এই বইতেই লেখা রয়েছে বিস্তারিতভাবে

Nadia News: মূক ও বধির ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষকদের শেখান হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ

নদিয়া: বলুনতো ! মূক এবং বধির ছাত্র ছাত্রীদের বিভিন্ন রং কিংবা সপ্তাহের বিভিন্ন বারের অথবা মাসের নাম কিভাবে শেখাবেন? ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে শিক্ষকরাই যখন ছাত্রছাত্রীদের ভূমিকায়। নিজ নিজ এলাকায় শিক্ষক শিক্ষিকা হলেও সর্বশিক্ষা মিশনের ডাকে তারাই ছাত্র রীতিমত বেঞ্চে বসে পড়াশোনা করছেন তারা। আর হবেই নাই বা কেন? বিদ্যালয়ে সকল শিশুদের শিক্ষণ পদ্ধতি একই। তা হল শিক্ষক শিক্ষিকারা যা বলবেন তা ভাল করে কানে শুনলেই হয়ে যায় পড়া মুখস্ত । কিন্তু যারা শুনতে পায় না! কিংবা কথাও বলতে পারেনা তাদের পড়া বোঝাতে গেলে তো লাগবেই বিশেষ শিক্ষা।

আরও পড়ুন:  ‘এমন যদি হত, আমি পাখির মতো…’ ২০ বছর ধরে ৫টাকা করে সঞ্চয়! কী করলেন কৃষ্ণনগরের এই দম্পতি?

আর সেই শিক্ষা পেতেই নদিয়ার রানাঘাটে অশ্বিনীকুমার জিএস এফটি প্রাথমিক বিদ্যালয়ে রানাঘাট সাব ডিভিশনের শান্তিপুর হাঁসখালি রানাঘাট এলাকার নটি সার্কেলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বাছাই করা ৫৮ জন শিক্ষক শিক্ষিকারা করছেন ক্লাস।শিখছেন ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। রানাঘাট শহর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌড়ব্রত সরকার জানান, সর্বশিক্ষা মিশনের উদ্যোগে রানাঘাট শহরচক্রের পরিচালনায় এই বিশেষ শিক্ষণ পদ্ধতির অনুশীলন হচ্ছে। যদিও এর আগে শিক্ষক-শিক্ষিকারা এ বিষয়ে তাদের নিজস্ব পড়াশোনা এবং অনুশীল অনুযায়ী নিজ নিজ বিদ্যালয়ে যথেষ্ট সুনামের সঙ্গে বিশেষভাবে সক্ষমদের পড়াশোনা শিখিয়ে আসছেন।

আরও পড়ুন: কবরস্থানের উপর প্রোমোটারের নজর! হাইকোর্টে মামলা ঘিরে বিতর্ক

তবে বর্তমানে আরও উন্নত শিক্ষণ পদ্ধতি যেমন এসেছে সাধারণ ছাত্রছাত্রীর ক্ষেত্রে তেমনই এসেছে বিশেষভাবে সক্ষমদের জন্যও। তাই শিক্ষক-শিক্ষিকাদের আরও সুদক্ষ করে তোলার লক্ষ্যেই এই আয়োজন সরকারি তরফে।অন্যদিকে জলি মুখার্জি, ছবি হালদার, রাধিকা পাল, জয়ন্ত বাগচীদের মতন শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন এর আগেও বেশকিছু ট্রেনিং হয়েছে তবে তা ছিল মাত্র কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ এবারে অনেক বিস্তৃত। এবং অত্যাধুনিক ইন্ডিয়ান সাইন লেঙ্গুয়েজ অনুযায়ী বিশেষভাবে সক্ষম শিশুদের বোধগম্য হওয়া অনেক সহজসাধ্য এবং আকর্ষণীয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে এখান থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে আমরা অভিভাবক অভিভাবিকাদেরও শেখানোর চেষ্টা করি কারণ তারাই বেশিরভাগ সময়ে থাকেন শিশুর সঙ্গে।

Mainak Debnath