জঙ্গলে হুলা টিমের সদস্যরা 

Hula Party: গোটা দেশ ব্যর্থ, মধ্যপ্রদেশ থেকে হাতি তাড়িয়ে ছত্তিশগড়ে পৌঁছে দিল বাংলার ছেলেরা

পশ্চিম মেদিনীপুর: অবশেষে মিশন সফল করে বাড়িতে ফিরছেন। পাহাড়ি এলাকার দুর্গম পথ চার দিনে পেরিয়ে হাতিকে পৌঁছে দিয়েছেন মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশে গিয়ে বাংলার ছেলেদের এই দামালপনা রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।

যেখানে এক এক করে ব্যর্থ হয়েছে বন বিভাগ থেকে শুরু করে দক্ষিণ ভারতের বিখ্যাত হুলা পার্টি, সেখানে দুর্গম পথ পেরিয়ে সফল হয়েছে খড়গপুরের হুলা টিম। জেলা ছাড়িয়ে মধ্যপ্রদেশে হাতি তাড়াতে ডাক পড়েছিল খড়গপুরের এই হুলা টিমের। সমতলে হাতি তাড়ানোয় দক্ষ হলেও পাহাড়ি এলাকায় হাতি তাড়ানো রীতিমত চ্যালেঞ্জিং ছিল তাদের কাছে।

নিজেদের মুখ রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে বেশ সংশয় ছিল। অবশেষে সেই সংশয় কাটিয়ে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে মধ্যপ্রদেশের জনবহুল এলাকায় ঢুকে পড়া হাতিকে পৌঁছে দিল ছত্তিশগড়ের জঙ্গলে।

আরও পড়ুন: চোখের নিমেষে গঙ্গায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি! ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে

কর্নাটকের হুলা টিম ফেল করায় হাতি তাড়াতে ডাক পড়েছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার বাপি মাহাত, আকাশ মাহাত, বাবলু মাহাত, মথুর মাহাতদের।

মধ্যপ্রদেশের অনুপপুর বন বিভাগের দুটি হাতিকে তাড়াতে রাতের ঘুম উড়েছিল গ্রামবাসীদের। আশঙ্কায় ছিল বন বিভাগ। অবশেষে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের হুলা টিমের সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যপ্রদেশ নিয়ে যায় সেই রাজ্যের বন বিভাগের আধিকারিকরা। শনিবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় ১৪ জনের একটি দল। অবশেষে পাহাড়ি এলাকায় হাতি তাড়িয়ে বাংলায় ফিরছে তারা। হুলা টিমের সদস্য আকাশ মাহাত বলেন, আমরা সমতল এলাকায় হাতি তাড়াতে অভ্যস্ত। তবে এবার দুর্গম পাহাড়ি এলাকায় সফল হয়ে ভাল লাগছে। বাংলার দামাল ছেলেদের এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

রঞ্জন চন্দ