লাগাতার বৃষ্টিতেই অতিষ্ঠ জনজীবন

Water Logging Problem: মাত্র এক দিনের বৃষ্টিতেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়

নদিয়া: মাত্র একদিনের লাগাতার বৃষ্টিতেই অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। কিছু কিছু জায়গায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বেশ কিছু পরিবার। বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের জেরে রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে হবিবপুর পঞ্চায়েত এলাকার বেশকিছু নিচু এলাকার বাড়ি ঘর।

সূত্রের খবর, হবিবপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং হবিবপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকায় বেশকয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বা বুক সমান জল, কোথাও বা ডোবা জল দাঁড়িয়ে। বিভিন্ন এলাকায় বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে জল।

আর‌ও পড়ুন: লাগাতার বৃষ্টির মধ্যেই পথ অবরোধ করলেন গ্রামবাসীরা, কারণ জানলে চমকে উঠবেন

এই পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে নিচু এলাকার বেশ কিছু পরিবার নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। হবিবপুরের ডাকরেপাড়া, কলাইঘাটা নাথপাড়া, বিনপাড়া, কলোনীপাড়া, মাজদিয়া বিষ্ণুপুর সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমিগুলোতে ব্যাপক পরিমাণে জল ঢুকে পড়ায় মাথায় হাত কৃষকদের। রাজনৈতিক দলগুলি দুর্গতদের সাহায্য করার জন্য ময়দানে নেমেছে।

হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস জানান, ইতিমধ্যেই আমরা জেসিবি লাগিয়েছি। এছাড়া সাধারণ মানুষকেও নামানো হয়েছে। যেসব জায়গায় জল আটকে গেছে এইসব এলাকার মুখগুলি ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই জল নেমে যাবে। এছাড়াও যাদের বাড়িঘরের অবস্থা খারাপ, তাঁদের জন্য আমরা বিডিও অফিসে জানাব। আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে।

মৈনাক দেবনাথ