Tag Archives: TMC Candidate

Bjp Candidate: কোটি-কোটির গয়না-সম্পত্তি! মোট ১৩ কোটির সম্পত্তি বাংলার এই BJP প্রার্থীর! কে বলুন তো?

জয়নগর: জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? জানলে চমকে যাবেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্যতম একটি কেন্দ্র। এখানে দীর্ঘ কয়েক বছর ধরে বাম জমানাকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে প্রায় ৪০ বছর পর। আর এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অশোক কান্ডারী। তিনি গত লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে ডক্টর অশোক কান্ডারী একটি অন্যতম মুখ।

তবে বিজেপি প্রার্থীর সম্পত্তির হিসাব জানলে আপনিও চমকে যাবেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় হলফনামাতে যে সম্পত্তির পরিমাণ দিয়েছে, তা থেকে জানা যাচ্ছে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের থেকে বিষয় সম্পত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। তিনি দেখিয়েছেন তার হাতে নগদ কুড়ি হাজার টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ ১০ হাজার টাকা।

আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

তবে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। ব্যাঙ্কে গচ্ছিত বন্ড শেয়ার বিনিয়োগ জীবন বীমা গয়না গাড়ি মিলিয়ে প্রায় ১৩ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৩৭১ টাকার সম্পত্তি রয়েছে বিজেপি প্রার্থীর।

আর সেই তুলনায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের কাছে রয়েছে নগদ ২৭ হাজার টাকা এবং স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ টাকা ব্যাঙ্কে গচ্ছিত বন্ড ও শেয়ার বিনিয়োগ মিলিয়ে।

—— সুমন সাহা

Lok Sabha Election 2024: অক্সফোর্ডে করছেন পিএইচডি, লোকসভায় তৃণমূলের প্রার্থী, কে এই শাহনওয়াজ? সম্পত্তির পরিমাণ কত জানেন?

মালদহ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্যান্য প্রার্থীদের থেকে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। ইংল্যান্ডের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে রায়হানে গবেষণা করছেন। এমন অবস্থাতেই এবার লোকসভার নির্বাচনে দক্ষিণ মালদহ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষিত এই যুবকেই এবার টিকিট দেওয়া হয়েছে।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

মালদহে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি গবেষণা সূত্রে ইংল্যান্ডে থাকেন। এছাড়াও পড়াশোনা সূত্রে ছোটবেলা থেকেই মালদহের বাইরে থাকতেন তিনি। তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান দু’টি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে রবীন্দ্র ভারতী এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি সম্পূর্ণ না হওয়ায় হলফনামায় রায়হান লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর গবেষণা করার বিষয়টি উল্লেখ করেননি। তাঁর স্ত্রী মাসুদা খাতুন ইংল্যান্ডে চিকিৎসক হিসাবে কর্মরতা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

হলফনামায় রায়হান জানিয়েছেন, তাঁর নিজস্ব অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা। লন্ডনে তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তবে নেই নিজস্ব গাড়ি বা সোনার গয়না। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১১ লক্ষ ৩৮ হাজার টাকা। তাঁরও ইংল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৭০ গ্রাম সোনার গয়না।

আরও পড়ুন- অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী বা তাঁর স্ত্রীর নিজস্ব কোনও স্থাবর সম্পত্তি নেই। হলফনামায় নিজেকে সমাজকর্মী বলে উল্লেখ করেছেন রায়হান।শাহনওয়াজ আলি রায়হান হলফনামায় জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। সমস্ত প্রার্থীদের নিরিখে দক্ষিণ মালদহে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী।

হরষিত সিংহ

Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রে ভোট, বালুরঘাটে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কে? শিক্ষায় এগিয়ে কে?

দক্ষিণ দিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৭৫ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা।স্থাবর ৪১ লক্ষ টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান স্ত্রীর সঙ্গে যৌথভাবে (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি। এমএসসি (বোটানি), পিএইচডি। এছাড়াও বই পড়া, ক্রিকেট খেলার পাশাপাশি অবসর সময়ে সিনেমা দেখতে ভালবাসেন। শিক্ষাগত দিক থেকে ডক্টর সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থীর তুলনায় বেশি।

আরও পড়ুনঃ অ্যাসিড, অম্বলে নাজেহাল! চা-কফি খাওয়ার আগে খেয়ে নিন এই জিনিসটি, চোঁয়া ঢেকুর মুহূর্তেই গায়েব

পাশাপাশি, নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ১কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। স্থাবর ৯৬ লক্ষ টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ৫১ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক (আইন)। অবসর সময়ে খেলাধুলা, বই পড়ার পাশাপাশি রাজনৈতিক, বাংলা সাহিত্য ও ইতিহাসের বই বেশি পড়েন। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সম্পত্তির পরিমান অনেকটাই বেশি।

অপরদিকে, নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্তের সম্পত্তির পরিমান ২০২৪ সালের হিসাব অনুযায়ী ৩৭ লক্ষ ৩৭ হাজার ৮৯৩ টাকা। স্থাবর ১৬ লক্ষ ৬০ হাজার টাকা। পাশাপাশি অস্থাবর সম্পত্তির পরিমান (নগদ, ব্যাংক, বাহন ও গয়ন মিলিয়ে) ২০ লক্ষ ৭৭ হাজার ৮৯৩ টাকা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিএ)। অবসর সময়ে রাজনৈতিক, সামাজিক বিষয়ে বই পড়ার পাশাপাশি উপন্যাস পড়তে ভালবাসেন।

সুস্মিতা গোস্বামী

Lok Sabha Election 2024: কাঠফাটা রোদে জ্বলন্ত গরমে কাস্তে হাতে মাঠে তৃণমূল প্রার্থী, নেপথ্য কাহিনি শুনে অবাক হবেন!

পশ্চিম মেদিনীপুর: তিনি জন্মেছেন কৃষক পরিবারে, বাবা-মা চাষাবাদ করেই মানুষ করেছেন তাঁকে। তাই কৃষিকাজ এবং কৃষকদের প্রতি তাঁর অন্য ধারণা রয়েছে। গ্রীষ্মকালীন ধান তোলার মরশুমে একদিকে যখন মাথার উপর কাঠফাটা রোদ, তখনই মাঠে নেমে ধান কাটতে এবং ধান শুকোতে দেখা গেল ২০২৪ লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থীকে। যা দেখে হতভম্ভ সকলে। প্রচারে বেরিয়ে এক অন্য ভূমিকায় দেখা গেল আরামবাগ লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পড়ে আরামবাগ লোকসভার মধ্যে। সপ্তাহের প্রথম দিন গরমকে উপেক্ষা করে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী। তবে এই কাঠফাটা গরমে মাঠে ধান কাটছিলেন বেশ কয়েকজন। গাড়ি থেকে নেমে প্রার্থী নিজেই লেগে পড়লেন ধান কাটার কাজে। প্রার্থী শুধু নিজেই নন, ধান কাটার কাজে হাত লাগালেন চন্দ্রকোনার বিধায়কও।

আরও পড়ুন: এ বছর কত তারিখে পড়েছে জামাইষষ্ঠী? কবে থেকে জামাই আদরের প্রস্তুতি শুরু করবেন শাশুড়িরা!

হাতে গোনা কয়েকদিন পর লোকসভা নির্বাচন। দল বেঁধে মাঠে নেমেছে সব রাজনৈতিক দল। কখনও দাওয়ায় বসে পাত পেড়ে খাওয়া, আবার কখনও গৃহস্থের ঘরের কাজে হাত লাগানো। তবে এবার কৃষকদের মন কাড়তে অভিনব কৌশল প্রার্থীর। মাঠে নেমে কাস্তে হাতে সোনালী পাকা ধান কাটলেন প্রার্থী। শুধু তাই নয় এই ধান কাটার কাজে হাত লাগলেন অন্যান্য তৃণমূল কর্মীরাও।

তবে অবশ্য এই কাজকে তেমন গুরুত্ব দেননি প্রার্থী। তিনি বলেন, তিনি একজন কৃষক পরিবারের সন্তান। আর যেহেতু এই গ্রীষ্মের সময়ে মানুষকে রোদে থেকে মাঠে কাজ করতে হয় তাই তাদেরকে সাহায্য করা। প্রচারে বেরিয়ে তপ্ত দুপুরে প্রার্থীর এহেন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: ছোলা ,গুড়, জল! গরমে ভোট প্রচারে সুস্থ থাকার পরামর্শ তৃণমূল প্রার্থীর

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীতলাতলা এলাকায়। ঐতিহ্যশালী শীতলা মাতার পুজো দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ। দলীয় প্রচার শুরু করলেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শর্মিলা সরকার। উল্লেখ্য কালনার শীতলাতলা এলাকায় শীতলা মাতার পুজো উপলক্ষে প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। রাত থেকেই পুজো দেবার জন্য বহু ভক্তবৃন্দরা ভিড় জমান এই জায়গায়।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের কাছে গেছিল ছোট্ট শিশু! তারপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো

সেরকমই শীতলা মাতার পুজো দেওয়ার জন্য উপস্থিত হন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। বাজনা সহযোগে হাতে পুজোর ডালি নিয়ে শীতলা মাতার মন্দিরে পুজো দিতে যান শর্মিলা সরকার। শীতলা মাতার কাছে পুজো দেওয়ার পর হাত জোড় করে তাঁকে প্রণাম করতেও দেখা যায়। পুজো দেওয়ার পর নিজের প্রচার সারেন শর্মিলা সরকার। একই সঙ্গে এখানে হাজির ভক্তবৃন্দদের উদ্দেশ্যে ছোলা এবং গুর জল প্রদান করতেও দেখা যায় তাঁকে। এছাড়াও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চিকিৎসক এই প্রার্থী জন সাধারণের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু বার্তাও প্রদান করেছেন ।

এই প্রসঙ্গে তিনি বলেন, “সব সময় চেষ্টা করতে হবে বেশি রোদ্দুরে না বেরোনোর, ছায়ায় থাকতে হবে । জল খেতে হবে এবং সঙ্গে ও আর এসরাখলে খুবই ভাল হয়। সম্ভব হলে সুতির জামাকাপড় পড়তে হবে এবং যদি ফুলহাতা পড়া যায় তাহলে খুব ভাল। ত্বক ঠিক রাখার জন্য সানস স্ক্রিন লাগানো যেতে পারে। এবং যাদের চোখের সমস্যা রয়েছে তাঁদের সানগ্লাস পরাযেতে পারে।”

মঙ্গলবার একটি স্থানীয় এলাকার জলছত্রের উদ্বোধনও করেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। এদিনের এই প্রচার কর্মসূচিতে শর্মিলা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীস্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগসহ বিশিষ্ট জনেরা। শর্মিলা সরকারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মত।

বনোয়ারীলাল চৌধুরী

Tmc Candidate: অভিষেকের সভার একদিন আগেই অভিনব কাণ্ড! তৃণমূল প্রার্থীকে ঘিরে যা ঘটল, ফলাফল যেন স্পষ্ট

বর্ধমান: পূর্ব বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের একদিন আগে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা. শর্মিলা সরকারের প্রতি সমর্থন জানালেন। তাঁদের প্রিয় অধ্যাপক তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে এগিয়ে এলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা। মানুষের কাছে তাঁদের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ যেন তাঁদের প্রিয় অধ্যাপককেই বিপুল ভোটে জয়যুক্ত করেন। পড়ুয়াদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও ডা. সরকারের অবদান অনস্বীকার্য। ছাত্রছাত্রীরা মানুষের কাছে তাঁকে জয়ী করানোর আবেদন রাখার পাশাপাশি তাঁর ভোট প্রার্থী হওয়া নিয়ে নিজেদের গর্বিত বলেও দাবি করেন।

ডা. সরকারেরই একজন ছাত্রী হলেন অঙ্কিতা সলুই। তিনি বলেন, ডা. সরকার একজন অসাধারণ শিক্ষিকা। তিনি যেভাবে রাজনীতিতে চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব করছেন, তারও প্রশংসা করেন অঙ্কিতা। তাঁর কথায়, ‘‘তিনি আমজনতার সমস্যা কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এতে আমরা গর্বিত। চিকিৎসক হিসাবে তিনি ইতিমধ্যেই সমাজের সেবা করছেন। এবার বৃহত্তম মঞ্চেও একই কাজ করবেন তিনি। তাঁর এই লড়াইয়ে আমরা তাঁর সঙ্গে আছি এবং তাঁকে শুভকামনা জানাচ্ছি।’’

আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!

উল্লেখ্য, তাঁর সমর্থনে শুক্রবারই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একদিন আগেই এই ঘটনা ঘটল। কলকাতার ব্রিগেড ময়দান থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জনগর্জন সভার পর এটা পঞ্চম সভা হতে চলেছে।

আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাসিন্দা তথা চূড়ান্ত বর্ষের পড়ুয়া সুজয় মান্না জানিয়েছেন, ডা. সরকার ছাত্র কল্যাণে নিবেদিত প্রাণ। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাঁর অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি। সুজয় মান্নার কথায়, “শর্মিলা ম্যাড্যাম শুধুমাত্র আমাদের পড়াশোনার ক্ষেত্রেই সাহায্য করেন তা নয়, আমাদের মানসিক স্বাস্থ্যও যাতে ভালো থাকে সেই বিষয়ও খেয়াল রাখেন। আমরা ওঁকে দীর্ঘদিন ধরে চিনি এবং ওঁর কাউনসেলিং-এর মাধ্যমে এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। মনোবিজ্ঞানে ওঁর জ্ঞান মানুষের চাহিদা বুঝতে ওঁকে সাহায্য করবে।” সুজয় আরও জানান যে, তিনি চান তাঁর লোকসভা কেন্দ্র থেকে ডা. শর্মিলা সরকার বিপুল ভোটে জয়যুক্ত হন।

শুধু পড়ুয়ারা নন, ডা. শর্মিলা সরকারের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁর সহকর্মীরাও। ডা. সরকারের সঙ্গে নিজের দীর্ঘ মেডিক্যাল জীবনের যাত্রার কথা উল্লেখ করে বিখ্যাত শিশু বিশেষজ্ঞ তথা ডা. শর্মিলা সরকারের ব্যাচমেট ডা. মিঠুন ঘোষ জানিয়েছেন, “গত ২৬ বছর ধরে, আরজি কর হাসপাতালে আমাদের কলেজের সময় থেকে আমি তাঁকে চিনি। যেহেতু তিনি একটি মধ্যবিত্ত ভদ্র পরিবার থেকে এসেছেন, মেডিকেল ডিগ্রি পাওয়ার পর তিনি তাঁর জীবনকে সমাজের কাজে উৎসর্গ করেছিলেন। বর্ধমান পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী হওয়ার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাতে চাই। তিনি একজন যোদ্ধা এবং বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেছেন। আমি নিশ্চিত, তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নিজের প্রতি বিশ্বাস তাঁকে অনেক দূর নিয়ে যাবে এবং তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের আশা পূরণ করতে সক্ষম হবেন,” তিনি জানিয়েছেন।

Raj-Subhashree: বাড়িতে নেই অনেকদিন, রাজের আদর-ছোঁয়া-হাসি মিস করছে শুভশ্রী-ইউভান, রইল তাঁদের খোলা চিঠি…

*রাজ চক্রবর্তী যে আদ্যপান্ত ফ্যামিলি ম্যান।  এ কথা বলার অবকাশ নেই।  বিয়ের পর থেকে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সেপ্টেম্বরে ছেলে হওয়ার পর থেকে হেন কোনও সোশ্যাল পোস্ট তাঁর নেই, যেখানে দু'জনের কাউকে দেখা যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*রাজ চক্রবর্তী যে আদ্যপান্ত ফ্যামিলি ম্যান।  এ কথা বলার অবকাশ নেই।  বিয়ের পর থেকে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সেপ্টেম্বরে ছেলে হওয়ার পর থেকে হেন কোনও সোশ্যাল পোস্ট তাঁর নেই, যেখানে দু’জনের কাউকে দেখা যায়নি। ছবিঃ ইনস্টাগ্রাম।
*রাজ এ বারে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর বিপরীতে লড়বেন বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্ল। তিনি প্রয়াত মনীশ শুক্লর বাবা।  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*রাজ এ বারে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর বিপরীতে লড়বেন বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্ল। তিনি প্রয়াত মনীশ শুক্লর বাবা।  ছবিঃ ইনস্টাগ্রাম।
*অর্জুন সিংয়ের গড়ে এ বারে শাসক দলের লড়াই কঠিন। সেই কেন্দ্রে তাই জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ওপরে ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো।  ছবিঃ ইনস্টাগ্রাম।     
*অর্জুন সিংয়ের গড়ে এ বারে শাসক দলের লড়াই কঠিন। সেই কেন্দ্রে তাই জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর ওপরে ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো।  ছবিঃ ইনস্টাগ্রাম।
*সামনেই ভোট। শেষ মুহূর্তের প্রচার চলছে জড়কদমে। স্বাভাবিকভাবেই নির্বাচনী কাজে কলকাতার বাইরে থাকতে হচ্ছে রাজকে। যদিও হালিশহরে রাজের আদি বাড়ি হওয়ায় সেখানেই থাকছেন তিনি।  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*সামনেই ভোট। শেষ মুহূর্তের প্রচার চলছে জড়কদমে। স্বাভাবিকভাবেই নির্বাচনী কাজে কলকাতার বাইরে থাকতে হচ্ছে রাজকে। যদিও হালিশহরে রাজের আদি বাড়ি হওয়ায় সেখানেই থাকছেন তিনি।  ছবিঃ ইনস্টাগ্রাম।
*তবে এতদিন বাড়িতে না থাকায় মন খারাপ শুভশ্রীর। ইনভানও মিস করছে বাবাকে। চারিদিকে সে খুঁজে বেড়াচ্ছে রাজকে।  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*তবে এতদিন বাড়িতে না থাকায় মন খারাপ শুভশ্রীর। ইনভানও মিস করছে বাবাকে। চারিদিকে সে খুঁজে বেড়াচ্ছে রাজকে।  ছবিঃ ইনস্টাগ্রাম।
*এমতাবস্থায় মঙ্গলবার সকাল সকাল রাজকে সোশ্যাল হ্যান্ডেলে একটি খোল চিঠি লেখেন শুভশ্রী। সেখানে তিনি নিজে এবং ছোট্ট ইউভান বাবাকে কতটা মিস করছে, সেটাই তুলে ধরেছেন রাজ এবং ইউভানের দুটি ছবি দিয়ে।  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*এমতাবস্থায় মঙ্গলবার সকাল সকাল রাজকে সোশ্যাল হ্যান্ডেলে একটি খোল চিঠি লেখেন শুভশ্রী। সেখানে তিনি নিজে এবং ছোট্ট ইউভান বাবাকে কতটা মিস করছে, সেটাই তুলে ধরেছেন রাজ এবং ইউভানের দুটি ছবি দিয়ে।  ছবিঃ ইনস্টাগ্রাম।
*শুভশ্রী লেখেন, "Missing your dance , your lullabies, your craziness, your cuddles, your touch, actually everything? we love you like anything our hero @rajchoco our jaan , our love ❤️/ Yuvaan n mamma"  ছবিঃ ইনস্টাগ্রাম। 
*শুভশ্রী লেখেন, “Missing your dance , your lullabies, your craziness, your cuddles, your touch, actually everything? we love you like anything our hero @rajchoco our jaan , our love ❤️/ Yuvaan n mamma”  ছবিঃ ইনস্টাগ্রাম।
*শুভশ্রী ইংরাজীতে যা লিখেছেন তাঁর বাংলা করলে হয়, "তোমার নাচ, তোমার গাওয়া ঘুম পাড়ানি গান, তোমার পাগলামি, তোমার আদর, তোমার ছোঁয়া, আসলেই তোমাকে আমরা খুব মিস করছি। আমাদের হিরো, আমাদের জান, আমাদের ভালবাসা...তোমাকে সব সময় সব কিছুতে মিস করছি। ইউভান এমং মাম্মা।"  ছবিঃ ইনস্টাগ্রাম।
*শুভশ্রী ইংরাজীতে যা লিখেছেন তাঁর বাংলা করলে হয়, “তোমার নাচ, তোমার গাওয়া ঘুম পাড়ানি গান, তোমার পাগলামি, তোমার আদর, তোমার ছোঁয়া, আসলেই তোমাকে আমরা খুব মিস করছি। আমাদের হিরো, আমাদের জান, আমাদের ভালবাসা…তোমাকে সব সময় সব কিছুতে মিস করছি। ইউভান এমং মাম্মা।”  ছবিঃ ইনস্টাগ্রাম।