Wedding House Chaos: বিয়ে বাড়ির ভোজ রইল পড়ে, মারামারি করে হাসপাতালে কনে ও পাত্রপক্ষের লোকেরা!

মুর্শিদাবাদ: বিয়ে বাড়িতে খেতে গিয়ে এমন পরিণতি হবে কে আর ভেবেছিল। আনন্দের ভোজসভা বদলে গেল হাতাহাতিতে। শেষে মারামারি করে হাসপাতালে যেতে হল পাঁচ নিমন্ত্রিতকে। বড়ঞার ঘটনা। ক্যাটারিংয়ের ছেলেদের সঙ্গে পাত্রপক্ষের বিবাদ দিয়ে ঝামেলার সূত্রপাত। মুহূর্তের মধ্যে সেটা মেয়ের বাড়ির সঙ্গে ছেলের বাড়ির অতিথিদের মারামারিতে পর্যবসিত হয়।

মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত খোরজুনা গ্রাম পঞ্চায়েতের হরিমাটি গ্রামে। এই ঘটনায় বড়ঞা ব্লক তৃণমূলের সভাপতি গোলাম মোর্শেদ জর্জ সহ তাঁর পরিবারের সবাই আহত হয়েছেন বলে সূত্রের খবর। গুরুতর আহত পাঁচজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একরামুল হক, হাজিকুল ইসলাম, আসিকুল রহমান, বাকু শেখ, রামেজ শেখরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আর‌ও পড়ুন: শুরু হয়েছিল ওপার বাংলার ঢাকায়, সেই বাসন্তী পুজো এখন ধুমধাম করে জলপাইগুড়িতে

আহত একরামুল হক জানান, মঙ্গলবার বিয়ের ভোজ ছিল গ্রামেই। বিয়ের ভোজ খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই ভোজ খেতে গিয়েই অশান্তির সূত্রপাত। খাবার চাইতে গিয়ে ক্যাটারিং-এর সঙ্গে ঝামেলা শুরু হয় পাত্র পক্ষের। পরে সেই বিবাদ আরও বড় আকার নেয়। কোণে পক্ষের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পাত্রপক্ষের বাড়ির লোকেরা। দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। তাতেই গুরুতর আহত হন গ্রামের পাঁচজন। তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। যদিও কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি।

কৌশিক অধিকারী