ঘটনার ফলে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

Road Accident: জামাইষষ্ঠীর মাংস কিনতে বেরিয়ে বাড়ি ফেরা হল না যুবকের

হুগলি: জামাইষষ্ঠীর মাংস কিনতে বেরিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি। লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল গোঘাটের প্রতীক ঘোষের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে দিদি-জামাইবাবুর আসার কথা। সেই আনন্দে টাকা নিয়ে মাংস কিনতে বেরিয়েছিলেন প্রতীক ঘোষ। কিন্তু হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায় লরির ধাক্কায় মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। মৃতের বাড়ি গোঘাটের সেনাই গ্রামে।

আর‌ও পড়ুন: নলকূপের জল পানের পর‌ই ঢলে পড়লেন টোটো চালক! গোটাটা দেখে ভয় পাবেন আপনিও

স্থানীয় সূত্রে খবর, দিদি-জামাইবাবু আসবে বলে আনন্দে বাইক নিয়েই বেরিয়েছিলেন প্রতীক। বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হঠাৎ উল্টো দিক থেকে আসা কোতুলপুরগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। লরির চাকার তলায় পিষে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উপস্থিত সকলে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কার্যত হতবিহ্বল হয়ে পড়েন। রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পরে থাকতে দেখে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা।

ক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে। পরে পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকার ট্রাফিক ব্যবস্থা খুবই অনুন্নত। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এই পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ বুঝিয়ে সুুঝিয়ে অবরোধ তোলে।

রাহী হালদার