বাড়ির উঠানে জল 

Heavy Rainfall: বাড়িতেও শান্তি নেই! টানা বৃষ্টিতে ঘরের মধ্যে ঢুকে পড়েছে জল

পূর্ব বর্ধমান: বর্ষা আসতেই জেলার একাধিক জায়গায় ধরা পড়ল জল যন্ত্রণার সেই চেনা ছবিটা। কোথাও এক হাঁটু, কোথাও বা তারও বেশি জল দাঁড়িয়ে। বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা। দুশ্চিন্তায় বহু মানুষ।বৃহস্পতিবার সারাদিন দফায় দফায় চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। শুক্রবারও বিশেষ বদলায়নি সেই ছবিটা। আর এই বৃষ্টির ফলে জলমগ্ন পূর্ব বর্ধমানের একাধিক জায়গা।

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের জালুইডাঙা, গৌরাঙ্গপাড়া এলাকায় জমা জলে দুর্ভোগের শিকার এলাকাবাসী। রাস্তা পেরিয়ে জল ঢুকে পড়েছে বাড়ির ভিতরেও। আর সেই জমা জলের মধ্যেই নিত্যদিনের কাজ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই অবস্থা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পাপিয়া বসাক বলেন, ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। কল, বাথরুম সব ডুবে গিয়েছে। লোকের বাড়ি থেকে পানীয় জল আনতে হচ্ছে। প্রতিবছর এই সমস্যা হয়। জল নিকাশির কোনও ব্যবস্থা নেই। স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।

আর‌ও পড়ুন: মাত্র এক দিনের বৃষ্টিতেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের এই এলাকায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে পরিস্থিতি বেহাল হয়ে ওঠে। একটানা বৃষ্টি হলেই কার্যত জলবন্দি হয়ে পড়েন এলাকাবাসীরা। এই বছরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে না হতেই ধরা পড়ছে সেই চেনা ছবি।

এলাকার কোথাও এক হাঁটু, কোথাও বা কোমর সমান জল জমেছে। আর সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এই প্রসঙ্গে এলাকার আর এক বাসিন্দার বক্তব্য, প্রায় ২০-২৫ বছর ধরে এই একই সমস্যা হচ্ছে। সাপের আতঙ্কে আমাদের দিন কাটাতে হচ্ছে এখন। চরম সমস্যায় রয়েছি। পাশাপাশি এই জমা জলের কারণে এলাকায় মশার উপদ্রব বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।

বনোয়ারীলাল চৌধুরী