই আইন করা হয়েছে।

চেরি পাইয়ের উপর আইসক্রিম খাওয়া নিষেধ

কানসাস, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান কৃষি রাজ্য৷ সেখানেই চেরি পাই সম্পর্কিত একটি অদ্ভুত আইন রয়েছে৷ আইসক্রিমের স্কুপের সঙ্গে চেরি পাই পরিবেশন করা নিষিদ্ধ। এই আইনটি সম্ভবত ১৮০০ দশকে প্রণীত হয়েছিল। সেই সময়ে, আইসক্রিমের সঙ্গে মিষ্টি খাওয়াকে নৈতিকভাবে ভুল বলে মনে করা হত।

হিলে নিষেধ

গ্রীস, এথেন্সের পার্থেনন এবং অ্যাক্রোপলিসের মতো ঐতিহাসিক স্থানের পাশাপাশি সেখানকার অন্যান্য ঐতিহাসিক স্থানে দর্শনার্থীদের হিল পরা নিষিদ্ধ। এই আইনটি ভঙ্গুর স্মৃতিস্তম্ভগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল। মনে করা হয় হিল থেকে আঁচড় লেগে প্রাচীন পাথরগুলিতে ক্ষতি হতে পারে৷ তাই জন্যই এই আইন৷

Photo Video Sharing Law: ছবি ও ভিডিও শেয়ার করলে যেতে হতে পারে জেলে, জেনে নিন এই সম্পর্কে আইন কী বলছে

সোশ্যাল মিডিয়ার যুগে, ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে। যেখানে প্রতিদিন কোটি কোটি ছবি এবং ভিডিও শেয়ার করা হয়, কিন্তু কখনও কখনও একটি ছবি বা ভিডিও শেয়ার করার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এবং এর জন্য জেলেও যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের অবশ্যই অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার নিয়ম জেনে নিতে হবে, না হলে আমাদের ক্ষতির মুখে পড়তে হতে পারে।

ভিডিও এবং ফটো শেয়ারিং সংক্রান্ত ভারতে অনেক আইন রয়েছে, যা লঙ্ঘন করলে জেলে যেতে হতে পারে।

তথ্য প্রযুক্তি আইন, ২০০০

এই আইনটি ইলেকট্রনিক ডেটা যেমন ফটো, ভিডিও, ইলেকট্রনিক সিগনেচার, কপি রাইটের মতো বিষয়গুলি নিয়ে কাজ করে। এক্ষেত্রে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই কোনও ডকুমেন্ট শেয়ার করলে জেল হতে পারে।

তথ্য প্রযুক্তি নিয়ম, ২০২১

এই নিয়ম ইন্টারনেট প্ল্যাটফর্মে পোস্ট করা এবং হোস্ট করা বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে সম্পর্কিত৷ এর মানে ইন্টারনেট প্ল্যাটফর্মকে ব্যবহারকারীর গোপনীয়তার যত্ন নিতে হবে।

আরও পড়ুন: ২২ ক্যারাট না ২৪ ক্যারাট, কোন সোনা ভবিষ্যতে ভাল রিটার্ন দিতে পারে? জানুন সমস্ত খুঁটিনাটি

ভারতীয় দণ্ডবিধি আইন, ১৮৬০

এই আইনে কারও অপরাধ এবং অপরাধীর শাস্তির বিধান রয়েছে।

হেট স্পিচ অ্যাক্ট, ১৯৫৬

এই আইনের অধীনে, কাউকে অনলাইনে অশ্লীল বা অশালীন ভাষা ব্যবহারের জন্য শাস্তি দেওয়া যেতে পারে।

মহিলা অপরাধ এবং যৌন উৎপীড়ন সংরক্ষণ আইন, ২০১৩

এই নিয়মে নারীর প্রতি যৌন হয়রানি ও যৌন নিপীড়ন গুরুতর অপরাধ বলে গণ্য।

কেমন ছবি ও ভিডিও শেয়ার করলে জেল হবে?

• একজন ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করলে৷

• কোনও ব্যক্তির মানহানি করলে বা মানসিক পীড়া দিলে।

• অশ্লীল ভাষা বা যৌনতাপূর্ণ বিষয়বস্তু পোস্ট করলে।

• শিশুদের যৌন শোষণ বা নির্যাতনের ছবি পোস্ট করলে৷

• ঘৃণাত্মক বক্তব্যকে প্ররোচিত করলে৷

আরও পড়ুন: Fixed Deposit থেকেই আসতে পারে বাম্পার রিটার্ন, শুধু জানতে হবে এই কৌশল, যা অনেকেই জানেন না

কোথায় অভিযোগ করতে হবে?

কেউ যদি মনে করেন যে কোনও ভিডিও বা ফটো আইন লঙ্ঘন করছে, তাহলে সাইবার ক্রাইমের অধীনে পোর্টালে অভিযোগ করতে পারেন: https://cybercrime.gov.in/। এছাড়াও জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ করা যেতে পারে http://ncw.nic.in/ এবং স্থানীয় থানাতেও অভিযোগ করা যেতে পারে।