বান্দে ভারত

Vande Bharat: বন্দে ভারতকে ঘিরে প্রবল যাত্রী বিক্ষোভ এনজেপি স্টেশনে! কী এমন ঘটল জানেন?

জলপাইগুড়ি: ইঞ্জিনে গোলযোগ, নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়ল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। এর প্রতিবাদে যাত্রী বিক্ষোভে উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন।

যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে সকাল ছ’টা দশ মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরিতে, সাড়ে নটা নাগাদ ওই ট্রেন ছাড়ে।

আরও পড়ুন: জেলে এ কী বলে ফেললেন সন্দীপ ঘোষ! শুনেই অবাক সকলে, পাল্টা এল জবাব! চমকে যাবেন শুনে

রেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণেই নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি বন্দে ভারত। এদিকে ট্রেন দেড়িতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। শুধু তাই নয়। ট্রেন দেড়িতে ছাড়ার কথা রেলের আধিকারিকদের যাত্রীরা জিজ্ঞেস করতে গেলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

—- সুরজিৎ দে