Sukanta Majumdar: সেতু না থাকায় নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা! সমাধান চেয়ে সুকান্তর কাছে দরবার

দক্ষিণ দিনাজপুর: এই গ্রামে সেতু নেই। তাই গ্রামবাসীরা নদী পারাপারের জন্য খেয়াতরী বা নৌকার উপর ভরসা করতে হয়। এই বর্ষাকালে সেটাও বেশ বিপজ্জনক হয়ে ওঠে। এমনই বেহাল অবস্থা গঙ্গারামপুর থানার নয়াবাজার ফটকপাড়া সহ বেশ কিছু গ্রামের।

দীর্ঘদিন ধরে সেতু নেই৷ সেতু না থাকায় নৌকা করেই যাতায়াত করতে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। যার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা হামেশাই ঘটে। বছরের অন্যান্য সময় তেমন অসুবিধা না হলেও বর্ষাকালে এই সঙ্কট কয়েক গুণ বেড়ে যায়। এমত অবস্থায় এলাকায় পুর্নভবা নদীর উপর সেতুর দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন গ্রামের মহিলা থেকে পুরুষ সকলে।

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা মালদহে! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান, মৃত ৩ শ্রমিক, জখম ৫

বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয়ে যান গ্রামবাসীরা। সেখানে সুকান্ত মজুমদারকে সেতুর দাবি জানানো হয়। মন্ত্রী মশাইকে তাঁরা জানান, ছোট ছোট ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী, বর্ষাকালে নৌকা করে নদীর পার করার সময় প্রবল সমস্যা দেখা দেয়। এদিন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। ওই এলাকায় সত্যিই সেতুর দরকার বলে জানিয়েছেন তিনি। তবে তা তৈরির ক্ষমতা একজন সাংসদের নেই। এক্ষেত্রে জেলাশাসকের কাছে অনুরোধ করবেন বলে জানান। প্রয়োজনে সেই কাজে সাংসদ তহবিল থেকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সুস্মিতা গোস্বামী