সংসদ অরূপ চক্রবর্তী

West Bengal By Election: বাঁকুড়ায় ফের বিধানসভা উপনির্বাচন! কে কে হবেন প্রার্থী? তুঙ্গে জল্পনা! বাজল দামামা

বাঁকুড়া: বাঁকুড়া জেলায় আবার ভোট। বাঁকুড়া লোকসভার নির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভায় ভোট গ্রহণ করা হবে ১৩ নভেম্বর এবং ভোট গণনা হবে ২৩ নভেম্বর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮অক্টোবর, শুক্রবার গেজেট নোটিফিকেশন প্রকাশ হবে।

উৎসবের রেশ কাটতে না কাটতেই নির্বাচনের দামামা বাজল বাঁকুড়া জেলার তালডাংরায়। এই বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুসারে দেশের ৪৮ টি বিধানসভা ও ২ টি লোকসভা ক্ষেত্রের উপনির্বাচনের দিন- ক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভায় ভোট গ্রহণ করা হবে ১৩ নভেম্বর এবং ভোট গণনা হবে ২৩নভেম্বর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর, শুক্রবার গেজেট নোটিফিকেশন প্রকাশ হবে এবং মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য্য করা হয়েছে ২৫অক্টোবর।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ৫ জনকে সিবিআই তলব! কারা তারা? শুনে চমকে যাবেন

স্ক্রুটিনির দিন ধার্য্য করা হয়েছে ২৮ অক্টোবর সোমবার। প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩০অক্টোবর,বুধবার। ভোট ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী নির্বাচনী আচরণ বিধি জারি হয়ে যাবে তালডাংরা জুড়ে। প্রসঙ্গত, তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে ইস্তফা দেন। তার ফলে এই বিধানসভার আসন ফাঁকা হয়ে পড়ে। নির্বাচন কমিশন অবশেষে এই আসনে উপ নির্বাচন ঘোষণা করায় তালডাংরার ভোটাররা নতুন বিধায়ক নির্বাচনের সুযোগ পাচ্ছেন, তা বলাই বাহুল্য।

এদিকে, উপ নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের শাসক দল তৃণমূল,বিরোধী দল বিজেপি,ও বামেদের মধ্যে প্রার্থী পদ কে পান তা নিয়ে তর্জা এবং চর্চা দুই শুরু হয়ে গেছে। পাশাপাশি,প্রশ্ন উঠছে বামেদের সঙ্গেএই আসনের উপ নির্বাচনে জাতীয় কংগ্রেসের কোনও নির্বাচনী সমঝোতা হয় কিনা? সেই দিকেও চোখ থাকছে রাজনৈতিক মহলের। একাংশের অভিমত যদি বাম ও জাতীয় কংগ্রেস পৃথক,পৃথক প্রার্থী দাঁড়করায়,সেক্ষেত্রে ভোট কাটাকুটির অঙ্কে এই নির্বাচন নির্ভর করতে পারে।

—– নীলাঞ্জন ব্যানার্জী