তিন প্রার্থী

Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রে ভোট, বালুরঘাটে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কে? শিক্ষায় এগিয়ে কে?

দক্ষিণ দিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৭৫ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা।স্থাবর ৪১ লক্ষ টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান স্ত্রীর সঙ্গে যৌথভাবে (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি। এমএসসি (বোটানি), পিএইচডি। এছাড়াও বই পড়া, ক্রিকেট খেলার পাশাপাশি অবসর সময়ে সিনেমা দেখতে ভালবাসেন। শিক্ষাগত দিক থেকে ডক্টর সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থীর তুলনায় বেশি।

আরও পড়ুনঃ অ্যাসিড, অম্বলে নাজেহাল! চা-কফি খাওয়ার আগে খেয়ে নিন এই জিনিসটি, চোঁয়া ঢেকুর মুহূর্তেই গায়েব

পাশাপাশি, নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ১কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। স্থাবর ৯৬ লক্ষ টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ৫১ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক (আইন)। অবসর সময়ে খেলাধুলা, বই পড়ার পাশাপাশি রাজনৈতিক, বাংলা সাহিত্য ও ইতিহাসের বই বেশি পড়েন। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সম্পত্তির পরিমান অনেকটাই বেশি।

অপরদিকে, নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্তের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৩৭ লক্ষ ৩৭ হাজার ৮৯৩ টাকা। স্থাবর ১৬ লক্ষ ৬০ হাজার টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ২০ লক্ষ ৭৭ হাজার ৮৯৩ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিএ)। অবসর সময়ে রাজনৈতিক, সামাজিক বিষয়ে বই পড়ার পাশাপাশি উপন্যাস পড়তে ভালবাসেন।

সুস্মিতা গোস্বামী