মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া

Madhyamik Result Second Boy: বাবা-মা দু’জনেই শিক্ষক, মাধ্যমিকে দ্বিতীয় হয়ে পুরুলিয়ার নাম উজ্জ্বল সাম্যর, কতক্ষণ পড়ত সে!

পুরুলিয়া: ছাত্রছাত্রীদের জীবনে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক। তাদের জীবনের ভীত মজবুত হয় এই পরীক্ষার উপরেই। তাই সারাটা বছরই মাধ্যমিক পরীক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে থাকেন যাতে তাদের রেজাল্ট ভাল হয়।‌ ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন।

মাধ্যমিকের মেধাতালিকায় বরাবরই পুরুলিয়া জেলার নাম থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।‌ এবার মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তার মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ৬৯২। অর্থাৎ ৯৮.৮৬ শতাংশ। পুরুলিয়ার আমডিহার লোকনাথপল্লির বাসিন্দা সে।

তার বাবা ও মা পেশায় শিক্ষক শিক্ষিকা। বাবা সুনীতিপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক ও মা অর্পিতা গুরু গোবিন্দপুর হাই স্কুলের শিক্ষিকা। তাদের গ্রামের বাড়ি নিতুরিয়ার বাউরিপাড়ায়। বাবার কর্মসূত্রেই তাদের পুরুলিয়া আমডিহায় থাকা।

এতটা ভাল রেজাল্ট নাকি নিজেও আশা করেনি সাম্যপ্রিয়। তাই‌ ভীষণ খুশি সে। পুরুলিয়া জেলা স্কুল থেকেই উচ্চমাধ্যমিক দিতে চায় সে। আগামী দিনে ডাক্তারি নিয়ে পড়তে চায়। এ বিষয়ে বাবা সুনীতিপ্রিয় জানান, সারাদিনই পড়াশোনার মধ্যেই থাকত সাম্য। ছেলের এই সাফল্যে তিনি ভীষণই খুশি। তিনি বরাবরই আশা করেছিলেন ছেলে দুর্দান্ত রেজাল্ট করবে। সেখানে ছেলে তাঁকে নিরাশ করেননি‌।

এ বিষয়ে মা অর্পিতা গুরু বলেন, ”আশা করেছিলাম ছেলে ভাল রেজাল্ট করবে কিন্তু এত ভাল রেজাল্ট করবে সেটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই সাম্য পড়াশোনায় ভীষণই ভাল। ছেলের এই সাফল্যে খুবই খুশি তিনি।”

আরও পড়ুন: ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন

এবছর ‌মাধ্যমিক পরীক্ষার ৮০ দিনের মধ্যে ফল প্রকাশ হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল ১২-ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে ২০২৪ সালে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। আর তারই মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পুরুলিয়ার নাম উজ্জ্বল করল সাম্যপ্রিয় গুরু।

শমিষ্ঠা ব্যানার্জি